নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

আহারে বাঁশ!!!

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৯


শহীদুল ইসলাম প্রামানিক

রডের বদল বাঁশ দিয়েছে
সিমেন্টের ভিতর মাটি
কে বলে ভাই বাঙালীরা
বুদ্ধিতে নয় খাঁটি?

সবাই যদি বিল্ডিং বানায়
বাঁশগুলোর কি হবে?
সেই চিন্তাতেই নেতারা আজ
নাস্তানাবুদ ভবে।

ভাবছে তারা সামনে যদি
জনবিষ্ফোরণ হয়
মৌলিকতার চাহিদা নিয়ে
আছে নিশ্চয় ভয়!

সেই কারণে বাঁশ ব্যবহার
সাথে ধুলা বালি
জন্মনিয়ন্ত্রণ ছাড়াই দেশটা
এমনি হবে খালি।

দু’দিন পরে মরবে মানুষ
বিল্ডিং ধ্বসে ধ্বসে
ভাঙা গড়ায় মাল কামাবে
কেউবা বসে বসে।

কি সুন্দর ভাই নেতার বুদ্ধি
গড়তে ভাঙতে কামাই
ওদের বাঁশে মোদের মরণ
তারপরেতেও জামাই।

মন্তব্য ৮১ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫২

তাসলিমা আক্তার বলেছেন: এটি একটি একটি তৈলাক্ত বাঁশ।

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৫

প্রামানিক বলেছেন: ভাল বলেছেন। ধন্যবাদ

২| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাশের নতুন ব্যবহার............

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৭

প্রামানিক বলেছেন: বাঁশের নতুন মূল্যায়ন করা হচ্ছে। ধন্যবাদ

৩| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০০

শাহরিয়ার কবীর বলেছেন: আহারে বাশঁ নিজে
নিজেকেই দিলি।

বিপন্ন বাশঁবাগান রক্ষা আন্দোলনের দাবী জানাই ।

ধন্যবাদ,ভাই
ভাল থাকুন।

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৮

প্রামানিক বলেছেন: বাঁশ রক্ষা কমিটি গঠন করা দরকার তা না হলে একজন আরেকজনকে বাঁশ দিবে কিভাবে।

৪| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯

আশরাফুল ইসলাম মাসুম বলেছেন: বেশ করেছি বাঁশ দিয়েছি দেবোই তো.... :D

Click This Link

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২০

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন বাঁশ ছাড়া দেয়ার কিই বা আছে।

৫| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৩

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোস্তফা সোহেল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪০

শুভ্র বিকেল বলেছেন: বাঁশে বাঁশে চলছে খেলা,
দিন দুপুরে লাগছে বাঁশের মেলা।
চাকচিক্য বিল্ডিং যেন নকল আবাস
বিল্ডিং কলাপসে ডাকছে সর্বনাশ।

অনেক সুন্দর।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: দারুণ ছন্দ মন্তব্য করেছেন। খুব ভাল লাগল। ধন্যবাদ

৭| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭

গেম চেঞ্জার বলেছেন: বাঁশাবাঁশি!!

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: শব্দ ঠিক আছে পরস্পর বাঁশ দেয়াটাই বাঁশাবাঁশি। ধন্যবাদ

৮| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১০

তৌফিক মাসুদ বলেছেন: এমন দুইএকটা বাঁশ না দেখা গেলে চোর গুলারে আইক্কাওয়ালা বাঁশ দেয়া যাইবো না।

সমসাময়িক একটা ব্যপার নিয়ে দারুন কবিতা।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: এরা তো জনগণকেই বাঁশ দেয় নিজেরা বাঁশ খুব একটা পায় না। ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

৯| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৯

আরাফআহনাফ বলেছেন: "রডের বদল বাঁশ দিয়েছে
সিমেন্টের ভিতর মাটি"

তারাই আমার কাইড়া নিলো,
দুধ খাওনের বাটি!

হায় দেশ ! সত্যি সেলুকাস।
মহান আল্লাহ আমাদের সুমতি দান করুন।(আমিন)

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরাফ আহনাফ, সুন্দর কথাই বলেছেন। শুভেচ্ছা রইল।

১০| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৭

ফাহিম আবু বলেছেন: সুপার !!

