নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বানের জলে ভাসতে গিয়েছিলাম (২য় পর্ব)

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৮

(১)

কলমি গাছের ফাঁক দিয়ে নদীর দৃশ্য।
(২)

ছেলেটার যাওয়ার কথা কুয়াকাটা। আমার গ্রামে যাওয়ার কথা শুনে কুয়াকাটা ফেলেই আমার পিছে পিছে দুই ভাইয়ের দৌড়। অবশেষে কুয়াকাটার সাধ মেটালাম নৌকায় তুলে যমুনা নদীর জলে ভেসে ভেসে। মনের আনন্দে বড় ছেলে নৌকা ঠেলার লগি নিয়ে কসরত করছে।
(৩)

এই পিচ্চি আমার ছোট ভাইয়ের মেয়ে। একেও পিছন ছাড়াতে পারি নাই।
(৪)

বানের জলে নৌকা না থাকলে কলাগাছের ভেলাই বড় সম্বল হয়ে যায়।
(৫)

সদ্য জেগে উঠা চর।
(৬)

চরে নতুন মাটি পড়েছে।
(৭)

উপায় নাই, ঘর থেকে বের হয়ে কোথাও যেতে হলে নৌকায় যেতে হবে।
(৮)

এত বড় নৌকায় ঘুরে বাড়ানোর যাত্রী আমরা মোটে পাঁচজন অতিরিক্ত ঐ নৌকার মাঝি।
(৯)

অপেক্ষা করছে কলাগাছের আস্ত ভেলা। কিন্তু সমায়ের অভাবে চড়া হয়নি।
(১০)

কারো পৌষ মাস কারো সর্বনাশ। কে উ পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয় আবার কে উ কে উ ঐ দৃশ্য দেখে মজা পায়। এখানেও তাই হয়েছে। আমাদের মত অনেকেই গিয়েছে বানের জলে ভাসা দৃশ্য দেখতে।

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৯

মামুন ইসলাম বলেছেন: জলে বাসতে কেমন লাগে ভাই । ঘটনা হল আমি কোনদিনও জলে বাসি নাই ।নৌকায়ও পযন্ত উঠি নাই ।
যাই হোক ছবি ব্লগ বরাবরের মতই চমৎকার ।

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৭

প্রামানিক বলেছেন: বলেন কি ভাই! জীবনটা তো দেখি বারো আনাই মিছে!! সাঁতার না জানলে ষোল আনাই মিছে।

২| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৯

নীলপরি বলেছেন: দারুন লাগলো ছবিগুলো ।

২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৮

শামছুল ইসলাম বলেছেন: বানভাসির দৃশ্যগুলো সুন্দর তবে সেখানে বসবাসকারীদের নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে।

ভাল থাকুন। সবসময়।

২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২১

প্রামানিক বলেছেন: দুঃখ কষ্টের ছবিগুলো আগামী কাল দিব। ধন্যবাদ ভাই শামছুল ইসলাম।

৪| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১১

চাঁদগাজী বলেছেন:



শেষের ছবি কি ভেংগে যাওয়া বাঁধ?

২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২২

প্রামানিক বলেছেন: জী ভাই, জুলাই মাসের শেষের দিকে ভেংগে গেছে। আগামী কাল সেই সব ছবি দিব।

৫| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৮

ঝালমুড়ি আলা বলেছেন: সুন্দর ছবি

২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৬| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাই এখন সেলফির যুগ । কেউ আপন লোককে হারানোর কষ্টে কান্দে আর কেউ গিয়ে মরার সাথে সেলফি তুলে । কিছু কওন নাই । যাক , শরীর কেমন এখন?:(

২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৪

প্রামানিক বলেছেন: শরীর অনেকটা ভালো। আপনি কেমন আছেন?

৭| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৮

অগ্নি সারথি বলেছেন: এখন বানের কি অবস্থা প্রামানিক দা?

২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৪

প্রামানিক বলেছেন: পানি শুকিয়ে গেছে তবে বাঁধ ভেঙে কয়েকটি ইউনিয়নের প্রচুর ক্ষতি হয়েছে।

৮| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৩

বাকপ্রবাস বলেছেন: গ্রাম, দৃশ্য, নদী, জল, বন্যা, ভেলা, দু:খ কষ্ট ভালোলাগা সব একাকার

২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, বাকপ্রবাস। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

ফেরদৌসা রুহী বলেছেন: বানের জলের অপকারিতার সাথে উপকারও আছে। জমিতে পলি পড়ে জমি উর্বর হয়।

ভালো লেগেছে ছবি ব্লগ।

২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

প্রামানিক বলেছেন: সুন্দর কথাই বলেছেন। বানের জলে ক্ষতি হলেও জমির উর্বরতা বাড়ে। কথাটি বাস্তব সত্য।

১০| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৬

সুমন কর বলেছেন: ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৩

মাদিহা মৌ বলেছেন: আমার যমুনার জল দেখতে কালো …


কিন্তু জল তো কালো দেখায় না …

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫১

প্রামানিক বলেছেন: গনের কথায় যমুনার জল কালো বললেও আসলে যমুনার জল এই সময় ঘোলা থাকে। ধন্যবাদ

১২| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২০

বিজন রয় বলেছেন: জলে বাঘ ডাঙায় কুমির।

যমুনার তীর ধরে হাজার বছর ধরে পথ হাঁটতে চাই।

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৩

প্রামানিক বলেছেন: ইচ্ছাটা মন্দ না। ধন্যবাদ

১৩| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ছোটবেলায় কলা গাছের ভেলা বানিয়ে পুকুরে ভাসতাম ।

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৪

প্রামানিক বলেছেন: কোন এক সময় বানের জলে ভেলায় চড়ে ভেসে আসেন। ভালো লাগবে।

১৪| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কারো পৌষ মাস কারো সর্বনাশ। কে উ পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয় আবার কে উ কে উ ঐ দৃশ্য দেখে মজা পায়। B:-)

২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.