নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
হ্যাবলা গেল মামার বাড়ি
খেতে দিয়েছে মামী
পোলাও কোরমা রোষ্ট রেজালা
খাবার অনেক দামি।
খাবার দেখে হ্যাবলার মনে
লাগছে খুশি খুশি
আদর পেয়ে ভাবছে পাগলা
কেমনে তাকে তুষি?
এমন স্বাদের খাবারগুলো
দিয়েছে অনেক পাতে
খাবার দেখে হ্যাবলা হাসে
মামী বেজার তাতে।
বলছে মামী রাগ মুখেতে,
‘হাসছো যেন কেমন’?
বলছে হ্যাবলা ‘না মামীজান
মুখটিই আমার এমন’।
(ছবি ইন্টারনেট)
১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।
২| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৪
খোলা মনের কথা বলেছেন: বলছে মামী রাগ মুখেতে,
‘হাসছো যেন কেমন’?
বলছে হ্যাবলা ‘না মামীজান
মুখটিই আমার এমন’।
খুব মজা পেলাম। আমার একটি বন্ধুর কথা মনে পড়ে গেল। সে কথায় কথায় বলে আমার চেহারাই এমন।
১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।
৩| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৫
জেন রসি বলেছেন: বরাবরের মতই মজা পেলাম প্রামানিক ভাই।
১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ জেন রসি। শুভেচ্ছা রইল।
৪| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩২
আহলান বলেছেন: হে হে হে পান কই এইসব!
১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:০০
প্রামানিক বলেছেন: এইসব আকাশে বাতাসে থাকে খালি থাপা দিয়ে ধরা।
৫| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৪
সাহসী সন্তান বলেছেন: আমার বন্ধু হাবুলের সাথে নিশ্চই আপনার হ্যাবলার একটা গভীর যোগাযোগ আছে প্রামানিক ভাই! কারণ তার মুখটাও সব সময় ঐরকম হাসি হাসি! খায় দায় ঘোরে ফেরে কিন্তু মুখ থেকে তার হাসি ফুরাই-ই না!
মজার কবিতা ভাল লাগছে! শুভ কামনা জানবেন!
১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৪
প্রামানিক বলেছেন: অনেক লোকই আছে বেজাড় হলেও মুখের হাসি ভাব যায় না। ধন্যবাদ ভাই।
৬| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৮
সুমন কর বলেছেন: হাহাহা.........মজা পেলাম।
১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৭| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মজার।
১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৮| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:২০
পুলক ঢালী বলেছেন: হা হা হা অনেক মজা লাগলো প্রামানিক ভাই । আপনি বাই বর্ন কবি নিঃসন্দেহে।
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পুলক ঢালী। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৯| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:২০
পুলক ঢালী বলেছেন: হা হা হা অনেক মজা লাগলো প্রামানিক ভাই । আপনি বাই বর্ন কবি নিঃসন্দেহে।
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।
১০| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:২০
পুলক ঢালী বলেছেন: হা হা হা অনেক মজা লাগলো প্রামানিক ভাই । আপনি বাই বর্ন কবি নিঃসন্দেহে।
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ।
১১| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:২০
পুলক ঢালী বলেছেন: হা হা হা অনেক মজা লাগলো প্রামানিক ভাই । আপনি বাই বর্ন কবি নিঃসন্দেহে।
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ।
১২| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:২০
পুলক ঢালী বলেছেন: হা হা হা অনেক মজা লাগলো প্রামানিক ভাই । আপনি বাই বর্ন কবি নিঃসন্দেহে।
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৬
প্রামানিক বলেছেন:
ধন্যবাদ।
১৩| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:২১
পুলক ঢালী বলেছেন: খাইছে সব সব মুইছা দেন খালি একডা রাহেন।
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৮
প্রামানিক বলেছেন: আপনি খুশির চোটে মন্তব্য করছেন আমিও খুশির চোটে রাইখা দিলাম।
১৪| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৯
প্রণব দেবনাথ বলেছেন:
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
১৫| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৭
আবুল হায়াত রকি বলেছেন: বলছে মামী রাগ মুখেতে,
‘হাসছো যেন কেমন’?
