নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

খামাখা প্যাচাল

১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১১


শহীদুল ইসলাম প্রামানিক

কে যাবে ভাই জাহান্নামে
কে যাবে জান্নাতে
এসব নিয়ে প্রশ্ন করলে
কি লাভ হবে তাতে?

মোল্লা হলেই স্বর্গ পাবে
ঈমান আমল ছাড়া
নাইরে কোথাও কোরান শরীফে
খুঁজলে ত্রিশ পারা।

কোর্ট টাই আর প্যান্ট জামাতে
আপত্তি দেখতে পাই
এমন কথা কোরান হাদীসে
কোথাও লেখা নাই।

ঈমান আমল ভুলে গিয়ে
হিংসা বিদ্বেষ করলে
লাভ হবে না বোমা ফাটিয়ে
আত্মঘাতী মরলে।

বেহেস্ত কি আর মামার বাড়ি
চাইলেই গিয়ে বসবে
অকাম কুকাম করলে পরে
শেষ বিচারে কষবে।

সব কিছুরই সৃষ্টি কর্তা
বিশ্ব স্রষ্টা যিনি
কার কপালে কি লিখেছেন
সবই জানেন তিনি।

স্রষ্টার চেয়ে আমরা কি আর
ভাল কিছু জানি?
মিছাই মোরা এসব নিয়ে
করছি টানাটানি।

ছবি ইন্টারনেট

মন্তব্য ১০০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১০০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৫

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: সুন্দর লিখেছেন,, দাদা আপনার শরীরের কি অবস্থা,, আমার ব্লগে দাদা পোষ্ট করতে পারছিনা ,, একটু দেখবেন ,,

১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, এখন অনেকটা ভালো আছি। পোষ্ট করতে না পারলে ফীডব্যাকে ইমেইল পাঠান মডারেটররা ঠিক করে দিবে।

২| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৭

জুন বলেছেন: প্রথম ভালোলাগা প্রামানিক ভাই। আপনার অসাধারণ ছড়ার ছন্দ নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন তার জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো

১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপা। আপনাদেরকে পেয়ে খুব ভালো লাগছে। দোয়া করবেন যতদিন বাঁচি আপনাদের সাথে যেন থাকতে পারি।

৩| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২১

অপু দ্যা গ্রেট বলেছেন:

আপনাকে ফিরে পেয়ে ভাল লাগছে । অনেক দিন আপনাকে খুজেছি ।

শুভেচ্ছা রইল ।

ছন্দ টা দারুন ।

১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অসুস্থ ছিলাম, দোয়া করবেন আপনাদের সাথে যেন থাকতে পারি।

৪| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন:

তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন......

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১০

প্রামানিক বলেছেন: দোয়া করবেন ভাই যেন সুস্থ হয়ে উঠতে পারি।

৫| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৭

পুলক ঢালী বলেছেন: আবার ফিরে আসায় স্বাগতম, অনেকদিন থেকেই আপনার অনুপস্থিতি ফিল করছিলাম। আপনার শরীর এখন কেমন? দোয়া রইলো সহি সালামতে থাকেন।

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, দোয়া করবেন যেন সুস্থ হয়ে আপনাদের সাথে থাকতে পারি।

৬| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪১

জেন রসি বলেছেন: কেমন আছেন প্রামানিক ভাই?

এতদিন আপনার ছড়া মিস করছিলাম।

শুভকামনা রইলো। :)

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১২

প্রামানিক বলেছেন: ভাল আছি, আপনি ভাল আছেন তো। দোয়া করবেন যেন আপনাদের সাথে থাকতে পারি।

৭| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অনেকদিন পর প্রামানিক ভাইয়ের ছড়া। আগের মতোই উপভোগ্য ও শিক্ষণীয়। ধন্যবাদ প্রামানিক ভাই।

এখন কেমন আছেন? ওষুধপত্র ঠিক মতো খাচ্ছেন তো?

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৪

প্রামানিক বলেছেন: অনেকটা ভালো আছি। আপনাদের দোয়ায় বেঁচে আছি। ওষুধপত্র নিয়মিত খাচ্ছি। ধন্যবাদ হেনা ভাই।

৮| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১২

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: অনুপ্রাণিত হলাম,
অনেক ভাল লেগেছে

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৯| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে :)

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।

১০| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২১

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



খামাখা প্যাচাল পাড়লেন । এডা হোনে কেডা ? হোনলে তো আর এমুন অয়না !!!!!!!! :D

ওয়েলকাম ব্যাক । ভালো থাকুন প্রতিক্ষন , প্রতিদিন ।
শুভেচ্ছান্তে ।

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৮

প্রামানিক বলেছেন: ঠিকই কইছেন ভাই, ভালো কথা হোনার লোক নাই। কেমন আছেন?

