নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বৈশাখী মেলা

১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

শহীদুল ইসলাম প্রামানিক
গত বৈশাখী মেলায় কি ছিল আর কি ছিল না। কি চেয়েছেন? কি পেয়েছেন? আর কি পাননি? গতবছর পহেলা বৈশাখে ঢাকার প্রেস ক্লাব থেকে শাহবাগ হয়ে বাংলা একাডেমী পর্যন্ত যেসব দোকান বসেছিল সেই সব দোকানের ছবি।

ছবি-০১

নানা রকম বেলুন।

ছবি-০২

মোহন বাঁশি।

ছবি-০৩

এই ভেঁপুগুলোর বিকট শব্দ।

ছবি-০৪

ক্রিকেট ব্যাট।

ছবি-০৫

কটর কটর খেলনা।

ছবি-০৬

প্লাষ্টিকের ফুল।

ছবি-০৭

ছোটদের ছাতা।

ছবি-০৮

একতারা।

ছবি-০৯

চিরুনীর সমাহার

ছবি-১০

বাচ্চাদের চপ্পল

ছবি-১১

বাঁশের তৈরী ধামা, কুলা, চালুন।

ছবি-১২

বাহারী রুমাল

ছবি-১৩

আকর্ষনীয় টুপি

ছবি-১৪

বেডসীট।

ছবি-১৫

চমৎকার ফুলের সো পিস

ছবি-১৬

বাচ্চাদের ফ্যাশন টুপি।

ছবি-১৭

ছন খড়ের তৈরী ঝুড়ি।

ছবি-১৮

কি চমৎকার!

ছবি-১৯

কি সুন্দর ফুল!

ছবি-২০

তাল পাখা।

ছবি-২১

যাকে বলে দেশি ডাব।

ছবি-২২

ঝাল, নুন, শরষেবাটা মেশানো কাঁচা আম।

ছবি-২৩

শিশুদের খেলনা হাঁড়ি পাতিল।

ছবি-২৪

খাজা, গজা, খুরমা এসব না কিনলে মেলায় যাওয়াটাই বৃথা।

ছবি-২৫

ফোমের হরিণ

ছবি-২৬

কি সুন্দর খাঁটি গ্রামের পাটের সিকা। আগে গ্রামে এই সিকা দিয়েই ঘর সাজানো হতো। কালের বিবর্তনে সিকার কদর কমে গেছে।

ছবি-২৭

আকর্ষণীয় কপালের টিপ।

ছবি-২৮

প্লাস্টিকের থালা বাটি।

ছবি-২৯

গৃহিনীদের খুশি হওয়ার যন্ত্র।

ছবি-৩০

যাকে বলে ফুচকা, এত গরমেও লোভ লাগে।

ছবি-৩১

ফোকলা দাঁতের বুড়িদের পান ছেঁচার যন্ত্র।

ছবি-৩২

গৃহিনীর আকর্ষনীয় তৈজসপত্র।

ছবি-৩৩

খেলনা আসবাব পত্র।

ছবি-৩৪

মজাদার আখের রস।

ছবি-৩৫

প্লাস্টিকের ঢোল।

ছবি-৩৬

দাঁতের ব্রাশ।

ছবি-৩৭

গরমের আরাম আইসক্রিম।

ছবি-৩৮

কি সুন্দর নুপুর!

ছবি-৩৯

কাঁচের বাটি গ্লাস।

ছবি-৪০

মচমচে চিংড়ির মাথা।

ছবি-৪১

রেশমী চুড়ি।

ছবি-৪২

বাংলাদেশসহ পৃথিবীর ম্যাপ।

ছবি-৪৩

কানের সৌন্দর্য।

ছবি-৪৪

সান গ্লাসের সমারোহ।

ছবি-৪৫

আকর্ষণীয় পুঁথির মালা।

ছবি-৪৬

গরমের ফ্রুট।

ছবি-৪৭

দেখলেই জিহ্বায় জল চলে আসে।

ছবি-৪৮

গরমের আরাম তাল পাখা।

ছবি-৪৯

আহ হা রে কি মজার তেতুল - --!!! এক্কেরে খাঁটি গ্রামের।

ছবি-৫০

বেলের শরবত।

ছবি-৫১

কুলফি মালাই

ছবি-৫২

হায়রে মজার আচার!!!!

