নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ভোট প্রার্থী

০২ রা জুন, ২০১৬ দুপুর ১২:৫৬


শহীদুল ইসলাম প্রামানিক

ভোট চায় দোয়া চায়, এ কা’র ব্যাটারে?
বারবার ছালাম করে, এ কেমন ঠ্যাটারে?
এর আগে কখনো তো দেখিনি এ গাঁয়েতে?
গরীবের হাত ধরে হেঁটে বেড়ান পায়েতে।

করমুদ্দি’ক গিয়ে বলে, ’আয় ভাই জঙ্গলে,
কবর জিয়ারত করি তোর বাপের মঙ্গলে’।
‘কত ভাল ছিলেন তিনি, মনে ব্যাথা আহারে!
পা ধরে ছালাম করতাম, যদি পেতাম তাহারে’।

করমুদ্দি হেসে বলে, ’একি কথা বল্লেন ভাই’?
‘আমার বাপ হাটে গেছে, এখন তো মরে নাই!’
এই কথা শুনে নেতা পেল ভীষণ লজ্জা
চেহারা টা মলিন হলো, মলিন সাজ সজ্জা।

জোর করে হাসি হেসে বলে, ’ভুল করেছি,
কার বাপের চল্লিশা কবে যেন খেয়েছি’?
‘চাচাজান বাড়ী এলে মোর কথা বলিস ভাই,
তো’র বাড়ীর সব ভোট যেন এবার আমি পাই।’

’ভোট পেয়ে যদি আমি পাশ করি ইলেকশনে
রিলিফের গম দিব, যত লাগে মণে মণে।
ব্রীজ দিব, কালভার্ট দিব, দিব পাকা রাস্তা
আরো অনেক, অনেক দিব, যদি রাখিস আস্থা।’

এই কথা বলে নেতা, ধরলেন জড়িয়ে
চুপ করে টাকা দিলেন বুক পকেট ভড়িয়ে।
করমুদ্দি হেসে বলে, ’এটা কিন্তু ঠিক নয়,
জনগণের আস্থা এলে এমনিতেই হবে জয়।’

ইলেকশনে সুযোগ আছে অসৎদের রুধিবার
টাকা নিয়ে ভোট দিয়ে বেচে দিলেন অধিকার
নিজের বিবেক নিজে যদি বেচে দেই অবশেষে
ভাল নেতা নাহি পাবে কভু সুযোগ এই দেশে।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৫৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৬ দুপুর ১:৩০

সোজোন বাদিয়া বলেছেন: "চুপ করে টাকা দিলেন বুক পকেট ভড়িয়ে।" - আপনি সেকালের কথা ভাবছেন বোধ হয়। একালে লাঠি-চাপাতি-হাঁসুয়া আরও অনেক কিছু আছে। টাকা লাগে না :)

০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:৩৭

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন।

২| ০২ রা জুন, ২০১৬ দুপুর ১:৩০

এম এ কাশেম বলেছেন: ভোটে দাড়াইয়া যান ভাই।

০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:৩৭

প্রামানিক বলেছেন: ভোটে বইয়া পড়াটা আরামের দাঁড়াইয়া যাওয়াটা কষ্টের।

৩| ০২ রা জুন, ২০১৬ দুপুর ১:৫৭

ৈতয়ব খান বলেছেন: ভাল লাগলো।

০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৈয়ব খান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ০২ রা জুন, ২০১৬ দুপুর ২:০৩

সাহসী সন্তান বলেছেন: বেশ কয়েকদিন পর আপনার কবিতা পড়লাম! খুব সুন্দর লিখেছেন ভাই!

শুভ কামনা জানবেন!

০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। আপনার উপস্থিতি এবং মন্তব্যে খুব খৃুশি হলাম।

৫| ০২ রা জুন, ২০১৬ দুপুর ২:৩২

রোয়ানু বলেছেন: চমৎকার ...ফাটাফাটি .... ++++++++++

০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রোয়ানু। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ০২ রা জুন, ২০১৬ দুপুর ২:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:

কার ভৌট কে দেয়
রাখৈনা কেউ খবর
রাখবেকি, ভোট আছে নাকি?
হয়েছে কবে কবর!!!!!

+++

০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৩:৪২

সাইফুল১৩৪০৫ বলেছেন: এখন বলে না দিলে মামলা খাবি।
ভাল লাগল পড়ে।

০২ রা জুন, ২০১৬ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ

৮| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:১৫

ডঃ এম এ আলী বলেছেন: ’ভোট পেয়ে যদি আমি পাশ করি ইলেকশনে
রিলিফের গম দিব, যত লাগে মণে মণে।
ব্রীজ দিব, কালভার্ট দিব, দিব পাকা রাস্তা
আরো অনেক, অনেক দিব, যদি রাখিস আস্থা।

আরো অনেক, অনেক দিব, এটা যখন ভোটাররা পাওয়া
শুরু করবে তখন বুঝবে ভোটার ভাইয়েরা কারে কয় ।

খুব ভাল লাগল ছড়াখানি । ভাল থাকার শুভেচ্ছা রইল ।

০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ডাঃ এম এ আলী। মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৯| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:৩১

