নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মাটি চোর

৩১ শে মে, ২০১৬ দুপুর ১২:২০


শহীদুল ইসলাম প্রামানিক

মফিজ মিয়া মাটি কেটে
করল কিছু চুরি
চেয়ারম্যানে কানটা ধরে
দিলেন লাথি গুড়ি।

কাছেই ছিল মনা পাগল
উঠল ভীষণ রেগে,
‘চুরির দায়ে মারলি কেন?
খায়নাতো ‘ও’ মেগে’?

‘চোরাচুরির লাইনে থাকিস
তুই কিরে খুব ভালো’?
‘চোর হয়ে তুই চোরকে মারিস--
মুখ করলি যে কালো’?

‘মাটির কাজে এই গাঁয়েতে
আসছে যতো জন,
তাদের পাওনা কম দিয়ে তুই
নিলি কত মণ’?

‘ওদের হিস্যা নিজেই নিলি
নিলো অফিসার,
দুই ফুটে তোর কতই ক্ষতি
মারলি কতবার’?

কথা শুনে চেয়ারম্যান সাব
পাগলটারে কয়,
‘এই হিসাবটা সরকার নিবে
তোমার কর্ম নয়’।

গুড়ি= (প্রচলিত শব্দ) পায়ের গোড়ালি দিয়ে আঘাত করা।
(ছবি- ইন্টারনেট)

মন্তব্য ৪৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৬ দুপুর ১২:৩০

রোয়ানু বলেছেন: হাহাহা .... বরাবরের মতো ++++++++
আহলান

৩১ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রোয়ানু। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ৩১ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: প্রামানিক ভাই ছড়া ভাল হইছে এইটা আর বলব না।

৩১ শে মে, ২০১৬ দুপুর ১২:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোস্তফা সোহেল। আপনি ভালো না বললেও শুধু যদি হাজিরা দেন তাতেই আমি খুশি। শুভেচ্ছা রইল।

৩| ৩১ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৭

দ্বীপের সন্তান বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

৩১ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দ্বীপের সন্তান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ৩১ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৭

বিজন রয় বলেছেন: সুন্দর, মজাদার।
অসাম।

৩১ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিজন রয়। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ৩১ শে মে, ২০১৬ দুপুর ১:০২

বিজন রয় বলেছেন: সুসংবাদ হলো আমার নেট লাইন ভাল হয়েছে।
আবার কথা হবে আগের মতোই্।

পল্টনে কবে আসবেন?

৩১ শে মে, ২০১৬ দুপুর ১:৪৬

প্রামানিক বলেছেন: সুসংবাদ শুনে খুশি হলাম। পল্টন আসবো শুক্রবারে।

৬| ৩১ শে মে, ২০১৬ দুপুর ২:০৯

সানিম মাহবীর ফাহাদ বলেছেন: হা হা হা, ভালো লাগলো অনেক। ছন্দের জাদুকর!

৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সানিম মাহবীর ফাহাদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ৩১ শে মে, ২০১৬ দুপুর ২:৪১

আব্দুল্লাহ তুহিন বলেছেন: চোর হয়ে তুই চোরকে মারিস
মুখ করলি যে কালো’?

হা হা, চমৎকার!

৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আব্দুল্লাহ তুহিন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৯

শাহাদাত হোসেন বলেছেন: ছড়ায় ছড়ায় চরম সত্যটা তুলে ধরলেন

৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহাদাত হোসেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

খন্দকার আঃ মোমিন বলেছেন: হা হা মনা পাগলা আসল চোরটারে ই ধরসে ।

৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই খন্দকার আঃ মোমিন। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

সুমন কর বলেছেন: হাহাহা....মজার।

৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ৩১ শে মে, ২০১৬ রাত ৯:২৫

কালনী নদী বলেছেন: গুড়ি= (প্রচলিত শব্দ) পায়ের গোড়ালি দিয়ে আঘাত করা।
নতুন একটি শব্দ জানলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনবদ্য ছড়া ভাই++

৩১ শে মে, ২০১৬ রাত ১০:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালনী নদী। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ৩১ শে মে, ২০১৬ রাত ১০:১৮

নীলপরি বলেছেন: বরাবরের মতো অসাধারণ লাগলো ।++

৩১ শে মে, ২০১৬ রাত ১০:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ০১ লা জুন, ২০১৬ রাত ১:০৬

মিজানুর রহমান মিরান বলেছেন: ছড়াই বাস্তবতা!

