নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ধুমপানে শুকটান

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৬


শহীদুল ইসলাম প্রামানিক

ধুমপানে শুকটান, আহা! কি যে মজা ভাই!
ভাত-মাছ যত খাই, এর চেয়ে মজা নাই।
যত চাই ভুলে যেতে ভুলতে যে পারিনা
দেখলেই নেশা ওঠে ছাড়তে চেয়ে ছাড়িনা।

টুকটাক কাজ-কার্মে যদি না পাই বুদ্ধি
দুই কল্কি তামাক খেলে মাথা হয় শুদ্ধি।
কাজ-কর্মের ফাঁকে ফাঁকে যদি করি ধুমপান
আরো কাজের গতি বাড়ে সাথে যদি গাই গান।

আষাঢ় মাসের বৃষ্টিতে-- ভিজা ধান কাটতে
হাত-পা কুঁকড়ে যায় পারিনাতো হাঁটতে
শীতে যদি দিতে পারি তামাকেতে শুকটান
সহসাই চাঙ্গা হয় কুঁকড়ে যাওয়া দেহ-প্রান।

‘ধুমপানে বিষপান’, ডাক্তারে বলে রে
তারপরেও কেন যেন ধুমপানেই মজা রে
ধুমপানে যমে টানে ঝুমে ঝুমে মরে ভাই
ওষুধ খেলেও মনে হয় বড় পথ্য বিড়িটাই।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৫৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪০

শায়মা বলেছেন: তোমার না ধুমপান নিষেধ ভাইয়া!!!!! B:-)

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪২

প্রামানিক বলেছেন: আমি ছোট থেকেই ধুমপান করি না, যারা ধুমপান করে তাদের কথা আমার হয়ে বলেছি।

২| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৭

অশ্রুকারিগর বলেছেন: একটি অনুরোধ, ব্লগ শিরোনাম পাল্টিয়ে ধুমপানে বিষপান রাখা হউক।

তবে শুকটান কি ? আমিতো জানি এটা সুখটান!

ছড়া সুন্দর হয়েছে।

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৬

প্রামানিক বলেছেন: "ধুমপানে বিষপান" এটা জানার পরেও অনেকে বিড়ির মাঝে সুখ খোঁজে, তাদের জন্য সুখটান।
ধন্যবাদ ভাই, চমৎকার মন্তব্য করেছেন।

৩| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫২

ইকরাম উল হক বলেছেন: ছড়া সুন্দর হয়েছে বরাবরের মতো

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৪

সাহসী সন্তান বলেছেন: সুখটানে আর সুখ নাইরে ভাই! সবই বিষেভরা! :(

কবিতা ভাল লেগেছে! শুভ কামনা প্রামানিক ভাই!

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। মেজদা একবার আমার একটা লেখায় মন্তব্য করেছিলেন যে, ধূমপান যে করবে, তার ঠিকানা আজিমপুর।

চমৎকার ছড়া। ধন্যবাদ প্রামানিক ভাই।

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

প্রামানিক বলেছেন: মেজদা দারুণ কথাই বলেছেন। ঠিকানা আজিমপুর জানার পরও কেউ ধুমপান ছাড়তে রাজি না। ধন্যবাদ হেনা ভাই।

৬| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: ভাল হয়েছে প্রামানিক ভাই

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৭| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৬

ঢাকাবাসী বলেছেন: চমৎকার ছড়া!

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বড় ভাই, শুভেচ্ছা রইল।

৮| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৬

জুন বলেছেন: আপনার কবিতায় ভালোলাগা প্রামানিক ভাই ।
আমার হাসবেন্ডকে সিগারেট খাওয়ার অপকারিতার কথা বললেই বলে, " রাখো এই সব আজগুবী কথাবার্তা , সিগারেট আর চুরুট খেয়েই কিউবার ফিডেল ক্যস্ট্রো আর চীনের প্রধান মন্ত্রী দেং ৯০ বছরের ও বেশী বেচে ছিল আর আছে" ।
আর সিগারেটের গরম ধোয়ায় নাকি তার ফুসফুস শুকনো ঝরঝরে হয়ে থাকে, কোন ইনফেকশন হবার চান্স নেই :(

