নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

আমার লেখা অন্যের ফেসবুকে

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৩

সামুতে প্রকাশিত কিছু ছড়া অন্যের ফেসবুকে অথচ আমার নাম নেই। বিষয়টি কেমন হলো?
এইটা কি চুরি না কবিতার প্রতি ভালোলাগা-- সেটাও তো বুঝতে পারছি না!

মন্তব্য ৭৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৬

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: কিছু চোর বসেই থাকে এগুল করতে।একবার পুলিশে দিতে পারলে ভাল হইত!

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২২

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন। এতে তো তাদের লাভ নেই, কবিতা যারা লেখে তাদের মেধা তো চুরি করতে পারবে না। নিজের মেধা দিয়ে কবিতা লিখতে না পারলে কবি হওয়া যায় না।

২| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২১

গন্ডোলার মাঝি বলেছেন: পুকুর চুরি

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৩

প্রামানিক বলেছেন: তাই তো মনে হচ্ছে।

৩| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৮

কানিজ রিনা বলেছেন: কেউ কেউ নদীর রচনা লিখতে গরুর রচনা লিখে
তারা কবিতা চুরি করে। সব জাগায় চোর ডালে ডালে
পাতায় পাতাশ চোর।

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫২

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন। নিজের মেধা না খাটিয়ে অন্যের লেখা চুরি করে নিজের বলে চালানোর চেষ্টা।

৪| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩১

গোফরান চ.বি বলেছেন: আমিও কয়েকটি সুন্দর কবিতা আমার ফেবু প্রোপিক এ ক্যাপশন দিয়েছিলাম।

কিন্তু অনুমতি সাপেক্ষে।

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০০

প্রামানিক বলেছেন: অনুমতি নিয়ে আমার লেখাও অনেকে ফেসবুকে দিয়ে থাকে তাদের আমি নিষেধ করি না। আমার নাম রেখে ফেসবুকে বা ব্লগে দিলেও আমার আপত্তি নাই। কিন্তু আমার নাম বাদ দিয়ে আমার লেখা ওয়েবসাইটে দিলে তখনই আমার আপত্তি।

৫| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: এসব দেখি চোরের হাটবাজার!

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০১

প্রামানিক বলেছেন: আগের চেয়ে চোরের পরিমাণ বেড়ে গেছে।

৬| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৩

গোফরান চ.বি বলেছেন: সহমত ।

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৭| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৫

মো:সাব্বির হোসাইন বলেছেন: এটা আবার কেমন
আজব ধরনের চোর
চুরি করেছে প্রামানিক ভাইয়ের
শোভনীয় কবিতার ভোর।

অনুমতি না নিয়ে
করেছে ফেসবুকে নকল
প্রামাণিক ভাইয়ের রাগ হয়েছে
ক্ষোভ হয়েছে সামু ব্লগার সকল।

কপি করতে পারবে তারা
পারবে না লিখতে স্বীয় ছড়া
অনুকরন করতে করতে তারা
হয়ে উঠবে প্রাণ খরা।





২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৫

প্রামানিক বলেছেন: সুন্দর কথাই বলেছেন ভাই
গোগুল ফেসবুকে যা পাই
কবিতা চোরদের তুলনা নাই।

৮| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৮

কানিজ রিনা বলেছেন: আগের থেকে চোর বেড়ে গেছে, হা হা হা নিশ্চয়
এটা সরকারের দোশ।
দিনকে দিন মানুষ চোরের প্রমোশন হয়ে বাটপার রুপ
ধারন করছে।

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৬

প্রামানিক বলেছেন: ১০০% সত্য কথা বলেছেন। চোরেরা এখন বাটপার হয়েছে।

৯| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৮

খায়রুল আহসান বলেছেন: Asset হিসেবে যার মূল্য আছে, সে জিনিসই চুরি হয়। আপনার তো প্রফুল্ল বোধ করার কথা যে চোর ব্যটা আপনার কবিতার এ্যসেট ভ্যালুর স্বীকৃ্তি দিয়ে গেছে কবিতাগুলো চুরি করে। আমাদেরগুলোর কোন ভ্যালুও নেই, চুরিও হয়না। :)

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৮

প্রামানিক বলেছেন: বলেন কি ভাই! আপনার কবিতার দু'তিন লাইন কপি করে ফেসবুকে সার্চ দিয়ে দেখেন, চুরি হয়েছা কিনা?

