নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ভেজাল খাঁটির বচন

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬


শহীদুল ইসলাম প্রামানিক

খাঁটি জিনিষ নাইরে দেশে
খাটির বড়ই অভাব
ভেজাল টাকেই খাটি বলায়
বদলে যাচ্ছে স্বভাব।

গরু খাঁটি দোকান খাঁটি
দুধটা খাঁটি নয়
দুধ খাঁটি আজ না লিখে রে
(খাঁটি) গরু লেখা হয়।

ঘিয়ে ভাজা মিস্টি মন্ডা
খাঁটি ঘি টা নাই
ভেজাল ঘিয়ে মিস্টি খেয়ে
পেটের ব্যাথা তাই।

খাঁটি আমের জুস লেখাতে
খাঁটি নয়রে জুস
খাইতে গেলে কুমরোর গন্ধ
তখন হয়রে হুশ।

কলুর ঘাইনটা খাঁটি ঠিকই
তেল নয় রে খাঁটি
খাঁটি ঘাইনের তেল খাওয়াতে
জীবন মোদের মাটি।

খাঁটি দেশের কাপড় বলায়
খাঁটি নয়রে কাপড়
কিনতে গেলে খরিদ্দারকে
দোকানি দেয় ফাপর।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
সব দেখি ফরমালিন !!!

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৮

প্রামানিক বলেছেন: শুধু ফরমালিন হলে তাও হতো কিন্তু কত কি যে মিশায়। শ্যাম্পুর সাতে আইকা গাম আর কি কি ক্যামিকেল দিয়ে যেন নকল দুধ বানায় শুনেই তো অবস্থা খারাপ।

২| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: ভেজালের দুনিয়ায়
নির্ভেজাল মাল,
খুঁজে পাওয়াটা আজ
হয়েছে যে কাল!

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৯

প্রামানিক বলেছেন: একদম ঠিক কথা বলেছেন। ধন্যবাদ

৩| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৫

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৪| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একদম ঠিক কথা। চমৎকার লিখেছেন প্রামানিক ভাই।
আপনাকে ধন্যবাদ।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৯

আহা রুবন বলেছেন: ভেজাল কবি যে বাদ গেল? চমৎকার লাগল।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৩

প্রামানিক বলেছেন: কবি ভেজাল হলেও কবিতা ভেজাল হয় না। সেই জন্য বাদ গেছে।

৬| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪২

এস আই সুমন বলেছেন: ভাল লাগলো।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৪

শুভ্র বিকেল বলেছেন: ভেজালের বাজারে খাঁটি কোথায় পাবেন। খাঁটি ভেজাল পেতে পারেন।
অনেক সুন্দর। শুভেচ্ছা।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৯

প্রামানিক বলেছেন: সুন্দর কথা বলেছেন। খাঁটি ভেজাল পাওয়া যাবে।

৮| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০২

ঢাকাবাসী বলেছেন: এখন ভাল জিনিস খেলেই ডাইরিয়া হপে! মজা পেলুম।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫০

প্রামানিক বলেছেন: খাঁটি খেয়ে আমিও একবার বিপদে পড়েছিলাম।

৯| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৩

ইকরাম উল হক বলেছেন:



সব জেনেও চুপ কেন রয়
বিএসটিআইর লোক
এই খবরটা কাল দৈনিকের
লাল শিরোনাম হোক।



২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: হা হা হা সুন্দর কথা বলেছেন। সেইটা হইলে তো আর ভেজালই থাকবে না।

১০| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: সব ই নকল।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০০

প্রামানিক বলেছেন: সব নকল হওয়ার জন্যই তো আসল নিয়ে বিপদ।

১১| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৮

আমিই মিসির আলী বলেছেন: খাঁটি দেশের কাপড় বলায়
খাঁটি নয়রে কাপড়
কিনতে গেলে খরিদ্দারকে
দোকানি দেয় ফাপর। :D :D


বরাবরের মতোই ভালো হইছে।

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: প্রামানিক ভাই, আপনার ছড়ার কথাগুলো ১০০% খাঁটি।
এখন আমাদের আর খাঁটি কিছু হজম হয় না!!! :D

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১০

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন নাহার আপা। খাঁটি খেয়ে কিছুদিন আগে আমিও বিপদে পড়েছিলাম।

১৩| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:১৩

সাদা মনের মানুষ বলেছেন: একটা খাটি ছড়া পড়লাম, নাকি এটা ও নয় খাটি?

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১২

প্রামানিক বলেছেন: হি হি হি এইটা খাঁটি না নকল ছড়া পইড়া বোঝেন নাই।

১৪| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৪

শামছুল ইসলাম বলেছেন: খাঁটি নিয়ে খাঁটি ছড়া লিখেছেনঃ

//খাঁটি জিনিষ নাইরে দেশে
খাটির বড়ই অভাব
ভেজাল টাকেই খাটি বলায়
বদলে যাচ্ছে স্বভাব।//


ভাল থাকুন। সবসময়।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৭

প্রামানিক বলেছেন: হা হা হা শুভেচ্ছা রইল।

১৫| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক বাস্তব সম্মত লেখা। ভাই হ্যাকারদের নতুন নতু পদ্ধতি হ্যাকিংয়ে তা নিয়ে লিখেন। ধন্যবাদ।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন চেষ্টা করবো আপনার অনুরোধ রক্ষা করার।

১৬| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ভেজালের ভিড়ে আমি আছি র্নিভেজাল প্রামানিক ভাই।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩০

প্রামানিক বলেছেন: তাইলে তো কথাই নাই
শুভ্চেছা জানিয়ে গেলাম তাই।

১৭| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সিলিকনের ডিম আর প্ল্যাস্টিকের চাল বের হয়েছে , জানেন প্রামানিক ভাই ?

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৫

প্রামানিক বলেছেন: এই ব্লগেই কার যেন পোস্টে বিষয়টি পড়েছিলাম। ধন্যবাদ স্মরণ করে দেয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.