নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

তিন শ\'র চেয়ে চারানা বড় (ব্লগে পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১০


শহীদুল ইসলাম প্রামানিক

অনেক কষ্টে জমিয়ে টাকা
দিয়ে চেঙটুর হাতে
বলছে স্ত্রী কিনবে ছাগল
আয় হবে যে তাতে।

ছাগল কিনতে চলল চেঙটু
মাথায় চটের বস্তা
রাস্তায় যেতে চিন্তা করে,
‘কিনবো ছাগল সস্তা’।

তিন শ' টাকায় ছাগল কিনে
উল্টা পাশে দেখে
হাট ইজারাদার রশিদ বইয়ে
চারানা খাজনা লেখে।

মনে মনে বলল চেঙটু,
আমার টাকার ছাগল
চারানা পয়সা খাজনা দিব,
আমি কি আর পাগল?

এই না ভেবে ছাগলটাকে
নিল বস্তায় ভরে
বস্তাটা সে ঘাড়ে ফেলে
চলল খুবই জোরে।

রাস্তায় কেহ জিজ্ঞেস করলে
দিচ্ছে তারে ধমক
চেঙটু মিয়ার স্বভাব দেখে
লাগছে সবার চমক।

বাড়ি এসে ডাক দিয়ে কয়,
এলাম ছাগল কিনে,
বস্তায় ভরে ছাগল এনেছি
হাটের খাজনা বিনে।

চেঙটুর বউয়ে বস্তা খুলতেই
চক্ষু ছানাবড়া
বস্তার ভিতর ছাগল ঠিকই
কিন্তু আস্ত মরা।

কাঁদছে বসে চেঙটুর বউ,
‘এ কি আমার জ্বালা!
পাগল এনেছে মরা ছাগল,
মরা কি যায় পালা’?

বলছে চেঙটু হাত নাড়িয়ে,
করিস না হইচই
বিনা কারণে ছাগল মরেনি
সেই কথাটা কই।

নিজের টাকায় ছাগল কিনে
খাজনা দিবার ভয়ে
বস্তার ভিতর ছাগল ভরে
এলাম ঘাড়ে লয়ে।

বস্তার মুখ বন্ধ থাকায়
ছাগল গেছে মরে
মরছে যখন লাভ হবে কি
কান্নাকাটি করে?

তিন শ' টাকার ছাগল মরলেও
করিস না আর দুষী
চারানা পয়সা খাজনা দেইনি
তাতেই আমি খুশি।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৮৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

সাদা মনের মানুষ বলেছেন: পাঁচ বছর পুর্তি, এসো করি ফুর্তি :-B

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯

প্রামানিক বলেছেন: পাঁচ বছর পুর্তিতে ফুর্তি করতে হইলে তো বেলুন ফুটাইতো হইবো।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭

সাদা মনের মানুষ বলেছেন: পাঁচ বছর পুর্তি উপলক্ষে আপনার বাসায় গতকাল যে জম্পেস খাওয়া খাইয়েছেন তা আমি অন্য কারো করবো না (বললে সকলেই খেতে চাইবে) =p~

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯

প্রামানিক বলেছেন: না না কইয়েন না, ঈদের চাঁদ উঠলে চার পায়া দুই পায়া প্রাণী জবেহ করা নিষিদ্ধ। বিপদে পইড়া যামু। খাওয়া খাওয়ি যা কইবেন ঈদের পড়ে কইয়েন।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭

ভ্রমরের ডানা বলেছেন: হা হা হা! খুব মজা পেলাম!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

এম এ কাশেম বলেছেন: Excellent Promanik vai।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এম এ কাশেম। আপনি কেমন আছেন?

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮

প্রথমকথা বলেছেন: আপনার লেখা বরাবরের মতো সুন্দর, পড়ে ভাল লাগল।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন প্রথম কথা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮

ফৈরা দার্শনিক বলেছেন: মজাদার :-P

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩

প্রামানিক বলেছেন: আপনি কি আমাদের পরিচিত সেই ফৈরা দার্শনিক?

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪

খোলা মনের কথা বলেছেন: কিপটুস লোকের এমনি অবস্থা হয়। ক্ষুদ্র কারণে বড় সমস্যা হয় তারপরও বুঝতে পারেনা। মজা পেলাম ভাই।

৫ বছর পূর্তি শুভেচ্ছা ভাই।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক সময় মানুষ সমান্য স্বার্থের লোভে বড় স্বার্থ জলাঞ্জালি দেয়।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

শামছুল ইসলাম বলেছেন: দারুণ ছড়া ।

হা..হা...

//বাড়ি এসে ডাক দিয়ে কয়,
এলাম ছাগল কিনে,
বস্তায় ভরে ছাগল এনেছি
হাটের খাজনা বিনে।//


হি..হি..হি..........

