নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ভাবছি বসে আকাশটাকে

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৩


শহীদুল ইসলাম প্রামানিক

ভাবছি বসে আকাশটাকে করবো নাকি জব্দ
মেঘের দিনে বিজলী চমকে কেন করে শব্দ?

রাতের কালে আকাশ জুড়ে কেন জ্বলে তারা
উল্কাবেগে হঠাৎ করে দৌড়ে পালায় কারা?

চাঁদের মাঝে চড়কা কাটে কোন কারণে বুড়ি
আলোক ছায়ার কবলাসী গাই কে করলরে চুরি?

দিনের বেলা সুর্য উঠে কোথায় পায়রে তাপ
হয় কেন রে ঝড়ের সময় নিম্নমুখী চাপ?

আকাশটাকে কাছে পেলেই খামছা দিয়ে ধরবো
অনেক কথা মাথায় আছে প্রশ্ন সে সব করবো।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ১০০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১০০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৭

সিগনেচার নসিব বলেছেন: বরাবরের মতোই চমৎকার ছড়া !!
পাঠে সন্তষ্ট হলাম ভাই

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি সন্তুষ্ট হওয়ায় আমিও খুশি। শুভেচ্ছা রইল।

২| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৯

জুন বলেছেন: জটিল চিন্তা আর সেই রকম প্রশ্ন প্রামানিক ভাই। চমৎকার ছড়ায় ভালোলাগা রইলো।
+

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগল। শুভেচ্ছা রইল।

৩| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪২

ইসলাম শহিদুল শহিদ বলেছেন: ভালো লেগেছে !

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৪| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ভাই দারুন হয়েছে এবারের ছড়াটিও ।

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫৬

নাবিক সিনবাদ বলেছেন: চমৎকার :)

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২২

অশ্রুকারিগর বলেছেন: খুব চমৎকার হয়েছে। আকাশটাকে জব্দ করেন। ইদানীং খুব যন্ত্রণা দিচ্ছে। লাইক দিয়ে পাশে আছি ;)

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৯

প্রামানিক বলেছেন: বড় বিপদে আছি যখনই জব্দ করতে যাই তখনই ঝমঝম করে বৃষ্টি পড়ে গা ভিজিয়ে দেয়, তখন আর জব্দ করা হয় না।

৭| ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: আকাশের ভাবগতি বোঝা সত্যিই কঠিন । আকাশ গবেষণা বিষয়ক ছড়া ভালো লেগেছে ।

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, আবহাওয়াবিদরা যা বলে তার উল্টাটা হয়।

৮| ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১৬

আহলান বলেছেন: করেন ভাই , প্রশ্ন করেন ........ +++++++

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৬

প্রামানিক বলেছেন: প্রশ্ন করি কিন্তু বিনিময়ে শুধু বৃষ্টি পাই।

৯| ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৯

সাহসী সন্তান বলেছেন: প্রমানিক ভাই সম্প্রতি পড়া আপনার সব গুলো কবিতার মধ্যে আমি এটাকে একদম সবার উপরে রাখবো! চমৎকার আপনার আইডিয়া, আর তার থেকেও চমৎকার আপনার কবিতার পঙ্কুক্তিমালা! খুব খুব ভাল লেগেছে!

শুভ কামনা রইলো!

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। আপনার মন্তব্য পড়ে অত্যন্ত খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১৮

ইন্দ্রনাথ বলেছেন: মালিক রাব্বানা, চমতকার . .

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২০

প্রামানিক বলেছেন: মালিক তো রাব্বানা এটার দ্বিমত নাই তারপরেও কবির কল্পনা।

১১| ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগা রেখে গেলাম B-) B-)

++++++++++++++

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেুচ্ছা রইল।

১৩| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৮

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর ছড়া। শুভকামনা।

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৯

কল্লোল পথিক বলেছেন:



দিনের বেলা সুর্য উঠে কোথায় পায়রে তাপ
হয় কেন রে ঝড়ের সময় নিম্নমুখী চাপ?


দারুন হয়েছে।

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ভাই, আন্তরিক শুভেচ্ছা রইল।

১৫| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:




আপনার শারীরিক অবস্হা কি?

