নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মাত্রার জ্বালা

২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩৩


শহীদুল ইসলাম প্রামানিক

কবিতা লিখতে যাত্রা করেই
মাত্রার পাল্লায় পড়ে
কি লিখব ছাই বুঝতে না পাই
মাথাই শুধু ঘোরে।

এইটা মিললে ওইটা অমিল
সেইটা হয়রে ভুল
পাঠক সমাজ মানতে নারাজ
ভুল হলে একচুল।

পর্ব নিয়ে গর্ব করার
কিছুই নাইরে ভাই
এক লাইনে দুইটি পর্ব
আরেক লাইনে নাই।

অনুপ্রাস আর আন্তপ্রাস
আন্তমিলের জ্বালায়
কবিতা লেখার ধান্দা যে মোর
আস্তে করে পালায়।

হ-য-ব-র-ল যাহাই লিখি
হয়না কোন ছন্দ
মনের দুখে অনেক সময়
কবিতা লেখা বন্ধ।

এই ছড়াতে মুক্ত মাত্রায়
ছন্দ দিলাম ভাই
কষ্ট করে নিবেন পড়ে
ত্রুটির ক্ষমা চাই।

মন্তব্য ৫০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:
হ-য-ব-র-ল যাহাই লিখি
হয়না কোন ছন্দ
মনের দুখে অনেক সময়
কবিতা লেখা বন্ধ।


প্রমাণিক ভাইয়ের যদি হয়
কবিতা লেখা বন্ধ।
তাহলে, সামু ব্লগ বন্ধ।

বাহ! ছন্দের যাদুকরের
ছন্দময় ছড়া
ভালো লাগলো।

২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০০

প্রামানিক বলেছেন: ছন্দ আমার যাহাই হোক
মন্তব্যটা ভালো
এমন কিছু দেখলে পরে
মুখ হয় না কালো।

২| ২১ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২২

অপরিচিত মানব শুণ্য বলেছেন: বাহ, অনেক সুন্দর।

২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২১ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তা যা কয়েছ ভায়া
কবিকূল দুঃখ;
বুঝবেনা আর কেউ
রস-ই হেথা মুখ্য।

লোকে ভাবে তুমি আমি
ছন্দের বস্তা;
ছন্দ কি গাছে ধরে?
ছড়া এতো সস্তা??

২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০১

প্রামানিক বলেছেন: ছন্দ ছড়া সহজ নয় ভাই
লিখতে বড় কষ্ট
অনেক কথা লিখতে গিয়েও
লিখি না স্পষ্ট।

ধন্যবাদ আপনাকে।

৪| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫১

সিগনেচার নসিব বলেছেন: এই ছড়াতে মুক্ত মাত্রায়
ছন্দ দিলাম ভাই
কষ্ট করে নিবেন পড়ে
ত্রুটির ক্ষমা চাই।_আলহামদুলিল্লাহ !!


চমৎকার ছড়া
ভাল লাগা জানুন

২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৬

শামছুল ইসলাম বলেছেন: ছন্দ-মাত্রা নিয়ে চমৎকার ছড়া।

//পর্ব নিয়ে গর্ব করার
কিছুই নাইরে ভাই
এক লাইনে দুইটি পর্ব
আরেক লাইনে নাই।//


ভাল থাকুন। সবসময়।

২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৭

কল্লোল পথিক বলেছেন:




দারুন হয়েছে।

২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১১

ঢাকাবাসী বলেছেন: প্রামানিকের ছড়া পড়ি
মজা পাই তারিফ করি
পড়ি আর করি'তে নেই যে মিল,
গুরুদেব বলেন দেব একটা কিল!

ভাল থাকবেন প্রামানিক।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৮

প্রামানিক বলেছেন: হা হা হা গুরুদেবের কিলে আছে মজা
খাওয়ার পরে মনে হয় মন্ডা মিঠাই গজা।

৮| ২১ শে জুলাই, ২০১৬ রাত ৮:২০

এ কে এম রেজাউল করিম বলেছেন:
কবির প্রতি সুভেচ্ছ।

আপনার মিতা (বন্ধু) প্রিয় কবি শহিদুল ইসলাম এখন কোথায় ও কী করেন?
প্র, আ, ব্লগ হারিয়ে যাবার পর তার উপস্থিতির প্রার্থনা করছি 'সামু'তে।
আপনার মাধ্যমে জানিয়ে গেলাম।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪০

প্রামানিক বলেছেন: উনি ভালুকায় চাকরী করেন। ব্লগে এখন কম কম আসেন ফেসবুকে সবসময় পাওয়া যায়। অতীতের কথা মনে করায় ধন্যবাদ আপনাকে।

৯| ২১ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৯

আবুল হায়াত রকি বলেছেন: সেজন্যই আপনাদের মতন ছড়াগুরুই আমাদের ভরসা।

চমৎকার প্লাস। বড় ভাই্।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য পড়ে খুব খুশি হলাম। শুভ্চেছা রইল।

১০| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:২৬

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪২

প্রামানিক বলেছেন: আপনার কাছে মোটামুটি লাগাটাও আমার কাছে অনেক। ধন্যবাদ

১১| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৩

ইন্দ্রনাথ বলেছেন: আপনের ছড়াতে ষ্টার মার্ক দিয়ে গেলাম।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১২| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫২

দেবজ্যোতিকাজল বলেছেন:

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৫

প্রামানিক বলেছেন: ভারতে কি পিয়াজের দাম বেড়েছে?

