নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বৈশাখ মাসের প্রখর রোদে

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১২


শহীদুল ইসলাম প্রামানিক

বৈশাখ মাসের প্রখর রোদে
কষ্ট হচ্ছে চরম
রাস্তা-ঘাটে যায় না থাকা
সব খানেতে গরম।

মাঠ-ঘাট-পথ তপ্ত হওয়ায়
খায় না গরু ঘাস
বুড়ো-বুড়িরা দাওয়ায় বসে
করছে যে হাঁসফাঁস।

নেঙটা ছেলে খাল-পুকুরে
করছে লাফালাফি
গিন্নিরা সব চুলার পাড়ে
করছে দাপাদাপি।

ছোট্ট শিশু এই গরমে
যাচ্ছে সদাই ঘেমে
কেউবা আবার কাঁটছে সাঁতার
নদীর জলে নেমে।

গাছের তলে বসছে কেহ
পাচ্ছে না তো স্বস্তি
ঘরের ভিতর দোজখখানা
ঘিঞ্জিঘরের বস্তি।

বৈশাখ মাসের সূর্য্য যেন
খাড়া মাথার পর
মাঝ খানেতে শুধুই ফাঁকা
নাই কোন স্তর।

রোদ তো নয় আগুন হল্কা
যাচ্ছে চাঁদি ফেটে
এর পরেতেও খালি মাথায়
কৃষকরা যায় হেঁটে।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৬০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৬

মুসাফির নামা বলেছেন: প্রথম হলাম,চা চাই।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২১

প্রামানিক বলেছেন: চলে আসেন, গরমে গরম চা বরাদ্দ আছে।

২| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৯

...নিপুণ কথন... বলেছেন: সুন্দর হইছে। এখন গরমের দাওয়াই এক গ্লাস জুস খাওয়ান!

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২২

প্রামানিক বলেছেন: চলে আসেন, অসুবিধা নাই। এক গ্লাস জুস বেশি না।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৪

কামরুন নাহার বীথি বলেছেন: রোদ তো নয় আগুন হল্কা
যাচ্ছে চাঁদি ফেটে
এর পরেতেও খালি মাথায়
কৃষকরা যায় হেঁটে।
-------------

ঠিক তাই, একটু বৃষ্টি হওয়া খুবই প্রয়োজন!
আজ বিকেলে আকাশটা হালকা মেঘলা ছিল।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩২

প্রামানিক বলেছেন: কথাই ঠিকই বলেছেন, একটু বৃষ্টি হওয়া দরকার, না হলে গরমে খুব কষ্ট হচ্ছে। ধন্যবাদ নাহার আপা।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৬

ফারিহা নোভা বলেছেন: চমৎকার লাগল আপনার মজার লেখা।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ফারিহা নোভা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৩

সাগর মাঝি বলেছেন: চমৎকার!!! খুব ভালো লাগলো।

আপনার লিখা কবিতাগুলো পড়ে সব সময়ই অনেক মজা পাই।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাগর মাঝি। উৎসাহিত হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৩

জুন বলেছেন: আজ সকালে আকাশের ভাবগতিক দেখে মনে হয়েছিল বহু প্রত্যাশিত বৃষ্টি নামবে বুঝি ।
কবিতায় অনেক ভালোলাগা রইলো প্রামানিক ভাই ।
+

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫

প্রামানিক বলেছেন: বৃষ্টি নামবে নামবে করেও নামল না, গরমে হাঁসফাঁস অবস্থা। ধন্যবাদ জুন আপা।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫

সোজোন বাদিয়া বলেছেন: আপনার ছড়ায় গরমটা কমে গেল :)

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: বলেন কি ভাই, ছড়া পড়ে গরম কমে গেল। ধন্যবাদ আপনাকে।

৮| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০২

সাবলীল মনির বলেছেন: গরমের ছড়া
মন কাড়া !

