নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
ভূতেরা সব যুক্তি করলো
রাজনীতিতে নামবে তারা
কথা শুনেই বেকুব ভুতে
সবার মাঝে হলো খাড়া।
উচ্চ গলায় বলল ডেকে,
”নেতা হতে আমিই রাজি
এই কাজেতে বাঁধা দিলে
তাদের সাথে ধরব বাজি”।
এই কথাটা শোনার পরে
আনেক ভুতে গেল ক্ষেপে
ধপাস করে মারলো ঘুষি
উঠলো তখন সবাই কেঁপে।
ধুম-ধাড়াক্কা চলছে পিটন
চলছে জোরে হুড়োহুড়ি
কেউবা দিচ্ছে থাবরা ঘুষি
কেউবা দিচ্ছে মরিচগুড়ি।
ধুপুস-ধাপুস, দৌড়াদৌড়ি
ঠেলাঠেলির চিপায় পড়ে
ভুতের নেতা কাঁদছে তখন
ভাঙা গলায় জোরে জোরে।
কেউবা পেল জুতার মালা
কেউবা খেল বিষম কিল
লাঠি পেটায় চ্যাপ্টা কেহ
বুক-পিঠেতে লাগল খিল।
ইটের ঢিল আর কিলের চোটে
ভুতের নেতা বলছে, ”ভাই,
রাজনীতিটা মানব কর্ম
আমরা এতে মোটেও নাই”।
ভুত-পেত্নিদের রাজনীতিতে
মিছামিছা বাঁধল গোল
মিছিল মিটিং পন্ড হওয়ায়
বেকুব ভুতের বন্ধ ঢোল।
(ছবি ইন্টারনেট)
২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মানুষ ছাড়া আর কোন প্রাণী মনে হয় না রাজনীতি করে।
২| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে
ধন্যবাদ দাদা
২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০২
কামরুন নাহার বীথি বলেছেন: বাংলাদেশে ভূতদেরই রাজনীতি করা উচিত!!!
ভূতেরতো মরণ নাই, তাই অনন্তকাল ক্ষমতাবান / ক্ষমতাবতী হয়েই থাকবে!!!
২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪২
প্রামানিক বলেছেন: দারুণ কথা বলেছেন। মানুষও অনন্তকাল ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে কিন্তু মৃত্যু নামক আজরাইলের সাথে পারে না।
৪| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৪
খোলা মনের কথা বলেছেন: খুব মজা পেলাম ভাই। ভুতের রাজনীতি আইডিয়া টা খারাপ না। সব মিলে দারুণ হয়েছে ভাই।
২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।
৫| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৭
শামছুল ইসলাম বলেছেন: খুবই মজার ছড়া।
প্রামানিক ভাই যে ভূতদের ভাষাও বুঝে, তা জানা ছিল না !!!!
ভাল থাকুন। সবসময়।
২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২২
প্রামানিক বলেছেন: আমাদের দেশে আগে অনেক ভুত ছিল এখন দেশের রাজনীতির টানা হেচড়ায় ভুতেরা যে কই পালালো সেটা চিন্তা করেই পাচ্ছি না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৬| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: একাজজ শুধুই মানুষের।
২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২২
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৭| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: কোন এলাকার ঘটনা এটা? সাভার থেকে লেখা বুঝি?
২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৮
প্রামানিক বলেছেন: হে হে হে এইটা খালি সাভার এলাকার হইবো ক্যান, যেখানে জঙ্গল আছে সেখানেই রাজনীতির গন্ডগোল আছে।
৮| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: আচ্ছা ভুতেদের রাজনীতিতেও কি আওয়ামীলীগ বিএনপি ভাগ ছিলো? নইলে এত্তো মারামারি শুরু হইলো ক্যান?
২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৯
প্রামানিক বলেছেন: ইটের ঢিল আর কিলের চোটে
ভুতের নেতা বলছে, ”ভাই,
রাজনীতিটা মানব কর্ম
আমরা এতে মোটেও নাই”।
এর লাইগাই তো ভুতেরা রাজনীতি ছাইড়া দিল। ধন্যবাদ
৯| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই ছড়ায় একটা পরোক্ষ মেসেজ আছে, যা থেকে শিক্ষা নেওয়া উচিৎ।
ধন্যবাদ প্রামানিক ভাই।
২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, আপনারা গুণি মানুষ আপনাদের কাছে ভালো কিছু চোখে পড়াটাই স্বাভাবিক। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম।
১০| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
সুমন কর বলেছেন: ভূতরাও রাজনীতি করবে----------ভয় পাইছি !! ............হাহাহাহা
ভালো হয়েছে।
২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০০
প্রামানিক বলেছেন: হা হা হা ভয় পাওয়ার কিছু নাই ভুতেরা রাজনীতি আর করবে না।
১১| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৭
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার
২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
১২| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৮
ফরিদ আহমাদ বলেছেন: হাসতে হাসতে মইরা গেলাম।
কেউ আমারে ধর
২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৫
প্রামানিক বলেছেন: বলেন কি ভাই! আপনার হাসি দেইখা খুব খুশি হইছি। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: কিলের চোটে ভুতের নেতা
বলছে ডেকে, ”শোন রে ভাই,
রাজনীতিটা মানব কর্ম
আমরা এতে মোটেও নাই”।
আসলেই রাজনীতিটা বোধহয় শুধুমাত্র মানুষের জন্যই ।