নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

দজ্জাল বউ

০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:২৪


শহীদুল ইসলাম প্রামানিক

সাদা মিয়া কাদা গায়ে ত্বরা এলো বাড়িতে
রাগী বউ বাসি মুখে ভাত রাঁধে হাড়িতে।
পুকুরেতে নেমে সাদা ভাল করে ধুয়ে হাত
দহলিজে বসে বলে ‘তাড়াতাড়ি দে ভাত’।

আধাফোটা চালগুলো দহলিজে এনে দিয়ে
কোমরেতে কাপড় বেঁধে দাঁড়িয়েছে ঝাড়ু নিয়ে।
সাদা মিয়া ভাত পেয়ে চেয়ে আছে থালেতে
ক্ষুধায় পেট চোঁ চোঁ, ঘাম মোছে ভালেতে।

চেয়ে দেখে রণমুর্তি বউ আছে দাঁড়িয়ে
ভাতগুলো না খেলে দিবে তবে তাড়িয়ে।
বউয়ের ভয়ে সাদা মিয়া খেতে করে চেষ্টা
আধাফোটা ভাত খেতে পেল ভীষণ তেষ্টা।

ভাতগুলো নাড়ে-চাড়ে চোখে ঝরে অশ্রু
জীবন নষ্ট বউয়ের জ্বালায়, ভিজে গেল শ্মশ্রু।
রাগী বউ রণমূর্তী ঝাড়ু নিয়ে এলো তেড়ে
‘ভাত যদি নাই খাবে কেন বললে দিতে বেড়ে’?

‘সব ভাত না খেয়ে উঠ যদি এক পা
পটাপট চোখে মুখে ঝাড়ু দিয়ে দিব ঘা’।
কথা শুনে সাদা মিয়া চোখ তুলে তাকাতে
ঠাস করে ভাতের হাঁড়ি ভেঙ্গে দিল মাথাতে।

গরম হাঁড়ি ভেঙ্গে গিয়ে আটকে গেল গলে তার
দৌড় দিয়ে পালিয়ে গেল বাড়ির সামনে পুকুর পাড়
ঝাড়ু হাতে পিছে পিছে এলো বউ, বাপরে বাপ!
বউয়ের ভয়ে সাদা মিয়া পুকুরেতে দিল ঝাপ।

পুকুর সাঁতরে ওপার গিয়ে পাড়ের উপর দাঁড়িয়ে
বলছে কথা বড় গলায়, হাত দুটো নাড়িয়ে
ভাঙা হাঁড়ি গলায় নিয়ে উল্টাপাল্টা দিয়ে গাল
সাহস করে বলল বউরে, ‘আজকের ভাত সবই চাল’।

ছবি ইন্টারনেট
(প্রথম আলো ব্লগে প্রকাশ – = ১৬মার্চ ২০১৩)

মন্তব্য ৪৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:২৮

প্রথমকথা বলেছেন:



ভাতগুলো নাড়ে-চাড়ে চোখে ঝরে অশ্র“
জীবন নষ্ট বউয়ের জ্বালায়, ভিজে গেল শ্মশ্র“।
রাগী বউ রণমূর্তী ঝাড়– নিয়ে এলো তেড়ে
‘ভাত যদি নাই খাবে কেন বললে দিতে বেড়ে’?

সত্যি অসাধারণ।

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন প্রথমকথা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০২

কামরুন নাহার বীথি বলেছেন: আমি সেকেন্ড!!!!

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:১২

প্রামানিক বলেছেন: চা খাবেন না কফি খাবেন -- - -

৩| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: সাদা মিয়া কাদা গায়ে ত্বরা এলো বাড়িতে
রাগী বউ বাসি মুখে ভাত রাঁধে হাড়িতে।
পুকুরেতে নেমে সাদা ভাল করে ধুয়ে হাত
দহলিজে বসে বলে ‘তাড়াতাড়ি দে ভাত’।
----------

বউ বাসি মুখে, তারমানে সকালবেলায়।
সাদা মিঞা সকাল বেলায় কাদা মেখে কোত্থেকে এল ভাই???
সারা রাত কোথায় ছিলেন তিনি???

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:১৪

প্রামানিক বলেছেন: ধান ক্ষেতে কাঁদা চাষ করতে গিয়েছিল। এমনি এমনি কাঁদা গায়ে মাখে নাই। ধন্যবাদ

৪| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৫

অশ্রুকারিগর বলেছেন: পুত্তুম পিলাচ!

