নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল বিয়ে

১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৪


শহীদুল ইসলাম প্রামানিক

ডিজিটালের এই যুগে ভাই
টেলিফোনে বিয়ে
বিয়ের পরে দ্বন্দ লাগে
পাত্র-পাত্রী নিয়ে।

ডিজিটালে ছবি দেখে
পাত্রী নির্বাচন
বাস্তবে তা দেখার পরে
উল্টে যায়রে মন।

এডিট করা ছবির জন্য
সব সুন্দরী হয়
সামনা-সামনি দেখার পরে
সুন্দরী সে নয়।

এমন ঘটনা উল্টো হলে
পাত্রীও উল্টে যায়
ডিজিটালের জন্য এ ভুল
সবাই বুঝতে পায়।

ভাঙ্গছে তখন বিয়ের বাসর
ভাঙছে যে সংসার
ডিজিটালের বিয়েগুলো
টিকছে নাকো আর।

ছবি কিংবা ভিডিও দেখে
করলে নির্বাচন
কেউ হয়রে পাগল-ছাগল
কারো উগ্র মন।

বিয়ের পরে স্বাদ মিটে যায়
তালাক তখন চায়
কেউবা আবার এমন হওয়ায়
বেঁচেও অক্কা যায়।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০১

খোলা মনের কথা বলেছেন: প্রথম হয়েছি চা দেন!!!!

প্রতি বারের মত এবারও +++

১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৬

প্রামানিক বলেছেন: আপনার জন্য চা বরাদ্দ থাকল। আপনি যখন খুশি এসে খেয়ে যাবেন। ধন্যবাদ

২| ১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩২

চিন্তিত নিরন্তর বলেছেন: বিয়েটা আসলেই একটা জটিল বিষয় হয়ে যাচ্ছে।

ভালো একটা বিষয় তুলে ধরেছেন।

১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪০

প্রামানিক বলেছেন: টেলিফোনে বিয়ে নিয়ে অনেক সময় অনেক জটিল সমস্যার সৃষ্টি হচ্ছে। কারো বিয়ে টিকছে আবার কারো বিয়ে টিকছে না।

৩| ১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৬

প্রথমকথা বলেছেন: আপনার কবিতার বিষয় বস্তু সব সময় সুন্দর।খুব ভাল লিখেছেন।

১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন আপনার কথায় উৎসাহিত হলাম।

৪| ১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৭

সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার সময়োপযোগী বিষয় নিয়ে ছড়াটি হয়েছেও বেশ। রম্যলিখক, ফটোগ্রাফার আর ছড়াকার, এই ত্রি-রত্ন থাকলে অন্যকিছুর কি দরকার? চালিয়ে যান, আমরা মন ভরে পড়বো।

১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, এই তিনজনের একত্র হওয়ার জন্য ব্লগের অবদান। আপনাকেও এই ব্লগের কারণেই পেয়েছি। সবাই যেন এভাবেই বাকি জীবন কাটাতে পারি আল্লাহর কাছে সেই কামনা করি।

৫| ১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: এ ধরণের বিয়ে আমার কাছে বড্ড বিরক্তিকর মনে হয় ।

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

প্রামানিক বলেছেন: বিরক্তিকর হলেও বিদেশে যারা থাকে তারা এখনও টেলিফোনে বিয়ে করে থাকে। ধন্যবাদ

৬| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

সুমন কর বলেছেন: একবার টেলিফোনে বিয়ে দেখা বা শোনার দুর্ভাগ্য হয়েছিল কিন্তু সে বিয়ে টিকেনি।

ভালো লিখেছেন।

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। আপনার বাস্তব টেলিফোনে বিয়ের কাহিনী শুনে আমার কল্পনায় লেখা ছড়াটি পোক্ত হলো। শুভেচ্ছা রইল।

৭| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০১

মেহেদী রবিন বলেছেন: অন্য ছড়াগুলোর মতই সুন্দর। যদিও একটু করুণ তবু মজা লেগেছে বৈ কি !

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার ছড়া ভলো লেগেছে জেনে খুশি হলাম।

৮| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৩

দীপংকর চন্দ বলেছেন: ছন্দে মাখা গুরুত্বপূর্ণ কথামালা!

শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দীপংকর দা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আগে এরকম একটা ছড়া কি পড়েছি আপনার?

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০২

প্রামানিক বলেছেন: আপনার স্মরণশক্তির প্রশংসা করতে হয়। ধন্যবাদ

১০| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: এনালগ বিয়েই করতে পারলাম না আবার ডিজিটাল বিয়ে !!! B-) B-)

দারুন লিখেছেন ভাই।

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৪

প্রামানিক বলেছেন: হা হা হা মন্দ বলেন নাই, যারা এনালগের আওতার বাইরে থাকে তাদের জন্য ডিজিটাল বিয়ে।

১১| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৯

অরুনি মায়া অনু বলেছেন: হুম ডিজিটাল বিয়ে হোক আর এনালগ বিয়েই হোক পাত্র পাত্রির অন্তত একবার সরাসরি দেখা ও কথা হওয়া উচিত।

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৬

প্রামানিক বলেছেন: আপনি অসল কথা বলেছেন। সারা জীবনের জন্য বিয়ে একবার হয়, কাজেই বিয়ের আগে একবার হলেও অন্তত সরাসরি দেখা দরকার।

১২| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪১

ডঃ এম এ আলী বলেছেন: চমৎকার ছড়া প্রামানিক ভাই ।
শুভেচ্ছা জানাই ।

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রই ল।

১৩| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫৫

টাইম টিউনার বলেছেন: আরো একটি অসাধারণ ছড়া কাব্য । অসম্ভব ভালো লাগল।

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৪| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনি সমস্যা গুলো কে এতো সুন্দর ছন্দে ফেলে দিয়ে ছড়ার বাড়ি বানান। অসাধারন। আপনার বড় ভক্ত হলাম।

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

১৫| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৩

সুজন চন্দ্র পাল বলেছেন: এডিট করা ছবির জন্য
সব সুন্দরী হয়
সামনা-সামনি দেখার পরে
সুন্দরী কেউ নয়


এই চিন্তার বৃত্ত হতে বাহির হওয়া কি অসম্ভব।

সুন্দরীর সংগাটা আমার আজো জানা হল না , ভাই জানাবেন আশা করি।

২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩০

প্রামানিক বলেছেন: আপনার কাছে যাকে সুন্দরী মনে হয় অন্যের কাছে তাকে সুন্দরী নাও মনে হতে পারে। কাজেই এর সংজ্ঞা দেয়া কঠিন।

১৬| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৯

ঢাকাবাসী বলেছেন: শুধু 'সুন্দরী নয়' মানে পাত্রীর কথা বললেন কিন্তু পাত্রও যে কিম্ভুতকিমাকার কয়লাখনির জলহস্তী টাইপ হয় তো তখন? সব ছেলেই চায় তার বউ হোক সুচিত্রা সেনের মত আর সব মেয়েই চায় তার স্বামী হবে উত্তমকুমারের মত! যাবেন কৈ!

২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৮

প্রামানিক বলেছেন: এডিট করা ছবির জন্য
সব সুন্দরী হয়
সামনা-সামনি দেখার পরে
সুন্দরী সে নয়।

এমন ঘটনা উল্টো হলে
পাত্রীও উল্টে যায়
ডিজিটালের জন্য এ ভুল
সবাই বুঝতে পায়।

দারুণ কথা বলেছেন ভাই, সামনা সামনি দেখার পরে কারো চোখে কেউ ভালো না লাগলেই তো তখন ডিজিটাল বিয়ে ভাঙার পালা। ধন্যবাদ

১৭| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

কাছের-মানুষ বলেছেন: ডিজিটালের এই যুগে ভাই
টেলিফোনে বিয়ে
বিয়ের পরে দ্বন্দ লাগে
পাত্র-পাত্রী নিয়ে।

অনেক সুন্দর, মজার ছড়া । ভাল লাগা রইল ।

২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

১৮| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৮

শামছুল ইসলাম বলেছেন: ডিজিটাল বিয়ে নিয়ে মজার ছড়া।

ভাল থাকুন।সবসময়।

২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.