নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

চোর

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৫


শহীদুল ইসলাম প্রামানিক

চান মিয়া কান ধরে
উঠে বসে শতবার
তার পরও কিল-ঘুষি
পিঠে পড়ল কত তার।

বিচারক চেয়ারম্যান
শাসনে সে অতি কড়া
তাই তো চান মিয়া
ধান ক্ষেতেই পরে ধরা।

চেয়ারম্যানও চোর বটে
তবে সেটা স্বভাবে
চান মিয়া করে চুরি
সাংসারিক অভাবে।

গতরাতে চুরি হলো
সাড়ে তিনশো বস্তা
রিলিফের গম বলে
দামে অতি সস্তা।

চেয়ারম্যান সব নিল
কিছু দিল অফিসে
মূল কাগজ রেখে দিয়ে
জমা দিল কপি সে।

নীতিতে উভয়ই চোর
চোর দেশের আইনে
চেয়ারম্যানরা বৈধ হয়
কর্মকর্তার সাইনে।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৫৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:১১

সুমন কর বলেছেন: নীতিতে উভয়ই চোর
চোর দেশের আইনে
চেয়ারম্যানরা বৈধ হয়
কর্মকর্তার সাইনে।
-- ঠিক বলেছেন।

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: প্রথম হওয়ার জন্য চাসহ শুভেচ্ছা।

২| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৬

বিজন রয় বলেছেন: ২য় হইসি, দুই কাপ চা দেন।

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: ২য় হওয়ার জন্য দুই কাপ রং চা পাওনা থাকল। ধন্যবাদ

৩| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৬

বিজন রয় বলেছেন: কিন্তু প্রথম প্লাসটি আমার, সুমনদার নয়।

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: হে হে হে আরেক কাপ দুধ চা বারাদ্দ করলাম। ধন্যবাদ

৪| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৬

জ্যোস্নার ফুল বলেছেন: লাইক, লাইক মানে পছন্দ !:#P

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: ভাল লাগলেই পছন্দ হয় না লাগলে তো অপছন্দ। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৫| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৬

রিপি বলেছেন:
আপনার কবিতার ছন্দের মিল গুলি দারুন লাগে আমার। কবিতার মধ্য বাস্তবতা চরম ভাবে প্রকাশ পেয়েছে। ভালো লাগা র‌ইল ভাইয়া। :)

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন রিপি। মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভ্চেছা রইল।

৬| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৮

জ্যোস্নার ফুল বলেছেন: প্রথম প্লাস তো রিপির দেখায় :)

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: যেই প্রথম হইছে সেই চা পাবে। ধন্যবাদ আবার মন্তব্য করার জন্য।

৭| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সুন্দর ছড়া পড়ে মন হলো মুগ্ধ শহীদুল ভাই লোক ভালো দিল তাঁর শুদ্ধ।।

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দাদা, আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে বরাবরই উৎসাহিত হই। মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:২২

তৌফিক মাসুদ বলেছেন: দারুন ছন্দ কবি, অন্যদের পড়ে শোনানোর মত।

হাস্যরসের আড়ালে বাস্তবতা। এমন কালচার চলে আসছে যুগ যুগ ধরে। আপনার লেখানী এদের কানে পৌছুলেই হয়।

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। আপনার বাস্তবতার নিরিখে মন্তব্য পড়ে ভাল লাগল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৬

জাগরিত নিদ্রা বলেছেন: সুন্দর হয়েছে

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জাগরিত নিদ্রা। অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাস্তবতার এক ছান্দিক চিত্র অনেক অনেক ভাল লাগা প্রামানিক ভাই।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহমুদুর রহমান সুজন। আপনার মূল্যবান মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
গতরাতে চুরি হলো
সাড়ে তিনশো বস্তা
রিলিফের গম বলে
দামে অতি সস্তা।

সস্তা খেতেও ক্ষমতা লাগেে
এই দেশেতে ভাই।
চোরে চোরে মাসতো ভাই
আমরা কিছু নাহি কবার চাই।
কিছু বলিলে চোরের খাতায়
উল্টা নিজের নাম দেখা যায়।
সৎ লোকের ভাতের অভাব
এই দেশেতে ভাই।
চক্ষু থাকিতে অন্ধ সবাই
বেশি কিছু নাহি কবার চাই।
লেখা টা ভালই হয়েছে
প্রামাণিক ভাইকে ধন্যাদ
দিয়ে চলে যেতে চাই।



২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:০০

প্রামানিক বলেছেন: ছন্দে ছন্দে মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১২| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: হা..হা...হা......
অতিব চমৎকার ছড়া!

