নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
চলছে ভেলা
মাররে ঠেলা
আষাঢ় মাসের জলে
ডুব ডুবাডুব
সবাই রে চুপ
পড়লে পানির তলে।
পাতি হাঁসে
ঢেউয়ে ভাসে
টাস টাস করে কাশে
কানা বকে
কুঁজো ত্বকে
খইলসা পুঁটি নাশে।
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ মামা, স্কুল জীবনে কত যে ভেলা উল্টে পড়ে গিয়েছি সেই কথা মনে করে দিলেন।
২| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন: চলছে ভেলা
মাররে ঠেলা
আষাঢ় মাসের জলে
ডুব ডুবাডুব
সবাই রে চুপ
পড়লে পানির তলে।
ছড়া সুন্দর হয়েছে, ভাই
ভালো থাকুন।
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৪
খোলা মনের কথা বলেছেন: অসাধারণ ছড়া ভাই। সব মিলে +++
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০১
সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: সামু ব্লগে আমার তিন জন সবচেয়ে প্রিয়ও শ্রদ্ধাভাজন ব্লগার আছে, তাদের মধ্যে আপনি হলেন থ্রি-অফ থ্রি (রাগ করবেন না কিন্তু)। এই তিনজনের যে কোন লেখা বা ব্লগ একদিকে যেমন আনন্দের খোরাক জোগায়, অন্যদিকে অনেক কিছু শিখতেও পারি। আপনার এই ছোট্ট ছড়াটিও দারুন হয়েছে ! চমতকার ভাবে আমাদের হারানো শৈশব ফিরিয়ে এনেছেন। পোষ্টে প্লাস। ও হ্যাঁ, নাম্বার ওয়ান আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম, নাম্বার টু কামাল ভাই মানে সাদা মনের মানুষ।
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৭
প্রামানিক বলেছেন: আপনার পছন্দের তারিফ করতে হয়।, আপনার পছন্দের তিনজন মানে একজন রম্য লেখক আবু হেনা ভাই, একজন ছবির মাষ্টার কামাল উদ্দিন, আরেকজন ছড়াকার অর্থাৎ আমি, আমরা তিনজনই খুব কাছের লোক এবং ঘনিষ্ঠ বন্ধু। যদিও আমাদের তিনজনের বাড়ি তিন জেলায় তারপরেও আমাদের মাঝে প্রতি সপ্তাহেই টেলিফোনে যোগাযোগ হয়। এমন পছন্দের কারণে আমাদের তিনজনের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৫| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৫
জুন বলেছেন: হাসের কাশি বলেন কি প্রামানিক ভাই সারাদিন পানিতে থাকা প্রানী।
খুবই মজার কবিতা।
+
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪২
প্রামানিক বলেছেন: আগে আমরা বানের জলে কিছুক্ষণ ডুবলেই বাবা মা লাঠি নিয়ে দৌড়ানি দিত কাশি হবে বলে, আমরা এক ঘন্টা পানিতে ডুবলেই যদি কাশি হয় তাহলে হাসেরা সারাদিন পানিতে থাকে ওদের হবে না কেন? ধন্যবাদ জুন আপা, রসালো মন্তব্য করার জন্য আবারো ধন্যবাদ।
৬| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১০
মেহেদী রবিন বলেছেন: ভাইয়া, গ্রামের বাড়িতে কাতানো বছরটার কথা মনে পড়ে গেলো। ভালো লাগলো। নিজের হাতে কত ছোট ছোট ভেলা বানিয়েছিলাম, !
