নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

খোকা

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৮


শহীদুল ইসলাম প্রামানিক

সন্ধ্যা বেলা মা ডেকে কয়
’বইটা খুলে পড়’
কেঁদে কেঁদে বলছে খোকা,
‘গায়ে ভীষণ জ্বর’।

‘একটু আগে খেললি দেখি
গোল্লাই ছুটের খেলা
পড়তে বসার কথা বলতেই
জ্বর এলো এই বেলা’।

ধমক দিয়ে বলল মায়ে,
‘বই নিয়ে পড় বসে,
মিথ্যা বলে পড়ায় ফাঁকি’?
বলল রোষে রোষে।

‘খেলার সময় টের পাইনি মা
যেই এসেছি বাড়ি
কাঁপন দিয়ে জ্বর এসে যে
ধরল তাড়াতাড়ি।’

মন্তব্য ৫৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:০২

জুন বলেছেন: প্রথম ভালোলাগা প্রামানিক ভাই

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। আপনি প্রথম হওয়ায় চা পাওনা থাকল। শুভ্চেছা রইল।

২| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৪

ধূলো জমা চিঠি বলেছেন: ‘খেলার সময় টের পাইনি মা
যেই এসেছি বাড়ি
কাঁপন দিয়ে জ্বর এসে যে
ধরল তাড়াতাড়ি।’


বিশেষ করে ভাই শেষের দুই লাইন একেবারে, কি বলবো নেন++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। মন্তব্য ও প্লাস-এর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:



খোকা বড় হয়ে সৌদী আরবে কাজ করবে

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: সব খোকা যদি সৌদী আরবে যায় বাংলাদেশে কাজ করবে কে? ধন্যবাদ চাঁদগাজী ভাই।

৪| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৯

মহা সমন্বয় বলেছেন: ধমক দিয়ে বলল মায়ে,
‘বই নিয়ে পড় বসে,
মিথ্যা বলে পড়ায় ফাঁকি’?
বলল রোষে রোষে


০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মহা সমন্বয়। অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১১

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: মন ছুঁয়ে গেল,
বিশেষ করে শেষের দুই
লাইন একেবারে,

এভাবে চমৎকার অভিব্যক্তিগুলো কবিতার আকারে তুলে
ধরা একমাত্র আপনার দ্বারাই সম্ভব,

ধন্যবাদ,

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পারভেজ উদ্দিন হৃদয়। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

৬| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৪

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

*আপনার আগের পোস্টটি কি সরিয়ে ফেলেছেন??

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৫

প্রামানিক বলেছেন: জী ভাই, একটি সমস্যার কারণে সরিয়েছি। ধন্যবাদ

৭| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । ফাঁকিবাজি মায়ের সাথে । সুন্দর ছড়া । বেশ ভাল লেগেছে ।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন। মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৭

দইজ্জার তুআন বলেছেন: বদ্দা গম অইয়ে.............বালা লাইগ্গে

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৫

প্রামানিক বলেছেন: অনারে ধন্যবাদ

৯| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩০

জুনা্যেদ সিদ্দিক বলেছেন: কবি আপনার ছড়া খুব সুন্দর হয়েছে।আশাকরি আরো সুন্দর সুন্দর ছড়া আমাদের উপহার দিবেন।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জুনায়েদ সিদ্দীক। মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভ্চেছা রইল।

১০| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি সবসময় টাষ্কি লাগানো ছড়া লিখেন । ভাল লাগল অনেক ধন্যবাদ আপনাকে।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহমুদুর রহমান সুজন। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পড়ায় ফাঁকি দেওয়ার জন্য এরকম আমরাও ছোটবেলায় করেছি।

চমৎকার ছড়ার জন্য ধন্যবাদ প্রামানিক ভাই।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই। অনেকের ছোট বেলা এই রকমেই কেটেছে। মন্তব্য পড়ে খুশি হলাম। শুভ্চেছা রইল।

১২| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৯

মিখু বলেছেন: খুব ভাল লিখেছেন।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিখু। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৩

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!!

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি কল্লোল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩০

শামছুল ইসলাম বলেছেন: খোকার সাথে পেরে ওঠা কঠিন।

ভাল থাকুন। সবসময়।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। শুভেচছা রইল।

১৫| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো।ধন্যবাদ ভাই

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৯

প্রামানিক বলেছেন: শাহরিয়ার কবীর। ধন্যবাদ

১৬| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৫

কালনী নদী বলেছেন: অনেক সুন্দর!

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালনী নদী। শুভেচ্ছা রইল।

১৭| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৯

মিজানুর রহমান মিরান বলেছেন: আমারো এমন হতো!!

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেকের জীবনেই এমন হতো। মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

১৮| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮

সোজোন বাদিয়া বলেছেন: মিষ্টি এবং চমৎকার।

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্চেছা রইল।

১৯| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০১

হাসান মাহবুব বলেছেন: হাহা! ভালো লাগলো।

মিথ্যা বলে পড়ায় ফাঁকি’?
বলল রোষে রোষে। এখানে রোষে শব্দটা দুইবার না দিয়ে "ভীষণ রোষে"বা এমন কিছু দিলে ভালো লাগতো।

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৪

প্রামানিক বলেছেন: আপনার উপদেশ শিরধার্য। তবে অনেক শব্দ আছে যেগুলো দুইবার ব্যবহার করা যায় যেমন-- কান্না কান্না ভাব, রাগ রাগ ভাব, চুপি চুপি যাওয়া, কাঁদো কাঁদো স্বরে---- সেই হিসাবে ঠিক আছে। ধন্যবাদ আপনাকে উপদেশ দেয়ার জন্য।

২০| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৮

জ্যোস্নার ফুল বলেছেন: হাহাহা
আমি বলতাম পেটে ব্যাথা :P

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬

প্রামানিক বলেছেন: হা হা হা যে যেভাবে মিছা কথা বলতে পারতো সেভাবেই বলতো। ধন্যবাদ

২১| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৬

আব্দুল্লাহ আল মুহীত বলেছেন: সুন্দর কথা সর্বদা ভালোলাগার

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আব্দুল্লাহ আল মুহীত। অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১

আরণ্যক রাখাল বলেছেন: মজার হইছে

০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: নিজের ছোট বেলার কাহিনীটাই ছড়াকারে তুলে ধরছেন আমাদের মাঝে, আপনি তো ভাই বড্ড পাজি ছিলেন =p~

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: শুধু আমারে এক কন ক্যা, আপনিও তো আমার দলেই আছিলেন, সেইডা কন না ক্যান?

২৪| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:১১

আমিই মিসির আলী বলেছেন:
‘খেলার সময় টের পাইনি মা
যেই এসেছি বাড়ি
কাঁপন দিয়ে জ্বর এসে যে
ধরল তাড়াতাড়ি।

হা হা হা!

ছুডু বেলায় আমি পড়তে বসলেই মাথা ঘুরাইতো!

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: হা হা -- সব ছোটদের বেলায় একই অবস্থা।

২৫| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৪

কল্লোল পথিক বলেছেন:








বাহ!দারুন মজার ছড়া।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১১:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৭

মোঃহাদী বলেছেন: ভাল লাগল, মাকে পড়ছে খুব আজ ,

১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাদী। ছোট বেলার কথা মনে হলে মায়ের কথাই মনে পড়ে। শুভেচ্ছা রইল।

২৭| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫০

একুশে২১ বলেছেন: আহা কতদিন ছড়া পড়িনা। খুব ভাল লাগল। কিশোর বেলায় চলে গিয়েছিলাম। দারুণ।

১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.