বলছে হ্যাবলা ‘না মামীজান
মুখটিই আমার এমন’
বড় ভাই মনে হয় মামির হাতের খাবারের স্বাদ হয়নি তাই হাবলু কি করে বলে নুনের সাথে মসলায় মামানি করেছে কিপ্টামি
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৪
প্রামানিক বলেছেন: হতেও পারে, সব মামীর রান্না তো সমান নয়। রসিকতা করার জন্য শুভেচ্ছা রইল।
১৬| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:১৬
তামান্না তাবাসসুম বলেছেন: হিহিহি, মন ভাল হয়ে গেল
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৫
প্রামানিক বলেছেন: আপনার মন ভালো হলেই আমার ছড়া লেখা সার্থক। ধন্যবাদ
১৭| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:৫১
হাসান মাহবুব বলেছেন: আমি হাসি নাই।
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৭
প্রামানিক বলেছেন: আপনার হাসা লাগবে না হাজিরা দিলেই চলবে।
১৮| ১৪ ই জুলাই, ২০১৬ ভোর ৫:০২
ফেরদৌসা রুহী বলেছেন: আপনার ছড়া মানেই মজার ছড়া
পড়ে মজা পেয়েছি।
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ফেরদৌসা রুহী। শুভেচ্ছা রইল।
১৯| ১৪ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুরুর আগে ছড়া শেষ
এ কেমন কিপ্টামী?
শেষটা করনা বাপু
কেমন রেঁধেছে মামী??
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩০
প্রামানিক বলেছেন: সব যদি ভাই বলে দেই
মজা যাবে ছুটে
রান্না খাবার বিস্বাদ হলে
রুচি যাবে টুটে।
২০| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৭
শামছুল ইসলাম বলেছেন: ভাল বলেছেন, কারো কারো মুখ ...।
//বলছে মামী রাগ মুখেতে,
‘হাসছো যেন কেমন’?
বলছে হ্যাবলা ‘না মামীজান
মুখটিই আমার এমন’।//
ভাল থাকুন। সবসময়।
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩১
প্রামানিক বলেছেন: জি ভাই কারো মুখ বেজাড় বেজাড় কারো মুখে সব সময় হাসি থাকে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
২১| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪৮
জুন বলেছেন: আপনি যে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এসেছেন তার প্রমান প্রতিদিন একটা করে এমন মজার ছড়া প্রামানিক ভাই।
শুভকামনা থাকলো
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, দোয়া করবেন আমি যেন পুরোপুরি সুস্থ হতে পারি।
২২| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০২
পুলহ বলেছেন: আপনাকে আগের রূপে ফিরে আসতে দেখে সত্যি খুব ভালো লাগছে।
মজার ছড়ায় প্লাস।
ছড়া লেখা চলুক।
১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে খুশি হলাম, দোয়া করবেন যেন সুস্থ হয়ে আপনাদের সাথে থাকতে পারি।
২৩| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১৪
বিজন রয় বলেছেন: আপনি কি আমার মামা হতে পারেন না?
১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১০
প্রামানিক বলেছেন: এখন মামা হতে গেলে দূরত্ব বেড়ে যাবে।
২৪| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৪
বিজন রয় বলেছেন: তাইলে থাক, আগে যা ছিল তাই থাকুক।
১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩২
প্রামানিক বলেছেন: সেইটাই ভালো
২৫| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হ্যাবলিয় ছড়া +
১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।
২৬| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
জনৈক অচম ভুত বলেছেন: মজা পাইলাম।
১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
২৭| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
ইকরাম উল হক বলেছেন:
বলছে মামী রাগ মুখেতে,
‘হাসছো যেন কেমন’?
বলছে হ্যাবলা ‘না মামীজান
মুখটিই আমার এমন’।
হা হা ম গে
১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
২৮| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৯
চিন্তিত নিরন্তর বলেছেন: এটাই বাংলাদেশ। মামা খুশি হলে মামী বেজার।
১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৯| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:২২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এরকম এক হ্যাবলাকান্ত আমাদের স্কুলেই ছিল। হাঃ হাঃ হাঃ।
চমৎকার ছড়া। ধন্যবাদ প্রামানিক ভাই।
১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩০| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৯
তারেক৭০৭ বলেছেন: হাঃ হাঃ হাঃ। ভালো লেগেছে ।
১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩১| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫০
ডঃ এম এ আলী বলেছেন: দারুন ছড়া, এমনি হয় অনেক সময় ।
১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩২| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:০২
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য
শুভেচ্ছা রইল
২০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৮
প্রামানিক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩৩| ২০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৯
শায়মা বলেছেন: হা হা
আমিও হাবলী হয়ে গেলাম। কবিতা পড়ে হাসছি।