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেকটা ভালোর দিকে।

১৬| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

আবুল হায়াত রকি বলেছেন: অসাধারণ বুদ্ধিদীপ্ত মজার ছড়া, বড় ভাই।

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভ্চেছা রইল ।

১৭| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ।

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

১৮| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বেশ দারুণ অন্ত্যমিলের ছড়া। ভালো লাগলো।

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

১৯| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৬

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



মাথায় কতো প্রশ্ন আসে
দিচ্ছে না কেউ জবাব তার .............
:(

প্রশ্নে প্রশ্নে গিট্টু দিয়ে বানায় ছড়ার মই
ভাবছি বসে প্রামানিকের অসুখ গেল কই ??????

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: অসুখ পুরোপুরি সুস্থ না। তবে অনেকটা ভালো। ধন্যবাদ ভাই।

২০| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৭

গেম চেঞ্জার বলেছেন: কাজী নজরুলের "সংকল্প" কবিতা মনে পড়ে গেল। :)

২৩ শে জুলাই, ২০১৬ রাত ১০:০১

প্রামানিক বলেছেন: হা হা স্কুল জীবনে সংসল্প কবিতা মুখস্থ ছিল। আজও কিছু কিছু মনে পড়ে। ধন্যবাদ আপনাকে

২১| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৯

গেম চেঞ্জার বলেছেন: অশ্রুকারিগর বলেছেন: খুব চমৎকার হয়েছে। আকাশটাকে জব্দ করেন। ইদানীং খুব যন্ত্রণা দিচ্ছে। লাইক দিয়ে পাশে আছি ;)
২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৯ ১
লেখক বলেছেন: বড় বিপদে আছি যখনই জব্দ করতে যাই তখনই ঝমঝম করে বৃষ্টি পড়ে গা ভিজিয়ে দেয়, তখন আর জব্দ করা হয় না।



দোহাই লাগে ভাই! আমি বৃষ্টিকে যতটা ভালবাসি প্রকৃতির আর কিছুকে ঈদানিং ততটা লাইক করি না!!!!!!!! এটা থামালে আমি কই যামু ;) ;) 8-|

২৩ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: বৃষ্টিতে বেশি ভিজলে সর্দি লাগবো এইজন্য মাঝে মাঝে থামতে কই। ধন্যবাদ রসালো মন্তব্যর জন্য।

২২| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩৬

সাইফুল১৩৪০৫ বলেছেন: ভাইয়া হঠাৎ বেকারের খাতায় নাম লিখেছি। তাই ব্লগে আসতে পারিনি। শেষ যখন আসছিলাম তখন আপনার অসুস্থতার খবর শুনছিলাম। এরপর মাঝে মাঝে জাস্ট একটু এসে আপনাকে খুঁজতাম। আজ খুঁজতে গিয়ে পেলাম।
এখন কেমন আছেন?

২৩ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: বেকারত্ব ঘুচে যাক
সাইফুল ভাই ব্লগে থাক।

ধন্যবাদ আপনাকে।

২৩| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৩

সৌরভ খান (বিমূর্ত) বলেছেন: লিখাটি মেজর জাহান মিয়ার বই সমকাল পর্ব-২ এর প্ আর্টিকেল থেকে সবটাই হুবুহু নকল তথা তুলে ধরা হয়েছে--নিজের নামে.।।ছি! ছি! তোমরা কেমন মুমিন! ধিক্কার তোমাদের.!! তোমরা কি প্রশংসা কুড়ানোর জন্য ইসলাম নিয়ে গবেষণা কর। আপনার সবগুলো রচনায় কাজি জাহান মিয়ার বই থেকে নকল করা যার রেফারেন্স পর্যন্ত তুমি দাওনি। ছি! তুমি কি কুরআন পাঠ করনি যেখানে আল্লাহ্‌ বলেছেন- "যারা নিজেরা যা করেছে তার জন্য উল্লসিত হয়, আর যারা নিজেরা যা করেনি তার জন্য ক্রেডিট নিতে ভালবাসে তোমরা কি মনে কর পরকালে আল্লাহ্‌ তাদের (জাহান্নামের আগুন) থেকে নিষ্কৃতি দেবেন" -[আল-কুরান]। ছি! ধিক্কার তোমাদের!!

