নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মহিলা নাইট গার্ড (রম্য)

১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৩


শহীদুল ইসলাম প্রামানিক

বাজার পাহাড়ায় বাজার কমিটি
মহিলা দিল নিয়োগ
নারী-পুরুষের কি ব্যবধান
না করে যোগ বিয়োগ।

দুই মহিলা সারা রাত্রি
বাজার পাহাড়া দেয়
মাসের শেষে কমিটি থেকে
বেতন-ভাতা নেয়।

একদিন তো দুই মহিলা
রাস্তার পাশে বসে
নানান রকম করছে গল্প
মনের জোশে জোশে।

এমন সময় তাকিয়ে দেখে
একটি পুরুষ চোর
বাজার পাশের এক দোকানে
ভাঙছে কাঠের দোর।

যেই না দেখা অমনি দু’জন
করল তাকে তাড়া
দৌড়ায় চোরে প্রাণ বাঁচাতে
পারছে নাকো তারা।

অবশেষে এক মহিলা
ধরলো গিয়ে তাকে
অন্য মহিলা হাঁপিয়ে গিয়ে
বসে পড়ল ফাঁকে।

দু’হাত দিয়ে ধ্বস্তাধ্বস্তি
করছে চোরের সাথে
একলা হওয়ায় শক্তিতে সে
পারছে নাকো তাতে।

গলা ফাটিয়ে আরেকটাকে
ডাকছে বারে বারে
কিন্তু একি ডাকার পরেও
পাচ্ছে নাকো তারে।

হাঁপিয়ে গিয়ে সেই মহিলা
ডেকে তারে কয়
তাড়া করায় নিশ্চয় চোরে
পেয়েছে অনেক ভয়!

কষ্ট করার দরকার নাই
ছেড়ে দে তুই চোর
একটু পরেই আজান দিবে
তখন হবে ভোর।

কথা শুনে সেই মহিলা
বলছে জোরে জোরে
আয়না কাছে বিপদ আছে
কেমনে বুঝাই তোরে।

আমি তো চোর ছেড়ে দিয়েছি
চোর ছাড়ে না মোরে
যতই তাকে ছাড়তে বলি
ততই ধরে জোরে।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৫৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:৫০

আহলান বলেছেন: খাড়ান টাসলিমা খাসরিন আয়া নেক ...তারপর বুইজ্যেন, খিক খিক খিক :D

১৪ ই মে, ২০১৬ দুপুর ১:০০

প্রামানিক বলেছেন: হেরে ডাইকেন না ভাই বিপদে পরুম।

২| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৪

বিদ্রোহী সিপাহী বলেছেন: তার মানে কি দেশটারই পাহারাদার নিয়োগ ঠিক হয় নাই?

১৪ ই মে, ২০১৬ দুপুর ১:০৪

প্রামানিক বলেছেন: পরিবেশ পরিস্থিতির কারণে সব জায়গায় মহিলা নিয়োগ দেয়া যে শুভ নয় সেইটা বুঝাতে চেয়েছি।

৩| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৭

মিজানুর রহমান মিরান বলেছেন: হায় হায়! সত্যি যদি বাজার রক্ষায় মহিলা নিয়োগ দেয়, তাইলে কেমনে কি!!

১৪ ই মে, ২০১৬ দুপুর ১:০৫

প্রামানিক বলেছেন: তাইলে লুচ্চা চোরেরা তো লাই পাইয়া যাইবো।

৪| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: চোরের তো চরিত্র খারাপ!

১৪ ই মে, ২০১৬ দুপুর ১:০৫

প্রামানিক বলেছেন: সেটা ভাই আমি আর কমু না।

৫| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১:০৯

মুক্ত মনের বাক্য বলেছেন: আপনি যুগের সেরা কবির আসনে থাকুন, এটাই কামনা রইলো

১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার উৎসাহমূলক কথায় উৎসাহিত হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১:১০

মুসাফির নামা বলেছেন: :D :D :D

১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুসাফির নামা। অনেক অনেক শুভ্চেছা রইল ।

৭| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা হা দারুন। মহিলা পাহারাদার রাতে নিরাপদ নয় হা হা

১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন কাজী ফাতেমা। ঠ্কিই বলেছেন রাতে মহিলা পাহারাদার রাখা ঠিক না।

৮| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:



ভালোবাসার চোর

১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:১৯

প্রামানিক বলেছেন: বলেন কি!

