নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মমতাময়ী মা

০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

শহীদুল ইসলাম প্রামানিক

আজকাল দেখা যায় অনেকেই মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে থাকে। অথচ যত কষ্টই হোক না কেন মা কিন্তু কোন সন্তানকেই শিশু আশ্রমে পাঠায় না। কিছু কিছু মায়ের কষ্ট দেখলে খুব খারাপ লাগে। সারা জীবন মায়েরা কষ্ট করে সন্তানদেরকে বড় করে লেখাপড়া শিখিয়ে উপর তলায় উঠার ব্যবস্থা করে দেয়, অথচ সেই সন্তানেরা মাকে বয়স্কাবস্থায় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে নিজেরা আরাম আয়েশে ফ্লাট বাড়িতে থাকে। এমন কি মায়ের কোন রকম খোঁজ খবরও রাখে না। বৃদ্ধা মা মৃত্যুর পূর্বপর্যন্ত সন্তানদের মুখ দেখার জন্য প্রতিদিনই পথ পানে চেয়ে থাকে। কেউ আসে না। চেয়ে চেয়ে চোখ জলে ভরে যায়। কান্না করতে করতে আঁচলে চোখ মুছে। তবু সন্তানদের অভিশাপ দেয় না। আশায় থাকে, হয়তো সময় পেলেই আসবে। এক নজর দেখে যাবে।

আহারে নিষ্ঠুর সন্তান! নিজের সুখের জন্য গর্ভধারিনী মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে স্ত্রী সন্তান নিয়ে কত না সুখে দিন কাটায়। আর বৃদ্ধা মা স্বজন হারা হয়ে চোখের জল ছেড়ে ছেড়ে কান্না করে। কান্না করতে করতে একদিন চোখে ছানি পড়ে অন্ধ হয়ে যায়। অন্ধ হওয়ার পরও মা ছেলে আসার অপেক্ষায় বসে থাকে। যদি একদিন এসে মা বলে ডাকে। এই অবস্থায় একদিন মা পরোপারে চলে যায়। তবু ছেলেরা তাকে দেখতে আসে না। যারা নিজের সুখের জন্য গর্ভধারিনী মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, কোন খোঁজ খবর রাখে না, ধিক এইসব কুলাঙ্গার সন্তানদের।



ইউটিউবে দু’টি ঘটনা দেখে চোখে জল চলে এলো। মায়েরা সাধারণত ছেলে মেয়েদেরকে প্রাণের চেয়েও বেশি ভালবেসে থাকে। অনেক সময় ছেলে মেয়েদের প্রাণ বাঁচাতে মা তার নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করে না। সেই মমতাময়ী মাকে কোন কিছু না জানিয়ে চমকে দিতে অনেক ছেলেই মজা পায়। বিনিময়ে মা চমকে উঠে পাগল ছেলেদের জড়িয়ে ধরে কানে কপালে চুমো খেয়ে আশির্বাদ করে থাকে।

এখানেও তেমনই কয়েকটি ঘটনা। কোন কিছু না জানিয়ে ছেলে বিদেশ থেকে ফিরে মাকে সারপ্রাইজ দেয়ার জন্য বাড়িতে ঘাপটি মেরে বসে থাকে। কেউ কেউ গেটের বাইরে লুকিয়ে থেকে আচমকা মা মা বলে ডাকতে থাকে। হঠাৎ বিদেশে থাকা ছেলের কণ্ঠে ডাকা মা শব্দ গেটের বাইরে শুনতে পেয়ে ধান্দা লাগার মত অবস্থা হয়। বুকের ভিতর মোচর দিয়ে উঠে। কে কে বলে দৌড়ে আসে গেটের বাইরে। আচমকা ছেলেকে দেখে থমকে দাঁড়িয়ে যায়। মায়ের এই অবস্থা দেখে ছেলে হাসি মুখে এগিয়ে গেলেই ছেলের মা পাগলের মত ছেলেকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে। সে কি কান্না! দীর্ঘ দিনের ছেলের মুখ না দেখা মায়ের সেই আকুলতা বলে বুঝানো যাবে না। মা তো সব সময় মা। মায়ের হৃদয়ে সন্তানদের ভালবাসা কোনদিনই কমে না। ভবিষ্যতেও কমবে না।
নিচের ভিডিওগুলি দেখুন- - বিদেশ ফেরত ছেলেকে জড়িয়ে ধরে মায়ের কান্নার ভিডিও গুলো দেখলে আপনাআপনি চোখে পানি চলে আসবে -- -- -



মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: সে যে মা, তাই।

০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ছিদ্দিকুর রহমান। ঠিকই বলেছেন সে যে মা।

২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩

অদৃশ্য প্রতিভা বলেছেন: চোখ যে ফুলে যায় কান্নায় !

