নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মেলা

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৫



শহীদুল ইসলাম প্রামানিক

আমতলী, জামতলী, বেলতলীর মেলাতে
চিরে চেপ্টা হলাম আমি ঠেলাঠেলির ঠেলাতে।

খাজা-গজা, দই-বাতাসা, মুড়ি-মুড়কি কত কি
সাথে খেলাম রস-রসালি গরম গরম জিলাপী

চুড়ি-বালা, মালা-মাকরী, মাথার ফিতা, পয়ের মল
কিনতে গিয়ে নাস্তানাবুদ সেথা দেখি নারীর ঢল।

আদা-রসুন, পিয়াজ-মরিচ এসব কিছু নাই যে আর
তরমুজ-বাঙি, ফল-ফলাদির আছে অনেক সমাহার।

কোদাল-কুড়াল, ছুরি-কাঁচি, দা-বটি কিনতে ভাই
পকেটেতে চেয়ে দেখি পয়সা পাতি কিছুই নাই।

পকেট মারে পকেট কেটে নিয়ে গেছে টাকা সব
খালি পকেট চেয়ে চেয়ে মিছেই করছি কলরব।

মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৬

তৌফিক মাসুদ বলেছেন: ১ ম

২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। ১ম হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

২| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দারূন হইছে ভাই। সেই মেলা দিন পড়ে মেলার কথা মনে পড়ে গেল। কেমন আছেন প্রামানিক ভাই।

২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১২

প্রামানিক বলেছেন: ভাল আছি, আপনি কেমন আছেন। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪২

তৌফিক মাসুদ বলেছেন: এ আমাদের নিত্য দিনের ঘটনা। মাঝে মাঝে মনে হয় এর চেয়ে বড় বিপদ আর নাই।

দারুন কবিতা, শুভকামনা কবি।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচছা রইল।

৪| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪২

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচছা রইল।

৫| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: হা....হা.....হা.......
পুরাই অস্থির অবস্থা!
দারুণ হইছে।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাইফুল্লাহ শামীম। অনেক অনেক শুভেচছা রইল।

৬| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৭

কাবিল বলেছেন:




পকেট মারে পকেট কেটে নিয়ে গেছে টাকা সব
খালি পকেট চেয়ে চেয়ে মিছেই করছি কলরব।
:)

২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। অনেক অনেক শুভেচছা রইল।

৭| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: দারুন অন্তমিল খুব সুন্দর

২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোস্তফা সোহেল। অনেক অনেক শুভেচছা রইল।

৮| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৭

শরনার্থী বলেছেন: আহা কি সুন্দর রাতি
আকাশ দিয়া উড়ে যায় একপাল হাতি।।-
এই টাইপের কবিতা হইলে ঠিকাচে। আর একটু উপ্রে নিতে হইলে কমু বাই আপনের কবিতা লেখনের কাম নাই। অন্যের পোস্ট না পড়েই কমেণ্ট করে যান, তাতেই বহুত ফায়দা হবে!

২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: শরনার্থী ভাই, আপনি যা কইবেন তাই মাথায় রাখলাম। অনেক অনেক শুভেচছা রইল।

৯| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: নমঃস্কার প্রামানিক ভাই। আপনার ছড়া তো বরাবরই সেরা, আর কত গুনগান গাই। চালিয়ে যান আমরা আছি সঙ্গে, যতদিন বাঁচি এই বঙ্গে।।।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দাদা, আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে আমি বাস্তবেই অনুপ্রাণিত হই। শুভ্চেছা রইল।

১০| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮

সোজোন বাদিয়া বলেছেন: ভাল করছে। পকেটটা না কাটলে কি এমন একটা ছড়া আমরা পাইতাম :)

২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সোজন বাদিয়া। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচছা রইল।

১২| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৯

এএন অনু বলেছেন: পকেট কেটেছে তাতে কি
সুন্দর একটা ছড়া তো পেয়েছি।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অনন্য অনু। অনেক অনেক শুভেচছা রইল।

১৩| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০

বিদ্রোহী সিপাহী বলেছেন: গাঁয়ের মেলায় পকেট কাটে আপনার কাছেই জানলাম
সত্য বলছি ভাই

২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী সিপাহী। গাঁয়ের শুধু মেলাতেই নয় হাটেও পকেটমার আছে। আমি গ্রামের অষ্টমী স্নানের মেলায় একবার পকেট মারের পাল্লায় পড়েছিলাম। কয়েক জন সাথে থাকাতে নিতে পারে নাই তবে টাকা পকেট থেকে বের করে ধরা পড়ার ভয়ে মাটিতে ফেলে দিয়েছিল। মন্তব্য করার জন্য শুভ্চেছা রইল।

১৪| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৪

বিজন রয় বলেছেন: ছোট হয়ে গেল।
আর একটু বড় হতে পারতো। মেলার বেশ কিছু বিষয় আসেনি এখনো।

তবে যেটুকু লিখেছেন তা মনে রাখার মতো।

চা দেন।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:০২

প্রামানিক বলেছেন: বড় করা যেত ভবিষ্যতে চেষ্টা করবো।

১৫| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৮

কল্লোল পথিক বলেছেন:





পকেট মারে পকেট কেটে নিয়ে গেছে টাকা সব
খালি পকেট চেয়ে চেয়ে মিছেই করছি কলরব।
বাহ!দারুন+++++++++++++

২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কল্লোল পথিক। অনেক অনেক শুভেচছা রইল।

১৬| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২২

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। অনেক অনেক শুভেচছা রইল।

১৭| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: নারীর ঢলে ঢুকে দিশেহারা হলেন আর চোরও মোক্ষম সুযোগটা নিলো :D

২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৯

প্রামানিক বলেছেন: আর কইয়েন না খালি নারীর ঢল না পুরুষেরও ঢল ছিল। চোরের কাছে ঢল হলেও হলো তার চুরি করতে সুবিধা।

১৮| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: ছড়া ভালা হইছে আমি গ্যারান্টি দিয়া কইলাম :-B

২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৭

প্রামানিক বলেছেন: আপনি ভাল কইলে তো আর কথাই নাই।

১৯| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৫

জুন বলেছেন: একেবারে গ্রামীন একটি মেলার রূপ ফুটিয়ে তুলেছেন কবিতায় প্রামানিক ভাই।
+

২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। ধন্যবাদ

২০| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪০

অগ্নি সারথি বলেছেন: চমৎকার কবিতা প্রামানিক দা। দিলেন তো নস্টালজিক করে!

২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি সারথি। অনেক অনেক শুভেচছা রইল।

২১| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: সেইবেলার মেলার কথা মনে করিয়ে দিলেন।।

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, সেই কালের মেলার কথা আমারো মাঝে মাঝেই মনে পড়ে। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচছা।

২২| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ২:১৯

সাগর মাঝি বলেছেন: মেলায় যেতে ইচ্ছে করতেছে।

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৪

প্রামানিক বলেছেন: আর কিছুদিন পরেই বৈশাখী মেলা। অপেক্ষা করুন।

২৩| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৮:০৬

শামছুল ইসলাম বলেছেন: সামনেই আসছে মেলা, তার আগেই আপনার চমৎকার ছড়া।

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৫

নীলপরি বলেছেন: দারুন বিবরন । ভালো লাগলো ।

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩

এডওয়ার্ড মায়া বলেছেন: প্রিয় ছড়াকার ছড়া দিয়েই গ্রামীন মেলার স্বাদ দিলেন।
প্লাস

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে অনেক খুশি হলাম। শুভেচছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.