ছবি-৫৩

মচমচে পাপড় ভাঁজা।

ছবি-৫৪

ডুগডুগি

ছবি-৫৫

অবশেষে কিছু বড়ই নিয়ে বাড়ি চলে যান।

মন্তব্য ৪৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৫

সুমন কর বলেছেন: এটি কি একটি মেলা থেকে তোলা ছবি? কোথায় হয়েছিল? কিছুই তো বাদ নেই !

সুন্দর সব ছবি।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: গতবছর পহেলা বৈশাখে ঢাকার প্রেস ক্লাব থেকে শাহবাগ হয়ে বাংলা একাডেমী পর্যন্ত যেসব দোকান পাট বসেছিল সেই সব দোকানের ছবি। ধন্যবাদ ভাই সুমন কর।

২| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অসম্ভব সুন্দর সব ছবি! ভালো লাগলো!

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাইফুল্লাহ শামীম। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪১

সাদা মনের মানুষ বলেছেন: এই বৈশাখে কই যাইবেন?

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৮

প্রামানিক বলেছেন: ঢাকায় আছি আইসা পড়েন।

৪| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪২

সাদা মনের মানুষ বলেছেন:
যা গরম পড়ছে, একটু বরফ পোহাইয়া নেই :D

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৯

প্রামানিক বলেছেন: ছবির আইডিয়াটা মন্দনা। ধন্যবাদ

৫| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: এক পোষ্টে ৫৫টা ছবি, আমার মাথা ঘুর্তাছে |-)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫২

প্রামানিক বলেছেন: ছবি আরো আছে, তয় কথা হইল গিয়া, ‍সামু ব্লগ আমারে কইল আর দিয়েন না, লিমিট ওভার হওয়নের কাছাকাছি, তাই ৫৫তে বন্ধ করছি। ধন্যবাদ

৬| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৫

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আমার কিন্তু সব একটা একটা করে চাই । আর ছবি গুলো নিলাম যোর করে । ভাল লাগলে আর কি করব

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন খুশি হলাম। ধন্যবাদ

৭| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১০

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




গত বৈশাখী মেলাটির জন্যে নয় আসছে বৈশাখী মেলাটির জন্যে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলুম ।
আপনিও ক্যামেরা রেডী রাখুন ।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৪

প্রামানিক বলেছেন: জি ভাই, চেষ্টা করবো এবারো ক্যামেরা রেডি রাখতে। ধন্যবাদ আপনাকে।

৮| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৪

কামরুন নাহার বীথি বলেছেন: হায় হায় এত্ত কিছু -------!!!!! এলাহি কান্ড কারখানা!!!!!! মেলায় যেতেই হবে দেখছি!!!!!

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৬

প্রামানিক বলেছেন: আপনি ঢাকায় থেকে মেলায় আসেন না এটা কেমন কথা? এবারের মেলায় অবশ্যই আসবেন। ধন্যবাদ নাহার আপা।

৯| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৩

সোহানী বলেছেন: জাস্ট মিস ইট.... তবে কয়টা দেশি আর কয়টা চায়নিজ পণ্য তার একাট ক্যপশান হলে ভালো হতো............

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সোহানী। দেশী পণ্য দেখলেই বোঝা যায় চায়নিজ গুলোর সাথেও অনেকের পরিচয় আছে। তবে ক্যাপশন দেয়ার কথা বলায় খুশি হলাম। শুভেচ্ছা রইল।

১০| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর সব ছবি।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২০

হাফিজ বিন শামসী বলেছেন: দারুন উপহার।গত বছরের পুরো মেলাটাই এ বছরে নিয়ে এলেন।ডাবল আনন্দ। :)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাফিজ বিন শামসী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২

