নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ছার পোকা

১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৫


শহীদুল ইসলাম প্রামানিক

ছার পোকা
নয় বোকা
নয় সে তো জানোয়ার,
মুখ শক্ত
খায় রক্ত
নাস্তানাবুদ আনোয়ার।

যত মারে
তত বাড়ে
কিছুতেই যে কমেনা
ফাঁদ কিনে
মেডিসিনে
কোন ভাবেই দমেনা।

অবশেষে
দাদা এসে
রৌদ্রমাখা ফাগুনে
গরম চুলো
কাঁথাগুলো
পুড়িয়ে দিল আগুনে।

দাদী এসে
উগ্র বেশে
বলে একি করলে?
বলে দাদা
নয় কাঁদা
ছার পোকা তো মরলে।

মন্তব্য ৭২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২০

কামরুন নাহার বীথি বলেছেন: প্রথমেই শুভেচ্ছা!!

১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কামরুন নাহার আপা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২২

আহলান বলেছেন: আহ আহ আহ ...! :D

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা। এদেশে ছাড়পোকা এখন আছে কি?

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :D
:D
:D

ছারপোকা
নয় বোকা
জাতে মাতাল তালে ঠিক,
মুখ শক্ত
খায় রক্ত
নাস্তানাবুদ প্রামানিক।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২২

প্রামানিক বলেছেন: হা হা হা গিয়াস ভাই মন্দ লেখেন নাই। ধন্যবাদ

৫| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: ছাড়পোকা, ছাড়পোকা
সকাল বিকাল মারে ঠেলা
ব্যচেলর বলে আছি রে ভাই জ্বালায়।। =p~ :P


ছাড়পোকা কে জীবন সেচ্ছায় রক্তদান করেছি অনেক ।!!! B-) ;)

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৭

প্রামানিক বলেছেন: মন্দ বলেন নাই, এদেরকে সবাই রক্ত দান করে

৬| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

টাইম টিউনার বলেছেন: চমৎকার । লাগলো।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৭| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক দিন পরে, আপনার কল্যাণে ছারপোকার নাম শুনলাম।
ছারপোকার নামতো ভুলেই গেছি!!!
ছারপোকা দেখতাম সিনেমাহল -এ আর ট্রেনের সীট -এ।
এখন সিনেমাহল -এও যাওয়া হয় না, ট্রেনেও চড়া হয় না।

অনেক অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই!!!!!

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৯

প্রামানিক বলেছেন: হে হে হে মন্দ বলেন নাই, আগে বাস ট্রেনে গেলে ছার পোকায় কামড়াতো। এখন অনেক দিন হলো ট্রেনে চড়ি না ছার পোকায়ও কামড়ায় না। সুন্দর স্মৃতিচারণ তুলে ধরেছেন।

৮| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভীষণ যন্ত্রণা করে এগুলো! দাদার মত কাঁথা-বালিশ পুড়িয়ে ফেলতে ইচ্ছে করে মাঝেমধ্যে!

ছড়া ভালো লেগেছে!

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫০

প্রামানিক বলেছেন: একবার নাকি ছার পোকা শুরু হলে আর ছাড়তে চায় না। তখন অনেকেই কাঁথা বালিশ পুড়িয়ে ফেলে।

৯| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বাংলাদেশের রাজধানী ঢাকা আর ছারপোকার রাজধানী চট্টগ্রাম। চট্টগ্রামে প্রচুর ছারপোকা ভাই।

১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

প্রামানিক বলেছেন: বলেন কি চট্টগ্রামে এত ছারপোকা! ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১০| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হায়রে ছারপোকা, সহজে ছাড়ে না। তবে অতিরিক্ত তাপ এদের চিরশত্রু, তাই দাদা আগুনে পুড়িয়েছিলেন সব। :)

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: কথা মন্দ বলেন নাই, আগুন ছাড়া এদের দম করা যায় না। ধন্যবাদ

১১| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৩

মেহেদী রবিন বলেছেন: আপনার ছড়া গুলো চমৎকার

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৭

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,



গিয়াস লিটন লিখেছেন জব্বর - হাঃ......হাঃ.......

