নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
আধ হাঁটু তার খোলামেলা
মুখে নেকাব পরা
গায়ের জামা টাইট ফিটিং
উগ্রতাতে ভরা।
তেড়ংবেড়ং দুলছে কোমর
যাচ্ছে বেতাল হেঁটে
হিল পরেছে উঁচু হয়েছে
তারপরেতেও বেঁটে।
উড়াল উড়াল ভাবটা যেন
রাস্তা করে মাৎ
পশ্চিমাদের সাথে তাহার
নাই কোন তফাৎ।
এসব দেখে বৃদ্ধ ক্ষেপে
জোর গলাতে কয়,
“এমন পোষাক কেমন করে
মুসলমানের হয়”?
(ছবি ইন্টারনেট)
(সেই দিন রাস্তা দিয়ে এক মেয়েকে হেঁটে যেতে দেখলাম। মুখে নেকাব পরা। পরনের পোষাকের সাথে মুখের নেকাব বেমানান লাগল। পশ্চিমা ধাচে আধ হাঁটু বের হয়ে আছে। গায়ের জামাও পশ্চিমা স্টাইলে। নেকাবের সাথে জামার মিল থাকা দরকার কিন্তু মেয়েটার জামা কাপড়ে সেই মিল ছিল না। আমার পাশেই একটি বৃদ্ধ দাঁড়ানো ছিল। মেয়েটিকে দেখে বৃদ্ধটি বলে উঠল, "এইডা কোন মুসলমানের পোষাক হইল"?)
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৭
প্রামানিক বলেছেন: আপনি ঠিকই ধরেছেন। বাস্তবে একটি মেয়ের নেকাব এবং তার পোষাক পরিচ্ছদ দেখে ছড়াটি মাথায় এসেছিল। আপনার অসস্থিকর শব্দটির কারণে ছড়ার কিছু কথা পরিবর্তন করে দিলাম।
২| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৪
তারেক ভূঁঞা বলেছেন: এমন পোষাক কেমন করে
মুসলমানের হয়”?
ভালোলাগা রেখে গেলাম।
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৫
মোটা ফ্রেমের চশমা বলেছেন: বাস্তব তুলে ধরেছেন দারুন ভাবে! অসাধারন প্রামানিক দা। আগের ছড়াটি তেমন লাগেনি কিন্তু এটা দিয়ে আবার বাজিমাত করলেন।
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০২
সুমন কর বলেছেন: ছিঃ ছিঃ....এসব বলতে নেই !!!
ভালো হয়েছে।
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৯
প্রামানিক বলেছেন: আমিও বলতে চাইনি। তারপরেও কেন যেন মাথায় ছড়ার লাইনগুলো চলে এলো।
৫| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২২
চিন্তিত নিরন্তর বলেছেন: এমন বোরকা না পরলেই ভাল, ধর্ম নিয়ে ফ্যাশন ভালো না।
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৫
প্রামানিক বলেছেন: এখন বোরকার যে কত রকম স্টাইল বের হয়েছে সেটা রাস্তায় বেরোলেই বোঝা যায়।
৬| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৬
আহলান বলেছেন: চরম বাস্তবতা ...
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই
৭| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৬
সিগনেচার নসিব বলেছেন: দাদার চোখেই পড়তে হবে !!
সুন্দর ছড়া
ভাল থাকুন সব সময়।
১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৮| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৪
সচেতনহ্যাপী বলেছেন: বাসতবতা অনেকক্ষেত্রেই এমনই।। তবে সবক্ষেত্রে না।।
১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১৯
প্রামানিক বলেছেন: কিছু তো ব্যাতিক্রম থাকবেই। ধন্যবাদ
৯| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৩৫
মহা সমন্বয় বলেছেন: আসলে বোরখা বিবর্তন হতে হতে পাংকু নেকাবে রুপান্তর হচ্ছে। কি আর করা প্রামানিক ভাই সবই হচ্ছে বিবর্তনের ধারা। কোন কিছুই বিবর্তনের আওতা বহির্ভূত নয়।
১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২০
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন বিবর্তন হতে হতে সব কিছুই এক সময় মূল রুপ হারিয়ে ফেলে। ধন্যবাদ
১০| ১৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৬
শুভ্র বিকেল বলেছেন: আমার প্রায়ই দেখা হয় এমন মেয়েদের। আমার ফ্রেন্ডের স্ত্রী খৃষ্টান, ওনি প্রায়ই এই বিষয়টি প্রশ্ন তোলেন। বলেন, যদি টাইট ফিট কাপড়ই পড়বে তবে হিজাবের কি দরকার? প্রায়ই এমন প্রশ্ন করে আটকে দেয় যার উত্তর দেয়া বেশ দুষ্কর।
১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২১
প্রামানিক বলেছেন: আমার পাশের বৃদ্ধেরও এরকম প্রশ্নই ছিল। ধন্যবাদ
১১| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৬
হাসান মাহবুব বলেছেন: ছড়ার আদি রূপটা পৈর্তামচাই।
১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৪
প্রামানিক বলেছেন: ওইটা এখন মনে নাই।
১২| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৬
সামিয়া বলেছেন: হাহা এইটা জোস হইছে, ওদের নেকাব দেখে জঙ্গিরা ছেড়ে দেবে, আর বাকীরা পুরা বডি ঢেকে রেখেও নেকাব না পড়লে জবাই করবে, গাধা জঙ্গি।
১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৬
প্রামানিক বলেছেন: কথা মন্দ বলেন নাই। ধন্যবাদ
১৩| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৭
ইফতি সৌরভ বলেছেন: AWESOME হয়ছে! !!!
