নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ডাকাতি

২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৯


শহীদুল ইসলাম প্রামানিক

ডাকাত শব্দের সাথে মোদের
আছে পরিচয়
ডাকাত নামটা শোনার পরে
সবাই পাই তাই ভয়।

আগের দিনে ডাকতগুলো
রামদা হাতে নিলে
বীর পালোয়ান চেহারে দেখে
চমকে উঠতো পিলে।

রাতের বেলা ডাকাতিতে
জাগিয়ে তুলতো পাড়া
ভীতির জন্য চিৎকার করতো
সারা- রা- রা- রা- রা-।

এখন কিন্তু সেই ডাকতির
চেহারাটা ভিন্ন
কৌশলে সব ডাকাতি হয়
থাকে নাকো চিহ্ণ।

ভুড়ির সাথে চাকু ঠেকিয়ে
ডকাতি সব করে
ড্যাগার, পিস্তুল দেখার পরে
ভয়েই অর্ধেক মরে।

এসব ছাড়াও ডাকাতি হয়
অফিসগুলোর বেলায়
কইলজা অর্ধেক শুকিয়ে যায়
ঐ ডাকাতদের ঠেলায়।

হাতে মারে না ভাতে মারে
অফিসগুলোর ডাকাত
রাতকে তারা দিন বানিয়ে
দিনকে করে রাত।

ছুরি চাকু নাইবা ঠেকাক
ফাইল ঠেকায় তবে
এই ডাকাতদের পাল্লায় পড়ে
নাস্তানাবুদ ভবে।

ছুরি ঠেকিয়ে টাকা চাওয়াটা
ডাকাতি যদি হয়
ফাইল ঠেকিয়ে ঘুষ খাওয়াটা
ডাকাতি কি নয়?

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৭৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৪

বিজন রয় বলেছেন: চোর-ডাকাত-পুলিশ।

২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিজন রয়। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ছুরি ঠেকিয়ে টাকা চাওয়াটা
ডাকাতি যদি হয়
ফাইল ঠেকিয়ে ঘুষ খাওয়াটা
ডাকাতি কি নয়?

চমৎকার বলেছেন প্রামানিক ভাই।

২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান জাকির। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৫০

বিজন রয় বলেছেন: চোরে চোরে মাসতুতো ভাই, ডাকাতে ডাকতে কি হয় প্রামানিক ভাই?

২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৩

প্রামানিক বলেছেন: চোরে চোরে মাসতুতো ভাই
ডাকাতে ডাকাতে ভাইরা ভাই।

৪| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৪

বিজন রয় বলেছেন: আপনে আর আমি কোন ভাই?

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:০৯

প্রামানিক বলেছেন: ব্লগার ভাই।

৫| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৬

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: দিন দুপরে চুরি করে
রাতে তো কথাই নাই............
মনে পড়ে গেল গানটা।
ভালি লিখেছেন প্রামাণিক ভাই।

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:১০

প্রামানিক বলেছেন: দিন দুপরে চুরি করে
রাতে তো কথাই নাই............
এখন রাতে চুরি খুব একটা হয় না। মানুষ আগের মত নাই। ধন্যবাদ স্বপ্নের ফেরিওয়ালা।

৬| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১:০১

সুমন কর বলেছেন: ফাইল ঠেকিয়ে ঘুষ খাওয়াটা
ডাকাতি কি নয়?
-- হুম। ভালো লিখেছেন।

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১:৩৩

এম এ কাশেম বলেছেন: ফাইল ঠেকিয়ে ঘুষ খাওয়াটা
ডাকাতি হলে ভবে
সোনার ছেলের চাঁদাবাজি
ডাকাতি নয় কি তবে?

ািআই টি অটিস্টিক উপদেস্টা
দুই কোটি বেতন
হাজার কোঠির হিসেব নাই
হবে কভে চেতন?

ঘুষ এখন ঘুষ নয়রে
উপরি পাওনা ভাই
ঘুষের টাকায় গাড়ী বাড়ি
াআহ্লাদি জামাই।

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:১৩

প্রামানিক বলেছেন: ঘুষ এখন ঘুষ নয়রে
উপরি পাওনা ভাই
ঘুষের টাকায় গাড়ী বাড়ি
াআহ্লাদি জামাই।

ঘুষ ছাড়া ভাই হুশ থাকে না
বেতন ভাতা দিয়ে
ঘুষ নাই যার মান নাই তার
চলে অভাব নিয়ে।

চমৎকার ছন্দ মন্তব্য ধন্যবাদ

৮| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১:৫৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যোতি কাজল। শুভেচ্ছা রইল।

৯| ২৫ শে মে, ২০১৬ দুপুর ২:১০

বিজন রয় বলেছেন: নামাজ পড়ে লাঞ্চ সেরেই ব্লগে হাজির হলেন।

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:১৫

প্রামানিক বলেছেন: লাঞ্চ করবো কোত্থেকে এখনও ডুব দেওয়া হয় নাই। মাঝখানে ইন্টারনেট ছিল না।

১০| ২৫ শে মে, ২০১৬ দুপুর ২:২১

বিজন রয় বলেছেন: ভাইকি তাহলে গ্রামে গিয়েছেন?