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪৭

প্রামানিক বলেছেন: আপনার বক্তব্য বুঝলাম না খোলাসা করে বলেন।

২৪| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৪

সৌরভ খান (বিমূর্ত) বলেছেন: লিখাটি মেজর জাহান মিয়ার বই সমকাল পর্ব-২ এর প্রথম আর্টিকেলের সবটাই হুবুহু নকল তথা তুলে ধরা হয়েছে--নিজের নামে.।।ছি! ছি! তোমরা কেমন মুমিন! ধিক্কার তোমাদের.!! তোমরা কি প্রশংসা কুড়ানোর জন্য ইসলাম নিয়ে গবেষণা কর। আপনার সবগুলো রচনায় কাজি জাহান মিয়ার বই থেকে নকল করা যার রেফারেন্স পর্যন্ত তুমি দাওনি। ছি! তুমি কি কুরআন পাঠ করনি যেখানে আল্লাহ্‌ বলেছেন- "যারা নিজেরা যা করেছে তার জন্য উল্লসিত হয়, আর যারা নিজেরা যা করেনি তার জন্য ক্রেডিট নিতে ভালবাসে তোমরা কি মনে কর পরকালে আল্লাহ্‌ তাদের (জাহান্নামের আগুন) থেকে নিষ্কৃতি দেবেন" -[আল-কুরান]। ছি! ধিক্কার তোমাদের!!

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২৮

প্রামানিক বলেছেন: আপনার বক্তব্য বুঝলাম না। আমার এই লেখাটি কয়েক বছর আগে প্রথম আলো ব্লগে প্রকাশিত হয়েছিল। নিশ্চয় জাহান মিয়া আমার লেখা চুরি করেছে। আপনি জাহান মিয়ার বইয়ের বিস্তারিত উল্ল্যেখ করেন। যদি সে এই লেখা হুবহু ছেপে থাকে আমি তার সাথে এই লেখা নিয়ে চ্যালেঞ্জ করবো। আমার মেধা খাটানো লেখা। আপনি দয়া করে জাহান মিয়ার বিস্তারিত বিবরণ দেন।

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০১

প্রামানিক বলেছেন: সৌরভ খান, আপনার কাছে জাহান মিয়ার সমকাল পর্ব-২ এর বিস্তারিত বিবরণসহ জাহান মিয়ার ঠিকানা চাই। যদি এবিষয়ে বিস্তারিত না দেন তবে আপনার এই মন্তব্যর জন্য আপনার নামে সামু ব্লগের মডারেটরের কাছে অভিযোগ করতে বাধ্য হবো।

২৫| ২৪ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হলো কিবা তোমা বাপু
আকাশেতে এত রোষ? B:-)
সৌরভ খান-ই বা ক্যান
রাগে করে ফোঁসফোঁস?? #:-S

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৩

প্রামানিক বলেছেন: আমার লেখাটা কয়েক বছর আগে প্রথম আলোতে প্রকাশ পেয়েছিল। সৌরভের বক্তব্যতে মনে হচ্ছে আমার এই লেখাটা জাহান মিয়া চুরি করে ছেপেছে।

২৬| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সৌরভ মালডা কিডা? আবোল-তাবোল বকছে ক্যানো? কিছু খাইছে নাকি?

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৭

প্রামানিক বলেছেন: আমার লেখাটা কয়েক বছর আগে প্রথম আলোতে প্রকাশ পেয়েছিল। সৌরভের বক্তব্যতে মনে হচ্ছে আমার এই লেখাটা জাহান মিয়া চুরি করে ছেপেছে। যদি এইটা সত্য হয় তাহলে তো সর্বনাশ অনলানে আর লেখা দেয়া যাবে না। মেধা খাটিয়ে দিন রাত জেগে লেখা তৈরী করবো আর চোরেরা সেই লেখা বিনা পরিশ্রমে নিজ নামে ছাপবে। এটা তো মেনে নেয়া যায় না। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
সৌরভের কাছে বিস্তারিত চেয়েছি, যদি সে তথ্য না দেয় তাহলে বুঝবো সৌরভ ফালতু তথ্য তুলে ধরেছে।

২৭| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০৬

ঢাকাবাসী বলেছেন: বরাবরের মতই চমৎকার।

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৮| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৯:১৩

শামছুল ইসলাম বলেছেন: আকাশের ইচ্ছে থাকলেও আর আপনার কাছে ধরা দিচ্ছে না, খামচি খাওয়ার ভয়েঃ