খুব ইচ্ছা ছিল বেবাক 'পাংকু নেকাবী'দের tag করার মাগার সমস্যা হল, আমার এ রকম পরিচিত কেউ নাই
১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
১৪| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫০
রূপক বিধৌত সাধু বলেছেন: বোরখা এখন ফ্যাশনে পরিণত হয়েছে!
১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৩
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ
১৫| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২১
মোস্তফা সোহেল বলেছেন: কিচ্ছু বলার নাই।
ছড়ায় ছড়ায় বাস্তব কথায় তুলে ধরেছেন।
১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৬| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৮
ফারহানা তাবাসসুম বলেছেন: হিজাব এখন ফ্যাশন হয়ে গিয়েছে.. কি আর করার!!!
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৭
প্রামানিক বলেছেন: হিজাব ফ্যাসান ঠিক আছে তবে বেমানান হলেই সমস্যা।
১৭| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৮
কাবিল বলেছেন: এরা ফ্যাশন ছাড়তে চাইনা, আবার মুসলিমও হতে চায়।
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৮
প্রামানিক বলেছেন: সুন্দর কথাই বলেছেন। ধন্যবাদ
১৮| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৫
টাইম টিউনার বলেছেন: অভিভূত ভাই আপনার লেখায় । এত্ত সুন্দর করে কি করে সত্য গুলা তুলে আনলেন । আপনার কবি প্রতিভা কে আমার তরফ থেকে একটা স্যালুট ।
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।
১৯| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৮
গেম চেঞ্জার বলেছেন: ব্যাপারটা আপনি কোন দৃষ্টিভংগিতে দেখছেন সেটা হলো আসল!
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪২
প্রামানিক বলেছেন: নেকাবের ডিজাইনের উপর দৃষ্টিভংগি কাজ করে। নেকাব যদি শালীনতার মধ্যে থাকে তখন দৃষ্টিভংগি নরমাল থাকে, আবার নেকাব যদি অশালীন হয় তখন দৃষ্টিভংগি অন্যরকম হয়।
২০| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০২
খোলা মনের কথা বলেছেন: সময় উপযোগী ছড়া।
প্রতিবারের মত এবারো ছড়া সুন্দর হয়েছে। ধন্যবাদ প্রামানিক ভাই
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
২১| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৩
ফেরদৌসা রুহী বলেছেন: এটাই এখন করছে অনেকে। দেখতে বিশ্রি লাগে। হিজাব যখন করবে সাথে তো শালীন ড্রেস ও পড়তে হবে।
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৩
প্রামানিক বলেছেন: একদম ঠিক কথাই বলেছেন বোন।
২২| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১১
এস আই সুমন বলেছেন: অসাধারন ছিল।
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
২৩| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৭
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দারুণ হয়েছে প্রামাণিক ভাই।
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, সাইফুল্লাহ. শুভেচ্ছা রইল।
২৪| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২১
ফরিদ আহমাদ বলেছেন: ++++
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
২৫| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০২
ফয়েজ উল্লাহ্ রবি বলেছেন: দারুণ! ছড়া
সময়ের দাবী রাখে
বর্তমানে চার পাশে এই সব হচ্ছে।
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।
২৬| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছড়া ভালো হয়েছে। এমন হিজাব যারা করে তাদের অন্যরা তিরস্কার করা উচিত...
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৯
প্রামানিক বলেছেন: চমৎকার মন্তব্য। ধন্যবাদ
২৭| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২৭
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এই যে উনারা ঢং করিয়া রঙ দিয়া সঙ সাজিয়া মানুষের পবিত্র চিন্তাকে বিভ্রান্ত করছে তারা কি জানেনা তাদের কারনে আসল পবিত্রতার অসম্মান হচ্ছে।।।।১০০ তে ১১০ দিলাম। অনেক সত্য কথা।
১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন লিলিয়ান। পবিত্রতাকে বিকৃত করা উচিৎ না।
২৮| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪৭
সাগর মাঝি বলেছেন: বাস্তবতার সাথে ১০০-ভাগ মিল।
খুব ভালো লিখেছেন প্রামানিক দাদা।
১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছড়া বরাবরের মতই ভাল , বিষয় বস্তু একটু অসস্থিকর ।
শুভ কামনা প্রামানিক ভাই