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৫১

প্রামানিক বলেছেন: না ভাই ঢাকাতেই আছি। ইন্টারনেট যায় আর আসে।

১১| ২৫ শে মে, ২০১৬ দুপুর ২:২৩

আলভী রহমান শোভন বলেছেন: মজার ছিল, প্রামানিক ভাই !

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আলভী রহমান শোভন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৪৭

শামছুল ইসলাম বলেছেন: হা..হা.হা........

//ছুরি ঠেকিয়ে টাকা চাওয়াটা
ডাকাতি যদি হয়
ফাইল ঠেকিয়ে ঘুষ খাওয়াটা
ডাকাতি কি নয়? ??


ভাল থাকুন। সবসময়।

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:০৭

অগ্নি সারথি বলেছেন: তাইলে উপায়?

২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

প্রামানিক বলেছেন: তাইলে উপায় হইলো যেমনে দেশ চলে তেমনে চলতে হইবো।

১৪| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৫ শে মে, ২০১৬ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ২৫ শে মে, ২০১৬ রাত ৮:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২৫ শে মে, ২০১৬ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন কাজী ফাতেমা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ২৫ শে মে, ২০১৬ রাত ৯:১৬

জে.এস. সাব্বির বলেছেন: ফাইল-ঠেকিয়ে ডাকাতদের শায়েস্তা করতে তাই
পিস্তল-ঠেকিয়ে ডাকাতদের ভাড়া করা চাই ।

২৬ শে মে, ২০১৬ দুপুর ২:৩১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

১৭| ২৫ শে মে, ২০১৬ রাত ১১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন, ধন্যবাদ ভাই।
কেমন আছেন?

২৬ শে মে, ২০১৬ দুপুর ২:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ২৬ শে মে, ২০১৬ রাত ১:০৭

মুসাফির নামা বলেছেন: প্রামাণিক ভাই,আপনার ভয় করে না,এত হাছা কথা কন?

২৬ শে মে, ২০১৬ দুপুর ২:৩৩

প্রামানিক বলেছেন: ভয় করে তয় মনের অজান্তেই কইয়া ফালাই।

১৯| ২৬ শে মে, ২০১৬ রাত ২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত প্রামাণিক ভাই!

২৬ শে মে, ২০১৬ দুপুর ২:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ২৬ শে মে, ২০১৬ ভোর ৫:২৯

মার্কোপলো বলেছেন:




বিসিএস পাশ করে পেশাদার ডাকাত

২৬ শে মে, ২০১৬ দুপুর ২:৩৪

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ ভাই মার্কোপলো। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ২৬ শে মে, ২০১৬ সকাল ১০:০২

হাসান মাহবুব বলেছেন: ভালৈ মিলাইছেন! ছড়ার কোয়ালিটি কিছুটা ফল কর্সে মনে হৈলো।

২৬ শে মে, ২০১৬ দুপুর ২:৩৫

প্রামানিক বলেছেন: সব সময় ছড়ার কোয়ালিটি ঠিক থাকে না। ধন্যবাদ বিষয়টা ধরে দেয়ার জন্য।

২২| ২৬ শে মে, ২০১৬ সকাল ১০:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: বরাবরের মতোই চমৎকার কবিতা
ধন্যবাদ প্রামানিক ভাই
শুভকামনা সব সময়।

২৬ শে মে, ২০১৬ দুপুর ২:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নূর ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ২৬ শে মে, ২০১৬ সকাল ১১:৩১

ইমানুর রহমান বলেছেন: Good

২৬ শে মে, ২০১৬ দুপুর ২:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ইমানুর রহমান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:১০

কল্লোল পথিক বলেছেন:









বাহ!দারুণ হয়েছে।

২৬ শে মে, ২০১৬ দুপুর ২:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কল্লোল পথিক। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:২৭

হামিদ আহসান বলেছেন:
ছুরি ঠেকিয়ে টাকা চাওয়াটা
ডাকাতি যদি হয়
ফাইল ঠেকিয়ে ঘুষ খাওয়াটা
ডাকাতি কি নয়?

অবশ্যই ডাকাতি

২৬ শে মে, ২০১৬ দুপুর ২:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হামিদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:৫০

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ।

২৬ শে মে, ২০১৬ দুপুর ২:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কবি হাফেজ আহমেদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১:০৭

রোয়ানু বলেছেন: চরম হয়েছে ভাই

আহলান

২৬ শে মে, ২০১৬ দুপুর ২:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রোয়ানু। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৮| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১:৫২

মিজানুর রহমান মিরান বলেছেন: সুশীল ডাকাত!