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাবলীল মনির। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০২

আমিই মিসির আলী বলেছেন:
রোদ তো নয় আগুন হল্কা
যাচ্ছে চাঁদি ফেটে
এর পরেতেও খালি মাথায়
কৃষকরা যায় হেঁটে।


বলি হে,
গরম নিয়ে এমন মজার কবিতা তৈরি হলে গরম তো যাবে কমে।
কবিতা ভালো লাগছে।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯

প্রামানিক বলেছেন: বলি হে,
গরম নিয়ে এমন মজার কবিতা তৈরি হলে গরম তো যাবে কমে।
কবিতা ভালো লাগছে।


অনেক দিন পরে 'হে' শব্দ শুনতে পেলাম। আগে রংপুর দিনাজপুরসহ পশ্চিম বঙ্গে এই হে হে শব্দের প্রচলন ছিল। কি হে কি করা হচ্ছে। হরি হে দিন বন্ধু। তবে অনেক সময় 'হে' শব্দটা তুচ্ছ অর্থে ব্যবহার করা হয়। আরে হে ফকিন্নির বাচ্চা তোকে হিসাবে গোনে কোন শালা।

ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১০| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।

১১| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮

আবু মোহাম্মদ নাসিম বলেছেন: লাখাটা ভালই লাগল!আমার এখানে কিন্তু একদম গরম লাগতেছেনা!দুই দিন ধরে বৃষ্টি পরতেছে।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮

প্রামানিক বলেছেন: আপনার ওখানে বৃষ্টি হচ্ছে, আপনার এলাকাটা কোথায় ভাই। আমাদের এখানে বৃষ্টি না থাকায় গরমে নাস্তানাবুদ অবস্থা। ধন্যবাদ

১২| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯

বুরহানউদ্দীন শামস বলেছেন: ভাল লাগলো ।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বুরহান উদ্দীন শামস। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



রোদ তো নয় আগুন হল্কা
যাচ্ছে চাঁদি ফেটে
সেই কারনে মন্তব্য দিতে
পারছিনা যে মোটে............... :(

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: ছাদের নিচে বসে যদি
চাঁদি ফেটে যায়
রোদের মাঝে ঘুরছে যারা
তাদের কিসে পায়?

হে হে হে --া-া-া- দারুণ।

১৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬

হাসান মাহবুব বলেছেন: ইচ্ছা করে সারাদিন পুকুরে গা ডুবায়া বইসা থাকি।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮

প্রামানিক বলেছেন: কিছু কিছু অল্প পানির পুকুর আছে সেখানে ডুবাইলেও লাভ হয় না, পানি গরম। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৭

হাফিজ বিন শামসী বলেছেন: নেঙটা ছেলে খাল-পুকুরে
করছে লাফালাফি
গিন্নিরা সব চুলার পাড়ে
করছে দাপাদাপি।

বেচারি গিন্নি।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫০

প্রামানিক বলেছেন: যত গরমই হোক না কেন গিন্নিদের মাফ নাই্। ধন্যবাদ ভাই হাফিজ বিন শামসী।

১৬| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১

নীলপরি বলেছেন: বাস্তব চিত্র । ভালো লাগলো ।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৪

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

গরমে আসলেই হাঁসফাঁস।
++++

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩০

প্রামানিক বলেছেন: ভাল আছি তবে গরমে হাঁসফাঁস অবস্থা। ধন্যবাদ

১৮| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৯

ফয়সাল রকি বলেছেন: বৃষ্টি এখন খুব দরকার....
+++

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩০

প্রামানিক বলেছেন: আসলেই বৃষ্টি খুব দরকার। ধন্যবাদ ভাই ফয়সাল রকি।

১৯| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২

সোহানী বলেছেন: আয় বৃষ্টি ঝেঁপে ধান দিব মেপে........................ গরমের ছড়ায় +++++++++++

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সোহানী, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ১৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯

পার্থ তালুকদার বলেছেন: সিলেটে হচ্ছে বৃষ্টি !