১১| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪২

কল্লোল পথিক বলেছেন:



কেমন আছেন ভাইয়া?
অনেক দিন পর আপনাকে ফিরে পেয়ে ভাল লাগছে ।
ফিরে এসেছেন এ জন্য শুভকামনা রইলো।

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৩

মোস্তফা সোহেল বলেছেন: বলছি আমি তরুন
ছড়া হইছে দারুন।

কি ভাইয়া এখন সুস্থ হইছেন। আপনি সব সময় ভাল থাকুন এই কামনাই করি ।

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, চমৎকার ছন্দ জবাব। অনেকটা সুস্থ। শুভেচ্ছা রইল।

১৩| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩১

সিগনেচার নসিব বলেছেন: কয়েকবার পড়লাম ।
চমৎকার লাগল

হে কবি ভাল লাগা জানিয়ে দিলাম+++

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, খুব খুশি হলাম। শুভেচ্ছা রইল।

১৪| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: সব কিছুরই সৃষ্টি কর্তা
বিশ্ব স্রষ্টা যিনি
কার কপালে কি লিখেছেন
সবই জানেন তিনি।

স্রষ্টার চেয়ে আমরা কি আর
ভাল কিছু জানি?
মিছাই মোরা এসব নিয়ে
করছি টানাটানি।
----------

অত্যন্ত মূল্যবান ছড়ার কথাগুলো!!!!
খুব ভাল লাগছে ব্লগে আপনার দেখা পেয়ে!!

সুস্থ থাকুন, সুন্দর থাকুন!!

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নাহার আপা, আপনাকে পেয়েই খুশি হলাম। দোয়া করবেন যেন সুস্থ হয়ে আপনাদের সাথে থাকতে পারি। শুভেচ্ছা রইল।

১৫| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

মিঃ অলিম্পিক বলেছেন: ওসাম কবিতা, দারুন---
ওয়েলকাম বেক--

১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৬| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে। +।

১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

মানসী বলেছেন: খুব সহজ ভাষায় সবচেয়ে কঠিন কথাটাই বলে দিলেন !


শরীরের প্রতি যত্ন নেবেন ৷

১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, খুব খুশি হলাম মন্তব্য করার জন্য। দোয়া করবেন যেন সুস্থ হয়ে আপনাদের সাথে থাকতে পারি।

১৮| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
নাইস ছড়া। :)

+++++

১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৯| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম..

সুন্দর ছড়ায় ++++++++++++++

১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২০| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৪

জে.এস. সাব্বির বলেছেন: প্রামানিক ভাইয়ের আগমনে
প্রাণ পেয়েছে 'ছড়া'রা
অনুপস্থিত দিনগুলিতে
খুব মিস করেছি আমরা

খামাখা প্যাচাল- পারছে যারা
যেন- জান্নাত মামুর বাড়ি
প্যাচাল-আচাল করেই তারা
জান্নাতে যাইবে তাড়াতাড়ি!!

কোথায় কাহার ঈমান আর
কোথায় কাহার আমল
ঠিক নাই তার ,প্যাচাল যোগেই
পাইবে ছাড়া হইতে অনন্ত অনল

সমাজের আজ সর্বস্তরে
প্যাচালীর ছড়াছড়ি
প্যাচাল থেকে বাচতে গিয়ে
প্যাচালেই জড়াজড়ি

আপনি এলেন প্রামানিক ভাই
ছন্দ-সুন্দর ভাষায়
প্যাচালী আর গোড়াদের হতে
মুক্তি পাবার আশায়

আপনার তরে সেলুট তত
প্যাচালীগণের প্যাচাল যত
তাহার শত গুণ
ব্লগে আপনি অমর হোন
থাকুন নিয়ে সুস্থ শরীর ও মন ।

১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৭

প্রামানিক বলেছেন: ছন্দ ছড়ায় দারুণ কথা
বলে গেলেন ভাই
কথাগুলোর গুরুত্ব অনেক
পড়ে দেখলাম তাই।

শুভেচ্ছাটা দিয়ে গেলাম
দিলাম ধন্যবাদ
সবার মাঝে জেগে উঠুক
সত্যের প্রতিবাদ।

২১| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৬

কাবিল বলেছেন: আপনাকে খুব মিস করছিলাম। আবার দেখা পেয়ে ভালো লাগছে। এখন শারীরিক অবস্থা কেমন?
কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়।
সময় উপযোগী ছড়া, ভালো লাগলো।

১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৮

প্রামানিক বলেছেন: শারীরিক অবস্থা অনেকটা ভালো। দোয়া করবেন সুস্থ হয়ে আপনাদের সাথে যেন থাকতে পারি।

২২| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৫

সুমন কর বলেছেন: আপনি এখন কেমন আছেন?