১০| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৪

মাহবুব আলী বলেছেন: সম্পূর্ণ চুরি। ব্লগ ও ফেসবুক থেকেও চুরি হয়। কপি রাইট প্রটেকশন থাকা দরকার।

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৮

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, কপি রাইটের ব্যবস্থা থাকা দরকার।

১১| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৩

ফেরদৌসা রুহী বলেছেন: সব রকমের চোরের মধ্যে আমার কাছে মনে হয় লেখা চোরেরাই সেরা, যার লেখা চুরি করে সেই লেখকও সেরা।

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৯

প্রামানিক বলেছেন: চোরও সেরা লেখকও সেরা। দারুণ মন্তব্য।

১২| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২২

সুমন কর বলেছেন: সব চোর !!!

২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

প্রামানিক বলেছেন: সব নয় যারা চুরি করে তারা চোর।

১৩| ২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

আহা রুবন বলেছেন: এসব চোরদের কি কোনও লজ্জাবোধ নেই!? নেটের এই যুগে কোন কিছু তো আর লুকিয়ে রাখা সম্ভব নয়, ধরা এক সময় পড়তেই হবে।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৮

প্রামানিক বলেছেন: কবিতা নিজ নামে ছাপলেই যে কবি হওয়া যায় না এটা হয়তো তারা বোঝে না।

১৪| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৮

চিন্তিত নিরন্তর বলেছেন: অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেয়ায় কোন ক্রেডিট নেই। আপনি নিজের লেখাগুলো নিজের দাবী করতে আলাদা নিজের ওয়েবসাইট এ লেখাগুলো সংরক্ষণে রাখুন।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

১৫| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: এটা নির্ঘাত চুরি এবং নিঃসন্দেহে অফেন্সিভ! আর, এর জন্য শাস্তির ব্যবস্থা করা উচিৎ। নিন্দা জানাই এই অপকর্মের হোতাদের বিরুদ্ধে। ফেইসবুকের লিংকটা দিবেন সম্ভব হলে। ওখানে গিয়ে একচোট ঝাল ঝেড়ে আসব। ভালো থাকুন।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৩

প্রামানিক বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। আমার "মস্তান বাড়ি" ছড়াটির প্রথম দুই লাইন কপি করে ফেসবুকে সার্চ দিলেই কয়েক জনের তালিকা পেয়ে যাবেন। নিচে ছড়ার চার লাইন দিয়ে দিলাম।

আট ছেলে সাত মেয়ে
পাশান আলি তালুকদার
আত্মীয় স্বজনে ভরা
ভাল্লুক চরে মল্লুক তার।

১৬| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৮

ঢাকাবাসী বলেছেন: জাতি হিসেবে আমরা বড়ই নীচু অসভ্য পরশ্রীকাতর লোভী দুর্ণীতিবাজ অশিক্ষিত অভদ্র...। জীবনের বহু ক্ষেত্রে এটার প্রমান পাবেন।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৪

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন আপনি। শুভেচছা রইল।

১৭| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৯

নোমান প্রধান বলেছেন: নামে কি আসে? লেখা কপি মানে লেখা ভালো

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৫

প্রামানিক বলেছেন: মন্দ বলেন নাই। তবে লেখা কপি করে যদি নিজ নামে ছেপে ফেলে তখনই সমস্যা।

১৮| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রামানিক ভাই, এসব চুরির ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে। চুপচাপ বসে থাকলে হবে না। আপনি আইনী ব্যবস্থা নিন।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৬

প্রামানিক বলেছেন: অবস্থা বেগতিক দেখলে তাই করতে হবে। ধন্যবাদ হেনা ভাই।

১৯| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৪

মহিউদ্দিন হায়দার বলেছেন: এটা ঠিক নয়, লেখক হওয়ার ইচ্ছে থাকলে নিজেদের চেষ্টা করতে হয়।

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩১

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন ভাই।

২০| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৯

বিজন রয় বলেছেন: ব্যাপার না।

লেখা চলতে থাকুক, চুরিও চলুক।
চুরি করতে করতে চোরেরা যদি কিছু কিছুটা শিক্ষিত হয়!!

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৩

প্রামানিক বলেছেন: সুন্দর কথাই বলেছেন, চুরি করা অন্যায়, তবে চুরি করে যদি কিছু শেখা যায় সেটা মনে হয় পজেটিভ

২১| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এগুলান বিশাল জ্বালায়। ব্যবস্থা নেন।

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৪

প্রামানিক বলেছেন: এরা সংখ্যায় অনেক কয়টার ব্যবস্থা নেব।

২২| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৭

সাহসী সন্তান বলেছেন: সেরা লেখকের লেখা একটু আধটু চুরি হবে, এটা আর নতুন কি? আপনি আসলেই খুব ভাল লেখেন প্রামানিক ভাই! ঐটাতে কিছু মনে নিয়েন না, বরং নিজের মত লিখে যান!