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ফাহিম আবু। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২১

সোজোন বাদিয়া বলেছেন: ভাই আপনিও কেন বাঁশ ব্যবহার করলেন? দেশে তো অচিরেই বাঁশ বিলুপ্ত প্রজাতির উদ্ভিদের তালিকভুক্ত হবে :(

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০

প্রামানিক বলেছেন: না ভাই আমি বাঁশ সংরক্ষণ কমিটিতে আছি। তারা যেভাবে বাঁশের ব্যবহার শুরু করেছে তাতে বাঁশ উজাড় হতে বেশিদিন সময় লাগবে না। ধন্যবাদ আপনাকে রসালো মন্তব্য করার জন্য।

১২| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫২

কালনী নদী বলেছেন: এটাও সরাসরি প্রিয়তে, দিলেনত বাশের প্রচার বাড়িয়ে!

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২

প্রামানিক বলেছেন: যেভাবে বাঁশ দিয়ে বিল্ডিং বানানো শুরু হয়েছে তাতে বাঁশকে ধামাচাপা দিয়ে রাখা ঠিক হবে না। রসালো মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে।

১৩| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:

তাহাদার পশ্চাতে
কে আছ ভাই দেবে বাঁশ
বাঁশ না দাও ধরে ধরে
তাদের গলে দাও ফাস! X((

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৩

প্রামানিক বলেছেন: ফাঁস দেয়ার আগেই বাঁশ দিয়ে দিচ্ছে। কি আর করা। ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু। শুভেচ্ছা রইল।

১৪| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

রাজু বলেছেন: সুন্দর হইচে..

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজু। শুভেচ্ছা রইল।

১৫| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

সোহানী বলেছেন: তাসলিমা আক্তার বলেছেন: এটি একটি একটি তৈলাক্ত বাঁশ!!!!!!!!!! হাহাহাহাহা............. খাঁটি কথা........

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭

প্রামানিক বলেছেন: বোন তাসলিমা আক্তার মন্দ বলেন নাই। ধন্যবাদ বোন সোহানী। শুভেচ্ছা রইল।

১৭| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাঁশের ছড়া। হাঃ হাঃ হাঃ।
ধন্যবাদ প্রামানিক ভাই।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: বাঁশ দিলো ক্যান,,,,,,,,,,,,,,,বাঁশের কঞ্চি দিলেই আর একটু বেশী সাশ্রয় হতো :)

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: কামাল ভাই তারা তো সাশ্রয়ের কথা চিন্তা করে নাই, কঞ্চির চেয়ে বাঁশ মোটা এইটা চিন্তা করছে। ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।

১৯| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষ অার মানুষ নাই!

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, নিজেদের মুনাফার জন্য মানুষের সর্বনাশের কথাও ভেবে দেখে নাই।

২০| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০১

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৯

মুসাফির নামা বলেছেন: সত্যিই অসাধারণ।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুসাফির নামা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭

ঢাকার লোক বলেছেন: Incredible! What a level of greed can drive someone to do this kind of crime! Contractor, inspectors & laborers- all should have exemplary punishment!!

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬

প্রামানিক বলেছেন: অবশ্যই জড়িতদের শাস্তির আওতায় আনা দরকার। ঠিকই বলেছেন। ধন্যবাদ আপনাকে।

২৩| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৬

নীলপরি বলেছেন: দারুন লাগলো ।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৯

হাসান মাহমুদ তানভীর বলেছেন: ভাই, বাঁশটা আসছে কোত্থেকে? :-P

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৫

প্রামানিক বলেছেন: বাঁশটা বাংলাদেশের, কন্ট্রাক্টর আর ইঞ্জিনীয়ারদের দেয়া বাঁশ।

২৫| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:০৬

প্রবাসী ভাবুক বলেছেন: বাঁশেই সর্বনাশ!

