নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মস্তান বাড়ী

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৩


শহীদুল ইসলাম প্রামানিক

আট ছেলে সাত মেয়ে
পাশান আলি তালুকদার
আত্মীয় স্বজনে ভরা
ভাল্লুক চরে মল্লুক তার।

তিন ছেলে মদখোর
চার ছেলে মস্তান
এক ছেলে হাবাগোবা
এই নিয়ে পস্তান।

বড় জামাই নেশাখোর
সময় কাটে মদ গিলে
বাকিগুলোও গাঁজাখোর
নেশা করে সবে মিলে।

চোর-গুন্ডা-মওলানা
সব পদেই আছে তারা
অত্যাচারের যাঁতাকলে
সব মানুষ দিশে হারা।

বিচার সালিশ যত আছে
সব কিছু তারা করে
নিজেরাই চুরি করে
অন্যকে দেয় ধরে।

গাড়ি-বাড়ি-নারী দখল
আরো দখল ফুটপাত
পরের টাকায় কিনে খায়
মাছ-মাংস দুধভাত।

সুন্দরী নারী যদি
আসে কভু পাড়াতে
নির্ঘাত হয় তাকে
মান সম্মান হারাতে।

প্রতিমাসেই করে বিয়ে
ছেড়ে দেয় পরের মাসে
সদা তারা ব্যস্ত থাকে
অন্যের জীবন নাশে।

মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫২

বিলুনী বলেছেন: খুব ভাল লাগল ছড়া কবিতাটি
ধন্যবাদ ।

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

২| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৯

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২১

মেহেদী রবিন বলেছেন: অসাধারণ ছড়া

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৫

সাহসী সন্তান বলেছেন: পাশান আলি সহ তার সব পোলা আর জামাইগোরে ক্রস ফায়ারে ফেলানোটা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র! ছড়া হেব্বি সুন্দর হইছে প্রামানিক ভাই! বেশ মজা পাইলাম!

শুভ কামনা জানবেন!

অফটপিকঃ আমি আজ বেশ কয়েকটা পোস্টে 'দ্যা ফয়েজ ভাই' কর্তৃক ঐ একটাই মন্তব্য প্রকাশ করতে দেখলাম। সবার ব্যাপারেই ওনার এই ধারনাটা হচ্ছে কেন বুঝতাছি না? এটাকি ইনসল্ট না ফান সেটা জানাটাও একটা ব্যাপার! একটা কবিতা লিখতে গেলে কবিকে যে কতটা সাধনা করতে হয় সেটা একমাত্র কবিই ভাল জানে! সেখানে ঐ ধরনের ক্রিটিসাইজ মূলক মন্তব্যটা আসলেই খুব খারাপ!

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: এরকম কিছু নিক আছে যারা সবসময় অন্য ব্লগারদের আপত্তিমূলক মন্তব্য করে থাকে। এদেরকে ইনসাল্ট করলে দেখা যায় আরো নিক মিলে উল্টাপাল্টা মন্তব্য করা শুরু করে। এটা মডারেটর ছাড়া তো বন্ধ করার উপায় নাই।

৫| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩১

চিন্তিত নিরন্তর বলেছেন: সত্য হল, এরাই সমাজপতি হচ্ছে।

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

৬| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রামানিক ভাই , ছড়া সুন্দর হইছে ! তাদের পরিনতি নিয়ে চার লাইন লিখতেন ?

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০০

প্রামানিক বলেছেন: তাদের পরিনতি আগে চোখে পড়তো এখন চোখে পড়ে না। এখন মনে হয় সমাজে বড় হতে হলে মস্তানী করাটাই আসল।

৭| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১২

সাহসী সন্তান বলেছেন: হুম আপনি খারাপ বলেন নাই, তবে ওদেরকে হটানোর জন্য পদ্ধতীও জানা আছে! আমি অনেকের পোস্টেই ব্যাপারটা দেখছি কিন্তু চুপ করে ছিলাম। ভাবছিলাম হয়তো ফান করতেছে! তবে আপনার পোস্টেও যখন শুরু করলো তখন মেজাজ ঠিক রাখতে পারি নাই!

প্রামানিক ভাই সামুর অন্যতম জনপ্রিয় একজন ব্লগার, এবং সেই সাথে আমার প্রিয় একজন ব্যক্তিত্বও! বয়জ্যোষ্ঠ কারো সাথে হয়তো পোস্ট সংক্রান্ত বিষয়ে মজা করা মানায়, কিন্তু ফাইজলামিটা মেনে নেওয়া যায় না! আশাকরি @ দ্যা ফয়েজ ভাই এ ব্যাপারে সতর্ক হবেন!