১৩| ২২ শে জুলাই, ২০১৬ রাত ২:১৫

অরুনি মায়া অনু বলেছেন: হা হা হা ভুল চুল সব বাদ দিয়েই পড়ে নিব, নো চিন্তা :D

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

১৪| ২২ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪২

বিলিয়ার রহমান বলেছেন: এক কথায় অসাধারন।

, আরো অনেক কবিতা লিখতে হবে যে তাই ভালো থাকুন সুস্থ থাকুন।

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫৩

সাহসী সন্তান বলেছেন: কবিতা বেশ মজার হইছে প্রামানিক ভাই! আপনি তো তাও দু'চার কলম লিখতে পারেন! কিন্তু আমি যে কবিতার 'ক' ও লিখতে পারি না! :( আপনার ছড়া গুলো আসলেই বেশ ভাল হয়! শুভ কামনা জানবেন!

অঃ টঃ- ১২ নাম্বারে দেজোকা'র মন্তব্যটা মাথার উপ্রে দিয়া গেল, না নিচ দিয়া গেল বুঝলাম না! ;)

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০৮

প্রামানিক বলেছেন: কবিতা লেখার চেষ্টা করলেই পারবেন এটা তেমন কঠিন না তবে কন্টিনিউ প্রান্টিসের প্রয়োজন। ১২ নাম্বার আমিও কিছু বুঝতে পেলাম না। ধন্যবাদ

১৬| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩০

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল । ভাল থাকুন সারা ক্ষন সারা বেলা ।

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩০

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল । ভাল থাকুন সারা ক্ষন সারা বেলা ।

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১৮| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: পর্ব-মাত্রা-অন্তঃমিল এর জ্বালায় কতো লেখা যে জন্মের আগেই পটল তুললো, তার ইয়াত্তা নেই ।

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৪

প্রামানিক বলেছেন: আপনি আমার মনের কথাই বলেছেন। চমৎকার মন্তব্য। ধন্যবাদ

১৯| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১৯

আমিই মিসির আলী বলেছেন: পাঠক সমাজ মানতে নারাজ
ভুল হলে একচুল।

+++
ভুল ধর্তে পারা পাঠকইই তো কাম্য।

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১৫

প্রামানিক বলেছেন: পাঠক আছে বলেই তো ভুল বুঝতে পারি নাইলে কি লিখেলি কিছুই বোঝা সম্ভব হতো না। ধন্যবাদ

২০| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৪

মধ্য রাতের আগন্তক বলেছেন: অনেক দিন পর আপনার ছড়া পড়লাম । ভালো লাগছে :) আর আমার মনে হয়, একজন লেখক নিজের ভালো জন্যই লিখে । কার কেমন লাগলো, কে কি মনে করলো - এতকিছু চিন্তা করলে লেখার প্রকৃত সৌন্দর্য যেটি লেখকের বা কবির ভাবনাতে ছিল, সেটি নষ্ট হয়।

২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১২

প্রামানিক বলেছেন: বাস্তবতায় সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ

২১| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩০

খায়রুল আহসান বলেছেন: চমৎকার ছড়া। খুবই সাবলীলভাবে এগিয়েছে।
অনুপ্রাস আর আন্তপ্রাস
আন্তমিলের জ্বালায়
কবিতা লেখার ধান্দা যে মোর
আস্তে করে পালায়।
- আমার অবস্থাও এ রকমই।
আপনার এ সুন্দর ছড়াটা আরো অনেক পাঠক পড়বেন, প্লাস দিবেন, তাতে আমি নিঃসন্দেহ। আমিও দিলাম।

২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই, আপনার সুচিন্তিত মতামতে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

২২| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৭

প্রণব দেবনাথ বলেছেন: আপনি হ য ব ও র ও ল যাই লিখুন ভালই লাগে। লেখা বন্ধ করবেন কেন!

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৪৫

প্রামানিক বলেছেন: আমার হযবরল আপনাদের কাছে ভালো লাগে জেনে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

২৩| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৮:০২

নীলপরি বলেছেন: খুব ভালো । বরাবরের মতো।

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ :)

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.