নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবাহাদুর নাই

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৪


শহীদুল ইসলাম প্রামানিক

ভারতবর্ষের বন্য হাতি
বাংলাদেশে এসে
অনাহার আর অনাদরে
মরল অবশেষে।

হাজার রকম চেষ্টা তদবির
বিফল হলো ভাই
এত কিছু করার পরও
হাতি বেঁচে নাই।

মিডিয়াগুলো হইহুল্লোড়ে
করল কত কিছু
হরহামেশা ক্যামেরা নিয়ে
ছিল তাহার পিছু।

ক্ষেত খামারের ক্ষতি করে
ঘুরল বাংলার গ্রাম
অন্য দেশের হাতি হলেও
বঙ্গবাহাদুর নাম।

কোন কারণে এ নাম হলো
প্রশ্ন আসে যখন
হাজার রকম যুক্তি দিয়ে
বুঝায় মোরে তখন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১০

মোস্তফা সোহেল বলেছেন: বন্যায় ক্ষতিগ্রস্তদের খবর নাই মিডিয়া আছে হাতি নিয়া

১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩২

প্রামানিক বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ

২| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৫

হাসান মাহবুব বলেছেন: অবলা জীবটারে ছাড়ান দেয়া যায় না ভাইজান? :-<

১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৩

প্রামানিক বলেছেন: ছাড়ান দিছি ভাই, এক জনের অনুরোধে লিখেছি।

৩| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২৩

শুভ্র বিকেল বলেছেন: হুম অনাদরেই মরছে অথবা আদরের পরিমান বেশি ছিল কেনন যতদিন হাতি ধরা যায় নি ততদিন ভাল ছিল। হাতি সমাচারের রিকোয়েস্ট ছিল, লিখছেন বলে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।

১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আসলে আপনার অনুরোধেই লেখা।

৪| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৯

হাসান ইমরান বলেছেন: কোন কারণে এ নাম হলো
প্রশ্ন আসে যখন
হাজার রকম যুক্তি দিয়ে
বুঝায় মোরে তখন

.............হাতি এসে আবারো প্রমাণ করলো...আমরা রবি ঠাকুরের সেই সাত কোটি বাঙ্গালি ।

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.