নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

দস্যু

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৭


শহীদুল ইসলাম প্রামানিক

ভূমি নেয় ভূমি দস্যু
টাকা নেয় ডাকাতে
ভূমিহীনরা ঢাকা যায়
রিক্সা ভ্যান হাকাতে।

চাঁদা নেয় চাঁদাবাজ
ভাগ পায় মেম্বার
চাঁদার টাকায় তৈরী করে
আলীশান চেম্বার।

সন্ত্রাসীরা সন্ত্রাস করে
হাটে-ঘাটে বাজারে
বাড়ি বাড়ি ত্রাস করে
ত্রাস করে মাজারে।

পকেট মাররা সংঘবদ্ধ
দলেবলে করে কাজ
ধরতে গেলে উল্টো তারে
রাস্তার মাঝে দেয় যে লাজ।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৪৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//সন্ত্রাসীরা সন্ত্রাস করে
হাটে-ঘাটে বাজারে
বাড়ি বাড়ি ত্রাস করে
ত্রাস করে মাজারে।//

মাজারটা ক্রিমিনালদের স্বর্গস্থানে পরিণত হয়েছে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন মইনুল ভাই। এখন মাজার আর মাজার নাই।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৭

ফেরদৌসা রুহী বলেছেন: বিভিন্ন রকমের দস্যুর কারনে সাধারণ মানুষের জীবন আজ অনিরাপদ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৫

প্রামানিক বলেছেন: দস্যুদের কারণে স্বাভাবিক জীবন যাপন করা মুশকিল।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৭

পবন সরকার বলেছেন: বাস্তব কথা ছন্দে তুলে ধরেছেন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পবন সরকার

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বাস্তব।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৫

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

ভূমি বানান দু'রকম হয়ে গেছে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। খুশি হলাম।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৯

nilkabba বলেছেন: ভালো লাগলো।
সন্ত্রাসী ব্যাখা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৩

সচেতনহ্যাপী বলেছেন: সন্ত্রাসীরা এখন দলেরও ভিত্তি।।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতন হ্যাপী। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৭

এ কে এম রেজাউল করিম বলেছেন:
পকেট মাররা সংঘবদ্ধ
দলেবলে করে কাজ
ধরতে গেলে উল্টো তারে
রাস্তার মাঝে দেয় যে লাজ।


আজকেও আমি আপনার ব্লগে এসেছিলাম। কবিতায় অসম্ভ ভালো লাগা জানিয়ে গেলাম।

আমি আপনার প্রত্যেক পোষ্টে ঘুরে যাই। কোন সময় অপ-লাইনে বা অন-লাইনে। কোন সময় মন্তব্য করি আবার কখনও করি না।
না করার কারন টাইপের প্রতি দুরবলতা। কিন্তু আপনার প্রতিটি পোষ্টই আমার ভালো লাগে।

আপনার মিতা কবি শহিদুল ইসলামকে এখানে একটি একাউন্ট খোলার অনুরোধ করা হল আমার তরফ থেকে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার ছড়া পড়ার আগ্রহ দেখে খুবই খুশি হলাম। আমার মিতারও একাউন্ট আছে তবে উনি ব্লগের চেয়ে ফেসবুকে লিখতে এখন স্বাচ্ছন্দ বোধ করেন।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: আমি শুধু ভাবি আপনার এতো অভিজ্ঞতা কোথা থেকে হচ্ছে B:-)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৮

প্রামানিক বলেছেন: আমার আবার কি অভিজ্ঞতা তো কিছু না তার চেয়ে আপনার অভিজ্ঞতা এক ধাপ বেশি।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: দারুন লিখেছেন

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ফেরিওয়ালা। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩

চিন্তিত নিরন্তর বলেছেন: লেখা চোর নিয়ে বলা হলনা। এটাও সন্ত্রাস।

দারুন লেখা।

আমাদের এলাকায় কলাগাছ লাগিয়ে মাজার বানানো যায়। ব্যপক ব্যবসা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪০

