নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বুক চাপড়িয়ে কাঁদিসনে মা

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১০


শহীদুল ইসলাম প্রামানিক

ফেলিস না মা দুই চোখের জল
কাঁদিস না আর জোরে
এই কাঁদনের নাই তো মূল্য
পড়বি আরো ঘোরে।

মেয়ের শোকটা রাখনা বুকে
মুখে দে তুই তালা
এই দেশেতে সবাই নিষ্ঠুর
কে বুঝবে তোর জ্বালা?

হাউমাউ হাউ কাঁদবি যত
ততই বিপদ হবে
তোর পক্ষে মা কেউ বলবে না
ওদের কথাই কবে।

কার কাছে মা চাইবি বিচার
সবাই কাঁপছে ডরে
খুন, ধর্ষণে মরছে কত
এই পৃথিবীর পরে।

বেঁচে আছিস এই তো বেশি
যাক না বুকের ধন
কি করবি মা-- চুপ হয়ে যা
যতই কাঁদুক মন।

মেয়ে তো আর ফিরবে না মা
থাকনা পাথর বেঁধে
বিচার ছাড়া কি লাভ হবে
এই ভবেতে কেঁদে?

সৃষ্টিটা যার তার কাছে মা
বিচার দিয়ে যা
এই কালে নয় ওই কালেতে
সঠিক বিচার চা’।

মন্তব্য ৩৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১১

বিজন রয় বলেছেন: চা দেন।
প্রথম।

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৩

প্রামানিক বলেছেন: খায়া যান রেডি আছে।

২| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১২

বিজন রয় বলেছেন: কাঁদিস না মা, আমরা আছি দামাল ছেলেদল।

সুন্দর হয়েছে প্রামনিক ভাই।

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৬

প্রামানিক বলেছেন: এসব ঘটনার আসামী স্বাক্ষী খুঁজে পাওয়া যায় না যে কারণে সঠিক বিচার হয় না।

৩| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫

তৌফিক মাসুদ বলেছেন: আসলে সবগুলো কথাই বাস্তব। তনু হত্যা আমাদের নাড়িয়ে দিয়েছে। এটা আমাদের সামনের দিনগুলোতে এমন অপরাধ না হয় সেই সচেতনতায় পথ দেখায়।

ধন্যবাদ কবি, প্রতিবাদী লাইন গুলির জন্য।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৮

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, এমনই প্রতিবাদ হওয়া দরকার যাতে সামনের দিনগুলিতে এমন ঘটনা আর চোখে না পড়ে। ধন্যবাদ

৪| ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৬

বিদ্রোহী সিপাহী বলেছেন: বিচার হবেই, হবে

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: আমিও চাই সঠিক অপরাধীর সঠিক বিচার হোক।

৫| ২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভাই, কবিতা অসাধারণ।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাইফুল্লাহ শামীম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৯

মুসাফির নামা বলেছেন: সৃষ্টিটা যার তার কাছে মা
বিচার দিয়ে যা
এই কালে নয় ওই কালেতে
সঠিক বিচার চা’।

চমৎকার, এক গ্লাস লেবুর শরবত হলে ভাল হত।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: গরমে শরবত দিতে না পারলেও চা দিতে পারবো। চলে আসেন। ধন্যবাদ

৭| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৪

শামছুল ইসলাম বলেছেন: এটা ছাড়া অসহায়ের আর কিই বা করার আছেঃ

//সৃষ্টিটা যার তার কাছে মা
বিচার দিয়ে যা
এই কালে নয় ওই কালেতে
সঠিক বিচার চা’।//


প্রতিবাদী ছড়ায় অনেক ভাল লাগা।

ভাল থাকুন। সবসময়।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, উপরওয়ালার কাছে বিচার দেয়া ছাড়া উপায় নাই। যেই ঘটনার কোন স্বাক্ষী নাই সেই ঘটনায় উপরওয়ালাই ভরসা। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

৮| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৪১

নীলপরি বলেছেন: আপনার লেখনী বরাবরের মতোই ভালো লেগেছে । ধন্যবাদ এই বিষয়ে লেখার জন্য ।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২০

সোহানী বলেছেন: সৃষ্টিকর্তার কাছে বিচার চাওয়া ছাড়া আমাদের আর কি আছে, প্রামাণিক ভাই.....

