নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মুরগী হাসে

১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৬


শহীদুল ইসলাম প্রামানিক

মুরগী হাসে মোরগ হাসে
হাসে পাতি হাঁস
চৈত্র মাসের বাতাস পেয়ে
হাসে বনের বাঁশ।

পাগল হাসে ছাগল হাসে
হাসে ঘোড়া, গরু
ফাগুন মাসের বৃষ্টি পেয়ে
হাসে বনের তরু।

বোয়াল হাসে কাতল হাসে
হাসে টেংরা, পুটি
অল্প-সল্প বাতাস পেলে
হাসে ঘরের খুঁটি।

দোয়েল হাসে কোয়েল হাসে
হাসে বনের কাক
পুজোর সময় লাঠির ঘা’তে
হাসে ঢুলির ঢাক।

(ছবি নেট)

মন্তব্য ৭৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১১

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার :)

১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহবুবুল আজাদ। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১১

শামছুল ইসলাম বলেছেন: মজার ছড়া।

ভাল থাকুন। সবসময়।

১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৩

নিউটনিয়ান বলেছেন: চমৎকার ছন্দময়।
শিশুতোষ ছড়া হিসেবে দারুণ মানায়।

১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নিউটনিয়ান। মন্তব্য পড়ে খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরে প্রামানিক ভাই, এই কয়েকদিন কই আছিলেন?

ব্লগে এসেই একখানা দারুন ছড়া উপহার দিলেন। ধন্যবাদ ভাই।

কামাল ভাইয়ের শুক্রবারের আড্ডায় আপনার পদধুলি কাম্য।

১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: কামাল ভাইয়ের আড্ডাটা স্টিকি করা দরকার, তাহলে আরো জমতো। অবশ্যই আড্ডায় যোগ দিব। ধন্যবাদ হেনা ভাই।

৫| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৫

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!

১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি কল্লোল। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৪

আরাফআহনাফ বলেছেন: "বোয়াল হাসে কাতল হাসে
হাসে টেংরা পুটি
অল্প-সল্প বাতাস পেলে
হাসে ঘরের খুঁটি।"

প্রামানিক ভাই - সাবধান কিন্তু। অল্প-সল্প বাতাসে না আবার উড়ে যান! =p~

ভালো লাগলো।
আপনার জন্য শুভ কামনা।

১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, চমৎকার কথা বলেছেন, যদি উড়ে যাই তখন তো নিজেকে নিজে খুঁজেই পাবো না। সতর্ক করার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

৭| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৫

সোজোন বাদিয়া বলেছেন: প্রামানিক ভাই ছাড়াটা যেন কিছু একটা বলার আগেই শেষ হয়ে গেল। শেষের বেলা একটা সত্যিকারের হাসির কথা আশা করছিলাম। দ্যাখেন দেয়া যায় কিনা। অ্যামন ছন্দের যাদু বৃথা গেলে হবে না। ভাল থাকুন।

১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সোজোন বাদিয়া। আপনার অনুরোধ অবশ্যই রাখার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

৮| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:২২

তাসলিমা আক্তার বলেছেন: বনের বাঁশও হাইস্যা ফেলছে।
হাসছে বনের বাঁশ
আমার পাইছে কাশ
হইছে কিছু? নাহ, আপনে আমারে ছড়া শিখানতো প্রামানিক :)

১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪০

প্রামানিক বলেছেন: এই তো ছন্দ মিলা গ্যাছে। কে কয় হয় নাই। চেস্টা করতে থাকেন। ধন্যবাদ

৯| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৩

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: ভাল লাগল,
তবে কয়েকদিন যাবত আপনাকে ব্লগে দেখা যায় নি যে?

১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: গ্রামের বাড়ি গিয়েছিলাম। যে কারণে এই কয়দিন ব্লগে ছিলাম না। ধন্যবাদ আপনাকে।

১০| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমিও হাসছি!