//ছাগল মরলেও কাঁদিস না বউ
করিস না আর দুষী
চারানা পয়সা খাজনা দেইনি
তাতেই আমি খুশি।//


এবার মন খুলে হাসি সামুতে আপনার পাঁচ বছর পূর্তিতে।

চলুক ছন্দে ছন্দে আপনার পথচলা।

ভাল থাকুন। সবসময়।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২

হাসান মাহবুব বলেছেন: অনবদ্য। ছন্দে ছন্দে মানুষের মনের গভীর দ্বন্দ্ব তুলে ধরেছেন।

বর্ষপূর্তির শুভেচ্ছা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভেচ্ছা রইল।

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৬

সাহসী সন্তান বলেছেন: আমি ভাবছিলাম আপনি অভিমান করে আছেন? তবে স্পেশালী হামা ভাইকে অসংখ্য ধন্যবাদ! পোস্টে উনার আগমন খুব খুব ভাল লাগলো! বর্ষপূর্তির শুভেচ্ছা প্রামাণিক ভাই! তয় কেক্কুক কই.....?? ;)

@সাদা মনের মানুষ ভাইরে ভাল ভাবছিলাম, কিন্তু এখন দেখলাম তিনি কতটা খ্রাপ! আমারে রাইখা তিনি একা একা ক্যামনে খাইলেন? ক্যামনে, ক্যামনে, ক্যামনে (চিক্কুর পাইড়া কান্দনের ইমো হইবেক)! ;)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৩

প্রামানিক বলেছেন: হঠাৎ দুপুরে বায়তুল মোকাররমের কাছে আইসা সাদা মনের মানুষ ফোন দিলো। রাস্তায় আগায়া গেলাম। সামনা সামনি হইতেই দুই ভায়ের হাতে হাতে হাতাহাতি হইল। এরপর দুই ভাই মিল্লা চারটা ডাল ভাত একসাথে খাইলাম। চাইলে আপনেও আইসা পড়তে পারেন।

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১০

অগ্নি সারথি বলেছেন: ৫ বছর পুর্তিতে শুভ কামনা রইল।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৩

রানা আমান বলেছেন: আপনার লেখা বরাবরের মতই চমৎকার । তবে জাতি জানতে চায় এবার কি এভাবেই কোরবাণীর জন্য ছাগল কেনার কোন গোপন পরিকল্পনা আপনার আছে কিনা । :D

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯

প্রামানিক বলেছেন: আমার পরিকল্পনায় হাটের খাজনার টাকা মেরে দেয়ার ইচ্ছা না থাকলেও অনেকেই কোরবানীর গরু কিনে হাসুলি না দিয়েই চলে আসেন তাদের জন্যই আমার এই ছড়া।

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: ছাগল মরলেও কাঁদিস না বউ
করিস না আর দুষী
চারানা পয়সা খাজনা দেইনি
তাতেই আমি খুশি
। হা হা হা

দারুন ++

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনন্দন!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৩

প্রামানিক বলেছেন: আপনাকেও অভিনন্দন।

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: মশলাদার ছড়া ভাল্লাগছে!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫

পবন সরকার বলেছেন: আজকে আমার খুবই ভালো লাগছে এই জন্য যে, হাসান মাহবুব আর প্রামানিক ভাইয়ের লেখায় পরষ্পরের মন্তব্য দেখে। আমি উভায়কেই অভিনন্দন জানাই। তবে সাদা মনের মানুষের মন্তব্য দেখে মনে হলো তিনি গতকাল প্রামানিক ভাইয়ের সাথে ভাত খেয়েছেন। দুইজনের মনোমালিন্য হয়তো তিনিই মিল করে দিয়েছেন। সত্যিই যদি তিনি এই কাজ করে থাকেন তবে তাকেও অভিনন্দন। আমরা যেন এমন ভাবেই সব ব্লগার মিলেমিশে থাকতে পারি। এই কামনা সবার কাছেই রইল।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫

প্রামানিক বলেছেন: আপনার এমন মন্তব্যে আন্তরিক শুভেচ্ছা না দিয়ে পারছি না।

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার ছড়া। ধন্যবাদ প্রামানিক ভাই।

ব্লগে পাঁচ বছর পূর্তিতে অভিনন্দন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯

এডওয়ার্ড মায়া বলেছেন: বছর পূর্তির শুভেচ্ছা প্রামানিক দা :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪

জেন রসি বলেছেন: আপনার ছড়া মানেই বিশেষ কিছু। একই সাথে মজার এবং অর্থবহ।

অভিনন্দন। :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জেন রসি। আনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা।

২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
৫ম বর্ষপূর্তির শুভেচ্ছা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

গেম চেঞ্জার বলেছেন: ৫ বছর পূর্তির জন্য কংগ্রাটস!! :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: আমাদের নিত্যদিনের ছড়াকার। ছন্দ ফুটে পদে পদে! সুন্দর!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

২৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন:

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

প্রামানিক বলেছেন: এখন তো কমলার সিজন না আপনে কমলা পাইলেন কই?

২৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন:

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

প্রামানিক বলেছেন: এইটা ঠিক আছে।

২৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন:

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

প্রামানিক বলেছেন: আহারে কলা বেচারার কি অবস্থা!!!

২৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: অভিনন্দন। :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৭

আলোরিকা বলেছেন: চেংটু খাজনা ছাড়া বেঁচে গেলেও , আপনাকে আমরা ছাড়ছি না ভাইয়া , বর্ষপূর্তির খাজনা কিন্তু দিতেই হবে । অভিনন্দন ! :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: হা হা হা বর্ষপূর্তির খাজনা দিতে রাজি আছি তবে ঈদের পরে। ধন্যবাদ রসিকতা করার জন্য।

২৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৮

হাতুড়ে লেখক বলেছেন: এইডা দেহার আগে আমার মরণ হইলো না কেন?
আমার বউতো আমারে চেঙটু কইয়া ডাকে! :-<

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: আপনারে চেঙটু নামডা গালাগালি কইরা ডাকে না আদর কইরা ডাকে সেইডা তো কইলেন না?

২৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৫

মুহাম্মাদ শাথিল বলেছেন: অভিনন্দন ভাই। শুভ হোক আগামীর পথচলা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৩০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২১

মেহেদী রবিন বলেছেন: ছাগলের মৃত্যুতে কষ্ট পেয়েছি। বরাবরই আপনার ছড়া রসে ভরা প্রামানিক ভাই।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, পাগলের চারানা বাঁচাতে গিয়েই তো ছাগল মারা গেল।

৩১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪১

ডঃ এম এ আলী বলেছেন:



কারো সখের দাম লাখ টাকা ,
নীজ ইচ্ছের দাম কোটি টাকা
এটা বুঝেনাযে সেতো ছাগল নয়
তার গুস্ঠি শুধ্যাই পাগল হয় ।

ভাল ছাগল ভাই ছড়া ।
পাঁচ বছর পুর্তিতে রইল
আন্তরিক শুভেচ্ছা । সকলে
মিলেই করব তা উদযাপন ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৯

প্রামানিক বলেছেন: টাইপে ভুল ভুল লাগল।

৩২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: ভুল হয়ে গেছে টাইপে
ভাল ছাগল ভাই ছড়া আসলে হবে ভাল লাগল ভাই ছড়া
টাইপো ভুলের জন্য অান্তরিক ভাবে দু:খিত ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১০

প্রামানিক বলেছেন: আপনার ছন্দ পড়ে আমারো তাই মনে হয়েছিল। ধন্যবাদ ভাই আলী। শুভেচ্ছা রইল।

৩৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৫

অরুনি মায়া অনু বলেছেন: হুম কিপটেরর ধন পিঁপড়েই খায়। কবিতাটা পড়ে একথা মনে পড়ল।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন বোন। কিপটার ধন পিঁড়াতেই খায় কিন্তু কিপটায় খায় না।

৩৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা ভাই !!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৩৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৬

মামুন ইসলাম বলেছেন: চমৎকার বর্ষপূতি ছড়া ।৫ম বছর পূর্তি শুভেচ্ছা থাকল প্রামানিক ভাই।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভেচ্ছা রইল।

৩৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: অসাধারন,ছড়াকার প্রামানিক ভাইকে পাঁচ বছর পূর্তিতে অভিনন্দন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৮

ব্লগ সার্চম্যান বলেছেন: পাঁচ বর্ষপূতি অভিনন্দণ ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৭

এ কে এম রেজাউল করিম বলেছেন:
আজকের ছড়াও পড়েছি।
ঈদের সুভেচ্ছ নিবেন, ভালো থাকুন কামনা করি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪২

জনৈক অচম ভুত বলেছেন: আমাদের অবস্থাও ক্ষেত্রবিশেষে চেঙটু মিয়ার মতোই। /:)
ছড়ায় মজা পাইছি। বর্ষপূ্র্তির শুভেচ্ছা জানবেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬

নীলপরি বলেছেন: বরাবরের মতোই অসাধারণ লাগলো ।

শুভেচ্ছা রইলো ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শুভেচ্ছা রইল।

৪১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৯

রক্তিম দিগন্ত বলেছেন: কংগো কংগো!!!

বর্ষপুর্তির খানাদানা কই ভাই????

পাঁচ বছর তো অনেক সময়। এই সময়ে ব্লগের কত মানুষই তো আপন হল। একটা জম্পেশ অনুষ্ঠান না হইলে কী চলে???

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

প্রামানিক বলেছেন: অনুষ্ঠান করতে রাজি আছি আপনেরা আইবেন নাকি তাই কন?

৪২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুন ছড়া।+++++++্


পঞ্চম বর্ষপূর্তির শুভেচ্ছা :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৪৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিনন্দন প্রামানিক ভাই অভিনন্দন !

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাই, শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.