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, চোরের পিছনে দৌড়ালে নিজের লেখা বন্ধ হয়ে যাবে।

২৩| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৮

গুলশান কিবরীয়া বলেছেন: কি সর্বনাশ !! ভালো জিনিসই কিন্তু চুরি হয় । কপিরাইট রেজিস্ট্রেশন করে রেখেন ।

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৫

প্রামানিক বলেছেন: সুন্দর কথাই বলেছেন ধন্যবাদ।

২৪| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১২

আমি তুমি আমরা বলেছেন: লেখা চুরি। প্রমানসহ লেখাচোরকে ফেসবুকে চেপে ধরেন।

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৬

প্রামানিক বলেছেন: চোরদের সাথে একা একা পারতেছি না

২৫| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: খুবই দু:খজনক। এদের কি করা উচিত? আমার তো থাপপর মারতে ইচ্ছে করছে। কালকে গুগল সার্চ দিয়ে দেখি বিডিনিউজ ব্লগে আমার লেখা গুলো রাজিব নামের লোক কোন এক পোর্টালে ছেপেছে।আমার মাথা গরম হয়ে আছে। ঝামেলার জন্য কি সত্য প্রতিষ্ঠা করবো নাে।এদেশে এমন কেনো?

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪০

প্রামানিক বলেছেন: এমনই হয়, আমার অনেক লেখা ছোটখাটো অনলাইন অনেক পত্রিকায় নাম ছাড়া ছেপেছে তাদের উপর গোস্বা হয় কিন্তু যারা আমার নামসহ ছেপেছে তাদের প্রতি কৃতজ্ঞতায় মাথা নোয়াতে ইচ্ছা হয়।

২৬| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখেছি বাবারে নিয়ে
তা-ও করে চুরি;
শালাগো চামেতে দিনু
মিছরির ছুরি। =p~ =p~

তোমার ওয়ালে মোর
বাবার লিখা স্মৃতি;
শেয়ারিং এ মেনি থ্যাংকস্‌
ভালোবাসা প্রীতি।

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫০

প্রামানিক বলেছেন: আমার ওয়াল টওয়াল
কথা পেলে ভাই?
ভালোবেসে শেয়ার করলে
তাতে ভয় নাই।

যদি ভাই শেয়ারগুলোয়
থাকে তার নাম
তাতে ভাই দোষ নাই
হবে না বদনাম।

কেউ যদি নাম মুছে
শেয়ার করে যদি
তাতে মানুষ ক্ষেপে যায়
রাগে নিরবধি।

২৭| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১১

শাহরিয়ার কবীর বলেছেন: আমার লেখাও চুরি হয়েছে । এতো মহা জ্বালা X((

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫১

প্রামানিক বলেছেন: মহা জ্বালাই বটে।

২৮| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৭

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ আজ দেখলাম চাঁদগাজী ভাইয়েরও পোস্ট কপি হয়েছে!! একটা পদক্ষেপ নিতেই হবে দেখছি।

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫১

প্রামানিক বলেছেন: সবাই সোচ্চার হলে হয়তো এগুলো বন্ধ হবে।

২৯| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৪

অরুনি মায়া অনু বলেছেন: এই দু:খ কই রাখি। আমারও সব লেখা চুরি হয়ে গেছে। এটা নিয়ে আমিও পোস্ট দিয়েছি। কিন্তু চোরে না শোনে ধর্মের বানী :(

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। চোর না শোনে ধর্মের বানী।

৩০| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৬

সোহানী বলেছেন: ডিজিটাল চোর.... দেশেতো ভাই নেট থেকে কপির বিরুদ্ধে কোন আইন নাই কি আর করবেন!!! এখানে হইলে চৈাদ্দ শিকায় থাকতো।

তবে একটু খুশি হন এই ভাইবা যে একমাত্র সেলিব্রেটিদের লিখাই কপি হয় আম-কাঠালের না... :P :P