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সোহানী। ঠিকই বলেছেন শেষ ভরসা আমাদের উপরওয়ালা। মূল্যবান মন্তব্য করার জন্য শুভেচ্ছা রইল।

১০| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৭

নাভিলা বলেছেন: ধন্যবাদ

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নাভিলা। অনেক অনেক শুভেচছা রইল।

১১| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: বুক চাপড়িয়ে কাঁদিসনে মা
আর যে কোন মা কাঁদিবে দেখার অপেক্ষায়
সাত দিনেও ধরা পরে নাকো যে দেশে সেই হায়নার দল।
কোল খালি মায়ের আর্তনাদ দেখবো কত কাল?
মা তুই আর কাঁদিসনে মা কেঁদে আর কি হবে বল?
মা তুই কার কাছে গিয়ে বিচার পাবি বল?
তোর কোল খালির বিচার যে করিবে
যাহারা বিচার করিতে পারে তাহারা যে আজি ঘুমিয়ে
ওদের ঘুম ভাঙ্গিবে না মা কোন কালে
মা তুই আর কাঁদিসনে মা কেঁদে আর কি হবে বল?


২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৭

প্রামানিক বলেছেন: সুন্দর কাব্য কথামালায় মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভেচছা রইল।

১২| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:
বিচারের বাণী নিভৃতে কাঁদে।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন আরজু পনি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৪

উল্টা দূরবীন বলেছেন: বিচার একদিন নিশ্চই হবে।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৯

প্রামানিক বলেছেন: বিচার একদিন নিশ্চই হবে।

সেই বিচারের দিনের অপেক্ষায় আমরা সবাই আছি। ধন্যবাদ ভাই উল্টা দূরবীন।

১৪| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ২:১২

সচেতনহ্যাপী বলেছেন: গরীবের বিচারালয় তো শেষমেষ আল্লাহর দরবারেই !!

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন। গরীবরা যখন বিচার পায় না তখন উপরওয়ালাকেই বিচার দিয়ে বসে থাকে। ধন্যবাদ আপনাকে।

১৫| ২৮ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৩৩

সাগর মাঝি বলেছেন: মাগো তুই আর কাঁদিস না, তোর চোখের পানি দেখলে আর সয্য হয়না, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারক, একদিন অব্শ্যই তাদের বিচার হবে এই বাংলার মাটিতে।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: মানুষ যখন ন্যায় বিচার করে না তখন আল্লাহর উপরই নির্ভর করতে হয়, অবশ্যই আল্লাহ দু'দিন পরে হলেও বিচার করে থাকেন। ধন্যবাদ ভাই সগর মাঝি চমৎকার কথা বলেছেন।

১৬| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৭

বিজন রয় বলেছেন: আপনি কোথায়?

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৭

প্রামানিক বলেছেন: ঢাকার আশে পাশে আছি তবে ঢাকায় নাই।

১৭| ২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

মনস্বিনী বলেছেন: বিচারের আশা করা যায় না ।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন বোন। ক্ষতিগ্রস্থ হওয়ার পর তার বিচার পাওয়া যায় না।

১৮| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৪

মুসাফির নামা বলেছেন: সময়মতো একদিন ঠিকই চলে আসবো।

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৭

প্রামানিক বলেছেন: আসেন অসুবিধা নাই। ধন্যবাদ

১৯| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন: জানি আমরা সবই, তবুও বিচার চাই, বিচার হোক!!!

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১:১২

প্রামানিক বলেছেন: আমাদের করার কিছু নাই বলেই বিচার চাওয়াই শেষ চাহিদা। ধন্যবাদ নাহার আপা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.