নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

হেরে গেলাম

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১:২১


শহীদুল ইসলাম প্রামানিক

ওরা দুইজন ভায়রা ভাই
মাথায় কোন বুদ্ধি নাই
বউয়ের কাছে ক্রেডিট নিতে
আমরা খেলায় হেরে যাই।

টোকা দিলেই জিততে পারি
সেই খেলায় ক্যান বাড়াবাড়?
বুদ্ধির ভুলে উইকেট দেয়ায়
ইন্ডিয়ার কাছে গেলাম হারি।

তিন বলেতে দুইটি রান
খুশিতে মোর নাচল প্রাণ
জেতা খেলা হারার পরে
থাকে কি ভাই মোদের মান?

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১:২৯

সচেতনহ্যাপী বলেছেন: খুব কষ্ট পেয়েছি।। রাগ তো আছেই।।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১:৪৫

প্রামানিক বলেছেন: কি করবেন ভাই কষ্ট চেপে যান।

২| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১:৩২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: রাগ দেখানো উচিত বোকামির জন্য। কিন্তু কেন জানি পারছি না। কষ্টটা ছেলে গুলোরও হচ্ছে। আমাদের একার না। ভুল করে ফেলেছে মাথা ঠান্ডা না রেখে। যাই হোক, হারুক জিতুক পাশেই আছি।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১:৪৬

প্রামানিক বলেছেন: পাশে তো থাকতেই হবে এই দিন তো দিন না সামনে আরো দিন আছে। ধন্যবাদ

৩| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১:৪৫

আম আদমি বলেছেন: এটা খেলার হার না, বুদ্ধির হার। অপরিপক্কতার হার।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১:৪৮

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন ভাই। দেখলেন না ধোনী কিভাবে বোলারকে বুদ্ধি দিয়ে বল করতে বলল আর সব আউট হলো। ধোনীর মত তারাও যদি ঠান্ডা মাথায় টোকা দিয়ে এক দুই রান নিত তাহলেই হতো।

৪| ২৪ শে মার্চ, ২০১৬ ভোর ৫:১২

শামছুল ইসলাম বলেছেন: খেলাটা বোধ হয় আমরা বেশ ভালই শিখেছি, বাহবা নেবার লোভটা ত্যাগ করার শিক্ষাটা এবার নেওয়া দরকারঃ

//ওরা দুইজন ভায়রা ভাই
মাথায় কোন বুদ্ধি নাই
বউয়ের কাছে ক্রেডিট নিতে
আমরা খেলায় হেরে যাই।//


ভাল থাকুন। সবসময়।

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই।

৫| ২৪ শে মার্চ, ২০১৬ ভোর ৫:২০

গেম চেঞ্জার বলেছেন: ওরা দুইজন ভায়রা ভাই
মাথায় কোন বুদ্ধি নাই
বউয়ের কাছে ক্রেডিট নিতে
আমরা খেলায় হেরে যাই।



ক্যামনে বলেন রে ভাই??????????? এইসব??
যদি ৬ হতো তাইলে কি বলতেন? খুব খেয়ালে.......!!

আমি নিজেও এখনো ঘুমাতে পারিনাই। আপনি তো ঘুমাইতে পারছেন, এইটাই ভাল।

তবে টাইগারদের সাথে আছি, ছিলাম, থাকবো। ওদের দোষ দেব না। যা পেয়েছি তা কম নয়। অবশ্যই আরো পাব, হাতছানি দিচ্ছে সুন্দর আগামীর!

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫

প্রামানিক বলেছেন: ভালই খেলেছে, তবে শুধু অভিজ্ঞতার অভাবে বাংলাদেশ জিততে জিততে হেরে গেল, আর ধোনী অভিজ্ঞতার কারণে হারতে হারতে জিতে গেল।

৬| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৫

টোকাই রাজা বলেছেন: ফাইটটা যায়। |-)

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬

প্রামানিক বলেছেন: আপনার মত সবার অবস্থা একই।

৭| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২২

সুমন কর বলেছেন: টোকা দিলেই জিততে পারি
সেই খেলায় ক্যান বাড়াবাড়?
বুদ্ধির ভুলে উইকেট দেয়ায়
ইন্ডিয়ার কাছে গেলাম হারি।
--- সত্য।

২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। বুদ্ধির ভুৃলে হেরে যাওয়া।

৮| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬

বিদ্রোহী সিপাহী বলেছেন: মান থাকে না রে ভাই...
কিন্তু কষ্টটাকেও ছাই ছাপা দিতেই হবে
আনন্দে উদ্বেল আগামীর প্রত্যাশায়!!!

২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৮

প্রামানিক বলেছেন: ছাই চাপা দিয়েছি তারপরেও ফুঁসে উঠে কালকের শেষের খেলার দৃশ্য। ধন্যবাদ

৯| ২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

তৌফিক মাসুদ বলেছেন: আসলে যে যতই বলুক মুশফিক কে এর দায়ভার নিতে হবে। সে একটা দলের অধিনায়কত্ব করছে প্রায় চার বছর ধরে। (বর্তমানে টেষ্ট দলের ক্যাপ্টেন) সে কিভাবে এমন একটা বলে এমন সিদ্ধান্ত নিল। এখন দু:খ প্রকাশ করে লাভ নেই। এটা পরিপক্ক দল, এখানে ভুলের খেসারত দিতেই হবে। বিশ্বকাপ প্রতিদিন হয়না, বছরে চার বছরে হয়। এখানে জেতা মানে ইতিহাস।

অনেক কষ্ট পেয়েছি ভাই।
বলার মত নাই।

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

প্রামানিক বলেছেন: এরা ইচ্ছা করেই ভারতকে জিতিয়ে দিয়েছে। এটা মেনে নেয়া যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.