কালনী নদী বলেছেন: আর সবার মতন আমিও এক কথায় মুগ্ধ বড় ভাই!
বড়ই দেখে মুখে পানি এসে গেল, আমার আম্মুও কিন্তু কোব মজার বড়ই আচার বানাতে পারেন- শিরকা দিয়ে।
প্রত্যেকটা ছবিতে আমাদের সমাযের নিচু সমাযের একটি রহস্যময় সুন্দর্য ফুটে উঠেছে।
লেকাতে অসংখ্য ভাল লাগা থাকল, ভাইটি।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কালনী নদী ভাই, আপনার মন্তব্যে বরাবরই উৎসাহ পেয়ে থাকি। আজকেও তার ব্যতিক্রম হয় নি। আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভেচছা।

১৩| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮

মিজানুর রহমান মিরান বলেছেন: বড়ই না, কাঁচা আম দেন!

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: ৪৭ নং ছবিতে কাঁচা আম দেয়া আছে। নিয়ে বাড়ি চলে যান। ধন্যবাদ আপনাকে রসালো মন্তব্য করার জন্য।

১৪| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০১

এহসান সাবির বলেছেন: সেই রকম সব ছবি।

নববর্ষের আগাম শুভেচ্ছা ভাই।

+++++

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এহসান সাবির। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৭

উর্বি বলেছেন: দারুন

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন উর্বি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই অনেক কষ্ট করে অনেক ছবি তুলেছেন সবই আমাদের জন্য, কি পরোপকারী মনুষ আপনি ভাই, আবারো ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন।।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৪

প্রামানিক বলেছেন: দাদা, এসব কাজ যারা করে তারা যত না পরোপকারী তার চেয়ে বেশি অকর্মা। যারা কর্মা তারা এই কাজ করে না। ধন্যবাদ দাদা।

১৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৬

জুন বলেছেন: প্রামানিক ভাই মেলাটা যেন তুলে আনলেন চোখের সামনে। তবে সাদা সাদা চিনির তৈরি হাতি ঘোড়া, বাতাসার ছবি মিস করলাম। শোনেন এবার গেলে ওগুলো আনতে ভুলে যাবেন না কিন্ত :)
+

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৯

প্রামানিক বলেছেন: জুন আপা, চিনি বা গুড়ের হাতি ঘোড়া সম্ভাবত ছিলনা বা চোখ এড়িয়ে গেছে। ছবিগুলো আবার খুঁজলাম কিন্তু হাতি ঘোড়ার ছবি পেলাম না। তবে বিন্নি ধানের খই আর গ্রামের তৈরী সন্দেশ ছিল দিয়ে দিলাম। ধন্যবাদ আপা।

১৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪১

নীলপরি বলেছেন: মেলায় ঘুরে নিলাম । দারুন লাগলো পোষ্ট ।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। মেলা ঘোরার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, আপনি ত দেখি পুরা মেলা নিয়ে এসেছেন, ব্লগে।।

ভাল্লাগছে খুব।

১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আব্দুল্লাহ তুহিন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৩

সুলেমানের বাপ বলেছেন: ছবি সুন্দর হইসে।

১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুলেমানের বাপ। নববর্ষের শুভেচ্ছা রইল।

২১| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৭

মুসাফির নামা বলেছেন: বরাবরই অসাধারণ।

১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুসাফির নামা। নববর্ষের শুভেচছা রইল।

২২| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০১

হাসান মাহবুব বলেছেন: পহেলা বৈশাখ এবার বাসায় কাটামু। ইলিশ মাছের বদলে গরুর মাংস খামু। এই গরমে ছেলেপুলে নিয়ে বাইরে যাবার কোন মানেই হয় না। অসুস্থ হয়ে যাবে। মেলার ছবিগুলো দেখে অবশ্য লোভ লাগছে কিছুটা!

১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪২

প্রামানিক বলেছেন: বেশি গরম হলে না বেরোনই ভাল। বের হলে বাচ্চা কাচ্চা নিয়ে বের না হলে নববর্ষের আনন্দ উপভোগ অপূর্ণ থেকে যাবে। বাচ্চাকাচ্চাসহ সবাইর জন্য রইল নববর্ষের শুভেচছা।

২৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৮

আমিই মিসির আলী বলেছেন: ভালো লাগলো ছবিগুলা।

১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নববর্ষের শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.