নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

রিলিফ বন্টন

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮


শহীদুল ইসলাম প্রামানিক

রিলিফের কথা বলে
মন্ত্রীসাব গেল চলে
দায়িত্ব পেলেন এক দসস্যু
সারা গাঁয়ে চৌকিদার
ঢোল দিল বার বার
রিলিফ দেয়া হবে আগামী পরশু।

তিনশো বস্তা ছিল গম,
তের বস্তার কিছু কম
বিলি বণ্টন হলো তাই সকালে
বাকী গম গেল কোথা
মেম্বার সাব চোরের হোথা
গরীবদের কেমন করে ঠকালে?

করিমুদ্দি রোষে বলে,
‘বন্টনে দুর্নীতি চলে,
সঠিক হিসাব নিতে হবে জোরে
কেউ কম কেউ বেশি
চলে তাই রেশারেশি
রিলিফ পাচার করেছে খুব ভোরে’।

বলে মেম্বার, ‘করিম ভাই
ক্ষেপেছো তো খামাখাই
রিলিফের মালে নাই নেশা
বস্তাতে তের জন
ছিল মাল ছাব্বিশ মন
রিলিফ বণ্টনই আমার পেশা’।

‘গরীবেরা যাহা চায়
আমার কাছে তাহা পায়
ওজনে কম থাকে সরকারী মাপে
বসে বসে হিসাব দেখ
খাতা কলম নিয়ে লেখ
কিভাবে করি বন্টণ ধাপে ধাপে’।

‘মন্ত্রীকে দিয়েছি যত
আমিও নিয়েছি তত
তার অর্ধেক রিলিফ অফিসার
মাস্তান আর সন্ত্রাসী
সাথে কিছু গরীব চাষী
তাদেরও দিয়েছি সমান হার’।

‘তরপরও ছিল যাহা
চামচাদের দিয়েছি তাহা
অবশিষ্ট ছিল না তো কিছু
বাছা বাছা কিছু নাম
রিলিফ দিয়ে পুরো গ্রাম
তারপরও ছারেনাতো পিছু’।

‘আমি ভাই মেম্বার
নাই কোন চেম্বার
ভাঙ্গা ঘরে চলে কারবার
কত ঘাটে ভাগ দেই
তরপরে নিজে নেই
ডিস্টার্ব কেন কর বারবার’?

(ছবি ইন্টারনেট)

ছড়ার মূল ফরমেট নিচে দেয়া হলো।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৮

সামিয়া বলেছেন: দারুন। এদের কথা আমরা সবাই জানি, এসব নিচ লোকদের সরাসরি কিছু বললে এদের রোষানলে পড়তো হয়। আপনি ছড়ার মাধ্যমে সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, দীর্ঘজীবী হউন।

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সামিয়া। অনেক অনেক শুভ্চেছা রইল।

২| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৭

মেহেদী রবিন বলেছেন: মেম্বারকে চেম্বারে আটকিয়ে কিছু উত্তম মধ্যম দেয়া গেলে মন্দ হত না। আবহমান বাংলার রিলিফ চুরির ঘটনা নিয়ে রসাত্মক ছড়া। খুব ভালো লেগেছে।

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৪

প্রামানিক বলেছেন: এখন মেম্বাররা অনেক শক্তিশালী। তাদের মাইর দিলে বিপদ আছে। ধন্যবাদ

৩| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৯

ধ্রুবক আলো বলেছেন: এক কথায় অসাধারন

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৪| ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১০

শামছুল ইসলাম বলেছেন: বন্টন ব্যবস্থাটা খুবই চমৎকার।
ছড়ায় তা প্রকাশ করেছেন অনবদ্য দক্ষতায়।

ভাল থাকুন। সবসময়।

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার ছড়া। যে ফরম্যাটের স্ক্রীন শট দিয়েছেন, সেটা ব্লগে ওইভাবে থাকে না। এ জন্য ছড়া বা কবিতার মান কিছুটা ক্ষুন্ন হয়।
ধন্যবাদ প্রামানিক ভাই।

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৭

প্রামানিক বলেছেন: আপনি ঠিকই বলেছেন। ব্লগে সব একাকার হয়ে যায় যে কারণে কবিতার ফরমেট থাকে না।

৬| ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২১

কাবিল বলেছেন: আমাদের চেয়ারম্যান ০০৭ মাইন্ড করতে পারে সাবধান! :P

ভাল হইছে।

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৭

প্রামানিক বলেছেন: হা হা মন্দ বলেন নাই।

৭| ৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২

সাদা মনের মানুষ বলেছেন: আপনি যে কতো দেশের খোজ খবর রাখেন :-B

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩০

প্রামানিক বলেছেন: হা হা হা আমি তো শুধু খোজ খবর রাখি আর আপনি তো সেই দেশ দেইখা ঘুইরা আসেন।

৮| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৭

অরুনি মায়া অনু বলেছেন: হায়রে দুনিয়া কার সম্পদ কে ভোগ করে।
সুন্দর লিখেছেন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শুভেচ্ছা রইল।

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন ! গুরু

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.