২৬ শে মে, ২০১৬ দুপুর ২:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিজানুর রহমান মিরান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৯| ২৬ শে মে, ২০১৬ দুপুর ২:৫৩

নীলপরি বলেছেন: দারুন লাগলো। ++

২৬ শে মে, ২০১৬ দুপুর ২:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩০| ২৬ শে মে, ২০১৬ বিকাল ৩:২৩

অদৃশ্য বলেছেন:



লিখাটিতে ভালোলাগা...

শুভকামনা...

২৬ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অদৃশ্য। শুভেচ্ছা রইল।

৩১| ২৭ শে মে, ২০১৬ রাত ১২:২৬

সচেতনহ্যাপী বলেছেন: সমসাময়িক সব সমস্যা নিয়ে ছড়াগুলি খুবই ভাল লাগে।।

২৭ শে মে, ২০১৬ সকাল ১০:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতনহ্যাপী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩২| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:০২

লক্ষ্মীছেলে বলেছেন: ছুরি চাকু বন্দুকের চেয়ে আর কোন বস্তুটা সব চেয়ে বড় ভয়ংকর ডাকাত বলতে পারেন প্রামানিক ভাই। কবিতায় +++++++ লাকি সেভেন।

২৭ শে মে, ২০১৬ বিকাল ৫:৫০

প্রামানিক বলেছেন: কত কিছু যে ভয়ঙ্কর আছে, কোনটা বাদ দিয়ে কোনটা বলবো। তবে মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ।

৩৩| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আগে ছিলো নিরক্ষর ডাকাত, এখন উচ্চ শিক্ষিত ডাকাত! এরা বেশি ভয়ঙ্কর! ছড়া ভালো হয়েছে ।

২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন। মন্তব্য ভালো লাগল। ধন্যবাদ

৩৪| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:৫২

কালনী নদী বলেছেন: ছুরি চাকু নাইবা ঠেকাক
ফাইল ঠেকায় তবে
এই ডাকাতদের পাল্লায় পড়ে
নাস্তানাবুদ ভবে।

অনেক সুন্দর হয়েছে ভাইয়া। সংগ্রহে রাখলাম।

৩০ শে মে, ২০১৬ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালনী নদী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৫| ২৮ শে মে, ২০১৬ সকাল ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: এই ডাকাইতরা আপনার এই ছড়াটা যদি দেখতে পায় তাহলে ছয় মাসের ফাঁসি দিবে আপনাকে =p~

৩০ শে মে, ২০১৬ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: খালি ছয় মাসের ফাঁসিই শুধু নয় কচু গাছের সাথে ঝুলাইয়াও দিতে পারে।

৩৬| ২৮ শে মে, ২০১৬ সকাল ১০:০৬

সোহানী বলেছেন: হায় আল্লাহ্ এটা কি কন!!!!!!!!

৩০ শে মে, ২০১৬ রাত ১০:০৬

প্রামানিক বলেছেন: কওয়ার কিছু নাই বাস্তব বড় নিষ্ঠুর। ধন্যবাদ বোন

৩৭| ২৯ শে মে, ২০১৬ রাত ২:১৮

মহা সমন্বয় বলেছেন: এক শীতের রাতে আমাকেও কিন্তু একবার ডকাতে ধরছিল। টেলিফোনের তার দিয়ে আমাকে বেঁধে রাখছিল সে এক ভয়াবহ স্মৃতি। :((

৩০ শে মে, ২০১৬ রাত ১০:০৮

প্রামানিক বলেছেন: আপনার ভয়াবহ স্মৃতির কথা ব্লগে লিখলে খুশি হবো।

৩৮| ২৯ শে মে, ২০১৬ রাত ১১:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ ছড়াটি পাঠে খুবই খুশী হলাম ।

বড় ডাকাতি আরো আছে সহজ্র
কনসালটেনসি ধরেনা কোন অস্র
গায়ে চড়িয়ে দেয় সৌখিন বস্ত্র
কৌশলে বাগিয়ে নেয় শত কোটি
পাউন্ড ডলার সাথে চেপে ধরে
আমলা আর সরকারের শক্ত টুটি
এদের পদতলে সকলে যায় লুটি।

দাদা সামান্য ধারণা কিছু দিলাম
হয়ে যাকনা ছন্দের যাদুকরের হাতে
মধু রসের ছড়া কবিতা আরেক খানা।

৩০ শে মে, ২০১৬ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার ছড়া মন্তব্য পড়ে অনেক খুশি হলাম। অবশ্যই আপনার অনুরোধ রাখার চেষ্টা করবো।

৩৯| ৩১ শে মে, ২০১৬ রাত ১:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক ভাল থাকুন ।

৩১ শে মে, ২০১৬ সকাল ১১:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ডঃ আলী। অনেক অনেক শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.