নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বানের জলে ভাসতে গিয়েছিলাম

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৬


ছোট ছেলেটি নৌকা নিয়ে বাড়ি যাচ্ছে।


ডিঙ্গি নৌকা মেরামত করা হচ্ছে।


বানের জলে শিশুদের ডুবাডুবি খেলা।


রাস্তায় যাতে বন্যার পানি না উঠে তার জন্য বস্তায় বালু ভরে বাঁধ দিয়েছে।


ছোট ডিঙি নৌকা।


মাছ ধরার জন্য রাস্তার মাথায় শুকনো জায়গায় জাল রেখে জায়গা দখল করে গেছে।


নৌকায় বসে চড়া রোদে গাছের ছায়ার নিচে বাতাস খাওয়ার মজাই আলাদা

মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৭

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার ছবি ব্লগ।

ভাল থাকুন। সবসময়।

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: বানের জল দেখা হল আপনার ছবি দেখে । B-) B-)

২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে খুশি হলাম।

৩| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: আমাকে সাথে নিলেন্না ক্যান?

২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

প্রামানিক বলেছেন: হে হে হে আমি মনে মনে ভাবছি বান শুকাইলেই আপনারে সাথে নিমু।

৪| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২২

জুন বলেছেন: বিখ্যাত কথা সাহিত্যিক প্রমথ নাথ বিশীর লেখা কেরী সাহেবের মুন্সীতে ফুলকি নামে একটি মেয়ে সন্ধ্যা বেলা গাইতে গাইতে যাচ্ছিল,
ভরা নদী ভয় করিনে, ভয় করি সই বানের জল।।
তেমনি বানের জল দেখা হলো আপনার ছবি ব্লগে প্রামানিক ভাই।
+

২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, অনেক দিন হলো বানের জলে সাঁতার কাটা হয় ন, এবারও হলো না। আমার ছোট ছেলেটার পানিতে নামার আগ্রহ দেখেই আমি ক্ষান্ত দিয়েছি। কারণ আমি সাঁতার জানলেও আমার ছেলেটা সাঁতার জানে না, তারোপর একবার পানিতে ডুবে মরার দশা হয়েছিল।

৫| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হাসবো না কাঁদবো বুঝতেছি না।

২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

প্রামানিক বলেছেন: যত পারেন হাসেন, তবে কাইন্দেন না। কান্দোন ভালো না।

৬| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বানের জলে ভাইস্যা আইলেন তাইলে?

২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

প্রামানিক বলেছেন: ভাইস্যা আইছি কথা ঠিক, তবে নৌকায়, নিজে পানিতে নামি নাই।

৭| ২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫২

মাকার মাহিতা বলেছেন: দি ন্যচারাল সিনারী ইজ রিয়েলি ভেরি বিউটিফুল এন্ড অসাম। ফ্লাড হ্যাজ বিন এলাকুয়েটেড মেনি পুর ভিলেজার্সস...?

২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

প্রামানিক বলেছেন: কথা মন্দ বলেন নাই, বন্যার সিনারী যত সুন্দরই হোক না কেন গরীব গ্রামবাসির জন্য দুঃখই বটে।

৮| ২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

কাবিল বলেছেন: কোথায়?

২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

প্রামানিক বলেছেন: এখানেই তো কবি নিরব। যমুনা নদীর পারে।

৯| ২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

এডওয়ার্ড মায়া বলেছেন: গ্রাম-বাংলার ছবি সব সময় সুন্দর।

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, সুন্দর কথাই বলেছেন।

১০| ২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

শেয়াল বলেছেন: কত ভাল কত ভাল ! !

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ শেয়াল ভাই।

১১| ২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

সুমন কর বলেছেন: আপনি ভাসতে গিয়েছিলেন আর আমরা আপনার ছবি দিয়ে ঘুরে আসলাম।

ভালো লাগল।

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর ছবির ব্লগ, ছবিগুলো খুব সুন্দর। ভাল লেগেছে।

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৭

অপরিচিত মানব শুণ্য বলেছেন: সুন্দর,
ভাসতে গিয়েছিলেন। ভেসে ভেসে অনেক দুরে চলে যান না তো?
আবার ফিরলেন কেমনে?

২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: বানের জলে ভাসতে গিয়েছিলাম কিন্তু বিশেষ কারণে ভাসা হয়নি।

১৪| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩২

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,





ছবির বানের জলে আপনিও আমাদের ভাসিয়ে নিয়ে গেলেন .....

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৯

প্রামানিক বলেছেন: হা হা হা আমার সাথে আপনারা ভেসেছেন জেনে খুশি হলাম।

১৫| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৫

সাহসী সন্তান বলেছেন: আমরাও আপনার লগে একটু ভাইসা আসলাম। ছবি ব্লগ মোটামুটি ছিল! শুভ কামনা প্রামানিক ভাই!

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩০

প্রামানিক বলেছেন: বলেন কি! আমি তো জানি আপনি বরিশালে সবসময় ভাইসাই থাকেন।

১৬| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৩

সামিয়া বলেছেন: দেখে নিলাম বানের জলে ভাসা

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৬

অভি চৌধুরী বলেছেন: ছড়ায় ছড়ায় ছবির ক্যপশন দিতে পারতে ভাইয়া।

কি সুন্দর আমাদের দেশ, এতটাই সুন্দর যে দুর্যোগেও সুন্দর আরো বেশি সুন্দর হয়ে উঠে।

ধনবাদ তোমাকে

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩২

প্রামানিক বলেছেন: সুন্দর কথাই বলেছেন। আসলেই দুর্যোগেও আমাদের দেশের আলাদা রূপ চোখে পড়ে সেটাও সুন্দর।

১৮| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২১

ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর ছবি ব্লগ।

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৪

মাদিহা মৌ বলেছেন: চমৎকার …

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৩:০৮

সাগর মাঝি বলেছেন: খুব সুন্দর হয়েছে "প্রামানিক-দাদা"

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, সাগর মাঝি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ছবি গুলো অসাধারন।

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, আপনার মন্তব্যে খুশি হলাম।

২২| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৮

অগ্নি সারথি বলেছেন: ছবিগুলো কি গাইবান্ধার প্রামানিক দা? কবে এসেছিলেন? গত সপ্তাহ পুরোটা ছিলাম গাইবান্ধা তে।

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৬

প্রামানিক বলেছেন: গিয়েছিলাম ৪ তারিখে। ছবি পোষ্ট করতে দেরি হয়েছে। আপনি গাইবান্ধায় ছিলেন জানলে দেখা করতাম।

২৩| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৭

রিকি বলেছেন: ভাই কেমন আছেন?? ছবি ব্লগ ভালো লেগেছে। :)

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রিকি। এখন অনেকটা ভালো। আপনি কেমন আছেন?

২৪| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫১

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর ছবি ব্লগ।
বাংলার বৈচিত্রময় রূপ ফুটে উঠেছে ।

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভেচ্ছা রইল।

২৫| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৩

রিকি বলেছেন: ভালো আছি ভাই :)

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.