নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

চরম সমস্যা

০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:২৯


শহীদুল ইসলাম প্রামানিক
(ছড়াটি সহব্লগার ডঃ এম এ আলী ভাইয়ের অনুরোধে লেখা)

চেয়ারম্যান আর চেয়ারপারসন
একই যদি হয়
তারপরেতেও আলাদা আলাদা
কেমনে মানুষ কয়?

মহিলা হলে চেয়ারপারসন
পুরুষ চেয়ারম্যান
ডিকশনারী ঘাটতে গিয়ে
ভাঙল আমার ধ্যান।

জিজ্ঞাস করতেই এক মহিলা
ইনিয়ে বিনিয়ে ক’লো
চেয়ারম্যানের ‘ম্যান’ হওয়াতে
চেয়ারপারসন হলো।

‘ম্যান’ মানে তো পুরুষ মানুষ
নারী শব্দ নয়
এই কারণে নরীর বেলায়
চেয়ারপারসন হয়।

এমন অনেক শব্দ আছে
কি আর বলবো ভাই
নারীর বেলায় ‘পতিতা’ আছে
পুরুষের বেলায় নাই।

এখন দেখি রাজনীতিতে
সবাই হলো নেতা
কোনটা পুরুষ কোনটা নারী
বুঝিয়ে দিবে কে তা?

বাংলা ভাষায় নেতা-নেত্রী
সংসদে কেউ কয় না
ইংরাজীতে এইটার নাকি
কোনই অর্থ হয় না।

শব্দ নিয়ে চিন্তা করলে
মাথা হয়রে গরম
অনেক শব্দের জেন্ডার নাই
সমস্যাটা চরম।

(ছবি ইন্টারনেট)
সেগুন বাগিচা
সময় ঃ ১২-১০মিঃ
০৩-০৫-২০১৬ইং

মন্তব্য ৮৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৩৬

কল্লোল পথিক বলেছেন: ভাইয়া আমি কিন্তু প্রথম হইছি।

০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৪১

প্রামানিক বলেছেন: কল্লোল পথিক ভাই, আপনি প্রথম হওয়ায় আপনার জন্য চা বরাদ্দ আছে।

২| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৩৮

আজিজার বলেছেন: ২য় হইলাম, চা দেন।
বরাবরের মতই ছন্দ।

০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজিজার। আপনার জন্যও চা আছে।

৩| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৩৯

উল্টা দূরবীন বলেছেন: আগে বাংলা দ্বিতীয় পত্রে পড়ছিলাম নেতা- নেত্রী।

এখন দেখি সবাই বলে বিরোধীদলীয় নেতা বেগম অমুক।

০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৪৯

প্রামানিক বলেছেন: বাংলা হলো অনেক সমৃদ্ধশালী ভাষা। ইংরাজীতে যেখানে 'ইউ' দিয়ে ছোট, বড়, সমবয়সীদের সম্বোধন করা বুঝায় সেখানে বাংলা ভাষায় বয়স ভেদে তুই, তুমি, তোমার, আপনার আলাদা আলাদা শব্দ দ্বারা সম্বোধন করা হয়। সেই বাংলা ভাষাকে ইংরেজীর সাথে তাল মেলানো কি ঠিক?

৪| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৩৯

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: জামাই শুশুড় শাশুড়ী আমি হলাম নাম্বার থ্রি

০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৫১

প্রামানিক বলেছেন: জামাই শুশুড় শাশুড়ী আমি হলাম নাম্বার থ্রি
আপনার জন্য রাখা আছে টেন্ডু পাতার বিড়ি।
ধন্যবাদ ভাই স্বপ্নের ফেরিওয়ালা।

৫| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৪২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: দুরবীন ঝামেলা পাকিয়েছে আই এম সরি....
সমস্যা হল নিজের এবং ডায়াবেটিসের মত নিয়ন্ত্রণ যোগ্য ।
ভাল লেখছেন গুরু। ব্লগে অনেক দিন পর এলাম ।
কেমন আছেন?

০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৫৬

প্রামানিক বলেছেন: দূরবীন ঝামেলা পাকায় নাই, বাটনে টিপ দেয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে ঢুকে পড়েছে আর তিন নম্বর হইছে। আর সাথে সাথে স্বপ্নের ফেরিওয়ালা চার নম্বর হইছে। স্বপ্নের ফেরিওয়ালারে ব্লগে নিয়মিত দেখতে চাই।

৬| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৪৬

মাহমুদা আক্তার সুমা বলেছেন: ওহ দারুন ভাই, অনেকদিন পর পড়লাম।

০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মাহমুদা আক্তার সুমা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৪৯

আরাফআহনাফ বলেছেন: "শব্দ নিয়ে চিন্তা করলে
মাথা হয়রে গরম
অনেক শব্দের জেন্ডার নাই
সমস্যাটা চরম।"