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, এরকম কিছু নিক আছে যারা মানসম্মান বোঝে না। এই তো কিছুদিন আগে এক ছেলে হুট করে এক মন্তব্য করে বসল, যখন চ্যালেঞ্জ করে বসলাম তখন মাফ চাইলো। এরা না বুঝেই অনেক সময় এরকম কান্ড করে থাকে আবার অনেকে ইচ্ছা করে বা ঈর্ষান্বিত হয়েও এরকম করে। তবে আপনার প্রতিবাদী মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৮| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৭

ডঃ এম এ আলী বলেছেন: বরাবরের মত অসাধারণ একটি ছড়া কবিতা ।
সমাজের একটি অংশের চরিত্র মুর্ত হয়েছে ছড়ায় ।
ভাল লাগল । শুভেচ্ছা রইল ।

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৬

টাইম টিউনার বলেছেন: ছড়ায় ছড়ায় আঁকলেন দেশ।
লিখছেন দারুণ লাগলো বেশ।

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, চমৎকার ছন্দ মন্তব্য। আন্তরিক শুভেচ্ছা রইল।

১০| ২০ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: আমাদের সমাজের নেতৃত্বে এরাই।। আমরাই শুধু ছাগলের তিন নম্বর বাচ্চার মত লাফালাফি করছি।।

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৭

প্রামানিক বলেছেন: একদম ঠিক কথা বলেছেন। সমাজ এখন এদের হাতে জিম্মি। শুভেচ্ছা রইল।

১১| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: ভাল্লুক চরটা কই প্রামানিক ভাই?

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৮

প্রামানিক বলেছেন: এটা ছড়া রাজ্যের একটি চর।

১২| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনার মাথায় এতো বুদ্ধি আসে কিভাবে ভেবে ভেবে আমি হয়রান /:)

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৯

প্রামানিক বলেছেন: হে হে হে যা কইছেন মন্দ না।

১৩| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন:

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪০

প্রামানিক বলেছেন: হা হা হা বেসম্ভাব মজার ছবি। ধন্যবাদ

১৪| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৩

সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: "আত্মীয় স্বজনে ভরা ভাল্লুক চরে মুল্লুক তার" অসাধারণ লিখেছেন জনাব! কিন্তু ত্রি-রত্নের একরত্নের অনুপস্থিতির কারণে ১০০% জমেনি বলে মনে হচ্ছে আমার কাছে।

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩১

প্রামানিক বলেছেন: সংসার জীবনে সবাই ব্যস্ত যে কারণে অনেক সময় তিনজন একত্রে হওয়া সম্ভব হয় না। আবার কাকতলীয়ভাবে একত্রে হয়ে যাই। তবে প্রথম আলো ব্লগে আমাদের প্রতি শুক্রবারে একটা আড্ডা ছিল সেই আড্ডায় সবাই আমরা যোগ দিতাম। সামুতে সে ধরনের কোন আড্ডা না থাকায় একত্রে হতে পারছি না।

১৫| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৭

অনিন্দ্য অবনী বলেছেন: ভালোলাগা রইল....

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৬| ২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২০

এস আই সুমন বলেছেন: সব মিলে দারুন ছিল।

২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৭| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মস্তান আলী না অইটা বেদ্দপ আলী!!!

২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

প্রামানিক বলেছেন: বেদ্দপরাই মস্তান হয়। ধন্যবাদ

১৮| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছেলে আর জামাইরা মাশাল্লাহ পাশান আলীর নাম রাখবে। হাঃ হাঃ হাঃ।

ধন্যবাদ প্রামানিক ভাই।

২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, ভালও নাম মন্দও নাম।

১৯| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: অনন্য! অসাধারণ! খুব খুব ভালো লাগলো আপনার এই ছড়াটাও।
আপনার সুন্দর ভাবনা আর শক্তিশালী লিখনি হিরন্ময় হয়ে থাকুক এই শুভ কামনা রইলো। ভালো থাকুন।
**আজ বিকেলে মোবাইলে ব্রাউজিং এর সময় দেখেছি কিন্তু কমেন্ট করতে পারিনি। মোবাইলে কেন জানি লগ ইন এরর দেখায়। আইপি গোলমাল বোধহয়।

২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মোবাইলে অনেক সময়ই এরকম গন্ডগোল হয়। শুভেৃচ্ছা রইল।

২০| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৭

মোঃ খুরশীদ আলম বলেছেন: আশেপাশে কিন্তু ভাল লোকও আছে। এতটা হতাশ হওয়া ঠিক নয়।

২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

প্রামানিক বলেছেন: ভালো লোকেরা তাদের অত্যাচারে অতিষ্ঠ বলেই তো এমন লেখা। ধন্যবাদ

২১| ২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

নীলপরি বলেছেন: অসাধরণ বাড়ি আর অসাধরণ কবিতা । ভালো লাগলো । :)

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচছা রইল।

২২| ২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:১৪

শুভ্র বিকেল বলেছেন: দেশের বাস্তবতা। শুভেচ্ছা জানবেন।

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক অনেক শুভেচছা রইল।

২৩| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০৬

সোহানী বলেছেন: হায় হায় এইটা কি অবস্থা দেশের!!!!! X(( X((

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২০

প্রামানিক বলেছেন: এইটা কিছু না এর চেয়েও জঘন্য পরিবার আছে।

২৪| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৩

হাসান ইমরান বলেছেন: দারুণ একটা ইংগিত করলেন এইক'টা লাইন দিয়ে।

"তিন ছেলে মদখোর
চার ছেলে মস্তান
এক ছেলে হাবাগোবা
এই নিয়ে পস্তান""
ভালো লাগলো ।

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.