নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
ধান চাল এখন হাইব্রিড হয়
হাইব্রিড হয় শশা
হাইব্রিড হয় খাদ্য খানা
হাইব্রিড উঠাবসা।
ঝিঙা, পটল সবই হাইব্রিড
করলা, কলা, আলু
সারের চোটে মাটিও হাইব্রিড
হাইব্রিড ধুলা-বালু।
গরু-ছাগল হাইব্রিড হয়
মুরগী এবং ডিম
রান্না খাবার হাইব্রিড করে
ডিপ ফ্রিজের হিম।
শষ্য-সব্জি সবই হাইব্রিড
চিন্তার বিষয় নয়
মানব বাচ্চা হাইব্রিড হলে
তাদের নিয়েই ভয়।
বড়’র বুদ্ধি ছোট’র মাথায়
হাইব্রিডের গুণে
শিশুর মুখে পাকনা কথা
অবাক লাগবে শুনে।
(ছবি ইন্টারনেট)
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৬
প্রামানিক বলেছেন: কিছু শিশু আছে খালি পাকা নয় ইচড়ে পাকা।
২| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৪
সুমন কর বলেছেন: মজার।
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্চেছা রইল।
৩| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫২
কল্লোল পথিক বলেছেন:
বড়’র বুদ্ধি ছোট’র মাথায়
হাইব্রিডের গুণে
শিশুর মুখে পাকনা কথা
অবাক লাগবে শুনে।
দারুন হয়েছে।
++++++++++++
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কল্লোল পথিক। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১১
ইকরাম উল হক বলেছেন:
ছড়া মানে প্রামানিক, প্রামানিক মানেই ছড়া ।
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার কথায় উৎসাহিত হলাম।
৫| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২০
প্রথমকথা বলেছেন: ঝিঙা, পটল সবই হাইব্রিড
করলা, কলা, আলু
সারের চোটে মাটিও হাইব্রিড
হাইব্রিড ধুলা-বালু।
ভাল লাগল দাদা
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২২
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো খুব।
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভ্চেছা রইল।
৭| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৬
রানা আমান বলেছেন: প্রামানিক ভাই, আপনার ছড়া বরাবরর মতই অসাধারন ।
১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৮| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩২
দেবজ্যোতিকাজল বলেছেন: প্রামানিক ভাই কেমন আছেন । শরীর এখন কেমন ?
১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৪
প্রামানিক বলেছেন: আপনাদের দোয়ায় অনেকটা ভালো।
৯| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৩
অসভ্য রাইটার বলেছেন:
ঝিঙা, পটল সবই হাইব্রিড
করলা, কলা, আলু
সারের চোটে মাটিও হাইব্রিড
হাইব্রিড ধুলা-বালু ।
ধুলা-বালুও ???????
১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ প্রশ্নোবোধক দেয়ায়।
১০| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪০
অসভ্য রাইটার বলেছেন: অাপনাকেও ধন্যবাদ । অামি অাপনার বিগেস্ট ফ্যন ।।।
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
প্রামানিক বলেছেন: আপনার কথায় খুব খুশি হলাম। ধন্যবাদ
১১| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
আবুল হায়াত রকি বলেছেন: খুব সুন্দর ছড়া। +++
১৫ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১২| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৬
ইমরান আল হাদী বলেছেন: বাহ! চমৎকার ছড়া।
১৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ইমরান আল হাদী, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৩| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাইব্রিড নেতায় আজ
দেশ গেলো ভরে;
শালাদের কথা শুনে
রাগে শইল পুড়ে।
সামুতেও কতশত
হাইব্রিড ছড়াকার;
তবু সেরা প্রামানিক
অমতের পাটা কার??
১৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৬
প্রামানিক বলেছেন: বেশি ফুলালে ফুলে ফেঁপে
ঢোল হবোরে ভাই
আপনাদের এই ভালোবাসার
তুলনা যে নাই।
ধন্য ধন্য ধন্য জানাই
আপনার প্রতি আমি
তুলনাবিহীন ছন্দ কথা
অনেক অনেক দামী।
১৪| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনি কত্তো গেয়ানী লুক
১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৪
প্রামানিক বলেছেন: তারপরেও আপনার মত জ্ঞানী হইতে পারিলাম না। আপনি দুনিয়া ঘুরিয়া ঘুরিয়া ছবি তুলিয়া যে জ্ঞান অর্জন করিয়াছেন তাহা অতুলনীয়।
১৫| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৬
সাদা মনের মানুষ বলেছেন:
১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৫
প্রামানিক বলেছেন: আহা! যাহা দেখাইলেন উহা কি খাইবো না মাথায় দিব ভাবিয়া পাইতেছি না।
১৬| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! বেশ ভিন্ন ভাবনার ছড়ায় মজাই মজা!
