নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

রক্ত লালে ফিলিস্তিন

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৬


শহীদুল ইসলাম প্রামানিক

পড়ছে বোম মুহুর্মুহু
ধরার মাটি রক্ত লাল
মরছে কত ফিলিস্তিনি
বিশ্ব জুড়ে টালমাটাল।

অবুঝ শিশু জ্যান্ত কবর
যাচ্ছে ধ্বসে ঘরবাড়ি
পুত্রহারা মা বোনেরা
করছে কত আহাজারী।

কাঁদছে বাবা কাঁদছে স্বজন
কান্না যেন থামছে না
নিষ্ঠুরতা চরম সীমায়
ইসরাইলী মানছে না।

ঘর বাড়ি আর নাইরে কারো
আকাশ নিচে কাটছে দিন
হায় মাতমে বাতাস ভারী
মুসলমানের ফিলিস্তিন।

মানবতা নাই বুঝিরে
বিশ্ব তাই তো নিরব রয়
ইসরাইলের শক্তির কাছে
জাতীসংঘও পাচ্ছে ভয়?

তাই যদি ভাই না হবে রে
মানবাধিকার কই গেল
যাদের কথায় বিশ্ব নাচে
তাদের বিবেক কি পেল?

হে বিধাতা সৃস্টি কর্তা
তুমিও আছো চুপ করে
তোমার সৃস্টি ধ্বংস হচ্ছে
দেখছো তুমি কি করে!

সত্য তুমি, সত্য বটে
তোমার দেয়া আল কোরান
মানব ধ্বংস রক্ষা কর
দেখাও এবার তার প্রমাণ।

সেগুন বাগিচা
দুপুর ১২টা ৩০ মিনিট
১৮-০৭-২০১৪ইং

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩০

ধ্রুবক আলো বলেছেন: লেখা অসাধারন হইছে।
তবে একটা কথা মনে রাখবেন, সৃষ্টিকর্তা তাকেই সাহায্য করে যে নিজেকে সাহাজ্য করে। আজ ফিলিস্তিনিদের উপর হামলা হচ্ছে যা খুবই বর্বোরোচিত। কিন্তু আমরা মুসলিম বিশ্বএক হচ্ছিনা, যদি এক থাকতাম তাহলে কেউই হামলা করার সাহস পেত না।
ধন্যবাদ

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০১

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন ভাই, আমাদের মুসলিমদেরম মধ্যেই সমস্যা।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল ছড়া। আল্লাহ একদিন এর বিচার করবেই ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন ভাই।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১২

খোলা মনের কথা বলেছেন: মানবতা নাই বুঝিরে
বিশ্ব তাই তো নিরব রয়
ইসরাইলের শক্তির কাছে
জাতীসংঘও পাচ্ছে ভয়?


যদিও অনেক আগে লেখা কিন্তু লেখাটি সর্বজনীন। মানবতার কোন বালায় নেই বিশ্বে। জোর যার মুল্লুক তার মত অবস্থা। ধন্যবাদ প্রামানিক ভাই

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার সুচিন্তিত মতামতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪

শামছুল ইসলাম বলেছেন: //তাই যদি ভাই না হবে রে
মানবাধিকার কই গেল
যাদের কথায় বিশ্ব নাচে
তাদের বিবেক কি পেল?//
- মানবতার ভুলুন্ঠিত রূপটা চমৎকার ফুটে উঠেছে।

কিছু বিষয়ে একমত হতে পারলাম নাঃ

//হে বিধাতা সৃস্টি কর্তা
তুমিও আছো চুপ করে
তোমার সৃস্টি ধ্বংস হচ্ছে
দেখছো তুমি প্রাণ ভরে!//
-- বিধাতা তাঁর সৃষ্ট মানুষের দুর্ভোগে নিশ্চয়ই খুশি হতো পারেননা। যারা এর হোতা তাদের জন্য উনার নির্মম শাস্তি নিশ্চয়ই অপেক্ষা করছে।

//সত্য যদি হয় গো প্রভু
তোমার দেয়া আল কোরান
মানব ধ্বংস রক্ষা কর
দেখাও এবার তার প্রমাণ।//
- কোরান সত্য তাতে কোন সন্দেহ নেই, কিন্তু সেটা কেউ ধারণ না করলে কি ভাবে উপকৃত হবে? ওষুধ না খেয়ে তাকে সাজিয়ে রাখলে কখনো অসুখ সারে না।

ভাল থাকুন। সবসময়।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৩

প্রামানিক বলেছেন: আপনার মন্তব্য ভেবে দেখার মত। কথাগুলো একটু পরিবর্তন করে দিলাম। তবে যেহেতু আমরা আল্লাহর সৃষ্টি, সব কিছু আল্লাহই ভালো জানেন, আল্লাহর কাছেই সকল প্রশ্ন করার অধিকার আমাদের সকলের উত্তর পাই বা না পাই।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬

নীলপরি বলেছেন: মর্মস্পর্শি লেখা ভালো লাগলো ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৬

শামছুল ইসলাম বলেছেন: //আমরা আল্লাহর সৃষ্টি, সব কিছু আল্লাহই ভালো জানেন, আল্লাহর কাছেই সকল প্রশ্ন করার অধিকার আমাদের সকলের উত্তর পাই বা না পাই।// - সহমত।

আল্লাহ আপনার মনের সৎ ইচ্ছা ও ভালবাসাকে পুরস্কৃত করুণ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩

শূণ্য পুরাণ বলেছেন: মুসলমানদের মানবাধিকার থাকতে নেই
---মাহমুদুর রহমান

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩

প্রামানিক বলেছেন: কথা মন্দ বলেন নাই। ধন্যবাদ

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: মানবতার জয় হোক ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ শুভ্চেছা রইল।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১১

বিলিয়ার রহমান বলেছেন: দারুন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ শুভ্চেছা রইল।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: ফিলিস্তিন শান্ত হোক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২২

nilkabba বলেছেন: সুন্দর লিখেছেন।
আল্লাহ মুসলিমদের রক্ষা করুন।আমিন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১

প্রামানিক বলেছেন: আমিন।

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: পছন্দ দিয়ে প্রিয়তে নিয়েছি। অসাধারণ! সত্যিই এক মর্মভেদি কবিতা! ভালো থাকুন। আল্লাহ্‌ মুসলিমদের এক হওয়ার সুযোগ ও বুঝ দিন ।আমিন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.