১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৬

প্রামানিক বলেছেন: এখন অনেকটা ভালো আছি।

২৩| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৭

আবুল হায়াত রকি বলেছেন: অনেকদিন পর আপনার ফিরে আসায় ব্লগ পরিবার প্রাণবন্ত।
সময়ের সাথে মিল রেখে অসাধারণ ছড়া লিখেছেন বড় ভাই।

আল্লাহ যেন আপনাকে তারাতারি সম্পূর্ন সুস্থ্য করে তুলেন, এই দোয়া রইল।

১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে আপনাদের সাথেই থাকতে পারি।

২৪| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫০

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ কবিতা অসাধারণ থিম। ঠিক তাই।

১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৫| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ ভাবে তুলে ধরেছেন।

১২ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩০

ইকরাম উল হক বলেছেন:




প্রামানিকদার প্রত্যাবর্তন
খামাখা প্যাচালির মাথা কর্তন


আপনি কেমন আছেন এখন ?

১২ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩২

প্রামানিক বলেছেন: আপনাদের দোয়ায় এখন অনেকটা ভালো আছি।

২৭| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:




আপনার শারীরিক অসুস্হতা পুরোপুরি সেরেছে?

১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২০

প্রামানিক বলেছেন: না ভাই পুরোপুরি সারে নাই, তবে কিছুটা ভালোর দিকে।

২৮| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ২:০৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। ভালো থাকুন।

১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, দোয়া করবেন যেন সুস্থ হয়ে আপনাদের সাথে থাকতে পারি।

২৯| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: হাছা কতা কইছেন, ফোন হারাইছি, সুযোগ পেলে একটা কল দিয়েন

১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৪

প্রামানিক বলেছেন: ফোন হারাইলেন কেমনে? আবার আরেকটা হারায়া প্রমাণ কইরা দেখান।

৩০| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোর্ট টাই আর প্যান্ট জামাতে
আপত্তি দেখতে পাই
এমন কথা কোরান হাদীসে
কোথাও লেখা নাই।

কি বুঝালে ঠিকি বুঝি
বুঝেনা হীরকরাজ;
প্রতিবেশী যা করিবে
ফলো করা তার কাজ।

দেয়ালেরও আছে কান
সব কথা কয়া মানা;
বেড়াতে চাইনে বাপু
রাজ মোহাফেজখানা।

তারচেয়ে কও দিনি
শরীলের কিবা হাল;
তোমার ঐ লেট দেখে
মনে কত ঝাড়ি ঝাল।

শয়তানি মাথাতে
টপিকের শেষ নেই;
পোষ্ট দেব টপাটপ
তুমি ব্লগে আসলেই।

আজ থেকে ফের শুরু
ভুলে যাও মিত্রতা;
ফুঁক দিনু রণশাঁখে
জয় মগো শত্রুতা। =p~ :-B

১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩১

প্রামানিক বলেছেন: আছি এখন কোনোরকম
দুর্বল দুর্বল দেহ
ভালো লাগে বন্ধুদেরকে
জিজ্ঞেস করলে কেহ।

কেমন আছেন কোথায় আছেন
চাটগাঁ আর ঢাকা
অনেক ব্লগার না থাকলে পর
ব্লগ লাগে ফাঁকা।

সবাই আমার প্রিয় ব্লগার
বাসি সবাইকে ভালো
তারই মাঝে কিছু ব্লগার
ব্লগ করে আলো।

৩১| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: বহুদিন পর অসুস্থতা হতে আবারো আমাদের মাঝে ফিরে এসেছেন ভালো লাগছে খুব। আল্লাহ আপনাকে আরো সুস্থতা দান করুন।আমিন। অসাধারণ ছন্দে একেবারে মনের কথাগুলোই বললেন-
মোল্লা হলেই স্বর্গ পাবে
ঈমান আমল ছাড়া
নাইরে কোথাও কোরান শরীফে
খুঁজলে ত্রিশ পারা।

কোর্ট টাই আর প্যান্ট জামাতে
আপত্তি দেখতে পাই
এমন কথা কোরান হাদীসে
কোথাও লেখা নাই।
** যদিও প্রতিটি প্যারাই কোটেবল ও নোটেবল, তারপরও আমি এই লাইন কয়টিকে কোট করলাম।ভালো থাকুন, সুস্থ্য থাকুন।ধন্যবাদ।

১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে খুব খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩২| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনি অনুমতি দিলে আপনার এই কবিতাটি আমার ফেইসবুকে আপনার নামে পোস্ট করবো।ধন্যবাদ।

১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি ফেইসবুকে দিতে পারেন। শুভেচ্ছা রইল।

৩৩| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫৮

মাদিহা মৌ বলেছেন: অনেক সুন্দর হয়েছে …

১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মাদিহা মৌ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৪| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৬

