নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

আবোল তাবোল

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৯


শহীদুল ইসলাম প্রামানিক

কাদায় পড়লে হাতি
চামচিকাতেও মারে নাকি উল্টাপাল্টা লাথি।

এক ছটাক নাই জ্ঞান
তারাও দেখি চ্যালেঞ্জ করে কোরান আর বিজ্ঞান।

ভয়ে পড়ে কাঁপি
অধার্মিকরা জোরসে বলে ধার্মিক নাকি পাপী।

দেখলাম যাদের পাজি
বৃদ্ধকালে তাড়াই দেখি বিশাল বড় হাজী।

যারা খেল ঘুষ
তারাই এখন মসজিদ মাঝে বিশাল ধার্মিক পুরুষ।

ধর্মের দোহাই দিয়ে
ধান্দাবাজরা ধান্দা করে মসজিদ মন্দির গিয়ে।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৭

বিজন রয় বলেছেন: ফাস্টু হইসি। চা দেন।

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫২

প্রামানিক বলেছেন: আইসা পড়েন চা রেডি আছে।

২| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৮

বিজন রয় বলেছেন: যেমন ছবি তেমন কবি।
সকালেই মাথা আবোল-তাবোল করে দিলেন।

হা হা হা হ ............... দারুন!!!!

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৩

প্রামানিক বলেছেন: হে হে হে নাস্তা না খাইয়াই আবোল তাবোল লিখছি সেই জন্য এই অবস্থা।

৩| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৯

সুমন কর বলেছেন: হাছা কথা কইতে নেই.........!!

ভালো লিখেছেন।

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভ্চেছা রইল।

৪| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৬

বিজন রয় বলেছেন: কই আছেন, কই আইতাম?

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০১

প্রামানিক বলেছেন: পল্টন মোরে আইসা পড়েন আমি দাঁড়ানো আছি।

৫| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০৬

বিজন রয় বলেছেন: সন্ধ্যায় আসবো।

ধন্যবাদ প্রামানিক ভাই।

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৫

প্রামানিক বলেছেন: অসুবিধা নাই, আমি আছি।

৬| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৩

শামছুল ইসলাম বলেছেন: চরম সত্য।
ছড়ায় হোক প্রতিবাদ।

ভাল থাকুন। সবসময়।

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৭| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: সকাল বেলাই আবোল তাবোল বকা ধরছেন সারাদিন যাবে কেম্নে?

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৬

প্রামানিক বলেছেন: আবোল তাবোল শুরু করলে সকাল থেকেই করা দরকার। ধন্যবাদ

৮| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪০

সাদা মনের মানুষ বলেছেন: যারা খেল ঘুষ
তারাই এখন মসজিদ মাঝে বিশাল ধার্মিক পুরুষ।

ধর্মের দোহাই দিয়ে
ধান্দাবাজরা ধান্দা করে মসজিদ মন্দির গিয়ে।


........কম খারাপ লিখেন নাই

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৬

প্রামানিক বলেছেন: কম খারাপের দেখছেনডা কি হবায় শুরু।

৯| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২০

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন। এধরণের ভন্ডামী শুধু বাংলাদেশীরাই করে।

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৭

প্রামানিক বলেছেন: সেই জন্য তো বাংলাদেশে বসেই লিখতে হচ্ছে। ধন্যবাদ বড় ভাই।

১০| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৭

সোহানী বলেছেন: দেখলাম যাদের পাজি
বৃদ্ধকালে তাড়াই দেখি বিশাল বড় হাজি।........ ঠিক ঠিক। তাইতো সব নেতাদের নামের থাকে হাজী...

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৮

প্রামানিক বলেছেন: সত্য কথাই বলেছেন সোহানী আপা। ধন্যবাদ

১১| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৬

ধ্রুবক আলো বলেছেন: ভালোই লিখছেন

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১২| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪২

মিঃ অলিম্পিক বলেছেন: দারুন! প্রথম প্রইজটা আপনার জন্য.....

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, উৎসাহিত হলাম।

১৩| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৯

প্রথমকথা বলেছেন: ধর্মের দোহাই দিয়ে
ধান্দাবাজরা ধান্দা করে মসজিদ মন্দির গিয়ে।
খুব সুন্দর সমাপ্তি। ভাল থাকবেন।

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন প্রথম কথা। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৭

fa siam বলেছেন: অসাধারন

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

১৫| ৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩০

সাহসী সন্তান বলেছেন: ভাই শিরোনামটা পড়ে প্রথমেই আমার সুকুমার রায়ের কথা মনে পড়ে গিয়েছিল! একসময় তো আবোল তাবোলের কিছু কবিতা একদম মুখস্ত ছিল! তবে আপনার লেখার ধরনটাও কিন্তু সেই একই স্টাইলের বলে মনে হলো!

চমৎকার ছড়া! খুব ভাল লাগলো! শুভ কামনা ভাই!

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান, ছোটকালে তো তার অনেক কবিতা আমারো মুখস্থ ছিল ধরতে গেলে তিনিই আমার ছড়ার গুরু।

১৬| ৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৩

রানা আমান বলেছেন: পুরোটাই সত্য কথা।

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

১৭| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৯

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: এক ছটাক নাই জ্ঞান
তারাও দেখি চ্যালেঞ্জ করে কোরান আর বিজ্ঞান।


দুইডা বিজ্ঞান এর বই পড়ে বলে বসে

দেয়ার ইজ নো গড !!

৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

প্রামানিক বলেছেন: একদম হাছা কথা কইছেন। ধন্যবাদ

১৮| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: অতি খাটি কথা! ধন্যবাদ!

ছড়া টি খুব ভাল লেগেছে!

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

১৯| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:১১

অরুনি মায়া অনু বলেছেন: কবিতায় ফুটে উঠা বাস্তবতা ভাল লেগেছে।

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভ্চেছা রইল।

২০| ৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:৪৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: অনেক দিন পর অসাধারন একটা কবিতা পড়লাম।

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রিঝভী। অনেক অনেক শুভ্চেছা রইল।

২১| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ।

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.