+

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১০

প্রামানিক বলেছেন: কি আর করবেন, ধুমপানের নেশা যখন ছাড়ে না তখন দুলাভাইকে বেশি বেশি কচু শাক খাওয়াবেন। মন্তব্য করার জন্য খুশি হলাম।

৯| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৭

সুমন কর বলেছেন: ‘ধুমপানে বিষপান’ --- ভালো হয়েছে।

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যে শুভেচ্ছা রইল।

১০| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২৮

কল্লোল পথিক বলেছেন:



বরাবরের মতো ছড়া সুন্দর হয়েছে ।

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই, শুভেচ্ছা রইল।

১১| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩১

আবুল হায়াত রকি বলেছেন: বড় ভাই সরাসরি প্রিয়তে। সাথে প্লাস।

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভেচ্ছা রইল।

১২| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: ধুমপানে শুকটান, আহা! কি যে মজা ভাই!
হা, হা, হা,,,
কেমন আছেন ভাইজান????

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১২

প্রামানিক বলেছেন: অনেকটা ভালো। শুভেচ্ছা রইল।

১৩| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৫

ডঃ এম এ আলী বলেছেন: সেই জন্যইতো ছেড়ে দিয়েছি বছর বিশেক আগে
এছড়া পড়লে সকলেই যাবে ধুমপান ছেড়ে।

কবির প্রতি শুভেচ্ছা রইল ।

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

প্রামানিক বলেছেন: আমি ছোট থেকেই ধুমপান মুক্ত। ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য শুভ্চেছা রইল।

১৪| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৪

সিগনেচার নসিব বলেছেন: আপনার ছড়াগুলো দারুন লাগে ভাইয়া
ভাল লাগা অঃনিশ্বেস জানুন

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার ভালো লাগায় খুব খুশি হলাম। শুভেচ্ছা রইল।

১৫| ১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: অনুপম শব্দের পক্তিমালায় সাজিয়েছেন ধুম্রপায়ীদের হৃদয়ের কথাগুলিই। খুব ভালো লাগলো আপনার কবিতা। বরাবরই আমি আপনার কবিতাগুলি পরি।যদিও, সব পড়া হয়না।
ধূমপানের কারণে ধুঁকে ধঁকে মরতে হয়,তবুও কি কোনদিন তাদের আক্কেল হয়? মনে হয়, ধুমপানে করেছে মৃত্যুর ভয়কে জয়!

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি খুব গুরুত্বপূর্ণ কথাই বলেছেন। ধুমপানে ধুঁকে ধুঁকে মরে তবুও নেশা ছাড়ে না। মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

১৬| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধূম্র এস্তেমালকারীদের এক্কেরে মনের কথা প্রামানিক ভাই ।

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৪

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন লিটন ভাই, তাদের সব চেয়ে প্রিয় ধুমপান।

১৭| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৩

প্রণব দেবনাথ বলেছেন: ধুমপানে বিষপান

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৫

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন। ধন্যবাদ

১৮| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৯

সাগর মাঝি বলেছেন: হাঃ হাঃ হাঃ

প্রামাণিক ভাই মজা পাইলাম!!!

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১:০১

মহা সমন্বয় বলেছেন: সিগারেটের মধ্যে এখন পর্যন্ত আমি শারিরীক ক্ষতিকর কিছু পাইনি, তবে সমস্যা একটাই ঠোট কালো হয়ে যায় :P
আর আমার মনে হয় সিগারেট টানলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এটা একান্তই আমার ব্যক্তিগত গবেষণা।
সে যাই হোক সিগারেট মনব দেহের জন্য ক্ষতিকর এটাই হচ্ছে শেষ কথা আর তাই আমিও একদিন না একদিন সিগারেট ছেড়ে দিব ইনশাআল্লাহ। B-)

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৭

প্রামানিক বলেছেন: যে ধুমপান করে তার কাছে ক্ষতিকর না যে খায় না তার কাছে ক্ষতিকর। ধন্যবাদ ভাই, সুন্দর কথাই বলেছেন।

২০| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১:০৩

সেলিম মোঃ রুম্মান বলেছেন: সুন্দর ছড়া! কেমন আছেন প্রামাণিক ভাই?