//আকাশটাকে কাছে পেলেই খামছা দিয়ে ধরবো
অনেক কথা মাথায় আছে প্রশ্ন সে সব করবো।//


ছড়া সুন্দর এবং মজার হয়েছে।

ভাল থাকুন। সবসময়।

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪০

প্রামানিক বলেছেন: মন্তব্য পড়ে খুশি হলাম। শুভ্চেছা রইল।

২৯| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫৩

অরুনি মায়া অনু বলেছেন: বাপরে আকাশের এইবার আর মুক্তি নাই। কি জানি কি হয় তাই ভাবছি :)
ভাল লেগেছে।

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪১

প্রামানিক বলেছেন: কিন্তু আকাশের সাথে পেরে উঠছি না। কিছু বলার আগেই আকাশ কেঁদে দেয়।

৩০| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২০

হাসান মাহবুব বলেছেন: ক্লাসিক ভাব আছে। আরেকটু বড় হলে ভালো হতো। ছন্দ নিয়ে নতুন কাজ করেছেন দেখে ভালো লাগলো।

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৫

প্রামানিক বলেছেন: ভাই, ছন্দ নিয়ে এবং ছড়ার কোয়ালিটি নিয়ে কাজ করবো কি যে সব লেখা ব্লগে পোষ্ট করেছি আমার মনে হচ্ছে সে সব লেখা চুরি হচ্ছে। কাজেই ভালো কিছু লেখা এখনও আমার ঝুলিতে মজুত আছে কিন্তু চোরদের ভয়ে পোষ্ট করতে পারছি না।

৩১| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১৪

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার হয়েছে শিরোনামে ভালোলাগা :)

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।

৩২| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৮

নীলপরি বলেছেন: আকাশটাকে কাছে পেলেই খামছা দিয়ে ধরবো
অনেক কথা মাথায় আছে প্রশ্ন সে সব করবো।


খুব ভালো লাগলো ।

২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৩| ২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অতি চমৎকার হয়েছে প্রামানিক ভাই ।

২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৪| ২৫ শে জুলাই, ২০১৬ সকাল ৭:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মেজর জাহান মিয়া একজন স্বনামধন্য ইসলামিক গবেষক।তার লিখা সমকাল-২ এর সাথে এ কবিতার কি সম্পর্ক বুঝলামনা।রূপক বিধৌত সাধুর সন্দেহটা অমূলক না।

২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৫

প্রামানিক বলেছেন: জাহান মিয়া সম্পর্কে আমার কোন ধারনা নাই। আমার ছড়ার সাথে তার লেখা সমকাল-২এর কি সম্পর্ক তাও জানি না। সৌরভের ব্লগেও এর প্রতিবাদ করে বিস্তারিত জানতে চেয়েছি। কিন্তু কোন জবাব পাচ্ছি না।

২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৮

প্রামানিক বলেছেন: সৌরভ-এর ব্লগে গিয়ে ইসলামী লেখা পেয়েছি। আমার মনে হচ্ছে আকাশকে প্রশ্ন করাটা সে হয়তো ইসলাম বিরোধী মনে করতেছে। এই কারণে আমার বিরুদ্ধে বিষোদ্গার ছড়ানোর চেষ্টা করতেছে।

৩৫| ২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১০:০৭

সাদা মনের মানুষ বলেছেন: এত্তো চিন্তা মাথায় নিয়ে ঘুরলে চুলের যে বারোটা বাজবে

২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪১

প্রামানিক বলেছেন: মরিচ পিয়াজ দিয়া পান্তা ভাত খায়া যাও একটু চিন্তা ভাবনা করতাম সে চিন্তাও দেখি এখন চুরি হয়। চোরের জ্বালাও দেখি এখন চিন্তাও করা যাইবো না।

৩৬| ২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১০

সাদা মনের মানুষ বলেছেন: সৌরভ মিয়া দূর্গন্ধ ছড়িয়ে কোথায় লুকালেন!!!!!!!!!!!!!!!

২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৪

প্রামানিক বলেছেন: সৌরভ মিয়ারে আমিও হ্যারিকেন দিয়া খুঁজতেছি পাইতেছি না। আমার মগজ খাটানো লেখা চুরি করার সাহস কই থিকা পাইল - -- - - -

৩৭| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৭

সামিয়া বলেছেন: ভালো লাগল

২৫ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন

৩৮| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৭:১৫

আবুল হায়াত রকি বলেছেন: সৌরভ ভাই উনার ব্যাপারে লজ্জিত আছেন আমি মাত্র উনার ব্লগ থেকে ঘুড়ে আসলাম। আরেকজন কে আমাদের প্রামানিক দা'র ছড়া চুরি করে ছাপিয়েছে!