০১ লা জুন, ২০১৬ দুপুর ১:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিজানুর রহমান মিরান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ০১ লা জুন, ২০১৬ সকাল ৮:৫১

শামছুল ইসলাম বলেছেন: বরাবরের মতই মজার ছড়া।
++

ভাল থাকুন। সবসময়।

০১ লা জুন, ২০১৬ দুপুর ১:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ০১ লা জুন, ২০১৬ সকাল ১০:১৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন।

খায়নাতো ‘ও’ মেগে’ মানে কী?

০১ লা জুন, ২০১৬ দুপুর ১:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। মেগে-এর মূল শব্দ হলো মাগা অর্থাৎ প্রার্থনা করা বা ভিক্ষা করা, মেগে খাওয়া অর্থ হলো ভিক্ষা করে খাওয়া।

১৬| ০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:০৬

সিলা বলেছেন: হাহাহা..... ছরাটা দারুন তবে ছবিটা আরবেসি।

০১ লা জুন, ২০১৬ দুপুর ১:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সিলা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ০১ লা জুন, ২০১৬ দুপুর ১:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর!

০১ লা জুন, ২০১৬ দুপুর ১:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ০১ লা জুন, ২০১৬ দুপুর ২:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে প্রামানিক ভাই।









ভালো থাকবেন নিরন্তর।

০১ লা জুন, ২০১৬ দুপুর ২:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেশ প্রেমিক বাঙালী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:১১

মাহাবুবা মিম বলেছেন: অনেক সুন্দর হয়েছে। ভাষা উচ্চারণ চমতকার্।

০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মাহাবুবা মিম। অনেক অনেক শুভ্চেছা রইল।

২০| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:০৬

কল্লোল পথিক বলেছেন:




বরাবরের মতো চমৎকার।

০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। শুভ্চেছা রইল।

২১| ০১ লা জুন, ২০১৬ রাত ৮:১৪

খায়রুল আহসান বলেছেন: ছড়ার মাধ্যমে বর্তমান সমাজের বাস্তবতাকে চমৎকারভাবে তুলে ধরেছেন। ভালো লেগেছে। "লাইক"।
‘চোরাচুরির লাইনে থাকিস
তুই কিরে খুব ভালো’?
‘চোর হয়ে তুই চোরকে মারিস
মুখ করলি যে কালো’? - মনা পাগলার মত আমরা সবাই যদি এমন করে অপরাধীদেরকে প্রশ্ন করতে পারতাম!

০২ রা জুন, ২০১৬ দুপুর ১২:৩৭

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন। মনা পাগলার মত সবাই যদি বড় চোরদেরকে প্রশ্ন করা যেত তাহলে দেশের চুরি অনেক কমে যেত।

২২| ০১ লা জুন, ২০১৬ রাত ১০:১৯

ডঃ এম এ আলী বলেছেন: ‘চোরাচুরির লাইনে থাকিস
তুই কিরে খুব ভালো’?
‘চোর হয়ে তুই চোরকে মারিস
মুখ করলি যে কাল ।

অসাধারণ ছড়া । সমাজ দেখুক বড় চোর কাকে বলে ।

০২ রা জুন, ২০১৬ দুপুর ১২:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ডঃ এম এ আলী। অনেক অনেক শুভেচ্চা রইল।

২৩| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:৪৩

মুসাফির নামা বলেছেন: আমার প্রিয় ছড়াকার প্রামাণিক ভাই,দারুণ প্রতিবাদী ছড়া।

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৪| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৭

এই ছেলেটা থাকবে না বলেছেন: কে বলেছে সুকুমার নাই!
সুকুমার মোদের প্রামানিক ভাই।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই
শুভেচ্ছা জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.