খোলা মনের কথা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। সময় উপযোগী কবিতা।

আমাদের মাঝে ফিরে আসায় নতুন করে অভিনন্দন। ভাল থাকবেন প্রামানিক ভাই।

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের সাথে থাকতে পারি।

৩৫| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৮

বৃতি বলেছেন: "খামাখা প্যাচাল" ভালো লাগলো। শুভেচ্ছা জানবেন প্রামাণিক ভাই :)

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৬| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৭

অসভ্য রাইটার বলেছেন: অাাপনার কবিতা গুলো অনেক ভাল লাগে । অাপনি এখন কেমন অাছেন ।

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, পুরোপুরি সুস্থ নই, তবে অনেকটা ভালো।

৩৭| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৬

হাসান রাজু বলেছেন: অসাধারণ । আপনার বিচরণ ভালো লাগছে । ভালো থাকুন সুস্থ থাকুন ।

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের সাথে থাকতে পারি।

৩৮| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৫

আহলান বলেছেন: আশা করি আপনার শরীর এখন ভালো। আলহামদুলিল্লাহ।
বরাবরের মতোই ++++++++++++ !

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের সাথে থাকতে পারি।

৩৯| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৩

ক্লে ডল বলেছেন: ক্যাচালে ক্যাচালে আমরাই প্যাচাল প্রিয় জাতিতে পরিণত হয়েছি। তাই যা পাই তাই নিয়ে প্যাচাল পাড়তে পছন্দ করি।
ছড়া দারুন হয়েছে। :)

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৪০| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৭

সাহসী সন্তান বলেছেন: শারীরিক অবস্থা এখন কেমন ভাই? সুস্থ আছেন তো?

কবিতা ভাল হইছে! শুভ কামনা জানবেন!

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৩

প্রামানিক বলেছেন: পুরোপুরি সুস্থ নই, তবে অনেকটা ভালোর দিকে। ধন্যবাদ আপনাকে।

৪১| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৬

কাঙ্গালসুজিৎ বলেছেন: দাদা অসাধারণ. মাঝে মাঝে এমন লেখা পাবো বলেইতো অনলাইনে আসি. ভাল থাকেন ।

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪২| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৮

পবন সরকার বলেছেন: দারুণ

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৪৩| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
একদম খাঁটি কথা।




প্রামানিক ভাই... আপনাকে অনেক দিন পর দেখতে পেয়ে ভালো লাগছে। এখন কি শরীরের অবস্থা একটু ভালো?

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৭

প্রামানিক বলেছেন: পুরোপুরি সুস্থ নই তবে অনেকটা ভালো। ধন্যবাদ ভাই।

৪৪| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১৪

শামছুল ইসলাম বলেছেন: বরাবরের মত প্রাণবন্ত ছড়া।

প্রাণবন্ত প্রামানিক ভাইকে মানস চক্ষে দেখতে পাচ্ছি।

ভাল থাকুন। সবসময়।

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম, আপনার মন্তব্য পড়ে খুবই খুশি হলাম। দোয়া করবেন যেন সুস্থ হয়ে আপনাদের সাথে থাকতে পারি।

৪৫| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনার কবিতাটি আমার ফেইসবুকে আপনার নামেই পোস্ট করেছি। ধন্যবাদ। ভালো থাকুন আর সুন্দর সুন্দর হৃদয়স্পর্ষি কবিতা লিখতেই থাকুন।

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার উদ্যোগে খুবই খুশি হলাম। দোয়া করবেন যেন সুস্থ হয়ে আপনাদের সাথে থাকতে পারি।

৪৬| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: খামাখা প্যাচালের মাঝে মানুষ এতো আজাইরা প্যাচাল কেন পারে কিছুই বুঝতে পার্লাম না :(

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৮

প্রামানিক বলেছেন: হে হে হে যা কইছেন প্যাচালে প্যাচাল বাইরা গেছে।

৪৭| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৫

ঢাকাবাসী বলেছেন: অসুস্হ হয়েও এত সুন্দর লেখা! ভালো হোন।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৪৮| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ হয়েছে এ ছড়াটি। একদম সময়োপযোগী।

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, আন্তরিক শুভেচ্ছা রইল।

৪৯| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: ভেবেছিলাম ভাই আমার বিশ্রামে আছেন
তাই এদিকে আসা হয়নি কয়দিন ।
দেখলাম কি ভুলটাই না করেছি।
অসাধারণ সময়োপযোগী
ছড়া কবিতা এটি ।

শুভেচ্ছা রইল ।

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি কেমন আছেন। মন্তব্যে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৫০| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । আমি ভাল আছি ।
নিরন্তন শুভেচ্ছা থাকল ।

২০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৭

প্রামানিক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.