২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাইফুল্লাহ শামীম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:১২

পুলক ঢালী বলেছেন: ছন্দে ছন্দে সত্য কথন খুব ভাল লাগলো।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পুলক ঢালী। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:২১

রাইসুল ইসলাম রাণা বলেছেন: বাহ! চমৎকার লাগলো ছড়াটি।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাইসুল ইসলাম রাণা। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪১

Jahirul Sarker বলেছেন: ভাইজান আপনে যে এত কবিতা লেখেন এ বিষয়েই একটি কবিতা লেখেন। আর হ্যা ওটা কিন্তু আমার নামে উৎসর্গ করবেন।
কবিত কিন্তু খুব ভালা হইছে। আ প্লাস দিলাম।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জহিরুল সরকার। অবশ্যই আপনার অনুরোধ রাখার চেষ্টা করবো। শুভেচছা রইল।

১৬| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৪

মধ্য রাতের আগন্তক বলেছেন: কী-বোর্ডের বোতাম চাপতে খুব আলসেমী লাগে। কিন্তু আপনার কবিতাটা আমার সীমাহীন আলসেমীকে হারিয়ে দিল । অসাধারণ লাগলো কবিতাটা ।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মধ্য রাতের আগন্তক। আপনার মন্তব্য পড়ে আমিও উৎসাহিত হলাম। শুভ্চেছা রইল।

১৭| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৭

মুসাফির নামা বলেছেন: অসাধারণ ছড়া।+++++

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুসাফির নামা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: চেয়ারম্যানও চোর বটে
তবে সেটা স্বভাবে
চান মিয়া করে চুরি
সাংসারিক অভাবে।

রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি।।

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতন হ্যাপী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ২:১৬

সাগর মাঝি বলেছেন: সিরাম.....হইছে ভাই।

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাগর মাঝি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৫৭

শামছুল ইসলাম বলেছেন: খুব ভাল লেগেছে।

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৭

কল্লোল পথিক বলেছেন:





বাহ!বরাবরের মত এই ছড়াটিও অসাধারন।

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৯

শাহজালাল হাওলাদার বলেছেন: খুব ভাল লেগেছে ভাই প্রামানিক।

"স্বভাবের চোরেরা রাস্তায় কার ধায়
অভাবের চোরেরা পিঠ পেতে মার খায়।"

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

প্রামানিক বলেছেন: ভাল লাগল আপনার মন্তব্য। শুভেচ্ছা রইল।

২৩| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮

সাদা মনের মানুষ বলেছেন: চেয়ারম্যানদের নির্বাচন করতে টাকা খরচ হয়, তাই তারা চুরি করে। চোরদের তো নির্বাচন হয়না, ওদের চুরি করাটা শোভা পায় না =p~

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

প্রামানিক বলেছেন: হে হে হে কথা ঠিকই কইছেন। চোরদের নির্বাচন না কইরা চুরি করাডা ঠিক না, এব্যাপারে ওদের সতর্ক করা দরকার। ধন্যবাদ কামাল ভাই।

২৪| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৭

হাসান মাহবুব বলেছেন: +

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল

২৫| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চেয়ারম্যানদের নির্বাচন করতে টাকা খরচ হয়, তাই তারা চুরি করে। চোরদের তো নির্বাচন হয়না, ওদের চুরি করাটা শোভা পায় না

কামাল ভাইয়ের বিজ্ঞ মন্তব্যের পর আর কিছু বলার নাই। ধন্যবাদ প্রামানিক ভাই।

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

প্রামানিক বলেছেন: কামাল ভাই দারুণ কথা বলেছেন। এখন চোরদের কাছে এই বার্তা পৌছানো দরকার। বার্তা পৌছানোর দায়িত্ব কামাল ভাইকে দিলে কেমন হয়? ধন্যবাদ হেনা ভাই।

২৬| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১

ওয়্যারউলফ বলেছেন: চমৎকার লিখেছেন ।

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচছা রইল।

২৭| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২০

নীলপরি বলেছেন: অসাধারণ ।

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচছা রইল।

২৮| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: চোরদের সাথে আপনার সম্পর্কটাই সব সময় ভালো জেনে এসেছ, সুতরাং দায়িত্বটা আপনাকেই নিতে হবে প্রামানিক ভাই :D

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫

প্রামানিক বলেছেন: আপনি বুদ্ধিমান মানুষ, আপনাকেই দায়িত্বটা দিয়ে দিলাম। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.