নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

শ্রাবণের বৃষ্টিতে

২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬


শহীদুল ইসলাম প্রামানিক

ছাতা মাথায় যাচ্ছে পথিক
গুড়ি গুড়ি বৃষ্টি
কখনও বা ঝর ঝর ঝর
যায়না দূরে দৃষ্টি।

লাফিয়ে যাচ্ছে ব্যাঙ-ব্যাঙাচি
লাগছে পায়ে গুঁতো
কখনও বা পিছলে পড়ে
ছিঁরছে পায়ের জুতো।

আছাড় পরে কাঁদার ভিতর
পাচ্ছে কেহ শরম
বাচ্চা যারা ব্যাথার চোটে
কান্না করছে চরম।

ভিজছে জামা ভিজছে কাপড়
ভিজছে পুরো দেহ
ঝাপটা বৃষ্টি সবাই ভিজছে
রক্ষা পায়না কেহ।

কাক পাখিরা গাছের ডালে
ঝিমায় বসে বসে
কখনও বা বাবুইর বাসা
আপনি যাচ্ছে খসে।

ভিজা বাসায় পাখ-পাখালী
বাচ্চা নিয়ে বসা
দিনমানে আজ নাইরে খাওয়া
মরণ হওয়ার দশা।

ঘাস-বিচালী পানির তলে
হাম্বা ডাকে গরু
ভিজা পাতায় যাচ্ছে হেলে
ঘন পাতার তরু।

কৃষক মশাই ঘরের কোনে
চুলার পাড়ে বসে
স্বজন নিয়ে করছে গল্প
আপন মনের জোশে।

ডাল খিচুরী করছে রান্না
ভোজন রসিক যারা
কিশোররা সব বানের জলে
ভিজেই আত্মহারা।

(রিপোষ্ট)

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বর্ষার ছড়া। খুব ভালো লাগলো।

ধন্যবাদ প্রামানিক ভাই।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, বর্ষার ছড়ায় মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২০

নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো, ধন্যবাদ।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: ছড়া পড়ে ভালো লাগলো !! B-) B-)

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩০

গোফরান চ.বি বলেছেন: ভিজছে জামা ভিজছে কাপড়
ভিজছে পুরো দেহ
ঝাপটা বৃষ্টি সবাই ভিজছে
রক্ষা পায়না কেহ।

মজার ছড়া টি ভালো লাগলো।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৫| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩২

নামে বইয়ের পোকা বলেছেন: যে ভ্যাপসা গরমে পড়ে আছি, বৃষ্টি আসলে খুব ভালো হতো।
বৃষ্টি তুমি কামনা!

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: বৃষ্টি পড়লে তো ভালই হতো। আসলেই গরম পড়েছে।

৬| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২২

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: সুন্দর লিখেছেন।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চছা রইল।

৮| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বৃষ্টি নিয়ে সুন্দর ছড়া!

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ২৭ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:০০

শামছুল ইসলাম বলেছেন: শ্রাবণের বৃষ্টি চমৎকার বর্ণনা।

ছড়ায় ছড়ায় ঘুরে এলাম কতনা শহর-গ্রাম-প্রান্তর।

ভাল থাকুন। সবসময়।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগে এমন গ্রামীন ছড়াগুলো, ভাব্তাছি আপনি না থাকলে এমন চরম অনুভুতির ছড়াগুলো পাব কোথায়?

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৯

প্রামানিক বলেছেন: আমরা যারা গ্রামে মানুষ হয়েছি তাদের কাছে গ্রামের সব কিছুই ভালো লাগে, শহরের কোলাহলে থেকে কোন মজা পাই না।

১১| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন:

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৯

প্রামানিক বলেছেন: দারুণ

১২| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন:

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২০

প্রামানিক বলেছেন: এটাও দারুণ

১৩| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩২

জিহাদরকস বলেছেন: আলহামরা বাস দেখা যায়।

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৭

প্রামানিক বলেছেন: ছবিটা মিরপুর থেকে তোলা আলহামরা বাস থাকতে পারে।

১৪| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৫

জিহাদরকস বলেছেন: Click This Link টা দেখুন আপনি এটি পোসট কোরলে ভালো রেসপোনস পাওয়া যাবে

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৯

প্রামানিক বলেছেন: আপনার দেয়া লিংক নাই। ধন্যবাদ

১৫| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪১

জিহাদরকস বলেছেন: Click This Link

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১৬| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৫

জিহাদরকস বলেছেন: আমার ব্লগে ঢুকে দেখবেন প্লিজ।ATI Gaibandha K university convert korar pokkhe dabi janano hoyeche

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

প্রামানিক বলেছেন: বুঝতে পেরেছি। এটা আমারো দাবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.