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাইফূল্লাহ শামীম। আপনি হাসছেন জেনে খুশি হলাম। শুভ্চেছা রইল।

১১| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

হাসিময় ছড়া চমৎকার লাগল।

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। হাসিময় মন্তব্য করায় খুশি হলাম। শুভ্চেছা রইল।

১২| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৪

আরজু পনি বলেছেন:
পুরাই সুকুমার টেস্ট পেলাম যেনো!

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন আরজুপনি। উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

১৩| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৮

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪০

জ্যোস্নার ফুল বলেছেন: অল্প-সল্প বাতাস পেলে
হাসে ঘরের খুঁটি।

ছন্দের জাদুকর

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জোস্নার ফুল। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪০

বিজন রয় বলেছেন: মুরগী হাসে না হাঁস হাসে।

হা হা হা

আমিও হাসলাম।

২/৩ দিন কোথায় ছিলেন??

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৫

প্রামানিক বলেছেন: অনেক সময় মুরগীও হাসে কিন্তু ঠোট হাসের মত না হওয়ায় বোঝা যায় না। ধন্যবাদ ভাই বিজন রয়।

১৬| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৬

মুসাফির নামা বলেছেন: চমৎকার প্রামানিক ভাই, কিন্তু নকল।

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৮

প্রামানিক বলেছেন: এইখানেই তো কবি নিরব। কষ্ট করে লিখি এর পর দেখা যায় এরকমই কেউ না কেউ আগেই লিখে গেছে। ধন্যবাদ আপনাকে বিষয়টি নজরে আনার জন্য।

১৭| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:১০

খোলা মনের কথা বলেছেন: সবাই হাসে??? কি বলেন ভাই :( :( আমিও কি এর ভিতর হেসে নিবো?
ভাল লাগলো ভাই। শুভ কামনা জানবেন

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৯

প্রামানিক বলেছেন: সবাই হাসলে সাথে হাসতে হয় না হাসলে কেমন কেমন দেখা যায়। রসালো মন্তব্য করার জন্য ধন্যবাদ

১৮| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:৫৭

মিজানুর রহমান মিরান বলেছেন: এযে হাসির ছড়াছড়ি!

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিজানুর রহমান মিরান। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ২:০৬

সচেতনহ্যাপী বলেছেন: হাসি বলে হাসা, আর হাসা বলে হাসি।। এই নিয়ে চলে হাসাহাসি =p~ ।।

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫১

প্রামানিক বলেছেন: ছোটকালে এই ছড়া ক্লাস ওয়ানে পড়েছিলাম। এখনও মনে আছে। ধন্যবাদ আপনাকে পুরানো ছড়া মনে করিয়ে দেয়ার জন্য।

২০| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৫

সাদিয়া আফরোজ বলেছেন: মজার ছড়া

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সাদিয়া আফরোজ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫১

কল্লোল পথিক বলেছেন:






মজার ছড়া।

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৭

সাদা মনের মানুষ বলেছেন:

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০২

প্রামানিক বলেছেন: ঘটনা কি, আপনার ছবি আসে নাই কেন।

২৩| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৬

শরতের ছবি বলেছেন: মজার ছড়া ।বাচচারা বেশি মজা পাইব !

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শরতের ছবি। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৪| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪২

হাসান মাহবুব বলেছেন: হাসতে নাকি জানে না কেউ
কে বলেছে ভাই


এই ছড়াটির প্রভাব বিপুলভাবে বিদ্যমান।

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৫| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৫

আমিই মিসির আলী বলেছেন:
বোয়াল হাসে কাতল হাসে
হাসে টেংরা, পুটি
অল্প-সল্প বাতাস পেলে
হাসে ঘরের খুঁটি।


ভাইয়ের কবিতা গুলা তো অনেক জোস!।
বোয়াল আর কাতল তো সব সময় হেসেই থাকে।
আমাদের এলাকায় একজন বোয়াল হাসি নামে খ্যাত আছেন।
+

২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৭

প্রামানিক বলেছেন: হা হা ভাই ঠিকই কইছেন। অনেকের বড় মুখ দেখলে লোকজন হাসি ঠাট্টা করে বলে বোয়ালমুখী।

২৬| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৩

গেম চেঞ্জার বলেছেন: নাইস ওয়ান!

