নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

কি যে গরম!!!

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৩


শহীদুল ইসলাম প্রামানিক

কি যে গরম বলতে শরম
লাজ লজ্জাটা ভুলে
চেয়ার পরে ঝুলিয়ে রাখলাম
উর্ধ্বাঙ্গ বাস খুলে।

হোক না এটা অফিস পাড়া
জানটা আগে বাচাই
তারপরেতে নিয়ম কানুন
করবো এসব যাচাই।

জামা কাপড় ভিজে গেছে
ঝরছে দেহে ঘাম
দেখার পরেও অনেক লোকে
করছে যে বদনাম।

তাদের ইচ্ছা হোক না গরম
ভদ্রতা তো আছে?
নিয়ম কানুন ঠিক রাখার পর
জানটা বাঁচাও পাছে।

আরে ভাইরে-- ভদ্র হতে
যায় যদি মোর জান
মরার পরে কি লাভ হবে
ভদ্রতার সন্মান?

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৯২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৭

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: কবি দারুণ বলেছেন,
"তাদের ইচ্ছা হোক না গরম
ভদ্রতা তো আছে?
নিয়ম কানুন ঠিক রাখার পর
জানটা বাঁচাও পাছে"।খুব ভাল লাগল।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এম এস আরেফীন ভুঁইয়া। ছড়া পোষ্ট করার মাত্র চার মিনিটের মধ্যে মূল্যবান মন্তব্য করার জন্য খুব খুশি হলাম। শুভ্চেছা রইল।

২| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৮

আহলান বলেছেন: বরাবরের মতোই সুপার হিট ... !! (হট ...)

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহলান। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১

অতঃপর হৃদয় বলেছেন: ১০০ তে ৯৫ দিলাম :) :D অনেক সুন্দর হয়েছে ভাইজান।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অতঃপর হৃদয়। ১০০তে ৯৫ দেয়া মানেই অনেক কিছু অনেক মূল্যায়ন। আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭

উল্টা দূরবীন বলেছেন: গরমের জ্বালায় তো আর বাঁচা যায় না!!
ছড়া ভালো লেগেছে।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯

প্রামানিক বলেছেন: কি আর বলবো, গরমের জ্বালায় সবাই অতিষ্ঠ। ধন্যবাদ ভাই উল্টা দূরবীন।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: সমকালীন ছড়া, দারুন লিখেছেন প্রামানিক ভাই। খুব ভাল লাগল.............

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান জাকির। মূল্যবান মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৮

বিজন রয় বলেছেন: গরম কই?

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৩

প্রামানিক বলেছেন: এখানেই তো কবি নিরব, গরম তো দেখা যায় না, গরম কই এটা আপনাকে কি করে দেখাবো। ধন্যবাদ রসিকতার মন্তব্য করার জন্য।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০০

সুমন কর বলেছেন: আহ...প্রচণ্ড গরম !!!

ভালো হয়েছে।

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৪

প্রামানিক বলেছেন: আপনি ভালো বলা মানেই ভালো কিছু পেয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮

অগ্নি সারথি বলেছেন: হাচা কতা।

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নিসারথি। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭

মিজানুর রহমান মিরান বলেছেন: আর পারিনা সহ্য করতে! এত্ত গরম!!

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৮

প্রামানিক বলেছেন: গরম সহ্য করতে না পারলেও কিছু করার নাই সহ্য করতেই হবে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১০| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৯

জনৈক অচম ভুত বলেছেন: গরমে এইবার মান-সম্মান সব খাইল। |-)
ছড়া ভাল লাগল।

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩০

প্রামানিক বলেছেন: জি ভাই, করার কিছু নাই, নিজেরে দিয়েই বোঝেন, মান সম্মান থাকে কেমনে? ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।

১১| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০

বিজন রয় বলেছেন: বেতাল গরম।

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিজন রয়। এবার গরম ঠিক আছে।

১২| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪০

বিজন রয় বলেছেন: বোশি গরম পড়ে নাই।

মাত্র ৪০ ডিগ্রী।

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪২

প্রামানিক বলেছেন: দিল্লীর তুলনায় কমই বলা চলে। ধন্যবাদ

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫২

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: অসাধারন ভাই ।।
অনেক ভাল লাগল পড়ে।
ধন্যবাদ আপনাকে।।