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৬

প্রামানিক বলেছেন: যে যারে বাঁশ দেয় সেটাই সর্বনাশ। ধন্যবাদ

২৬| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৯

ফরিদ আহমাদ বলেছেন: ব্লগে অল্প কয়েকদিন।
ভক্ত বানিয়ে ফেললেন।
অসাধারণ।

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ফরিদ আহমাদ। মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

২৭| ১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:০৩

ডঃ এম এ আলী বলেছেন: খুবই ভাল বিষয়ে একটি ছড়া । তবে বাঁশের কিছু আশাও আছে :
কাগজ কলে বাঁশ
সভ্যতার বিকাশ
অসুর হবে বিনাশ
এটাই বাঁশের আশ

অনেক ধন্যবাদ সুন্দর একটি ছড়া উপহার দেয়ার জন্য ।

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭

প্রামানিক বলেছেন: বাঁশের আশ মন্দ না। ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।

২৮| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৪

সাগর মাঝি বলেছেন: ভালোই হলো...... বাঁশের নতুন ব্যবহার শিখে নিলাম।

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৮

প্রামানিক বলেছেন: সামনে আরো কত কি যে দেখবো সেই চিন্তায় আছি।

২৯| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৩

হাসান ইমরান বলেছেন: ভাই...পজেটিভ ভাবে চিন্তা করুন..
সরকার পরিবেশ বান্ধব বাঁশেরকেল্লা তৈরি করছে...

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৯

প্রামানিক বলেছেন: কথাটা মন্দ বলেন নাই, আসলেই তো রড দূষণ থেকে দেশকে রক্ষা করার জন্য বাঁশ ব্যবহার। ধন্যবাদ মন্তব্যর জন্য।

৩০| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৯

মামুন তালুকদার বলেছেন: ১০০ % সত্য কবিতা,,, খুব খুব ভাল লাগল,,,,,

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মামুন তালুকদার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩১| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২২

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর এবং মজার হয়েছে।

ভাল থাকুন। সবসময়।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩২| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪০

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: তদন্ত কারীরা বাস খোজে পায়না । তাদের চোখেকি বালু পরছে নাকি??

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রান্তিক বাঙ্গালী। এখানেই তো কবি নিরব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৩| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৪

মুতাওয়াক্কিল বলেছেন: দুর্নীতির সর্বোচ্চ শিখড়ে পৌঁছে গেছে এদেশের সমস্ত পর্যায়ের কর্মকর্তারা !
এসব দুর্নীতির চিত্রের আলোকে এদেশের নামটা হয়তো অচিরেই গিনিস বুকে এসব ছবি সহকারে স্থান পাবে !

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন। বিষয়টা আমাদের জন্য বড়ই উদ্বেগের। সচেতন না হলে আমাদের পরবর্তী প্রজন্ম-এর জন্য ভয়ংকর কিছু অপেক্ষা করছে। মূল্যবান মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে।

৩৪| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০

হাসান মাহবুব বলেছেন: দারুণ +++

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৫| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৪

কথিত লেখক বলেছেন: জনাব, আপনার দেয়া বাশে কি " আইক্কা" ছিল???

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭

প্রামানিক বলেছেন: আমি তো বাঁশ দেয়ার সুযোগই পাচ্ছি না। তার আগেই জনগণকে তারা বাঁশ দিয়েছে। ধন্যবাদ

৩৬| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫০

কল্লোল আবেদীন বলেছেন:






বাঁশ বটে।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কল্লোল আবেদীন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৭| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৬

আরণ্যক রাখাল বলেছেন:
সেই কারণে বাঁশ ব্যবহার
সাথে ধুলা বালি
জন্মনিয়ন্ত্রণ ছাড়াই দেশটা
এমনি হবে খালি।

হা হা

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৮| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৬

হাফিজ বিন শামসী বলেছেন:

বাঁশ ব্যবহার জানি বলে,
আমি এত শক্ত।
ছোট-বড়, ধনী-গরীব,
সবাই আমার ভক্ত।

ভয়ে ভয়ে আছি এখন,
দেখে বাঁশের ব্যবহার।
কখন যেন আমার পানে,
আসে ছুটে যমাকার।


প্রামাণিক ভাই, মনে হয় ছড়াকার হয়ে গেলাম? :)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১০

প্রামানিক বলেছেন: আপনি ছড়াকার হওয়ায় খুশিই হলাম। ছড়াকারের দল ভারী হলো। ধন্যবাদ আপনাকে।

৩৯| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩২

মিজানুর রহমান মিরান বলেছেন: হা হা হা! আরও কত কি দেখবো!

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, আরও অনেক কিছু হয়তো সামনে দেখতে পাবো।

৪০| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: জীবনটা বাঁশ যন্ত্রণায় এই কেটে গেলো !

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.