২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৬

উল্টা দূরবীন বলেছেন: চমৎকার।

২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৮| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৮

তৌফিক মাসুদ বলেছেন: আমিও হাসলাম,

শুভকামনা কবি।

২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৯| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: Nice brother

২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নুরুন নাহার লিলিয়ান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩০| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: পাগল হাসে ছাগল হাসে
হাসে ঘোড়া, গরু
ফাগুন মাসের বৃষ্টি পেয়ে
হাসে বনের তরু।

ভাল লিখেছেন। থন্যবাদ ভাই
++++

২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩১| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

সাগর মাঝি বলেছেন: চমৎকার....ছড়াটা পড়ে মজা পাইলম!!!

২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাগর মাঝি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩২| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৫

তার আর পর নেই… বলেছেন: হামা ভাইয়ের বলা লাইনটাই বলতে চাইলাম।

২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৩| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব ভাল লাগলো ছড়াটা পড়ে।
সরল এবং সুন্দর।

২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন চন্দ্ররথা রাজশ্রী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৪| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৯

রাশেদ রাহাত বলেছেন: "অল্প-সল্প বাতাস পেলে
হাসে ঘরের খুঁটি।"
B:-/ :-B অসাধারণ কবি মামা।

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মামা রাশেদ রাহাত। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৫| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রামানিক ভাই, আপনার হাতের লেখা ছড়া কবিতা চমৎকার, লিখে যান থামবেন না, আর একটা অনুরোধ বাংলাদেশে ঈঁদ নিয়ে খুব বেশী একটা ছড়া কবিতা নেই, সম্ভব হলে হাস্যরষ আর মাজাদার খাবার সহ ঈঁদ নিয়ে ছড়া কবিতা লিখবেন - আপনি ভালো লিখেন তাই আপনার কাছে আশা করি । আপনি ভালো থাকুন সুস্থ থাকুন, আমাদের আরো ছড়া কবিতা উপহাড় দেবেন এই কামনা ।।

২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঠাকুর মাহমুদ। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। আপনার অনুরোধ অবশ্যই রক্ষা করার চেষ্টা করবো। শুভ্চেছা রইল।

৩৬| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:২০

কালনী নদী বলেছেন: বাহ এ যে দেখি আমার প্রিয় ডোনাল্ড ডাক! :)
আচ্ছা ভাইয়া একা একা হাঁসা-টা কি মানসিক রোগ নাকি?

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৭

প্রামানিক বলেছেন: না ভাই, অনেক সময় অনেক হাসির ঘটনা মনে পড়লে একা একাই হাসি পায়। এরকম আমিও একা একা অনেক সময় হেসে থাকি। ধন্যবাদ ভাই কালনী নদী।

৩৭| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:১২

কালনী নদী বলেছেন: যাক ভাই এখন একটু প্রাণখোলে হাসা যাবে।

২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩০

প্রামানিক বলেছেন: হাসেন ভাই, হাসি দেয়া ভাল, কিছু সময়ের জন্য হলেও কষ্ট থেকে দূরে থাকা যায়।

৩৮| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:০৬

রাশেদ রাহাত বলেছেন: নাহ্ আর ভালো বোধ করছি না। অপনাকে আমি "মামা" বলে স্বম্ধন করলাম। আর আপনি বললেন ভাই।
কুল।

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৬

প্রামানিক বলেছেন: ভুল হয়ে গেছে মামা। ব্লগে ঢুকলে অনেক সময় হুশ থাকে না। ধন্যবাদ

৩৯| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৪

বাংলার নেতা বলেছেন: চমৎকার ছড়া!

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাংলার নেতা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.