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৩

প্রামানিক বলেছেন: আপনার কথায় আশ্বস্ত হলাম। ধন্যবাদ

৩১| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কয়েকদিন আগে নিজের লেখা কিছু কবিতা গুগলে সার্চ দিয়ে যা দেখলাম তাতে আমার হার্টএ্যাটাক হওয়ার উপক্রম। ব্লগে প্রকাশিত নিজের লেখা গুলো দিয়ে আগামী বই মেলায় একটি বই প্রকাশ করার ইচ্ছা আছে। তাই সিদ্ধান্ত নিলাম ব্লগে আর কোনো নতুন কবিতা দিবোনা। এখন কবিতাগুলো জমিয়ে রাখছি। ব্লগে শুধু মাঝে মাঝে কিছু ছড়া আর হাবিজাবি লিখবো। আর পুরাতন লেখাগুলো শুধু রিপোষ্ট করবো। ভুলেও আর নতুন কবিতা ব্লগে দিবোনা।
আপনার কি অভিমত?

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৫

প্রামানিক বলেছেন: আপনি ঠিকই বলেছেন। আমারো কিছু লেখা আছে যা ব্লগে দেয়ার সাহস পাচ্ছি না।

৩২| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু চুরি!
চুরি করে মূল লেখকের আগে বই্ও বের করে ফেলে!!!!!

এক সুশিল কাব্য চোরের প্রতিকৃতি !!!!!!!!!!!!!!! দাড়ি কমা সহ কপি পেষ্ট করা কবিতা চোর!

এতটা বেহায়া মানুষ হয় কি করে????? শেইম !!!

২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৮

প্রামানিক বলেছেন: এটাই তো সমস্যা। একজন সারা রাত জেগে শরীরের রক্ত পানি করে কবিতা লিখে -- আর অন্যজন সেই কবিতা চুরি করে নিজের নামে বই বের করে কবি নাম ধারন করে।

৩৩| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: কপি করার মাধ্যমে শুধু লেখা চুরি হয় তাই না।লেখকের ক্রেডিট টাই নষ্ট হয়ে যায়। :(

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৫

প্রামানিক বলেছেন: আপনে আবার আমারে নুপেল পুরুষ্কার দিয়েন না।

৩৪| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৪

টাইম টিউনার বলেছেন: ধন্যবাদ ভাই বিষয়টি কে গুরুত্ব দেবার জন্য।

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৬

প্রামানিক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি নজরে আনার জন্য।

৩৫| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৬

মামুন ইসলাম বলেছেন: চুরদের ফাঁসি দেয়া হওক !:#P
তবে আসলে মজা করি আর যাই করিনা কেন একটা বিষয় যেটা সেটা হল এই লেখা চুরির বিষয় সকলকে সচেতন হতে হবে ।

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৬

প্রামানিক বলেছেন: সুন্দর কথা বলেছেন, সবাইকে সোচ্চার হতে হবে।

৩৬| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৯

নীলপরি বলেছেন: আমার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই । সহব্লগার টাইম টিউনার জানালেন বলে জানতে পারলাম যে আমার লেখাও ফেসবুকে বেশ কয়েকজন নিজের নামে পোষ্ট করেছে !

হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না যে !

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৫

প্রামানিক বলেছেন: অনেকের লেখাই চুরি হয়েছে, আমরা এই চুরির কথা হয়তো জানিই না। সহব্লগার টাইম টিউনারের সহযোগীতা করার জন্য ধন্যবাদ জানাই।

৩৭| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৭

এ সাঈদ বলেছেন: কবিতা চোরদের কাছে এটা নিতান্তই তুচ্ছ একটা ব্যাপার। সামুতে কয়েক দিন আগে একটা কবিতা পোস্ট করলাম, দশ মিনিট এর মাথায় কবিতা টি হ্যাস ট্যাগ #শুধু_নারী_বলে দিয়ে ফেবু তে পোস্ট দিল। তাও আবার নাম ছাড়া। যদিওবা কবিতা টি ফেবুসহ অন্যান্ন ব্লগে যেমন Click This Link ২ জুন দিয়েছিলাম।

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

প্রামানিক বলেছেন: কপি করতে অসুবিধা নাই যদি নাম থাকে, নাম ছাড়া কপি হলে তখনই কষ্ট লাগে।

৩৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩০

পলাশমিঞা বলেছেন: ভাইজান, চুরি হলে ধন কমে না।

(হাহাহাহাহাহাহাহাহাহাহাহা)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৫

প্রামানিক বলেছেন: হে হে হে ভাইজান হের লাইগা চিল্লাই নাই। চুপ চাপ কথা কইছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.