শামছুল ইসলাম বলেছেন: ভাল বলেছেনঃ

//ইলেকশনে সুযোগ আছে অসৎদের রুধিবার
টাকা নিয়ে ভোট দিয়ে বেচে দিলেন অধিকার
নিজের বিবেক নিজে যদি বেচে দেই অবশেষে
ভাল নেতা নাহি পাবে কভু সুযোগ এই দেশে।//


ভাল থাকুন। সবসময়।

০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:৫১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই।

১১| ০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

০২ রা জুন, ২০১৬ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ০২ রা জুন, ২০১৬ রাত ৯:০৭

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: ’ভোট পেয়ে যদি আমি পাশ করি ইলেকশনে
রিলিফের গম দিব, যত লাগে মণে মণে।
ব্রীজ দিব, কালভার্ট দিব, দিব পাকা রাস্তা
আরো অনেক, অনেক দিব, যদি রাখিস আস্থা।’



খুব ভাল লাগল।

০২ রা জুন, ২০১৬ রাত ৯:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এম এস আরেফীন ভুঁইয়া। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ০২ রা জুন, ২০১৬ রাত ১০:০৬

মিউজিক রাসেল বলেছেন: "রমুদ্দি হেসে বলে, ’একি কথা বল্লেন ভাই’?
‘আমার বাপ হাটে গেছে, এখন তো মরে নাই!’
এই কথা শুনে নেতা পেল ভীষণ লজ্জা
চেহারা টা মলিন হলো, মলিন সাজ সজ্জা।"
.
খুব মজা পেলাম

০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিউজিক রাসেল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ১২:০০

মিজানুর রহমান মিরান বলেছেন: নিজের বিবেক নিজে যদি বেচে দেই অবশেষে
ভাল নেতা নাহি পাবে কভু সুযোগ এই দেশে।

চমৎকার বলেছেন...+++

০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিজানুর রহমান মিরান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সোজোন বাদিয়া বলেছেন: "চুপ করে টাকা দিলেন বুক পকেট ভড়িয়ে।" - আপনি সেকালের কথা ভাবছেন বোধ হয়। একালে লাঠি-চাপাতি-হাঁসুয়া আরও অনেক কিছু আছে। টাকা লাগে না :)
নাহ প্রামানিক ভাই বড্ড সেকেলে রয়ে গেছেন ।

০৩ রা জুন, ২০১৬ রাত ১০:০১

প্রামানিক বলেছেন: আমি তো সেকালের কথাই বলেছি, চাপাতি ইলেকশন তো বর্তমানে শুরু।

১৬| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:৩৬

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লিখেছেন।

০৩ রা জুন, ২০১৬ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঢাকাবাসি। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:০৮

বিজন রয় বলেছেন: একবারেই সমসাময়িক।
++++

০৩ রা জুন, ২০১৬ রাত ১০:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিজন রয়। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:১৪

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল ।

০৩ রা জুন, ২০১৬ রাত ১০:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দৃষ্টি সীমানা। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর

০৩ রা জুন, ২০১৬ রাত ১০:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাজী ফাতেমা। অনেক অনেক শুভ্চেছা রইল।

২০| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৮:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: নির্বাচনের আগে আগেই এদের দেখা যায়! বিজয়ী হলেই লাপাত্তা!
ছড়া ভালো হয়েছে!

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:১৪

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ

২১| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: এসেছিলাম নতুনের আশায়, না পাইলেও ক্ষতি হয় নাই পেয়েছি যা তাও কমনা
‘চাচাজান বাড়ী এলে মোর কথা বলিস ভাই,
তো’র বাড়ীর সব ভোট যেন এবার আমি পাই।’

সব ভোট গুলা যতি রে ভাই পাইতাম
সামুর বেবাক তেরে মিস্টি খাওয়াইতাম ।

অনেক ভাল থাকুন ।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৫৪

প্রামানিক বলেছেন: সব ভোট গুলা যতি রে ভাই পাইতাম
সামুর বেবাক তেরে মিস্টি খাওয়াইতাম ।

দারুণ কথা কইছেন ভাই। ধন্যবাদ

২২| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৭

হাসান মাহবুব বলেছেন: বেশ... বেএএশ ভালো।

ছন্দের প্যাটার্নটা চেঞ্জ কর্সেন দেখলাম। ভালো লাগলো বদলটা।

০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

২৩| ০৫ ই জুন, ২০১৬ রাত ৯:০০

কালনী নদী বলেছেন: ভোট নিয়ে বরাবরের মতন অসাধারণ ছড়া হয়েছে শ্রদ্ধেয় বড় ভাই।

০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালনী নদী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ০৫ ই জুন, ২০১৬ রাত ১১:৩১

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩১

উল্টা দূরবীন বলেছেন: নান্দনিক ছন্দে ছড়া ভালো লেগেছে।

০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ০৬ ই জুন, ২০১৬ রাত ৯:৪৯

জেন রসি বলেছেন: একদম বাস্তব!

চমৎকার হইছে প্রামাণিক ভাই।

০৬ ই জুন, ২০১৬ রাত ১০:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জেন রসি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ০৭ ই জুন, ২০১৬ ভোর ৪:২৮

রফিকুল ইসলাম জসিম বলেছেন: সুন্দর লাগছে

০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.