প্রামানিক বলেছেন: বলেন কি! এখন কলাগাছ দিয়েও মাজার বানানো হয়! কলাগাইচ্ছা মাজারের নাম এই প্রথম শুনলাম।

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮

শামছুল ইসলাম বলেছেন: //দস্যুদের দস্যিপনায় সকলেরই নাভিশ্বাস,
নেতা-নেত্রী কেউ তো ভাই দিচ্ছে নাকে আশ্বাস !!//

ছড়া খুবই বাস্তবধর্মী হয়েছে।

ভাল থাকুন। সবসময়।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। শুভ্চেছা রইল।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০

শরতের ছবি বলেছেন: ছন্দে ছন্দে সত্য কথা লিখলেন।ভাল লেগেছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪

তাজবীর আহােমদ খান বলেছেন: সবি ভাই গা সওয়া হয়ে গেছে, কিন্তু ছন্দ মিলিয়ে আপনার উপস্থাপনা টা দারুন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৭

প্রথমকথা বলেছেন: চাঁদা নেয় চাঁদাবাজ
ভাগ পায় মেম্বার
চাঁদার টাকায় তৈরী করে
আলীশান চেম্বার।

বাস্তব সত্য এবং সত্য কথা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন প্রথমকথা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১২

বিজন রয় বলেছেন: এত পোস্ট দেন কেন?

এট্টু পাতলা পাতলা দেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিজন রয়। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: বরাবরের মতোই আপনার কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম। এবারের কবিতাতেও বিষয় ভাবনা আর ছন্দের কারুকার্য অসাধারণ! ভালো থাকুন প্রিয় কবি।
আমি কিন্তু কবিতা লেখা ছেড়েই দিচ্ছি কারণ, কবিতা লিখতে বসলেই রাগ গোস্বা জাতীয় ভাবনা চলে আসে। ভালো ভাবনা বলতে গেলে আসেইনা।
ধন্যবাদ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩

প্রামানিক বলেছেন: আমাদের চারদিকের অবস্থা দেখলে রাগ গোস্বা এমনিতেই চলে আসে। কিন্তু আমাদের করার কিছুই নাই। এর ভিতরেই আমাদের চলতে হবে।

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সন্ত্রাসীরা সন্ত্রাস করে
হাটে-ঘাটে বাজারে
বাড়ি বাড়ি ত্রাস করে
ত্রাস করে মাজারে।


এই লাইনটুকুতে মজা পাইছি। +++

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্চেছা রইল।

১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪০

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন কবি।

খুব ভালো লাগল

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০১

টোকাই রাজা বলেছেন: সন্ত্রাসীরা সন্ত্রাস করে
হাটে-ঘাটে বাজারে
বাড়ি বাড়ি ত্রাস করে
ত্রাস করে মাজারে।

এই লাইনটুকু অনেক মজা পাইছি। ;) ;) ;)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: আমার একধাপ হলে আপনি তিন ধাপ :D

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০

প্রামানিক বলেছেন: আমি তিন ধাপে যতদূর যাইতে না পারি আপনি এক ধাপে তার চেয়ে বেশি যান।

২২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৯

মেহেদী রবিন বলেছেন: সব কিছু নষ্টদের

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

২৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৩

ডঃ এম এ আলী বলেছেন: ভূমি নেয় ভূমি দস্যু
টাকা নেয় ডাকাতে
ভূমিহীনরা ঢাকা যায়
রিক্সা ভ্যান হাকাতে।


ছড়ায় ছড়ায় বলেছেন দারুন কথা
ভুমি দস্যুই এখন বড় মাথা ব্যাথা

শুভেচ্ছা রইল

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৪

তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ভাল লিখেছেন। এদের জালায় সাধারান মানুষের জীবন জর্জরিত।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৩

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.