নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
গভীর রাতে পরান মিয়া
যাচ্ছে সাইকেল চড়ে
পলাশীর মোড় যাওয়ার পরে
পড়ল মহা ঘোরে।
অন্ধকারে যেই না গেলো
অমনি তিনজন লোক
থামিয়ে দিয়ে সাইকেলখানা
করল আগুন চোখ।
একজন এসে বলল হেসে,
‘সাইকেলটা যান রেখে’।
কথা শুনে রাগলো পরান
বলল কথা বেকে।
‘চাইলে পরেই সাইকেল দিব
রোড কি মামার বাড়ি’?
মুখ ঝামটিয়ে বলল তারে,
‘হ্যান্ডেলটা দেন ছাড়ি’।
অমনি একজন পিস্তুল ধরে
বলল হেসে হেসে,
‘সহজ কথায় দেন না দেখে
গেলেন মামা ফেঁসে’।
‘বলেন মামা এবার আমরা
সাইকেলটা কি পাবো,
মামা বললাম তারপরেতেও
খালি হাতে যাবো?
কাঁপতে কাঁপতে বলল পরান
সব নিয়ে যান মামা
সাইকেল সাথে প্যান্ট নিয়ে যান
আরো নিয়ে যান জামা।
জানটা শুধু ভিক্ষা দিবেন
আর কিছু না চাই
মামা যখন বলছেন মোরে
দোহাই ভাগ্নের দোহাই।
সাইকেলওয়ালার কান্না দেখে
দাঁত কেলিয়ে হাসে
রসি দিয়ে হাত পা বেঁধে
রাখল রাস্তার পাশে।
যাওয়ার সময় উল্লাস করে
গেল সাইকেল চড়ে
‘মামা মোদের খুবই ভালো’
বলল জোরে জোরে।
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই সবই তো ঘটছে আজকাল। চমৎকার ছড়া।
ধন্যবাদ প্রামানিক ভাই।
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩
প্রামানিক বলেছেন: আজকাল এসব ঘটনা অহরহ হচ্ছে কিন্তু বলার কিছু নাই। ধন্যবাদ হেনা ভাই।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৬
নীলপরি বলেছেন: খুব সুন্দর ।
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৩
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: হা...হা...হা........
হাইজ্যাকারদেরও আজকাল নজর ছোট হয়ে গেছে! শেষ পযর্ন্ত সাইকেল!!
ছড়া ভালো হইছে।
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৮
প্রামানিক বলেছেন: সাইকেল ছিনতাই আগে থেকেই হয়। ঢাকাও এর বাইরে নয়। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৫| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭
তট রেখা বলেছেন: এত সুন্দর ছড়া, সবাই প্রশংসা করে যাচ্ছে, কিন্তু কেউ লাইক দেয়নি। আমিই শুরু করলাম।
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯
প্রামানিক বলেছেন: সবাই সবটা বোঝে না। আপনি লাইক দিয়েছেন জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ
৬| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫
এম মিজানুর রহমান বলেছেন: সাইকেল ছিনতাই করতে পিস্তল কেন ? চাকুই তো যথেস্ট। ডিজিটাল যুগ তো তাই । আগে ১৫ টাকার বাল্ব চুরি হত । এখন ২৫০ টাকার বাতিও চুরি করে না। ছিনতাইকারীদের পকেট তো আগেই খালি করে দিলেন । তবে কবিতা কিন্তু অসাধারণ লাগছে ।
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০
প্রামানিক বলেছেন: এখন এসব নেশাখোররা করে। নেশার পয়সা না থাকলে যা পায় তাই চুরি করে। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।
৭| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৮| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭
কামরুন নাহার বীথি বলেছেন: হুম্ম, এটাই দেশের বর্তমান চিত্র!!!!!!