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রান্তিক বাঙ্গালী। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৮

মো: ইমরান আল হাদী বলেছেন: ভাই গরম তো চরম, ছড়া খানি আরও চরম রকমের ভাল হইছে।

২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ইমরান আল হাদী। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৮

হুকুম আলী বলেছেন: গরমে শরম থাকে না। ছড়ায় সুন্দর কথা বলেছেন।

২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। জান যেখানে বাঁচেনা সেখানে শরম থাকে কেমনে?

১৬| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৮

নীলপরি বলেছেন: দারুন ।

২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৯

ঢাকাবাসী বলেছেন: দারুণ গরমে দারুণ!

২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৪

শামছুল ইসলাম বলেছেন: হা...হা.........।

প্রচন্ড গরমেও আপনার রসবোধ কিছু মাত্র হ্রাস পায়নি, বরং বেড়েছে।

ভাল থাকুন। সবসময়।

২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। কি আর করবো ভাই, গরমের ঠেলায় রস শরীর দিয়ে ধুয়ে পড়ে। তারই কিছু রস ব্লগে দিলাম।

১৯| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: সুন্দর লিখনি কবি হে।

২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কবি ভাই, শুভেচ্ছা রইল।

২০| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৭

কল্লোল পথিক বলেছেন: হোক না এটা অফিস পাড়া
জানটা আগে বাচাই
তারপরেতে নিয়ম কানুন
করবো এসব যাচাই।


বাহ!দারুন হয়েছে।

২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০১

মহা সমন্বয় বলেছেন: আরে ভাইরে-- ভদ্র হতে
যায় যদি মোর জান
মরার পরে কি লাভ হবে
ভদ্রতার সন্মান?
:)

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মহা সমন্বয়। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০২

মুসাফির নামা বলেছেন: ভাল লাগছে।

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুসাফির নামা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি। বাংলাদেশের সবচেয়ে গরম শহরে বাস করছি প্রামানিক ভাই।

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৫

প্রামানিক বলেছেন: ১৯৮৫ সালে সম্ভাবত মে মাসে রাজশাহী গিয়েছিলাম গরম কুলোতে না পেরে ফ্লোরে পানি ঢেলে তার উপর রাতে শুয়ে ছিলাম। আপনার কথা শুনে সেই স্মৃতি মনে পড়ে গেল।

২৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

হাফিজ বিন শামসী বলেছেন:


আগে শুনেছি বাবু মরে শীতে আর ভাতে। এখন দেখছি গরমে।

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩

প্রামানিক বলেছেন: ভাই জামানা বদলে গেছে। ধন্যবাদ

২৫| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, কম খারাপ অয় নাই :-B

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১২

প্রামানিক বলেছেন: খারাপ না হলেই হলো। ধন্যবাদ

২৬| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: অনেকেরই পরে আইছি পানি দেন :)

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১১

প্রামানিক বলেছেন: আপনি আসে পাশের চাপ কলে যান আমি কলওয়ালারে কইয়া দিতেছি।

২৭| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

সাদা মনের মানুষ বলেছেন:
এই গরমে বেলের শরবত হলে ক্যামন হয় ;)

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১০

প্রামানিক বলেছেন: এত বেল পাইলেন কই?

২৮| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

জ্যোস্নার ফুল বলেছেন: =p~
গ্রিষ্ম বর্ষা পান্তা ভাত চেয়ারম্যান মেম্বার, অসীল সুশীল সব কিছুই আপনার ছন্দে আটকে আছে। আমি আপনার সেইরকম একজন প্যান !:#P

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জোস্নার ফুল। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। তবে-- সবাই হয় ফ্যান আপনি প্যান হলেন কেন ভাই?

২৯| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহা কথা সত্য ভাই!

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ঈপ্সিতা চৌধুরী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩০| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার কথায় সাহস পেয়ে
যেই খুলেছি শার্ট;
লেডি কলিগ উঠলো তেতে
দিলো আপার কাট।

শেষ নয় ওতে,বসলো বিচার
এমডি স্বয়ং জাজ,
আসবিনা আর এই অফিসে
নেই কি মোটে লাজ!!