বড় ভাই আপনি এ নিয়ে চিন্তা করবেন না, উনি নিজের মন্তব্য প্রত্যাহার করতে চাচ্ছেন। আপনার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি।

ধন্যবাদ।

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আবুল হায়াত রকি ভাই, আপনার বক্তব্যে খুশি হলাম, তবে ভুল মন্তব্য করে সে আমার যে ক্ষতি করেছে সেটা অপূরণীয়, আমার এই অপূরণীয় ক্ষতি তাকেই শুধরে দিতে হবে। কারণ সে আমাকে ব্লগারদের কাছে চোর হিসাবে আখ্যায়িত করেছে। যার কারণে আমি সবার কাছে খুব ছোট হয়ে গিয়েছি। যারা এই মন্তব্য দেখেছেন তারা আমাকে চরমভাবে ভুল বুঝতেছেন। এতে আমার গ্রহণযোগ্যতা তাদের কাছে কমে গিয়েছে। কাজেই ভুল স্বীকার করেছে এটা মন্তব্যে দিলে হবে না, "ভুল মন্তব্য করার জন্য ক্ষমা প্রার্থী" এই শিরোনামে পোষ্ট দিয়ে ক্ষমা চাইতে হবে এবং ভুল মন্তব্যটি উক্ত পোষ্টে উল্ল্যেখ করে ভুল হওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে।

৩৯| ২৭ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৫৬

সৌরভ খান (বিমূর্ত) বলেছেন: প্রামানিক ভাই !! আমি আন্তরিক ভাবে দুঃখিত!! আমি ভুল করে আপনার পষ্টে মন্তব্য করেছি। দয়া করে এই ক্ষুদে বালককে ক্ষমা করবেন ।। প্লিজ ভাই আমি ইচ্ছে করে এটি করিনি .।আসলে আমি মন্তব্য করতে চেয়েছিলাম এই Click This Link ফেক ব্লগারের লিঙ্কে!! যিনি বিভিন্ন বই-পত্র থেকে হুবুহু আর্টিকেল নকল করে শুধুমাত্র শিরোনাম পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দিচ্ছে।।

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০০

প্রামানিক বলেছেন: সৌরভ খান, একটা বিষয় মনে রাখবেন, যাদের মেধা আছে তারা কখনই অন্যের লেখা কপি করে না। তারা সবসময় নিজের মেধা খাটিয়ে নতুন কিছু লেখার চেষ্টা করে। আল্লাহ আমাকে আর কিছু না দিলেও ছোট একটু মেধা দিয়েছে, যে মেধার কারণে আমি স্কুল জীবন থেকেই সাহিত্য নিয়ে কাজ করে যাচ্ছি। হয়তো ভালো কিছু লিখতে পারি না তবে যখন তখন আর কিছু না পারলেও দুই এক লাইন ছড়া লিখতে পারি। আমি যা কিছু লিখি সেটা আমার কল্পনা থেকেই লেখার চেষ্টা করি এবং ব্লগে বা ফেসবুকে যা কিছু পোষ্ট করি তা আমার নিজের লেখা। কখনই আমি কারো ছড়া কবিতা কপি করা তো দূরের কথা অনুকরণও করি না।

তবে আপনি মন্তব্যে ভুল স্বীকার করেছেন ভালো কথা কিন্তু আপনি আমার যে ক্ষতি করেছেন সেটা অপূরণীয়, আমার এই অপূরণীয় ক্ষতি আপনাকেই শুধরে দিতে হবে। কারণ আপনি আমাকে ব্লগারদের কাছে চোর হিসাবে আখ্যায়িত করেছেন। যার কারণে আমি সবার কাছে খুব ছোট হয়ে গিয়েছি। যারা আপনার এই মন্তব্য দেখেছেন তারা আমাকে চরমভাবে ভুল বুঝতেছেন। এতে আমার গ্রহণযোগ্যতা তাদের কাছে কমে গিয়েছে। কাজেই ভুল স্বীকার করেছেন এটা মন্তব্যে দিলে হবে না, আপনাকে "ভুল মন্তব্য করার জন্য ক্ষমা প্রার্থী" এই শিরোনামে পোষ্ট দিয়ে ক্ষমা চাইতে হবে এবং আপনার দেয়া ভুল মন্তব্যটি উক্ত পোষ্টে উল্ল্যেখ করে ভুল হওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে।

