নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বাচ্চা ও লাশ

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৭


শহীদুল ইসলাম প্রামাণিক

চোর, ডাকাত আর পুলিশ মরেছে
সাথে মরেছে নেতা
চার জনেরই বাচ্চাগুলো
জটলা করছে সেথা।

চিৎকার করে কাঁদছে সবাই
বাবা বাবা বলে
বাবা যে তার মারা গিয়েছে
নিচ্ছে না তাই কোলে।

চোর ডাকাত আর পুলিশ কিনা
বুঝে না তো কিছু
বাবার আদর পাওয়ার জন্য
হাঁটছে লাশের পিছু।

লাশগুলোকে যেই দিকে নেয়
সেই দিকে যে যায়
হাত বাড়িয়ে ডেকে ডেকে
অবুঝ চোখে চায়।

থানার পুলিশ বড়ই কঠিন
দিচ্ছে তাদের তেড়ে
দূরে থেকেই তারা সবাই
কাঁদছে গলা ছেড়ে।

কোন পেশাতে কে ছিল রে
বাচ্চারা কি বোঝে?
তারা সবাই বাবার কাছে
আদর সোহাগ খোঁজে।

চোর, পুলিশ আর নেতা নয় কেউ
এখন সবাই লাশ
এই নামেতেই এখন তাদের
হবে কবর বাস।

মরার পরে সবাই সমান
ভিন্ন পেশার লোক
বিশ্ব জুড়ে বাচ্চাগুলোর
তাই তো সমান শোক।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৬

মাকার মাহিতা বলেছেন: .
.
.
.
.
.
মরার পরে সবাই সমান
ভিন্ন পেশার লোক
বিশ্ব জুড়ে বাচ্চাগুলোর
তাই তো সমান শোক।

(ইউনিভার্সাল ট্রুথ)

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৮

সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: বাস্তবতার নিরিখে ছড়ার পংক্তি গুলি নির্মম সত্য! আরো একবার আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৩| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৬

মিঃ অলিম্পিক বলেছেন: অসাধারন......

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৯

শামছুল ইসলাম বলেছেন: একটি সার্বজনীন ছড়া।

মানবিক আবেদনে পরিপূর্ণ ছড়ার প্রতিটি ছত্র।

//কোন পেশাতে কে ছিল রে
বাচ্চারা কি বোঝে?
তারা সবাই বাবার কাছে
আদর সোহাগ খোঁজে।//


ভাল থাকুন। সবসময়।

২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫২

ঢাকাবাসী বলেছেন: একেবারে বাস্তব ভিত্তিক কথাবার্তা, ভাল লাগল্

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসি ভাই, মূল্যবান মন্তব্য আমার কাছেও খুব ভালো লাগল। শুভেচ্ছা রইল।

৬| ২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: চোর, পুলিশ আর নেতা নয় কেউ
এখন সবাই লাশ
এই নামেতেই এখন তাদের
হবে কবর বাস।

সত্য এবং নির্মম সত্য। যদিও আমরা বেঁচে থাকতে বুঝিনা।
খুব খুব ভালো লাগলো আপনার কবিতা। চমৎকার ভাবনা আর ছন্দের ঝংকারে নির্মিত ছড়াটির জন্য আপনাকে অনেক শুভেচ্ছা। ভালো থাকুন।

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মঈনুদ্দিন ভাই, আপনার মূল্যবান মন্তব্য আমার ছড়া লেখার পাথেয়। খুব খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৭| ২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

শুভ্র বিকেল বলেছেন: কোন পেশাতে কে ছিল রে
বাচ্চারা কি বোঝে?
তারা সবাই বাবার কাছে
আদর সোহাগ খোঁজে।

একদম সত্য কথা। শুভেচ্ছা জানবেন ভাই।

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৮| ২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

৯| ২৪ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: দারুণ চিন্তাভাবনা করে লিখা ছড়ার জন্য অবশ্যই স্যালুট পাবার যোগ্য আপনি.......স্যালুট

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২১

প্রামানিক বলেছেন: হে হে হে স্যালুট পাবার যোগ্য হই বা না হই, আপনি স্যালুট কইছেন তাতেই আমি আনন্দিত।

১০| ২৪ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৪১

সাদা মনের মানুষ বলেছেন:

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২২

প্রামানিক বলেছেন: এখন তো তরমুজের সময় না আপনি পাইলেন কই? তারপরেও দিছেন যখন খাইতেই হয়।

১১| ২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫০

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল
লাস নিয়ে ছন্দ
এরা আসলে অন্ধ
চিনে টাকার গন্ধ
বাকি সব মন্দ

শুভেচ্ছা জানবেন ।

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২০

ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিউ শুভেচ্ছা রইল

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৩| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২১

জিসান অাহমেদ বলেছেন: ভাল বলেছেন।

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৪| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: মর্মান্তিক।

২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য করার জন্য শুভেচ্ছা রইল।

১৫| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৯

পুলক ঢালী বলেছেন: ভাই আপনার আইডিয়ার শেষ নাই যাই লিখেন তাই অমৃত। ভাল লাগলো সার্বজনীন এক সম্পর্কের চিরন্তন আবেদন দারুন ভাবে ফুটিয়েছেন।ভাল থাকুন।

২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক মূল্যবান মন্তব্য করার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

১৬| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ছন্দ লিখেছেন বেশ ভালো।।।।।
কিন্তু ভাবনাটা যে আমায় কাঁদালো
আপনার প্রতি দোয়া ও শুভেচ্ছা রইলো।

২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, এটা আমাদের চিরন্তন সত্য। সব বাচ্চাদের কাছে তার বাবা মা প্রিয়।

১৭| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৫

মোঃ রবিউল্লাহ বলেছেন: অনেক ভাল লাগল

২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১১

কামরুন নাহার বীথি বলেছেন:
মরার পরে সবাই সমান
ভিন্ন পেশার লোক
বিশ্ব জুড়ে বাচ্চাগুলোর
তাই তো সমান শোক।
---------

শ্বাশত সত্যি!!! অনেক ধন্যবাদ ভাই!!

২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নাহার আপা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.