ক্ষনিকের সুখে মোর
জব হলো সারা;
লাভে পেনু বদনাম
ঢি ঢি জুড়ে পাড়া।

তোমার ঐ কথা শুনে
আজ আমি জবলেস;
লোকে দেখে করে ছি ছি
কয় হাফনুড হোপলেস। |-) :-<

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭

প্রামানিক বলেছেন: আরে ভাইরে লেডির সামনে
জামা খুললেন কেন
সবাই ভাববে গরম পড়ায়
পাগল হলেন যেন।

অবস্থা বুঝে জামা খুলবেন
জব যাবে না ভাই
আপনার দোষে চাকরী গেলে
আমি কিন্তু নাই।

৩১| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৯

জ্যোস্নার ফুল বলেছেন: আমিতো অনন্ত জলিলেরও প্যান এইজন্য :P

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৭

প্রামানিক বলেছেন: তা হলে ঠিক আছে। ধন্যবাদ

৩২| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০

স্বরব্যঞ্জ বলেছেন: মজা লাগলো ভাই.। :)

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই স্বরব্যঞ্জ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৫

সুলতানা সালমা বলেছেন: হাহাহা।মজা পেলুম। !:#P

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সুলতানা সালমা। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪

তিক্তভাষী বলেছেন: সব মুশকিলের আসান আছে
খরচা একটু বেশি।
ভালো করে দেখে শুনে
লাগিয়ে ফেলুন এসি।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১২

প্রামানিক বলেছেন: যদি লাগাই এসি
বিদ্যুৎ গেলে জ্বলবো আরো বেশি।

ধন্যবাদ আপনাকে।

৩৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৮

রুদ্র জাহেদ বলেছেন: মজা পেলুম।দারুণ ছড়া প্রিয় ছড়াকার

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৬

সচেতনহ্যাপী বলেছেন: বিদ্রোহে খুন হলে লাভ হবে বিদ্রোহেরই।। মাঝখান থেকে আমি শেষ!!

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৩

প্রামানিক বলেছেন: কথা মন্দ বলেন নাই। ধন্যবাদ আপনাকে।

৩৭| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার অসামান্য কবিতার জন্য। আমার ব্লগে বিচরণের সামান্য সময়টুকুতে আপনার কিছু লেখা পড়েছি। আপনার লেখাগুলো এক কথায় ওয়াও!! তবে আমি কিন্তু আপনার প্যান (কড়াই) বা ফ্যান (পাখা) নই। আমি আপনার ভক্ত। ভালো থাকুন এই শুভকামনাই করি।।

২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মঈনুদ্দিন। আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। আপনি আমার ভক্ত হয়েছেন এটা আমার সব চেয়ে বড় পাওয়া। আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।

৩৮| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: আরে ভাইরে-- ভদ্র হতে
যায় যদি মোর জান
মরার পরে কি লাভ হবে
ভদ্রতার সন্মান?" অাগে বাঁচা তারপর ভদ্রতা!

২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৮

প্রামানিক বলেছেন: আগে বাঁচা তারপর ভদ্রতা। বাঁচলে ভদ্রতা দেখানো যাবে না বাঁচলে এখানেই শেষ। ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু।

৩৯| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১

আরাফআহনাফ বলেছেন: "আরে ভাইরে-- ভদ্র হতে
যায় যদি মোর জান
মরার পরে কি লাভ হবে
ভদ্রতার সন্মান?"
সন্মান বাঁচাইতেআরে ভাইরে-- ভদ্র হতে
যায় যদি মোর জান
মরার পরে কি লাভ হবে
ভদ্রতার সন্মান? পরনের লুঙ্গী হয়ে যাবে পাগড়ী, আফটার অল সন্মান বলে কথা!

২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৯

প্রামানিক বলেছেন: পরনের লুঙ্গী হয়ে যাবে পাগড়ী, আফটার অল সন্মান বলে কথা! এই তো বুঝতে পরেছেন। ধন্যবাদ

৪০| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩২

কামরুন নাহার বীথি বলেছেন: প্রামানিক ভাই জীবন শেষ, উহরে কী যে গরম!!!
ছড়া দারুন জমেছে!!