তারপরে পড়লাম।

সাদা মিয়া বেকায়দায় পড়ে গেছে। দজ্জাল বউয়ের জ্বালায়। কবি তো শেষে উদ্ধার করে দিলেও পারতেন :(

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:১৭

প্রামানিক বলেছেন: কিছু কিছু দজ্জাল বউ আছে মরার আগ পর্যন্ত পিছু ছাড়ে না।

৫| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৯

মোস্তফা সোহেল বলেছেন: মজার ছড়া। এমন জ্বালায় যেন কেউ না পড়ে

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, এমন জ্বালায় বাংলাদেশে অনেক আছে যারা বউয়ের উপরে চোখ তুলে কথা বলতে পারে না।

৬| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩২

নয়ন বিন বাহার বলেছেন: সাদা মিয়া তো শেষ পর্যন্ত বলতে পারছে...........

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:২৯

প্রামানিক বলেছেন: বলতে পেরেছে তবে পুকুর সাঁতরে ওপার গিয়ে। ধন্যবাদ

৭| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দজ্জাল বউয়ের জ্বালায় সাদা মিয়া ভ্যাদা মিয়া হয়ে গেছে। শেষে পুকুরের ওপাড়ে গিয়ে সে বীরপুরুষ হলো। হাঃ হাঃ হাঃ।

ধন্যবাদ প্রামানিক ভাই।

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:৩২

প্রামানিক বলেছেন: জ্বি ভাই, এরকম দজ্জাল বউ বাংলাদেশে অভাব নাই। ধন্যবাদ হেনা ভাই।

৮| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৪

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৫

প্রামানিক বলেছেন: আপনার কাছে মোটামুটি ভালো লাগলেও আমি খুশি।

৯| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: মজার ছড়া ।

সুন্দর হয়েছে ভাই।

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:০১

এস. এম. কামরুল আহসান বলেছেন: এটাও বেশ লেগেছে। সুন্দর ছড়ার জন্য শুভেচ্ছা।

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কামরুল আহসান। ছড়া ভালো লাগায় শুভেচ্ছা রইল।

১১| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৪

ঢাকাবাসী বলেছেন: ভালই লাগল।

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: গুড

০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা রইল।

১৩| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৪৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন:

খুব ভালো লাগলো আপনার কবিতা। ভালো থাকুন আর লিখে চলুন সতত।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৪৫

চিন্তিত নিরন্তর বলেছেন: আলো ব্লগে পড়েছি কিনা মনে নেই। তবে আপনি অনন্য। ব্লগে এমন লেখা আসেনা বললেই চলে

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম।

১৫| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৫৫

হাসান মাহবুব বলেছেন: জোস্!

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব।

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১:৫৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: অনেক দিন পরে এলাম আপনার ব্লগে। ভালোই লেগেছে ছড়াটা।

এখন কেমন আছেন?

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেকটা সুস্থ্। শুভেচ্ছা রইল।

১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:২২

ইকরাম উল হক বলেছেন:



রাগী বউ রণমূর্তী ঝাড়ু নিয়ে এলো তেড়ে
‘ভাত যদি নাই খাবে কেন বললে দিতে বেড়ে’?



এতো দারুন মিলান কেমনে !!! আশ্চৰ্য !!!!
ইউ আর গ্রেট ।


রিয়েলি গ্রেট

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইল।

১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো । ++

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।

২০| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: এমন বউ কপালে থাকলে কর্ম সারা!

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০২

প্রামানিক বলেছেন: তারপরেও অনেকের কপালে জুটেছে। ধন্যবাদ

২১| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৪

ভ্রমরের ডানা বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাই!

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

শায়মা বলেছেন: সাদামিয়ারে পেলে আমিও আরেকটা হাড়ি মাথায় ভাঙ্গতাম! ভীতুর ডিম একটা! X((

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: ভীতুদের কপালেই এরকম বউ জুটে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২৩| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৯

সিগনেচার নসিব বলেছেন: দজ্জাল বউ কপালে থাকলে
করণের কিছুই নেই দাদা
কবিতায় ভাল লাগা

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৫

প্রামানিক বলেছেন: একদম সত্য কথা। একবার কপালে জুটে গেলে করার কিছু থাকে না। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.