নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

চাচা-চাচী

১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪০


শহীদুল ইসলাম প্রামানিক

(সহব্লগার বিজন রয়-এর সৌজন্যে লেখা)

চাচা বলছে চাচীরে
তোর কথায় নাচিরে
দিলাম একটা হাঁচিরে
আর কয় দিন যে বাঁচিরে।

চাচী তখন বলল রাগে
জলদি বাজার যাওনা আগে
বোয়াল খেতে সাধ যে জাগে
কিনবে মাছ দশের ভাগে।

চাচীর কথায় চাচা তখন
গরু নিল বাছুর বকন
বেচবে হাটে কিনবে মাছ
চাচী ছাড়ে না চাচার পাছ।

গরু বেচতে হাটে যাওয়া
লাগবে না মোর মৎস খাওয়া
রান্না করবো আলুর ডাইল
মাছটা খাবো আগামী কাইল।

চাচীর কথায় চাচা হাসে
খুল্লুত খুল্লুত মিছাই কাসে
খুশির চোটে আছাড় খায়
চাচী দেখে শরম পায়।

সেগুন বাগিচা
রাত ৮টা ১০ মিনিট
১০-০৩-২০১৬ইং

মন্তব্য ৪৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৮

আলোকিত-পৃথিবীর-সন্ধানে বলেছেন: চাচি কিপটে আর চাচা চালাক,,,,, চমৎকার হয়েছে মামা

১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। অনেক অনেক শুভ্চেছা রইল।

২| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:০০

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!

১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি কল্লোল। অনেক অনেক শুভেচছা রইল।

৩| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫২

মোঃ আলামিন বলেছেন: :D

১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আলামিন। অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৯

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ ভাই।

১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। মন্তব্য করার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

৫| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৯

কল্লোল পথিক বলেছেন:








সুপার হিট।
অসাধারন হয়েছে।

১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৫

মিজানুর রহমান মিরান বলেছেন: সুন্দর ছড়া...

১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিজানুর রহমান মিরান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ১১ ই মার্চ, ২০১৬ রাত ২:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: চমৎকার...ধন্যবাদ ভাই

১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ১১ ই মার্চ, ২০১৬ ভোর ৫:০০

সচেতনহ্যাপী বলেছেন: বুনো ওল আর বাঘা তেতুল!!

১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতনহ্যাপী। আপনি ঠিকই বলেছেন। চাচা চাচী কেউ কম নয়।

৯| ১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, কি যা তা লেখেন? B-))

১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪

প্রামানিক বলেছেন: এক জনে লিখতে কইছে হের লাইগা লিকছি। ধন্যবাদ কামাল ভাই।

১০| ১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৭

সাদা মনের মানুষ বলেছেন: লিখতে কইছে তো আমাদের মতো ভালো কইরা লেখেন, এমন সুন্দর ছন্দ ক্যান?? =p~

১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৭

প্রামানিক বলেছেন: কিছু বুঝোনের আগেই মাথা থিকা ছন্দ বাইর হইছে। হের লাইগা এই অবস্থা।

১১| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৪

তৌফিক মাসুদ বলেছেন: হু, দারুন মজার। ছন্দের তালে আমাদের বয়োজ্যেষ্ঠদের ভালোবাসার দারুন প্রকাশ। ধন্যবাদ কবি।

১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৪

বিজন রয় বলেছেন: একি করেছেন!!

আমি আপনাকে একবার বলেছি আর আপনি লিখেই ফেললেন!!
যে সন্মান আপনার নিকট থেকে পেলাম, তা মাথায় তুলে রাখলাম প্রামাণিক ভাই।

আপনার ভিতরে এক মহান সৃষ্টিশীল লোক বাস করে, তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি।

১২ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিজন রয়। আপনি চাচা চাচী নিয়ে লিখতে বললেন আর আমি যদি না লিখি তা হলে কেমন হয়।

১৩| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৬

বিজন রয় বলেছেন: দেরী হলো আসতে, পোস্ট দেখতে পাইনি যে!

১২ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৪

প্রামানিক বলেছেন: সে আমি দেরী দেখেই বুঝতে পেরেছি।

১৪| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৭

বিজন রয় বলেছেন: কিছু মনে না করলে আমি আরো ছড়ার থিম দিতে চাই।

১২ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৫

প্রামানিক বলেছেন: অসুবিধা নাই, থিম মাথায় ঢুকলেই ছড়া হয়ে যাবে।

১৫| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৮

বিজন রয় বলেছেন: আর এবার একটি বই বের করুন। এ ব্যাপারে আমাকে কিছু করতে হলে অবশ্যই করবো।

১২ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৭

প্রামানিক বলেছেন: ছড়া, গল্প, উপন্যাসসহ কয়েকটি বই রেডি হয়ে আছে। খুব চেষ্টায় আছি এবার বের করার জন্য।

১৬| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১:০১

ফেরদৌস প্রামানিক বলেছেন: এক কথায় অসাধারণ একটা ছড়া হয়েছে এটা ভাই !

১২ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৯

প্রামানিক বলেছেন: উপস্থিত ক্ষেত্রে অনেক সময় ছড়া লিখে পোষ্ট করার কারণে ছড়ার গুণগতমান এরকম হয়। ধন্যবাদ আপনাকে

১৭| ১২ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৫৪

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।

১২ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নীলপরি। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ১৩ ই মার্চ, ২০১৬ ভোর ৬:২৬

বিদ্যুৎ বলেছেন: সাবাস প্রামাণিক ভাই। মানুষকে উৎসাহ দেওয়ার জন্য এর চেয়ে ভাল কিছু আছে বলে আমি মনে করিনা। ধন্য বিজন রয়।

১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্যুৎ। বিজন রয় এবং আপনার উৎসাহে আমি উৎসাহিত। খুব খুশি হলাম আপনার মন্তব্য পড়ে। শুভ্চেছা রইল।

১৯| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২

রানা আমান বলেছেন: "আলুর ডাইল" এটা কি জিনিস ? প্রামানিক ভাই ।

১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৫

প্রামানিক বলেছেন: আলু সিদ্ধ করে ডাইলের মতই রান্না করে। খেতে খুব মজা লাগে। এই রান্নাটা রংপুর দিনাজপুরসহ পশ্চিম বঙ্গের লোকেরা ভাল পারে। ধন্যবাদ

২০| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৭

হাসান মাহবুব বলেছেন: হাহা! মজা পাইছি অনেক।

১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।

২১| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৪

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: যে দিন পোস্ট দিয়েছিলেন সেদিন রাতেই পড়েছিলাম,
অসাধারণ,

১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পারভেজ উদ্দিন হৃদয়। আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

২২| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

বিজন রয় বলেছেন: এই ছড়াটি তো আমাকে দিয়েছেন, তাই প্রিয়তে না রাখলে কেমন দেখায়............

২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: তথাস্থ্।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.