আর দাদাকে পাঠিয়ে দিন সাইফুল্লাহ শামীমের চট্টগ্রামে, জ্বালিয়ে দিয়ে আসুক

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৬

প্রামানিক বলেছেন: ছার পোকার জ্বালারে ভাই যেখানে হয় সেখানেই সে নাস্তানাবুদ। ধন্যবাদ

১৩| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। মাথার যন্ত্রণায় মাথা কেটে ফেলার মতো। ছড়া পড়ে মজা পেলাম।

ধন্যবাদ প্রামানিক ভাই।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, এ ভাবে না মারলে ছার পোকা বাড়ি ছাড়তেছিল না তাই দাদার জ্বালাও পোড়াও ঘটনা।

১৪| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বরাবরের মত দারুন না হলেও ভালোই লাগল। ভালো টাইমপাস।

শুভেচ্ছা প্রামানিক দা।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫২

ডঃ এম এ আলী বলেছেন: চমৎকার ছড়া ।
খুব ভাল লাগল ।
শুভেচ্ছা রইল ।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০০

ফয়েজ উল্লাহ্‌ রবি বলেছেন: দারুণ!!

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আসলেই ছারপোকা দমেনা। ভালো লাগলো

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন। মন্তব্য করার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৫

সাহসী সন্তান বলেছেন: ছড়া পইড়া তো আমি ছারপোকার ভয়ে ভিতু হইয়া পড়লাম প্রামানিক ভাই! আমার এখন কি হবে? ;)

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৫

প্রামানিক বলেছেন: আশে পাশে যাদের ঘরে ছারপোকা আছে তাদের সাথে যোগাযোগ করেন। সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ

১৯| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: পড়ুন।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

২০| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: এটাও পড়ুন।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

২১| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৫

চিন্তিত নিরন্তর বলেছেন: হি হি, একবার এই যন্ত্রনায় পড়েছিলাম।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৬

প্রামানিক বলেছেন: পরে উদ্ধার পাইছেন কেমনে?

২২| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৯

চিন্তিত নিরন্তর বলেছেন: সারা রাত আব্বা আম্মা মশারির কোনায় কোনায় ছারপোকা মারতো।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৯

প্রামানিক বলেছেন: মেরে শেষ করা যায় না। পরদিন আবার মশারির কোনা ভরে যায়। এরকম ভুক্তভুগি অনেক পেয়েছি।

২৩| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৯

সিগনেচার নসিব বলেছেন: পড়ে গেলাম দাদা

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা রইল।

২৪| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৭

সুমন কর বলেছেন: মজার !

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হা হা।
বেশ হয়েছে।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা রেখে গেলাম

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৩

প্রামানিক বলেছেন: মন্তব্য করার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

২৭| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: আমরা কুয়েত প্রবাসীরা জানি এর মাহাত্ব!!

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৩

প্রামানিক বলেছেন: শুধু কুয়েত কেন ভাই, ঢাকায় কি কম আছে। ধন্যবাদ

২৮| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৩:১৯

শুভ্র বিকেল বলেছেন: বেশ সুন্দর ছড়া। ছারপোকা যেখানে থাকে অতিষ্ঠ করে ছাড়ে।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ঠিকই বলেছেন। ছার পোকা জোঁকের চেয়েও খারাপ।

২৯| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২২

হাসান মাহবুব বলেছেন: ছার্পোকাকে জীবনে এই প্রথম দেখলাম।

১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৪

প্রামানিক বলেছেন: আপনি ছারপোকা দেখেন নাই আপনার জীবন ধন্য।

৩০| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৮

যমুনার চোরাবালি বলেছেন:


প্রামানিক ভাই, লিখাটি পড়ে খুবই মজা পেয়েছি... যাই হোক না কেন ছাড়পোকাতো মরলো...