৯| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:৫২

শামছুল ইসলাম বলেছেন: হা..হা..হা..।

বেশ মজার।

ভাল থাকুন। সবসময়।


১৪ ই মে, ২০১৬ রাত ১০:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৫:২৫

মোঃ আলামিন বলেছেন: বাজার পাহাড়ায় বাজার কমিটি
মহিলা দিল নিয়োগ
নারী-পুরুষের কি ব্যবধান
না করে যোগ বিয়োগ।

১৪ ই মে, ২০১৬ রাত ১০:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আলামিন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৪ ই মে, ২০১৬ রাত ১০:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

১২| ১৪ ই মে, ২০১৬ রাত ১১:২৪

ডঃ এম এ আলী বলেছেন: আমি তো চোর ছেড়ে দিয়েছি
চোর ছাড়ে না মোরে
যতই তাকে ছাড়তে বলি
ততই ধরে জোরে
প্রামানিক ভাই থাকবেন এখন কিন্তু দুই পদের চোর ই অাছে !!!!!
খুব ভাল লাগল লিখাটি ।
ভাল থাকুন এ কামনা থাকল ।

১৫ ই মে, ২০১৬ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ডঃ আলী। অনেক অনেক শুৃভেচ্ছা রইল।

১৩| ১৫ ই মে, ২০১৬ সকাল ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: আগে শুনতাম চোর হলেও মানুষ ভালা, এখন তো দেখছি এই চোর মানুষ ভালানা, চরিত্রহীন চোর ;)

১৫ ই মে, ২০১৬ রাত ৯:২৪

প্রামানিক বলেছেন: একেবারে খারাপ কন নাই।

১৪| ১৫ ই মে, ২০১৬ সকাল ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: তবে সব চেয়ে অবাক কান্ড হলো বিষয়টা আপনি জানলেন কিভাবে? ঐখানে তো মাত্র তিনজনই থাকার কথা =p~

১৫ ই মে, ২০১৬ রাত ৯:২৫

প্রামানিক বলেছেন: আমিও দেখি নাই আপনাদের মত মানুষের কাছ থাইকা শুনছি।

১৫| ১৫ ই মে, ২০১৬ সকাল ৯:৩৩

হাসান মাহবুব বলেছেন: =p~

১৫ ই মে, ২০১৬ রাত ৯:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ১৫ ই মে, ২০১৬ দুপুর ১:২৭

মশার কয়েল বলেছেন: =p~ =p~ =p~

চরম বিনোদন পাইলাম

১৫ ই মে, ২০১৬ রাত ৯:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভা্বি মশার কয়েল। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ১৫ ই মে, ২০১৬ দুপুর ২:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: তবে সব চেয়ে অবাক কান্ড হলো বিষয়টা আপনি জানলেন কিভাবে? ঐখানে তো মাত্র তিনজনই থাকার কথা =p~
হা হা হা

সাদা মনের মানুষের সাদা মনের প্রশ্ন বলে কথা! ;) জাতি উত্তর জানতে চায়!

৩ জনের পুরুষ মাত্র ১ জনই ;) :P

১৫ ই মে, ২০১৬ রাত ৯:৩১

প্রামানিক বলেছেন: হে- হে - হে- - আমি তো দেখি নাই আপনাদের মত মানুষের কাছ থাইকা শুনছি। হতে পারে সেই লোকটা যারা জানতে চায় তাদের মধ্যে কেউ- - - - --

১৮| ১৫ ই মে, ২০১৬ দুপুর ২:৪২

মোস্তফা সোহেল বলেছেন: অনেক মজার ছড়া ।

১৫ ই মে, ২০১৬ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোস্তফা সোহেল, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ১৫ ই মে, ২০১৬ বিকাল ৪:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: তবে সব চেয়ে অবাক কান্ড হলো বিষয়টা আপনি জানলেন কিভাবে? ঐখানে তো মাত্র তিনজনই থাকার কথা =p~
বিদ্রোহী ভৃগু বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: তবে সব চেয়ে অবাক কান্ড হলো বিষয়টা আপনি জানলেন কিভাবে? ঐখানে তো মাত্র তিনজনই থাকার কথা =p~
হা হা হা

সাদা মনের মানুষের সাদা মনের প্রশ্ন বলে কথা! ;) জাতি উত্তর জানতে চায়!