২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৬
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন কামরুন নাহার আপা। শুভেচ্ছা রইল।
৯| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৬
এরশাদ চাচ্চু বলেছেন: পর্নোসাইট বন্ধের ঘোষণা | বিলুপ্তির পথে কুটির শিল্প
এসপ্তাহের মধ্যেই বন্ধ হতে যাচ্ছে ব্রাজার্স থেকে শুরু করে এক্সহ্যামস্টার, এক্সভিডিওস, টুশি ডটকম সহ ঐতিহাসিক সব পর্নোগ্রাফি ওয়েবসাইট। বাংলাদেশ থেকে এসব পঁচা সাইটে এখন থেকে আর কেউই ভিজিট করতে পারবেনা। সম্প্রতি ফেসবুকে এমনটাই ঘোষণা দিয়েছেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।
পর্নোগ্রাফি আইন এর ধারা বজায় রাখতে বাংলাদেশের ওয়েব থেকে এসব দুষ্ট দুষ্ট সাইটগুলো বন্ধ করা জরুরী বলে এক ব্যক্তি তাঁর (তারানা হালিম) ফেসবুক পেজে কমেন্ট করলে প্রত্যুত্তরে তিনি বলেন, 'এই সপ্তাহের মধ্যেই সকল পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দেয়ার ব্যবস্থা নেয়া হবে।'
পর্নোসাইট বন্ধ করার বিষয়টি দেশের সমাজ ও তরুণদের সামাজিক অবক্ষয় রোধে ভুমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। তবে ফেসবুকে এ নিয়ে সংখ্যালঘূ কিছু খারাপ ছেলেদের বিক্ষুদ্ধ হয়ে পোস্ট দিতে দেখা গেছে। মোকাদ্দেস নামে এরকমই একজন তরুণ সোমবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসে লিখে, 'পর্নোসাইট বন্ধ করার মাধ্যমে আমাদের জৈবিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।'
এদিকে পর্নোসাইট বন্ধ করলে দেশের সম্ভাবনাহীন কুটির শিল্পও বিলুপ্তির দারপ্রান্তে গিয়ে পৌঁছাবে বলে মনে করছেন আরেক জনপ্রিয় ফেসবুকার মোতাহার মিথুন।
আরও পড়ুন বিসিএসের জন্য, প্রথমবারের মত এইচএসসি পরীক্ষায় ছেলেদের অংশগ্রহণ!
২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
১০| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩৩
কালনী নদী বলেছেন: জানটা শুধু ভিক্ষা দিবেন
আর কিছু না চাই
মামা যখন বলছেন মোরে
দোহাই ভাগ্নের দোহাই। সুন্দর++++ ভাইয়া।
২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালনী নদী। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
১১| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৯
শামছুল ইসলাম বলেছেন: বেশ মজার !!!
//সাইকেলওয়ালার কান্না দেখে
দাঁত কেলিয়ে হাসে
রসি দিয়ে হাত পা বেঁধে
রাখল রাস্তার পাশে।
যাওয়ার সময় উল্লাস করে
গেল সাইকেল চড়ে
‘মামা মোদের খুবই ভালো’
বলল জোরে জোরে।//
ভাল থাকুন। সবসময়।
২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১২| ২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৮
হাসান মাহবুব বলেছেন: +
২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৬
প্রামানিক বলেছেন: ন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৩| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৬
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: মুগ্ধ হলাম কবিতা পড়ে। ভাললাগা জানবেন।
২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরেফীন ভুঁইয়া। মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।
১৪| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৮
ফয়সাল সোহাগ বলেছেন: দারুন!!!
২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ফয়সাল সোহাগ। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৫| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৪
ভ্রমরের ডানা বলেছেন: হা হা হা!
এটা অনেক মজার ছিল প্রামানিক ভায়া!
২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আপনি মজা পেয়েছেন জেনে আমিও খুশি। শুভেচ্ছা রইল।
১৬| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৭
ফয়সাল রকি বলেছেন: হা হা হা.. .ভাল হৈছে। +++
২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ফয়সাল রকি। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৭| ২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
মুসাফির নামা বলেছেন: শেষের ছড়া, চা কেমনে চাই।
২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
প্রামানিক বলেছেন: চা চাইলেও না করবো না। ধন্যবাদ আপনাকে।
১৮| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১২
বিজন রয় বলেছেন: আমার সাইকেল চিনতাই হয়নাই, চুরি হয়েছিল।
২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩
প্রামানিক বলেছেন: হা হা হা -- - চুরি হলে ভয় নাই তবে ছিনতাই হলে ভয় আছে মারধোর খেতে হয়। ধন্যবাদ
১৯| ২১ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:২৬
সাগর মাঝি বলেছেন: কি বলবো ভেবে পাচ্ছিনা।
কবিতার মাধ্যমে একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন। ধন্যবাদ প্রামানিক ভাই।
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাগর মাঝি। অনেক অনেক শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৫
ঢাকাবাসী বলেছেন: ছড়ার মাধ্যমে দেশের চিত্র!