৪০| ২৭ শে জুলাই, ২০১৬ ভোর ৬:১৩

সৌরভ খান (বিমূর্ত) বলেছেন: ভাই নিচের লিঙ্কগুলো ওই ফেক ব্লগারের নকল করা আর্টিকেল- যার সগুলোই -মেজর জাহান মিয়া, বাইজিদ খান ও নুর ইম্রানের বই থেকে হুবুহু নকল করা, শুধুমাত্র শিরোনাম পরিবর্তন করা করে নিজের নামে চালিয়ে দিচ্ছে--- আমি এই লিঙ্কগুলোতে মন্তব্য করেছি। আশা করি-আপনারাও মন্তব্য করে এই ফেক ব্লগারের মুখোশ খুলে ফেলবেন। ব্লগের পরিবেশ বিশুদ্ধ রাখা আমাদের সকলেরই দায়িত্ব ---

http://www.somewhereinblog.net/blog/ashrafmahmud/29417930#c10515600 Click This Link Click This Link
http://www.somewhereinblog.net/blog/ashrafmahmud/29611939
http://www.somewhereinblog.net/blog/ashrafmahmud/29611902
http://www.somewhereinblog.net/blog/ashrafmahmud/29611641
http://www.somewhereinblog.net/blog/ashrafmahmud/29608921
http://www.somewhereinblog.net/blog/ashrafmahmud/29508410
http://www.somewhereinblog.net/blog/ashrafmahmud/29507086

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২৩

প্রামানিক বলেছেন: আপনি মন্তব্যে ভুল স্বীকার করেছেন ভালো কথা কিন্তু আপনি আমার যে ক্ষতি করেছেন সেটা অপূরণীয়, আপনি চরমভাবে আমার সম্মানহানি করেছেন। কারণ আপনি আমাকে ব্লগারদের কাছে চোর হিসাবে আখ্যায়িত করেছেন। যার কারণে আমি সবার কাছে খুব ছোট হয়ে গিয়েছি। যারা আপনার এই মন্তব্য দেখেছেন তারা আমাকে চরমভাবে ভুল বুঝতেছেন। এতে আমার গ্রহণযোগ্যতা তাদের কাছে কমে গিয়েছে। আমার নিজের মেধা মগজ খাটানো লেখার উপর এমন মন্তব্য করা আপনার মোটেই উচিৎ হয় নাই। যা মানহানিকর মামলার যোগ্য। কাজেই ভুল স্বীকার করেছেন এটা মন্তব্যে দিলে হবে না, আপনাকে "ভুল মন্তব্য করার জন্য ক্ষমা প্রার্থী" এই শিরোনামে পোষ্ট দিয়ে ক্ষমা চাইতে হবে এবং আপনার দেয়া ভুল মন্তব্যটি উক্ত পোষ্টে উল্ল্যেখ করে ভুল হওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। তা না হলে ব্লগারদের কাছে আমি চরমভাবে হেয় প্রতিপন্ন হয়ে থাকবো।

৪১| ২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০৩

পবন সরকার বলেছেন: সৌরভ সাহেব, না জেনে না শুনে হুট করে আপনার এই মন্তব্যটি করা উচিৎ হয় নাই। প্রামানিক সাহেব ব্লগের একজন জনপ্রিয় ছড়াকার। তিনি নিজের লেখা ছড়া দিয়ে ব্লগকে মাতিয়ে রাখেন। কারো সাথে কখনও কোন দ্বন্দ করেন না। তাকে আপনি এমন ভাষায় মন্তব্য করাটা চরম অন্যায় করেছেন।

মেজর কাজি জাহান মিয়া একজন ইসলামী চিন্তাবিদ। তিনি যা কিছু লেখেন কোরান হাদীসের আলোকে রেফারেন্স দিয়ে লেখেন এবং সেগুলো ছড়া নয় বিশ্লেষণমূলক লেখা। সেই ইসলামী লেখার সাথে প্রামানিক সাহেবের কল্পনা প্রসুত ছড়ার কি করে তুলনা করলেন মাথায় আসে না। আহাম্মকীরও তো একটা সীমা থাকা দরকার।

আপনি তার সুনামের যথেষ্ঠ ক্ষতি করেছেন। আপনি তাড়াতাড়ি ক্ষমা প্রার্থনা করে নতুন পোষ্ট দেন। তা না হলে আপনার এই অপরাধ মানহানিকর মামলার যোগ্য।

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পবন সরকার। আপনার বক্তব্যে খুশি হলাম।

৪২| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বড়ই সৌন্দর্য!!!!!