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৩
প্রামানিক বলেছেন: বহুদিন ভেলায় চড়ি না, এইবার গ্রামে গিয়ে ভেলায় চড়েছি। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য করার জন্য।
৭| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৫
নিউ সিস্টেম বলেছেন: ভালো লাগল ছড়া ।
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৮| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৪
সুমন কর বলেছেন: ভিন্ন রকম, ভালো লাগল।
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৯| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ। +
অনেক ছোট থাকতে গ্রামকে দেখেছি। বড়দার বানানো ভেলাই ছিল বর্ষাকালের এডভেঞ্চার।
১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১২
প্রামানিক বলেছেন: বর্ষাকালে ভেলায় চড়ার মজাই আলাদা।
১০| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১২
অয়ন নাজমুল বলেছেন: এক কথায় মানে ক্যামনে কি!!! হ্যাটস অফ ম্যান... ইউ আর আ লিজেন্ড ব্রো। ইউ আর দা গ্রেটেস্ট ছড়াকার অফ দা টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ম্যান! সিম্পল কয়টা শব্দ আর লাইন দিয়া আষাঢ় মাসটারে পুরা ধুইয়া দিছেন... তার মধ্যে পাঁতি হাস, খলসে, পুঁটি... উফ অস্থির! ক্যামনে পারেন ম্যান?? এরকম আরো চাই... রক অন ব্রো।
১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুব খুশি হলাম। আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।
১১| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৫
নীলপরি বলেছেন: ভালো লাগলো খুব ।
১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১২| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫০
শুভ্র বিকেল বলেছেন: দারুণ ছড়া তবে হাতি সমাচারের ছড়া আশা করেছিলাম প্রামানিক ভাই।
১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৭
প্রামানিক বলেছেন: হাতি নিয়ে খুব চিন্তায় আছি। এক দেশের হাতি আরেক দেশে এসে মারা গেল। হাতির আপডেট নিউজ সব সময় পেয়েছি কিন্তু আরেকজন যে হাতির লাথি খেয়ে ময়মনসিংহ মেডিকেলে আছে তার আপডেট তো পাই না। তারপরেও চেষ্টা করবো ছড়া দেয়ার জন্য।
১৩| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫২
কামরুন নাহার বীথি বলেছেন: প্রামানিক ভাই, এক কথায় দারুন লিখেছেন।
কামাল ভাই কই গেলেন, কানা বগীর ছবি চাই!!!!
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৫
প্রামানিক বলেছেন: আমিও তো কামাল ভাইকে খুঁজতেছি। ধন্যবাদ
১৪| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৫
টাইম টিউনার বলেছেন: অনেক দারুণ লিখছেন দাদা। +++++++++++
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্যর জন্য আন্তরিক শুভ্চেছা রইল।
১৫| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৭
পুলক ঢালী বলেছেন: বাল্যকাল মনে করিয়ে দেওয়া ছড়া দারুন লাগলো মাছের মায়ের পুত্রশোকের মত হাঁসের কাশিটা দারুন হয়েছে।
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পুলক ঢালী। আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৬| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৬
সাইফুল১৩৪০৫ বলেছেন: ভেলায় উঠে ঠেলা মারার আগেই ভেলা উল্টে/লগি কাদায় ডেবে পানিতে পড়ে গিয়ে প্যান্টটা ভিজিয়ে আসতাম কত?
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৯
প্রামানিক বলেছেন: হে হে হে আপনি দেখি ছোট বেলার পুরো কাহিনী তুলে ধরেছেন। ধন্যবাদ
১৭| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩১
পুলহ বলেছেন: পাতি হাঁসে
ঢেউয়ে ভাসে
টাস টাস করে কাশে
কানা বকে
কুঁজো ত্বকে
খইলসা পুঁটি নাশে- এপিক !! খুবই আনন্দ পেলাম।
শুভকামনা ভাই
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৮| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৯
চিন্তিত নিরন্তর বলেছেন: ওরে বাবা
এ কি ছন্দ
এ যে
সত্যেন্দ্রনাথের গন্ধ!
১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।
১৯| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ছোট্ট কিন্তু সুন্দর!
১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২০| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৪
ঢাকাবাসী বলেছেন: দারুণ সুন্দর।
১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।
২১| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২০
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪১
আলোকিত-পৃথিবীর-সন্ধানে বলেছেন: অসাধারণ অসাধারণ হয়েছে মামা।
পাট কাটতে গিয়ে কত ঠেলা মারলাম।
কানা বকেরও ভালই বাহার ছিল