৩ জনের পুরুষ মাত্র ১ জনই ;) :P


কথাতো কইলে কবে
হাজী সাব অশ্লীল;
তাই কিছু কমুনা
এই দিনু মুখে খিল। =p~ ;)

১৫ ই মে, ২০১৬ রাত ৯:৩৪

প্রামানিক বলেছেন: আমি তো ভাই দেখি নাই
অন্যের কাছে শুনছি
সেই কথা রস লাগিয়ে
ছড়ার মত বুনছি।

হতে পারে সেই লোকটা
জানতে যারা চাচ্ছেন
নিজের গু অন্যেক দিয়ে
ভারী মজা পাচ্ছেন।

২০| ১৫ ই মে, ২০১৬ রাত ৯:৪১

মাহমুদা আক্তার সুমা বলেছেন:
আমি তো চোর ছেড়ে দিয়েছি
চোর ছাড়ে না মোরে
যতই তাকে ছাড়তে বলি
ততই ধরে জোরে

ভাই আমি হাসতে হাসতে ফিট। তবে বুঝেতে পারছি খোঁচা কই মারছেন!!

২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মাহমুদা আক্তার সুমা। আপনার মন্তব্য পড়ে আনন্দিত হলাম।

২১| ১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:০২

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর লিখেছেন,,ভাল লাগল,,,

২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২২| ১৭ ই মে, ২০১৬ সকাল ১১:১১

নীলপরি বলেছেন: দারুন। :)
সাথের ছবিটাও অসাধারণ ।

২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি, শুভেচ্ছা রইল।

২৩| ১৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২০

মো: ইমরান আল হাদী বলেছেন: বাহ! চমৎকার, মজা পাইলাম।

২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ইমরান আল হাদী, শুভেচ্ছা রইল।

২৪| ১৭ ই মে, ২০১৬ রাত ৯:৪৪

কালনী নদী বলেছেন: আমি তো চোর ছেড়ে দিয়েছি
চোর ছাড়ে না মোরে
যতই তাকে ছাড়তে বলি
ততই ধরে জোরে।

অনেক সুন্দর ছাড়াতে রম্য হয়েছে ভাই মহিলা মনে হয় মিষ্ঠি এক চোরের প্রেমে পড়েছেন। হাহাহা! সংগ্রহে নিলাম বড় ভাই।

২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালনী নদী, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ১৮ ই মে, ২০১৬ বিকাল ৫:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি তো চোর ছেড়ে দিয়েছি
চোর ছাড়ে না মোরে
যতই তাকে ছাড়তে বলি
ততই ধরে জোরে।


বলাই বাহুল্য এটাই বাস্তব - বাস্তব রঙ্গ !!! সাবাস প্রামানিক ভাই আপনি আমাদের সুন্দর কবিতা উপহার দিলেন বস্ ধন্যবাদ ।।

২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঠাকুর মাহমুদ। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

২৬| ১৮ ই মে, ২০১৬ রাত ১০:৩০

তৌফিক মাসুদ বলেছেন: আসলে দরকার হল যোগত্যা। নারী বা পুরুষ কে হল তাতে যায় আসেনা।

ছড়া রম্য হলেও যথেষ্ট অর্থবহ। শুভকামনা কবি।

২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ২৩ শে মে, ২০১৬ সকাল ১১:১৭

ইকরাম উল হক বলেছেন:


দেশ পাহাড়ায় আম জনতা
মহিলা দিলো নিয়োগ
নারী-পুরুষের কি ব্যবধান
না করে যোগ বিয়োগ।



ইচ্ছা ছিলো আরো দু একটা লাইন রিমিক করি। বাপরে এত ভয় লাগে কেরে !!!!


বি : দ্র : স্যার আপনার কবিতায় অনেক মজা

২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ইকরাম উল হক। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৮| ০১ লা জুন, ২০১৬ রাত ৮:২৭

খায়রুল আহসান বলেছেন: ছড়া পড়ে অনেকে ব্যাপক বিনোদন পেতে পারেন। তবে কেউ আরেকটু চিন্তা করলে এর মাঝে কিছু সিরিয়াস ব্যাপার স্যাপারও খুঁজে পেতে পারেন।
চোরটা নিজেও কি এক কালে গার্ড ছিলো?

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: খায়রুল আহসান ভাই যে এভাবে চিন্তা করবেন এটা তাে ভাবিনি।

২৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ছড়ায় মজা পেলাম।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.