মাথা ঠান্ডা করেন ভাই।
অনেক কিছু আছে বাকী - দেখার ও বোঝার।

আমজনতার জন্য এখন আর নেতা ও নাই, নেত্রীও নাই।
(চা রাইখেন আমারটা ! ! ! )

০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৫৮

প্রামানিক বলেছেন: আপনার চা রেডি আছে, চায়ের দোকানে গিয়ে আমার নাম করে খেয়ে ফেলেন। আমি তো আছি। ধন্যবাদ আপনাকে রসালো মন্তব্য করার জন্য।

৮| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১:১৫

মামুন ইসলাম বলেছেন: অন্যরকম ছড়া ।পড়ে মজা পেলাম ।

০৩ রা মে, ২০১৬ দুপুর ১:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মামুন ইসলাম। অনেক অনেক শুভেচছা রইল।

৯| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১:৩৫

তৌফিক মাসুদ বলেছেন: হু, আপনার লেখায় মজার সব বিষয় থাকে। এবারও তাই।

শুভকামনা কবি।

০৩ রা মে, ২০১৬ দুপুর ১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। আপনাদের উৎসাহই আমার ছড়া লেখার প্রেরণা। শুভেচ্ছা রইল।

১০| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১:৩৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৩ রা মে, ২০১৬ দুপুর ১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ০৩ রা মে, ২০১৬ দুপুর ২:৩৫

মুসাফির নামা বলেছেন: সুন্দর।

০৩ রা মে, ২০১৬ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুসাফির নামা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ০৩ রা মে, ২০১৬ দুপুর ২:৩৬

আনু মোল্লাহ বলেছেন: আমার কাছে মনে হয় বাংলার চেয়ে ইংরেজী ভাষায় অনেক বেশি লিঙ্গ বৈষম্য আছে।
বাংলা অনেক বেশি নারী বান্ধব ভাষা এইটা অনেকে বুঝতে পারে না।

০৩ রা মে, ২০১৬ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: বাংলা অনেক বেশি নারী বান্ধব, তারপরেও বাংলাভাষায় নেত্রীকে নেতা বলতে হবে কেন? এইটাই তো আমার মাথায় ঢুকে না। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যর জন্য।

১৩| ০৩ রা মে, ২০১৬ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে দাদা । শুভেচ্ছা

০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ফাতেমা। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ০৩ রা মে, ২০১৬ দুপুর ২:৫১

মো: ইমরান আল হাদী বলেছেন: ভাল লিখছেন দাদা মজা পাইলাম, শুভকামনা রইল।

০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ইমরান আল হাদী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ০৩ রা মে, ২০১৬ দুপুর ২:৫৩

শামছুল ইসলাম বলেছেন: বেশ মজার ছড়া !!!

//শব্দ নিয়ে চিন্তা করলে
মাথা হয়রে গরম
অনেক শব্দের জেন্ডার নাই
সমস্যাটা চরম।//


ভাল থাকুন। সবসময়।

০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:০৫

জনৈক অচম ভুত বলেছেন: দারুন লিখেছেন। পড়ে মজা পাওয়া গেল বেশ। :)

০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অচম ভুত। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:২৫

হুকুম আলী বলেছেন: আপনার উপস্থিত বুদ্ধির তুলনা নাই, আন্তমিল এবং ছন্দের ঝঙ্কার চমৎকার। তবে মাত্রার বিষয়ে আরেকটু খেয়াল দিলে আপনি ছড়ায় এক নম্বর হবেন নিসন্দেহে।

০৩ রা মে, ২০১৬ রাত ৯:০৫

প্রামানিক বলেছেন: হুকুম আলী ভাই, আপনি পন্ডিম মানুষ আপনাকে কি আর বলবো চেষ্টা করবো আপনার কথামত ভুল সংশোধন করতে।

১৮| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:৫৫

পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: এখন দেখি রাজনীতিতে
সবাই হলো নেতা
কোনটা পুরুষ কোনটা নারী
বুঝিয়ে দিবে কে তা?

০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পারভেজ রশীদ মঙ্গল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:১০

তট রেখা (১) বলেছেন: যারা নিজের মাতৃভাষা নিয়ে হীনমন্যতায় ভোগে তারাই নেত্রীদের নেতা বলে, তবে ২১শে ফেব্রুয়ারীতে দেখবেন এরাই সবচেয়ে গলাবাজী করে। অবশ্য আরো একটি কারণ আছে, সৃষ্টিকর্তা যে তাদের নারী হিসেবে সৃষ্টি করেছেন তাতে তারা খুশী নন। তাই তারা পুরুষ হওয়ার ভান করে।

০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তট রেখা। আপনার মূল্যবান মন্তব্যে যুক্তি আছে। বাংলা ভাষা হলো সমৃদ্ধ ভাষা। অথচ এই ভাষাকে ইংলিশ উদাহারণ দিয়ে ছোট করা হচ্ছে।

