নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
ওরে মামা জলদি থামা
নছিমনের গাড়ি
মামী নাকি যাচ্ছে চলে
তাদের বাপের বাড়ি।
চাল ডাল সব নিয়ে নিয়েছে
কুমড়ো গন্ডা চারি।
রান্নার চুলা ভেঙে ফেলেছে
শুন্য ভাতের হাড়ি।
গাড়ি ঘোড়ায় কাজ হবেনা
যাওনা এসব ফেলে
তিন দিন তুমি বাড়ি ফেরনি
কেমন বাপের ছেলে!
শ্বশুর মশায় আসলে পরে
হাতের কাছে পেলে
নির্ঘাত এবার পাঠিয়ে দিবে
হাকিমপুরের জেলে।
বলছে মামা, শোনরে ভাগ্নে
কেমনে যাব বাড়ি
তিনদিন হলো ভাত খাইনি
খেয়েছি গাঞ্জা, তাড়ি।
আগামী পরশু নিয়ত করেছি
যেমন করেই পারি
তিন কেজি চাল আনব কিনে
গাঞ্জার নেশা ছাড়ি।
তোর মামীকে নিষেধ করিস
যায়না যেন ছেড়ে
নইলে কিন্তু রাগের মাথায়
দিবই আমি তেড়ে।
তা যদি না পারি ভাগ্নে
করব মাথা নেড়ে
আজকাল দেখি তোর মামীটা
অনেক গেছে বেড়ে।
(ছবি ইন্টারনেট)
০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:১০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জেন রসি। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:১৪
এম এ কাশেম বলেছেন: কভে থেকে গাঁজা খাওয়া শিখলেন ভাই?
ভাবীকে সালাম বলবেন।
শুভেচ্ছা জানবেন।
০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:১৭
প্রামানিক বলেছেন: খাওয়া শিখি নাই খাইতে দেখছি। ধন্যবাদ ভাই।
৩| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:১৮
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ এই না হলে গাঞ্জাখোর মামা!!
০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:২৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, গাঞ্জা খাওয়ার পরে গাঞ্জাখোরদের বউ বাচ্চাদের প্রতি খেয়াল থাকে না।
৪| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:২৩
সুমন কর বলেছেন: পড়ে মজা পেলাম।
০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:২৭
প্রামানিক বলেছেন: কেউ মজা পেলে তাতেই আমার মজা। ধন্যবাদ ভাই সুমন কর।
৫| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৩২
কল্লোল পথিক বলেছেন:
হা.....হা......হা....
আসল গাঁজাখোর মামা।
০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৩৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই, শুভেচ্ছা রইল।
৬| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৩৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। জবর গাঁজাখোর মামা।
ধন্যবাদ প্রামানিক ভাই।
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:০৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৭| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৪০
ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা আমার দেখি ভালোই গাঞ্জার নেশা।
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:১০
প্রামানিক বলেছেন: বলেন কি!!!
৮| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৪৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: মানতে পারলাম না,আমি গাঞ্জা খান না।গাঞ্জুট্টি না হয়ে এই পোষ্ট কেমতে সম্ভব???
কবিতা কম বুঝি,তাই বিচার করার ক্ষমতা নাই।
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:১২
প্রামানিক বলেছেন: হা হা হা এখানেই তো কবি নিরব। যারা খায় তারা লেখে না কাজেই যারা খায় না তাদেরকেই লিখতে হয়। ধন্যবাদ
৯| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৩৪
সাহসী সন্তান বলেছেন: কবিতা পড়ে দেখি হাসি আর থামাইতে পারি না প্রামানিক ভাই! দারুন হইছে! তয় একটা সিক্রেট তথ্য বলি, গাজ্ঞা খাইলে কিন্তু জব্বর ঘুম হয়? মানে যাদের রাত্রে ঘুমের সমস্যা তারা একবার ট্রাই মারতে পারে!