২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

প্রামানিক বলেছেন: কিছু করার নাই, আল্লাহর মাইর দুনিয়ার বাইর। ধন্যবাদ আপা, গরমের রেসেপি দেন। শুভ্চেছা রইল।

৪১| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন:

০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

প্রামানিক বলেছেন: আহা গরমে প্রশান্তি।

৪২| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২

দেবজ্যোতিকাজল বলেছেন: ;) ;)
প্রথম স্থানের ট্রফীটা দিলাম

০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

প্রামানিক বলেছেন: আপনার ট্রফী আমি মাথায় তুলে নিলাম। ধন্যবাদ

৪৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৯

আমিই মিসির আলী বলেছেন:
কি যে গরম বলতে শরম
লাজ লজ্জাটা ভুলে
চেয়ার পরে ঝুলিয়ে রাখলাম
উর্ধ্বাঙ্গ বাস খুলে।


এইভাবেই আছি এখন।

০২ রা মে, ২০১৬ রাত ৮:০৬

প্রামানিক বলেছেন: কি আর বলবো ভাই এই দশা এখন অনেকেরই। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

৪৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২

জনতা-২০১৬ বলেছেন:



দেখন আবার, কি কি কাপড় খুলছেন, খেয়াল রাখেন।

০২ রা মে, ২০১৬ রাত ৮:০৭

প্রামানিক বলেছেন: শার্ট আর গেঞ্জি খুলেছি আর সব আছে। ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।

৪৫| ০৩ রা মে, ২০১৬ ভোর ৬:১৯

ডঃ এম এ আলী বলেছেন: ভাই প্রামানিক জগতের সকল তথ্য কথাতো নীচের কথা কয়টির মধ্য্যেই ঢুকাই দিছেন ।
'আরে ভাইরে-- ভদ্র হতে
যায় যদি মোর জান
মরার পরে কি লাভ হবে
ভদ্রতার সন্মান?'

খুব ভাল লাগল ।

এই সুযোগেএকটু পুর্বের কবিতায় দেয়া অামার মন্তব্যের প্রতিউত্তরে ফিরে যাই । চেয়ারম্যান ও চেয়ারপারশন এর কথা জিগানোতে আপনার মাথা আওলাইয়া যাওনের কথা শুনে খুব খারাপ লাগতেছে । নীচে দাওয়াই দিলাম দেখেন মাথা ঠিক হয় কিনা :

জাতীয় পার্টি : চেয়ারম্যান : পুলিংগ
বি এন পি : চেয়ারপারমন : স্ত্রীলিংগ

গ্রামাটিকেলী কি চমতকার জেনডার বিভাজন।

দুটোই জাতীয়তাবাদী রাজনৈতিক দল

দলের নাম ও দল প্রধানের নাম ইংরেজী : এটাই জাতীয়তাবাদী ; তবে ইংলিশ জাতীয়তাবাদী । এটা আর তেমনকি, কাগজে কলমে না থাক মুখেতো জাতীয়তা আছে, এনশাল্লাহ এটাতেই আমাদের চলবে ।
অাশা করি এবার মাথা ঠিক হয়ে যাবে । ইচ্ছা করলে এর উপর একটা চমৎকার ছড়াও লিখে ফেলতে পারবেন ।

ভাল থাকুন অনেক অনেক শুভ কামনা থাকল ।

০৩ রা মে, ২০১৬ সকাল ১১:২৬

প্রামানিক বলেছেন: ভাই দারুণ একটা ছবক দিলেন। এইটা তো আমি চিন্তা করি নাই। আশা করি আপনাকে উৎসর্গ করেই একটা ছড়া দেয়ার চেষ্টা করবো।

৪৬| ১৭ ই মে, ২০১৬ রাত ১০:০৩

কালনী নদী বলেছেন: আরে ভাইরে-- ভদ্র হতে
যায় যদি মোর জান
মরার পরে কি লাভ হবে
ভদ্রতার সন্মান?

অনবদ্য ভাইজান!

২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.