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:১১

প্রামানিক বলেছেন: ছেলেদের জন্য কান্না করে মায়েদের চোখ কত যে ফুলে যায় তার হিসাব করা মুশকিল। ধন্যবাদ ভাই।

৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩

মিজানুর রহমান মিরান বলেছেন: মায়ের তুলনা কিছুতেই হয় না।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:১১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, মায়ের তুলনা কারো সাথেই হয় না। ধন্যবাদ

৪| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৪

আরাফআহনাফ বলেছেন: মায়ের ভালোবাসার কি কোন তুলনা হয়?
মা তুমি সকল দু:খের সহায় - সালাম তোমাকে।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরাফ আহনাফ। মায়ের তুলনা মা। আর কারো সাথেই হয় না। শুভেচ্ছা রইল।

৫| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মা এক অদ্ভুত বিস্ময়।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। মা তুলনাহীন।

৬| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭

বিজন রয় বলেছেন: প্রামানিক ভাই খুব ভাল পোস্ট।
আপনাকে ধন্যবাদ।

মায়ের মতো আপন কেহ নাই।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, এমন আপন পৃথিবীতে আর কেউ নয়।

৭| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩

ফেরদৌসা রুহী বলেছেন: দেখলাম ভিডিওগুলি।

চোখে পানি চলে এল।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ফেরদৌসা রুহী। আমিও হঠাৎ প্রথম ভিডিওটি দেখে চোখের পানি ধরে রাখতে পারি নি।

৮| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বিশ্ব-ভুবন মাঝে তাঁহার নেই যে তুলনা ।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৫

প্রামানিক বলেছেন: সত্যিই বলেছেন, মায়ের সাথে কারো তুলনা হয় না।

৯| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

প্রামানিক ভাই... দিলে বড় চোট খাইলাম :(
মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধন।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৪

প্রামানিক বলেছেন: প্রথম ভিডিওটি দেখে আমিও থ হয়েছিলাম। ধন্যবাদ মইনুল ভাই।

১০| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ধন্যবাদ এগুলো শেয়ার করার জন্য।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাইফুল্লাহ। শুভ্চেছা রইল।

১১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৬

মহা সমন্বয় বলেছেন: দারুন মজার ভিডিও নিচেরটা বেশি মাজার .. হোয়াট অ্যা সারপ্রাইজ B-)) !:#P

==== মা==== মা "মমতার মহল" মা "পিপাসার জল" মা "ভালবাসার সিন্ধু" মা "উত্তম বন্ধু" মা "ব্যাথার ঔষুধ" মা "কষ্টের মাঝে সুখ" মা "চাঁদের ঝিলিক" মা "স্বর্গের মালিক". মা, লাভ ইউ মা। : !:#P

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মহা সমন্বয়। অনেক মূল্যবান মন্তব্য করেছেন। শুভ্চেছা রইল।

১২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৫৮

উদাসী স্বপ্ন বলেছেন: বেশীর ভাগ ভিডিও দেখা। দেশে থাকেন না বুঝি?

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:০৬

প্রামানিক বলেছেন: দেশে থাকলেও ভিডিওগুলো দেখে আমার মায়ের কথা মনে পড়ে যায়, আমি গোস্বা করে একবার বাড়ি থেকে চলে গিয়েছিলাম ছয়মাস পরে বাড়ি ফিরলে আমার মা' আমাকে জড়িয়ে ধরে এভাবেই কেঁদেছিল। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:০১

কালনী নদী বলেছেন: প্রথম ভিডিওটা অনেক আগে ফেসবুকে দেখেছিলাম, বাকি তিনটা প্রথম দেখলাম তাই সংগ্রহে নিচ্ছি।
মায়ের একধার দুধের দাম
কাঠিয়া গায়ের চাঁম,
পাপুস বানাইলে ঝৃণের সুদ হবে না!
এমন দরদি ভবে কেউ হবে না,
আমার মা গো।

আপনাকে অনেক ধন্যবাদ মা-কে নিয়ে লেখার জন্য, সাথে ছোট করে একটা ছড়া দিলে মন্দ হত না ভাইয়া!

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, পোষ্ট দেখার জন্য অনেক খুশি হলাম। শুভেচ্ছা রইল।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৪:০৭

সচেতনহ্যাপী বলেছেন: পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর হার আমাদের দেশের চেয়ে প্রতিবেশী দেশেই অনেক বেশী।। দেশে যাও হয় বেশীর ভাগই খাওয়াতে পারে না বলে।।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৭

প্রামানিক বলেছেন: যারা খাওয়াতে পারে না তারা তো অপারগ আর যারা টাকা পয়সা থাকতেও পাঠায় তাদেরকে কি বলবো। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

১৫| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৮

সোহানী বলেছেন: হাঁ, এরা মানুষ নামের অমানুষ তাই পাঠায়। নচিকেতার সেই গানটি মনে পড়ে গেল।

০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সোহানী। ছেলেরা মাকে ভুলে গেলেও মা কিন্তু ছেলেকে কখনও ভুলে যায় না। মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

১৬| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই শেয়ার করার জন্য। ভালো পোস্টে +++

০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর পোস্ট। ভিডিওগুলোর মধ্যে একটা দেখা আছে মনে হয়। বাকিগুলো বাসায় গিয়ে দেখবো।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। ভিডিও দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২

ক্ষুদ্রমানব বলেছেন: চোখের পানি চলে আসলো :(

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫২

প্রামানিক বলেছেন: মায়ের প্রতি যাদের ভালবাসা তাদের চোখে পানি এমনিতেই চলে আসে। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.