@ হাসান ভাই,
বলেন কি আপনি! সারা বিশ্ব দাপিয়ে বেড়ানো এই কীটটাকে আপনি আজই প্রথম দেখলেন!... যাক তবুও দেখেছেন অবশেষে... আপনি কোথাও বসে আছেন বা শোয়ে আছেন আড় আপনি খেয়াল করলেন যে আপনার গায়ের কোথাও চুলকাচ্চ্ছে এবং কিছুটা ফুলেও উঠেছে অথচ সেখানে কোন মশাও নেই আবার পিপড়াও নেই... বুঝে নেবেন সেটা ছারপোকারই কাজ... হাহ হাহ হাহ... বর্তমানে ছাড়পোকার কামড় খুব ভালোভাবে উপভোগ করতে চাইলে কিছু নরমাল হোটেলে এক/দু রাতের জন্য অবস্থান করতে হবে বা লোকাল ট্রেনের চেয়ার গুলোতে মোটামোটি টাইপের একটা জার্নি করলেই হবে... আশাকরি সামনে ছারপোকার সাদা অথবা কালো দিক নিয়ে কোন গল্প লিখে ফেলবেন...

প্রামানিক ভাইয়ের জন্য
শুভকামনা...

১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৬

প্রামানিক বলেছেন: হা হা হা যা বলেছেন মন্দ না। ধন্যবাদ

৩১| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩১

রানা আমান বলেছেন: চমৎকার হয়েছে ।

১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা রইল।

৩২| ১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৪

গেম চেঞ্জার বলেছেন: মজাই মজা দারুণ মজা ছড়ার মজা !:#P

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্জার ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৩| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

ফারহানা তাবাসসুম বলেছেন: দারুণ

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৪| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

জুন বলেছেন: শহর থেকে অনেক দূরে এক বাসায় তিন দিনের জন্য বেড়াতে গিয়ে অভিজ্ঞতা লাভ করেছিলাম এই ছারপোকার। আমি ওই বাসার বাসিন্দা যে আপার সাথে রাতে ঘুমিয়েছিলাম সে গভীর ঘুমে অচেতন। আর আমি মশারির ভেতর সার সার পোকা দেখে আতংকিত। তাদের কামড়ে আমার সারা শরীর ফুলে উঠেছে, প্রানপনে চুলকিয়ে যাচ্ছি। আমাকে বসে থাকতে দেখে উনি ঘুম জড়িত কন্ঠে বললেন "ও কিছু না ভাবী এগুলা ছারপোকা "। :-&
কবিতা ভালো লাগলো কিন্ত ছবি দেখে সেই আতংক ফিরে আসলো প্রামানিক ভাই :|

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: কি বলেন জুন আপা, আপনিও ছারপোকার কামড় খেয়েছেন! দারুণ তো!

৩৫| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৩

এডওয়ার্ড মায়া বলেছেন: প্রামানিক দা অনেক দিন পর আপনার ছড়া পড়লাম ।
বরাবরের মত ভাল লেখা ।

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দাদা। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৬| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৬

শামছুল ইসলাম বলেছেন: ছড়াটা খুবই ছন্দময় হয়েছে।

//ছার পোকা
নয় বোকা
নয় সে তো জানোয়ার,
মুখ শক্ত
খায় রক্ত
নাস্তানাবুদ আনোয়ার।//


১ম লাইনে ২টা শব্দ, ২য় লাইনে ২টা শব্দ, ৩য় লাইনে ৪টা শব্দ।
৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ লাইনে ১ম, ২য় ও ৩য় লাইনের প্রতিফলন।

ছন্দ ,,, ছন্দ
একটি অনুপম ছন্দময় কবিতা।

ভাল থাকুন। সবসময়।

১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার এরকম বিশ্লেষণমূলক মন্তব্য পেয়ে খুবই খুশি হলাম। আন্তরিক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.