বড়’র বুদ্ধি ছোট’র মাথায়
হাইব্রিডের গুণে
শিশুর মুখে পাকনা কথা
অবাক লাগবে শুনে।
১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৭| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৯
জুন বলেছেন: বাচ্চাদের বাচ্চাদের মত আচরণই ভালোলাগে, বেশি পাকামী ভালোলাগে না। অনেক বাবা মায়েরা তাদের বাচ্চাদের এইসব পাকামীকে খুব স্মার্টনেসের লক্ষন বলে মনে করে। আমার কাছে এর যথেষ্ট উদাহরন আছে কিন্ত দিলাম না।
ভালো বিষয় নিয়ে লিখেছেন প্রামানিক ভাই।
+
১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৮
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন জুন আপা। ছোট বাচ্চাদের পাগলামী ভালো লাগলেও পাকনামী ভালো লাগে না।
১৮| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২১
সাহসী সন্তান বলেছেন: বাচ্চা, তাও আবার হাইব্রিড? বড়ই মজার কবিতা প্রামানিক ভাই!
শুভ কামনা রইলো!
১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৯| ১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪১
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অসাধারণ! যেমন ছন্দ তেমনি তার সূর সেই সাথে কথা সুমধুর। ধন্যবাদ।
১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
২০| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৫
চিন্তিত নিরন্তর বলেছেন: আপনার লেখার বিষয় বরাবরই অন্যরকম।
শুভকামনা কবি।
১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২১| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:২১
চিন্তিত নিরন্তর বলেছেন: আপনার লেখার বিষয় বরাবরই অন্যরকম।
শুভকামনা কবি।
১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
২২| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৩
কামরুন নাহার বীথি বলেছেন: বড়’র বুদ্ধি ছোট’র মাথায়
হাইব্রিডের গুণে
শিশুর মুখে পাকনা কথা
অবাক লাগবে শুনে। --------
--- -------- হায় হায়, তাইতো!!!!!
দারুন লিখেছেন প্রামানিক ভাই!!! অনেক শুভেচ্ছা!!
১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপা, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৩| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১:০৭
মানসী বলেছেন: সত্যিই কিন্তু চিন্তার কথা ।
১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মানসী। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৪| ১৬ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৪১
আবুল হায়াত রকি বলেছেন: আপনি বাংলাদেশের একজন প্রখ্যাত ছড়াকার . . . আমরা আপনার ভক্ত।
ভালোবাসা জানবেন বড় ভাই।
১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৫| ১৬ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৫৩
সচেতনহ্যাপী বলেছেন: কি করি আজ ভেবে না পাইর লেখায় জেনেছিলাম অসুস্থ।। কেমন আছেন এখন।। আসা হয় না দীর্ঘদিন।।
১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৩
প্রামানিক বলেছেন: অনেকটা ভালো আছি। আপনি কেমন আছেন। শুভেচ্ছা রইল।
২৬| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:১০
হাসান মাহবুব বলেছেন: এর জন্যে দায়ী কারা? (ব্যাপক ভাবনার ইমো)।
১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৪
প্রামানিক বলেছেন: দায়ী কাকে করবো আমিও বুঝতেছি না- - - -- - -
২৭| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪১
সোহানী বলেছেন: হাহাাহাহা.........আসলেইতো হাইব্রিড বিশাল সমস্যা প্রামানিক ভাই!!!!!!
১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৫
প্রামানিক বলেছেন: হাইব্রিডের ঠেলায় সবাই না ডুবে যাই- - - -
২৮| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৪
ঢাকাবাসী বলেছেন: ছড়া সুন্দর, শরীর ভাল তো?
১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৬
প্রামানিক বলেছেন: অনেকটা ভালো। আপনি কেমন আছেন?
২৯| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৯
সামিয়া বলেছেন: ভালো
১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সামিয়া। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩০| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০১
ডঃ এম এ আলী বলেছেন: শষ্য-সব্জি সবই হাইব্রিড
চিন্তার বিষয় নয়
মানব বাচ্চা হাইব্রিড হলে
তাদের নিয়েই ভয়।
অতি সত্য কথা বলেছেন
শুভেচ্ছা রইল ।
১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
প্রামানিক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩১| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৯
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতিউত্তরের জন্য
২০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২০
প্রামানিক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩২| ২০ শে জুলাই, ২০১৬ রাত ৮:০৩
ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতি্ও শুভেচ্ছা রইল ।
২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই
৩৩| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৮:১০
গেম চেঞ্জার বলেছেন: ফার্মের মুরগি বেশি খাওয়ালে নাকি পাকনামি বেশি করে বাচ্চারা?
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:১২
প্রামানিক বলেছেন: হতে পারে কারণ ফার্মের মুরগীকে দ্রুত বেড়ে উঠার জন্য প্রচুর ভিটামিন খাওয়ানো হয়।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৮
তামান্না তাবাসসুম বলেছেন: শিশুদের শিশুসুলভ ই ভাল্লাগে। বেশি পাকনা বাচ্চা ভাল্লাগে না।
ছড়ায় ভাললাগা রেখে গেলাম