কবিতার শেষ প্যারার প্রথম লাইনের মধ্যে 'রে' শব্দটা বাদ দিলে ভাল হয়! কারণ ঐ রে'টা যেন বাড়তি উচ্চারণ করতে হচ্ছে! তাছাড়া ছন্দের তালে তালে পড়তেও সমস্যা হচ্ছে! আপনি একবার পড়ে দেখেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন!
"তা যদি না পারি রে ভাগ্নে < তা যদি না পারি ভাগ্নে!
শুভ কামনা রইলো!
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:১৬
প্রামানিক বলেছেন: তথাস্থ। ধন্যবাদ অতি মাত্রাটি দেখিয়ে দেয়ার জন্য্। শুভ্চেছা রইল।
১০| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৩৯
মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনার প্রতিটা কবিতাই সেরা আর, নতুন নতুন আমেজে ভরা। ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর ছড়া কবিতা উপহার দিয়ে সামুকে এবং হারিয়ে যাওয়া বাংলা কবিতা, ছড়া সৃজনের ধারাকে সমৃদ্ধ করার জন্য।ভালো থাকুন।
**ইদানিং সামুতে ব্রাউজ করতে গেলেই"দ্য পেজ হ্যাস টাইমড্ আউট অথবা সার্ভার নট ফাউন্ড" দেখায়। এটার কারণ কি জানেন? জানালে উপকৃত হব। কয়েকদিন খুব ভুগছি।
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, এই সমস্যায় আমিও ভুগতেছি। এটা সামুর সার্ভারের সমস্যা মনে হয়।
১১| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৪৭
চাঁদগাজী বলেছেন:
ছড়ার গল্পটি কস্ট দিলো মনে।
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:১৮
প্রামানিক বলেছেন: কেন ভাই? কষ্ট পাওয়ার কারণ কি?
১২| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:২৮
ফেরদৌসা রুহী বলেছেন: হায় হায় এ দেখি মস্ত ভুল। মামার লিখতে গিয়ে আমার লিখে ফেলছি
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:১৯
প্রামানিক বলেছেন: যাক বাঁচা গেল। আমার চোখ তো কপালে উঠে গিয়েছিল।
১৩| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: মজা পেলুম ...........
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। শুভেচ্ছা রইল।
১৪| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৩৮
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: সুন্দর সুন্দর
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
১৫| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৫৪
কামরুন নাহার বীথি বলেছেন: বরাবরের মতই দারুন ছড়া প্রামানিক ভাই!
অনেক ধন্যবাদ!!
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ নাহার আপা, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৬| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ২:৩৮
কালের বলয় বলেছেন: ভালই লিখেছেন ?
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
১৭| ০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৪:০০
মহা সমন্বয় বলেছেন: হাঃ হাঃ হাঃ
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৮| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:১৫
সাদা মনের মানুষ বলেছেন: কোথ্থেকে যে এসব আবোল তাবোল চিন্তা আপনার মাথায় আসে! আপনি ও লিখে যান আমরাও পড়ি......সত্যিই সেলুকাস!
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:২৩
প্রামানিক বলেছেন: আপনারা পড়েন দেইখাই তো আমিও লিখি, নইলে কার গোয়াল ঘরে কেডা ধুঁয়া দেয়। শুভেচ্ছা রইল।
১৯| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:১৬
সাদা মনের মানুষ বলেছেন: তয় লেখা কিন্তু কম খারাপ হইছে না
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:২৫
প্রামানিক বলেছেন: হে হে হে যা কইছেন, মন্দ না। তয় সকালের পান্তা খাইছেন? না পান্তা না খাইয়াই কম্পুটারে বইছেন?
২০| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:২৬
সাদা মনের মানুষ বলেছেন: গোয়ালে ধুয়া দেওয়ার অভ্যেসটা এখনো গেল না আপনার, ডাক্তার ভালো চিকিৎসা তো দিয়েছিলো, এখনও রোগটা সারে না ক্যাম?????????????