২০| ০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

গেম চেঞ্জার বলেছেন: এইটা কোনু সমিস্যা না। এইটা হইলো প্রবলেম। ;) ;)

০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

প্রামানিক বলেছেন: হা হা হা -- যাহাই সমস্যা তাহাই প্রবেলেম।

২১| ০৩ রা মে, ২০১৬ রাত ৮:৩১

ঢাকাবাসী বলেছেন: দারুণ ছড়া! ভাল লাগল।

০৩ রা মে, ২০১৬ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঢাকাবাসী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ০৩ রা মে, ২০১৬ রাত ৮:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট একটা অনুরোধকে এত মর্যাদাবান করার জন্য , আমি অভিভুত ও কৃতজ্ঞ । আমার বদ্ধমুল ধারণা ছিল আমার প্রস্তাবনাটি ছড়ার যাদুকরের হাতে পড়লে বিশাল কান্ড হয়ে যাবে । আমার ধারণাই সঠিক হল । পোষ্ট পরতে না পরতেই সুন্দর সুন্দর দামী মন্তব্যের পাহাড় জমে গেছে । খুব ভাল লাগল । ভাল থাকুন এ শুভ কামনা রইল ।

০৩ রা মে, ২০১৬ রাত ৯:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই, আপনার সহযোগীতাই আমার লেখার প্রেরণা যুগিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২৩| ০৩ রা মে, ২০১৬ রাত ৮:৫৯

হুকুম আলী বলেছেন: আমি নতুন ব্লগার। ব্লগার হওয়ার অনেক আগেও আপনার লেখা পড়েছি। আপনার ভুতের গল্প আমার কাছে খুব ভাল লেগেছিল। পরের পর্বগুলো দিয়েছেন কিনা আর দেখা হয় নাই। প্রথমেই আপনাকে একটু খোঁচা দিয়ে লিখেছিলাম মনোযোগ আকর্ষণের জন্য, এটা যে আপনি মাইন্ড করে বসবেন জানলে মন্তব্যই করতাম না। ধন্যবাদ আপনাকে

০৩ রা মে, ২০১৬ রাত ৯:০৮

প্রামানিক বলেছেন: মাইন্ড করি নাই ভাই, আপনি ভুল ধরে দিলে আমার জন্য ভাল।

২৪| ০৩ রা মে, ২০১৬ রাত ১০:১৩

বিজন রয় বলেছেন: আসলেই চরম সমস্যা।

০৩ রা মে, ২০১৬ রাত ১০:৩২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

২৫| ০৩ রা মে, ২০১৬ রাত ১১:১৭

মহা সমন্বয় বলেছেন: কবিতায় কবিতায় আনেক কিছু জানা হল।
চেয়ারপারসন কেনু হইলু পুরুষরা কি পারসন নয়? :-P

০৪ ঠা মে, ২০১৬ রাত ১:০৪

প্রামানিক বলেছেন: পুরুষরা তো ম্যান এই জন্য মহিলারা পারসন হইছে।

২৬| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:১১

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে

০৪ ঠা মে, ২০১৬ রাত ১:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দেবজ্যোতি কাজল। শুভেচ্ছা রইল।

২৭| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১:২০

আমিই মিসির আলী বলেছেন: অনুরোধে কখনো কবিতা হয়!!
কবিতা তাহলে কেউ বললো আর আমি চাইলাম হয়ে গেল .. এমন কিছু?


মাথায় একটা পেঁচ লেগে গেছে।

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:১৮

প্রামানিক বলেছেন: ভাই, মাথায় প্যাঁচ থাকলে কবিতা লিখতে তেমন কিছু লাগে না, উল্টাপাল্টা লিখলেই হয়। ধন্যবাদ

২৮| ০৪ ঠা মে, ২০১৬ রাত ২:২৪

ফেরদৌসা রুহী বলেছেন: সমস্যা আসলেই চরম :-B

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ফেরদৌসা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৯| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:৫৪

নীলপরি বলেছেন: এমন অনেক শব্দ আছে
কি আর বলবো ভাই
নারীর বেলায় ‘পতিতা’ আছে
পুরুষের বেলায় নাই।


অসাধারণ । ++

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩০| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৯:১৩

হাফিজ বিন শামসী বলেছেন:



বরাবরের মত মজার এবং বুঝার।

প্রথম দিকে আসলে চা পাওয়া যায়। শেষের দিকে আসলে বুঝি কফি?

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাফিজ বিন শামসী। আপনি যে কোন সময় আসলেই চা পাবেন।

৩১| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৯:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: এত্ত এত্ত ভেজাল লাগে কথা বলতে গিয়ে,
জেন্ডার ফেন্ডার কবে গেছে ময়লা জলে ধুয়ে।
এর'চে আগে ভােলো ছিলাম, করতাম নিজের কাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম..............................

