নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ভিক্ষুকের দিনকাল

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯


শহীদুল ইসলাম প্রামানিক

বলল গোসাই, ‘ফকির মশাই
চলছে কেমন দিন’?
বলছে ফকির কাতর কণ্ঠে,
‘অনেক করেছি ঋণ’।

‘এই বেলা খাই ওই বেলা নাই
সেই বেলা খাই কিনে
শুন্য হাতে ভাত না জোটে
ভুগছি দিনে দিনে’।

‘সকাল বিকাল তাইতো ঘুরছি
মাইনষের দ্বারে দ্বারে
কেউ ভিখ দেয় কেউবা তাড়ায়
কেউ বকুনি ঝাড়ে’।

‘ফুটপাতে খাই ফুটপাতে থাকি
উৎপাত করে মাছি
রাতের বেলায় মশার জ্বালায়
ঘুমের ঘোরেই নাচি’।

‘ভিক্ষুকের আয় মাস্তানে চায়
প্রশাসন নেয় ভাগ
নেতাদের প্রতি ঘৃণাতে মরি
মাঝে মাঝে হয় রাগ’।

‘এমনি করেই দিনপাত চলে
কেউ ফিরে না চায়
ভিক্ষুক জীবন বড়ই করুণ
বেঁচে থাকাটাই দায়’।

মন্তব্য ৪৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৮

মুসাফির নামা বলেছেন: সেরাম...

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুসাফির নামা। অনেক অনেক শুভ্চেছা রইল।

২| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০

শায়মা বলেছেন: হা হা

মজার ছড়া! :)

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সায়মা। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২১

শায়মা বলেছেন: তবে ....

এই ভিক্ষুকের সাথে অনেক ভিক্ষুকের মিল পেলাম ভাইয়া! :P

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৯

প্রামানিক বলেছেন: তাই নাকি! এই ভিক্ষুকের সাথে অন্য ভিক্ষুকের তাহলে মিল আছে। ধন্যবাদ

৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৯

আলভী রহমান শোভন বলেছেন: ভালো লিখেছেন। ;)

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আলভী রহমান শোভন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৩

বুরহানউদ্দীন শামস বলেছেন: খুব সুন্দর ছড়া ।
প্রতিটি ছড়ার মতো এটাও আসাধারন।
নববর্ষের শুভেচ্ছা রইল।

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বুরহান উদ্দীন শামস। মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৪

শামছুল ইসলাম বলেছেন: ভিক্ষুকের কঠিন জীবনটাকে চমৎকার তুলে ধরেছেন ছড়ায় !!!

সামান্য আয় নিয়ে এত ভাগাভাগিঃ

//‘ভিক্ষুকের আয় মাস্তানে চায়
প্রশাসন নেয় ভাগ
নেতাদের প্রতি ঘৃণাতে মরি
মাঝে মাঝে হয় রাগ’।//


ভাল থাকুন। সবসময়।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শামছুল ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০

ফারিহা নোভা বলেছেন: অসাধারণ

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ফারিহা নোভা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: এবারেও আপনার ছড়া ফার্ষ্ট ক্লাশ ফার্ষ্ট। ছড়া লেখায় আপনার বিকল্প নেই ভাই, আপনিই সেরা । অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সবসময়।।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দাদা, আপনার মন্তব্য পড়ে বরাবরই উৎসাহ পাই, এবারেই এর ব্যতিক্রম নাই। খুব খুশি হলাম। শুভেচ্ছা রইল।

১১| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩

নীলপরি বলেছেন: সকাল বিকাল তাইতো ঘুরছি
মাইনষের দ্বারে দ্বারে
কেউ ভিখ দেয় কেউবা তাড়ায়
কেউ বকুনি ঝাড়ে’।


অপূর্ব লাগলো ।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

মিজানুর রহমান মিরান বলেছেন: আসলেই অনেক করুন ওদের জীবন।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, ভিক্ষুকের আয়ে যদি মাস্তান ভাগ চায় তাহলে ওদের মত অসহায় আর কেউ নাই।

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

কালনী নদী বলেছেন: আহারে ভিক্ষুকের দুঃখ!
কালনী নদীর প্রিয়তে গেল শ্রদ্ধেয় বড় ভাইয়ের ছড়াটি।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২২

প্রামানিক বলেছেন: তাদের আয়ে যদি মাস্তান ভাগ নেয় সেটা তাদের জন্য তো দুঃখ বটেই।

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১

হাফিজ বিন শামসী বলেছেন: প্রামাণিক ভাই, শেষ পর্যন্ত ভিক্ষুকের ঝুলির দিকেও নজর? :)

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৫

প্রামানিক বলেছেন: ভিক্ষুকের ঝুলির দিকে আমি নজর দেই নাই, নজর দেয় মাস্তানেরা। ধন্যবাদ ভাই হাফিজ বিন শামসী।

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৩

সচেতনহ্যাপী বলেছেন: কেউ বাদ যাবে না বা যেতে পারে না।।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৭

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন। কেউ বাদ যাবে না। ধন্যবাদ

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৮

মনস্বিনী বলেছেন: ‘ভিক্ষুকের আয় মাস্তানে চায়
প্রশাসন নেয় ভাগ
নেতাদের প্রতি ঘৃণাতে মরি
মাঝে মাঝে হয় রাগ’। - যারা ভাগ চায় ওরাও তো ভিক্ষুকই।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

প্রামানিক বলেছেন: যারা ভাগ চায় ওরা ভিক্ষুক নয় ভিক্ষুকের সর্দার। ধন্যবাদ

১৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৩

জুন বলেছেন: বাস্তব চিত্র প্রামানিক ভাই

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৯

তৌফিক মাসুদ বলেছেন: এটাই বাস্তব, ফকিরেরা তো বটেই, হিজড়াদের ইনকাম ও নেতাদের পকেটে যায়।

বাস্তব লেখা।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই তৌফিক মাসুদ, হিজড়া, ভিক্ষুক কারো ইনকামই চাঁদাবাজি থেকে বাদ যায় না। ধন্যবাদ

১৯| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩১

অর্বাচীন পথিক বলেছেন: হা হা
ভাই আপনি পান ও খুঁজে খুঁজে টপিক ;)

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন অর্বাচীন পথিক। এসব উপরওয়ালার দান। শুভেচ্ছা রইল।

২০| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৯

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর। ভালো লেগেছে।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, উল্টা দূরবীন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ‘এমনি করেই দিনপাত চলে
কেউ ফিরে না চায়
ভিক্ষুক জীবন বড়ই করুণ
বেঁচে থাকাটাই দায়’।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

দিনকাল সবারই খারাপ পড়েছে... ভিক্ষুক থেকে ব্যাংকার পর্যন্ত ;)

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন মইনুল ভাই, দিনকাল কারোরই ভাল যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে।

২৩| ০১ লা মে, ২০১৬ বিকাল ৪:০৯

গেম চেঞ্জার বলেছেন: B-)) :P :(

০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ১৭ ই মে, ২০১৬ বিকাল ৫:১৭

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর পড়ে মুগ্ধ হলাম ।

২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.