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৯

প্রামানিক বলেছেন: অনেকটা ভালো আছি, আপনে কেমন আছেন?

২১| ২০ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৪৩

মো:সাব্বির হোসাইন বলেছেন: চমৎকার লিখেছেন

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২২| ২০ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যতই করনা বাপু
হীন ষড়যন্ত্র;
ছড়বোনা ধূমপান
জীবনেরি মন্ত্র।

বিড়ি খেলে তাকত হয়
বাড়ে মগো মনোবল;
বিড়িটা খায়না যারা
হাফ লেডিসের দল।

ধূমপানে শৌর্য
ধূমপানে মর্দানি;
ভালো থাকি ধূমপানে
ভালো আছে হার্টখানি।

সত্য কয়েছে সবি
জুনাপুর হাসবেন্ড;
সুস্থ থাকতে হলে
ধূমপানি বেস্টফ্রেন্ড।

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫৯

প্রামানিক বলেছেন: ধুমপানা যারা করে ভাইরে
তাদের যুক্তি বড়
অধুমপায়ী দেখলে বলে
দেহ নড়বড়।

ধুমপান ছাড়া মর্দানি নাই
এইটা যারা বলে
বীর পালোয়ান বিড়ি খায়না
তারা কাদের দলে?

জুনাপুর হাসবেন্ড হলেন
আসল ধুমপায়ী
ধুমপানেতে হলে কিছু
কাকে করবেন দায়ী।

২৩| ২০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২৪

শামছুল ইসলাম বলেছেন: আপনার ছড়া পড়ে ধূমপায়ীরা আরো উৎসাহিত হতে পারে।
তাই ছড়াকারের প্রশংসা করছি, ছড়ার না।

//‘ধুমপানে বিষপান’, ডাক্তারে বলে রে
তারপরেও কেন যেন ধুমপানেই মজা রে
ধুমপানে যমে টানে ঝুমে ঝুমে মরে ভাই
ওষুধ খেলেও মনে হয় বড় পথ্য বিড়িটাই।//

-- আসুন সবাই ডাক্তারের কথাটাই মানি।

ভাল থাকুন। সবসময়।

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আমার প্রশংসা করেন তবে ধুমপানের প্রশংসা করবেন না। মন্তব্যে খুশি হলাম।

২৪| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২০

হাসান মাহবুব বলেছেন: নাউজুবিল্লাহ।

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৯

প্রামানিক বলেছেন: আস্তাগফিরুল্লাহ

২৫| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫০

শুভ্র বিকেল বলেছেন: চমৎকার বলেছেন। ধন্যবাদ।

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

নীলপরি বলেছেন: আপনাকে আবার লিখতে দেখে খুব ভালো লাগছে । শিরোনাম সহ কবিতাটা ভালো লাগলো । নেশা বড়ই সর্বনাশা ! :)

এরকমই ভালো থাকুন ।

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদা বোন নীলপরি। দোয়া করবেন সুস্থ্ হয়ে সবসময় যেন আপনাদের সাথে থাকতে পারি।

২৭| ২০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৩

চিন্তিত নিরন্তর বলেছেন: মজার লেখা।

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৮| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২৫

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমিও ভাই সে দলে। অনেক চেষ্টা করেও ছাড়তে পারিনা।

২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

প্রামানিক বলেছেন: এই মজার নেশা অনেকের কাছেই খুব প্রিয়, অনেক চেষ্টা করেও ছাড়ি ছাড়ি করেও ছাড়তে পারে না।

২৯| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

অপরিচিত মানব শুণ্য বলেছেন: ধুমপানে শুকটান, আহা! কি যে মজা
ভাই!
ভাত-মাছ যত খাই, এর চেয়ে মজা নাই।
যত চাই ভুলে যেতে ভুলতে যে পারিনা
দেখলেই নেশা ওঠে ছাড়তে চেয়ে
ছাড়িনা,

চমৎকার চড়া,
ধন্যবাদ।

আমি সেই আগের পারভেজ উদ্দিন হ্রদয় কোনমতে আগের নিক এ লগ ইন না করতে পেরে আবার অন্য নামে রেজিস্ট্রেশন করেছি।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.