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:২৩

প্রামানিক বলেছেন: আহারে নুরু ভাই, সেই দিন গেল কই? এখন খালি হা হুতাস।

৩২| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ১০:২৪

রাশেদ রাহাত বলেছেন: ওয়াও.. সুন্দর কবিতা।

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাশেদ রাহাত। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৩| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ১০:৩৯

মি: জন বলেছেন: খুবই সুন্দর এবং সময় উপযোগী দারুণ একটি কবিতা হয়েছে।

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিঃ জন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৪| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ১১:১৯

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: প্রামানিক ভাই ,
‘ম্যান’ মানে তো পুরুষ মানুষ
নারী শব্দ নয়
এই কারণে নরীর বেলায়
চেয়ারপারসন হয়।

খুব সুন্দর লিখেছেন। ভাল লাগল।।

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ভাই আরেফীন ভুঁইয়া। ভাল বিষয় তুলে ধরেছেন। শুভেচ্ছা রইল।

৩৫| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:৫৭

ফয়সাল রকি বলেছেন: হু হু ... আসলেই চরম সমস্যা

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ফয়সাল রকি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৬| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:০৭

সাহসী সন্তান বলেছেন: প্রামানিক ভাই, কবিতা চরম হইছে! আমারও একটা ব্যাপারে বেশ কনফিউশন আছে!

বিএনপির চেয়ারপারসনকে বলা হয় বিএনপি নেতা বেগম খালেদা জিয়া, এবং আওয়ামী লীগের চেয়ারপারসনকে ডাকা হয় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা!

আমার প্রশ্নটা ছিল, দু'জনেই তো নারী? তাহলে একজন কেন নেতা আর একজন কেন নেত্রী?
একবার আমার এক ম্যাডামকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করেছিলাম। উত্তরে তিনি বলেছিলেন- খালেদার নামের শেষে 'জিয়া' শব্দটা থাকার কারণেই নাকি তাকে নেতা বলা হয়!

যদিও কনফিউশনটা এখনো ততটা ভাল ভাবে কাটেনি। তাছাড়া বিস্তারিত জানার চেষ্টাও করিনি। কারণ রাজনীতিতে ইন্টারেস্ট নেই সে কারণে! তবে আপনি যদি এ ব্যাপারটি কিছু জানেন তাহলে বলতে পারেন!

কবিতার জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৩৩

প্রামানিক বলেছেন: পুরুষ হওয়ার কারণে এরশাদ দলের চেয়াম্যান, এরশাদ খালেদার পদ একই কিন্তু মহিলা হওয়ার কারণে খালেদা দলের চেয়ারম্যান না হয়ে চেয়ারপারসন আর শেখ হাসিনা দলের প্রেসিডেন্ট হওয়ার কারণে নেত্রী। এইজন্য তিনজনের তিন উপাধি।

৩৭| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:২২

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: কমেন্ট করা শেষ নাকি? অনেক দেড়িতে পড়লেও দারুন লেগেছে। মনের মধ্যে কেমন একটা উল্লাস অনুভব করছি!

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৩৪

প্রামানিক বলেছেন: বলেন কি ভাই, আমার ছড়া পড়ে আপনি উল্লাস অনুভব করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে

৩৮| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৩:২৮

অগ্নি সারথি বলেছেন: সুন্দর হইসে!

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি সারথি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৯| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:৫৪

কাবিল বলেছেন: সবাই প্রথম হইয়া চা চায়।
আমি প্রথম হইতে পারিনি,
তাই আমাকে কফি দেন।


কবিতা ভাল হইছে।

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৩৬

প্রামানিক বলেছেন: সবাই যা পায় আপনিও তাই পাইবেন। ধন্যবাদ ভাই কাবিল।

৪০| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা...মজার বিষয় নিয়ে মজা করতে ছাড়লেন না, প্রামানিক ভাই :)
অত জেন্ডার দিয়া কিতা করতাইন!

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:১৬

প্রামানিক বলেছেন: আমি কিছু করতাইম না, ভাষা নিয়ে ফোঁসফোসানো দূর করতাইম।

৪১| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৩০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: অসাধারণ! মাইন্ড ব্লোয়িং! খুব খুব ভালো লাগলো আপনার ছন্দে আনন্দের ছড়ার জন্য।অনেক তথ্যও পেলাম। ধন্যবাদ।

০৭ ই মে, ২০১৬ দুপুর ১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মঈনুদ্দিন ভাই। ছড়া পড়ার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

৪২| ১৭ ই মে, ২০১৬ রাত ১০:০২

কালনী নদী বলেছেন: আসলেই চরম সমস্যা ভাইজান।

২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.