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:৩০
প্রামানিক বলেছেন: গোয়াল ঘর আছে দেইখাই তো রোগটাও আছে। হের লাইগা ডাক্তারে ফেল মারছে।
২১| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:২৭
সাদা মনের মানুষ বলেছেন: কাডুল খাইয়া কম্পুতে বইয়া পরছি, তয় বেশীক্ষণ থাকুম না, আইজ আবার নৌকা লি্যা ঘুরাঘুরির ধান্ধায় আছি
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:৩১
প্রামানিক বলেছেন: নৌকা নিয়া কই যাইবেন?
২২| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:২৪
সাদা মনের মানুষ বলেছেন: মেঘনায় সারাদিন ভাসমু, স্বপরিবারে
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৩
প্রামানিক বলেছেন: ভাসেন মাঝে মাঝে পুরা ফ্যামিলি নিয়া ভাসা দরকার। আমিও আগামী কাল রংপুর যাইতেছি পুরা ফ্যামিলি নিয়া বানের জলে ভাসতে।
২৩| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৮
সোহাগ সকাল বলেছেন: মজা পেলাম।
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সোহাগ। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৪| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৮
সম্রাট৯০ বলেছেন: হাহাহা ভাইয়া তুমি মানেই মজার কিছু
অনেক ভালো লাগছে
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।
২৫| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৮
জুন বলেছেন: আপনার ছড়া সবসময়ই সুন্দর প্রামানিক ভাই। কিন্ত বর্তমানে আমাদের দেশের অনেক শিক্ষিত তরুন প্রজন্ম সর্বগ্রাসী এই মাদকের কালো থাবায় শেষ হয়ে যাচ্ছে যা ভীষন কষ্টকর।
+
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। বর্তমানে চুরি ছিনতাই যা হয় তার বেশির ভাগই নেশাখোররা করে থাকে। এদের অবস্থা দেখলে মাঝে মাঝে রাগও হয় কষ্টও হয়।
২৬| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ছড়াটা মজার। বাট ব্যাপারখনা চিন্তার।
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:০১
প্রামানিক বলেছেন: বাস্তব সত্য কথাই বলেছেন। ধন্যবাদ
২৭| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:০১
হাসান মাহবুব বলেছেন: বরাবরের মতই চমৎকার।
০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৮| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:২৯
আরণ্যক রাখাল বলেছেন: হে হে
০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৯| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৪
অরুনি মায়া অনু বলেছেন: হা হা হা গাঞ্জাখোরের এত্ত দাপট!!!!!!!
০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন। গাঞ্জাখোররা এমনই হয়।
৩০| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৫
এস. এম. কামরুল আহসান বলেছেন: রম্য লেখা সবসময়ই খুব ভালো লাগে। আপনার ছড়াখানি মুগ্ধ হবার মত। ধন্যবাদ ও শুভকামনা।
০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কামরুল আহসান। শুভেৃচ্ছা রইল।
৩১| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০০
দেবজ্যোতিকাজল বলেছেন: বরাবরি ভাল
০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা রইল।
৩২| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৪৫
পুলক ঢালী বলেছেন: সুন্দর লিখেছেন অনেক মজা লাগলো আপনি একজন রিয়েল প্রতিভা । শরীরের যত্ন নিয়েন। ৩০ তারিখেই ওদিক থেকে এলাম সত্যিই চারিদিকে অনেক পানি ছিল এখন কমছে।
০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩৩| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৩৮
চিন্তিত নিরন্তর বলেছেন: গাঞ্জা তাও ভাল ছিল, এখন তো বাবা আইছে। মামা ভাগ্নে সব একসাথে চলে।
দারুন লেখা।
০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৯
প্রামানিক বলেছেন: এখন তো নেশার কোন জাত নাই। কে কি খায় ধুলায় অন্ধকার। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৩৪| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আজকাল দেখি তোর মামীটা
অনেক গেছে বেড়ে।
০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:০৫
জেন রসি বলেছেন: হা হা হা
মজার হয়েছে।