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬

প্রামানিক বলেছেন: তাই নাকি! তাহলেতো আপনারা আরমেই আছেন। ধন্যবাদ

২১| ১৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, বুঝা যাইতাছে গরমে আপনারে ভালোই কাহিল করছে।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৯

প্রামানিক বলেছেন: ভাই শুধু কাহিল কইলে কম হইবো খাওনের রুচিও কমে গেছে। ধন্যবাদ আপনাকে।

২২| ১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৫

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই এত সুন্দর একটা ছড়া উপহার দেওয়ার জন্য।

১৩ নং মন্তব্য ও তার উত্তর খুবই ভাল লেগেছে !!!!

ভাল থাকুন। সবসময়।

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪১

প্রামানিক বলেছেন: বলেন কি! আপনি দেখি ছড়ার পাশাপাশি মন্তব্যও পড়েছেন। খুশি হলাম আপনার পাঠের অভ্যাস দেখে। ধন্যবাদ আপনাকে।

২৩| ১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৫

আলোরিকা বলেছেন: ছড়া পড়ার পরে তাপমাত্রা আরো খানিকটা বেড়ে গেল মনে হচ্ছে ! - তার মানে ছড়াটি সার্থকতা লাভ করেছে B-)

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন: ছড়া পড়ার পরে তাপমাত্রা আরো খানিকটা বেড়ে গেল মনে হচ্ছে !

তাহলে বোঝা গেল ছড়ায় বাসি ভাব নাই। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

২৪| ১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই এত সুন্দর একটা ছড়া উপহার দেওয়ার জন্য।

১৩ নং মন্তব্য ও তার উত্তর খুবই ভাল লেগেছে !!!!

ভাল থাকুন। সবসময়।

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৪

প্রামানিক বলেছেন: বলেন কি! আপনি দেখি মন্তব্যও পড়েছেন। আপনার পড়ার অভ্যাস দেখে খুব ভাল লাগল। ধন্যবাদ

২৫| ১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০২

শরতের ছবি বলেছেন: এ যুগের ছন্দের যাদুকর ।

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫

প্রামানিক বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

২৬| ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

ফেরদৌসা রুহী বলেছেন: আসলেই আমাদের দেশে বৈশাখে যে গরম পড়ে একেবারে সবাই অস্থির।

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৩

প্রামানিক বলেছেন: রাস্তায় বের হলে আগুনের মত গরম পড়ে। রাস্তায় বের হওয়াই কঠিন। ধন্যবাদ বোন ফেরদৌসা রুহী।

২৭| ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

সাহসী সন্তান বলেছেন: সুন্দর কবিতা!
তবে শেষের দিকে একটু পাখা ব্যবস্থা রাখলে মনে হয় ভাল হতো! বোঝেনই তো, গরমের সময় গরম নিয়ে যাই পড়বেন তাতেই গরম লাগবে! ;)

চমৎকার কবিতার জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫

প্রামানিক বলেছেন: শেষের দিকে একটু পাখা ব্যবস্থা রাখলে মনে হয় ভাল হতো!

কথা মন্দ বলেন নাই গরমের মধ্যে পাখার ব্যবস্থা করা উচিৎ ছিল। ধন্যবাদ ভাই সাহসী সন্তান।

২৮| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:০২

কালনী নদী বলেছেন: গাছের তলে বসছে কেহ
পাচ্ছে না তো স্বস্তি
ঘরের ভিতর দোজখখানা
ঘিঞ্জিঘরের বস্তি।
ভাইয়াকে সরকারিভাবে একটি এসি দেওয়া হোক!
অসাধারণ গরমের ছড়াতে ++++++++ ভাইয়া। শোভেচ্ছা রইল।

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালনী নদী। এসি পাই বা না পাই আপনি যে আমার পক্ষে কইছেন তাতেই আমি খুশি হইছি। ধন্যবাদ আপনাকে।

২৯| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এমন গরমে মজার কবিতা !!
ভালো লেগেছে +++

ভালো থাকুন।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচছা রইল।

৩০| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৬

উল্টা দূরবীন বলেছেন: বৃষ্টি চাই অবিরত।

দারুণ লিখেছেন।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.