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৪৩| ২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সৌরভ খান ( বিমূর্ত ) ক্ষমার অযোগ্য একটি অন্যায় কাজ করেছেন। আমি খুব ভালোভাবে প্রামানিক ভাই সম্পর্কে জানি। তিনি অন্যের লেখা চুরি করবেন, এটা হতেই পারে না। মেজর কাজি জাহান মিয়া একজন ইসলামী ভাবধারার গদ্য লেখক। তিনি ছড়া লেখেন না। অথচ এই সৌরভ সাহেব অহেতুক প্রামানিক ভাই তার লেখা চুরি করেছেন মন্তব্য করে প্রামানিক ভাইয়ের এতদিনের অর্জিত মান সম্মান, ছড়াকার হিসাবে তাঁর সুনাম ইত্যাদির উপর কালিমা লেপন করেছেন।
এই কালিমা দূর হওয়া খুব কঠিন। কারণ এই ছড়া যত ব্লগার পড়েছেন এবং মন্তব্য করেছেন অথবা মন্তব্য না করে মন্তব্যগুলো পড়েছেন, তাদের মধ্যে খুব কম ব্লগারই আবার এই পোস্টে ফিরে এসে সৌরভ সাহেবের ক্ষমা প্রার্থনার মন্তব্যটি (৩৯ নং মন্তব্য) দেখবেন। তারা জেনেই গেছেন যে প্রামানিক ভাই অন্যের লেখা কপি পেস্ট মারেন। তাদের অনেকেই হয়তো সেটা বিশ্বাসও করেছেন। তাই সৌরভ সাহেবকে বলছি, আপনি প্রামানিক ভাইয়ের চাহিদা মতো অবশ্যই সরাসরি পোস্ট দিয়ে ক্ষমা প্রার্থনা করবেন। অন্যায়ভাবে মিথ্যা মন্তব্যের মাধ্যমে আপনি একজন মেধাবী ব্লগারের মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছেন। সুতরাং, এর সমাধানও আপনাকেই করতে হবে। মনে রাখবেন, আপনি ইতিমধ্যেই ভুল স্বীকার করেছেন। কাজেই সরাসরি পোস্ট দিয়ে ক্ষমা চাইলে কোন ক্ষতি নাই। ক্ষমা চাওয়ার মধ্যে লজ্জার কিছু নাই।

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:১০

প্রামানিক বলেছেন: আপনাদের আন্তরিকতা আমি কোন দিনই ভুলতে পারবো না।

৪৪| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন ছড়া +

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন

৪৫| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৩:০১

সৌরভ খান (বিমূর্ত) বলেছেন: Click This Link

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:১২

প্রামানিক বলেছেন: ক্ষমা প্রার্থনা করায় আপনার উপর থেকে অভিযোগ তুলে নিলাম।

৪৬| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩৩

মুসাফির নামা বলেছেন: দারুন!

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুসাফির নামা।

৪৭| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩১

জেন রসি বলেছেন: এখানে দেখি অনেক কিছু হয়ে গেছে। এসব অপপ্রচারে কান না দিয়ে আপনি লিখে চলুন।

বরাবরের মতই চমৎকার ।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:০৯

প্রামানিক বলেছেন: না জেনে না বুঝেই কেউ কেউ মন্তব্য করে বেকায়দায় ফেলে দেয়।

৪৮| ৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১০

কবি হাফেজ আহমেদ বলেছেন: আকাশটাকে কাছে পেলেই খামছা দিয়ে ধরবো
অনেক কথা মাথায় আছে প্রশ্ন সে সব করবো।


চমৎকার ।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইল।

৪৯| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৭:১১

সাগর মাঝি বলেছেন: চমৎকার হয়েছে প্রামানিক ভাই।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভেৃচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.