নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
ঈদ আনন্দ সবার মাঝে
ফিরছে সবাই বাড়ি
ভিরের মাঝে চড়ছে ঠেলে
লঞ্চ, বাস, ট্রেন গাড়ি।
উঠছে কেহ গাড়ির ভিতর
কেউবা উঠছে ছাদে
উঠতে যারা পায়না তারা
দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে।
কেউবা আবার ঝুলছে গেটে
দরজার রডটি ধরে
একটুখানি ঝাঁকি খেলেই
যাবে রে ভাই পরে!
ভয়-ভীতি নয় যেতেই হবে
যাচ্ছে গাঁয়ের বাড়ি
কতক্ষণে পৌঁছবে তারা
করছে তাড়াতাড়ি।
যাচ্ছে বাড়ি পাচ্ছে স্বজন
কষ্ট যাচ্ছে ভুলে
খুশির চোটে নতুন জামা
দিচ্ছে হাতে তুলে।
বাচ্চাগুলো নতুন জামায়
হাসছে মধুর হাসি
মুখটা থেকে ঝরছে যেন
মুক্তা রাশি রাশি।
এমন হাসি দেখার পরে
ক্লান্তি হয়রে দূর
কষ্টানন্দেই ঈদ আনন্দ
হয় তখন মধুর।
(রিপোষ্ট)
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪১
প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন। দূর্ণীতিই আমাদের দুর্ভোগের কারণ।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩
মূল-উপদল বলেছেন: ৯ তারিখ রাতে বাস টিকেট, আজকে প্রথম আলোর নিউজ যে কোন সময় বন্ধ হতে পারে পাটুরিয়া ঘাট, কালকের নিউজ ঢাকা টাংগাইল সড়কে তীব্র জট। বাড়ি যাইতে পারবো কিনা আল্লাহ মালুম
যাই হোক, সবার ঈদ ভাল কাটুক, আপনার জন্য শুভকামনা নিরন্তর
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭
প্রামানিক বলেছেন: ভাই আশা করি যেতে পারবেন তবে একটু কষ্ট হতে পারে। ধন্যবাদ
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১২
আহলান বলেছেন: ভাই মূল উপদল- গতকাল কোন এক নিউজে দেখলাম রাজবাড়ির পুলিশ বলছে ঘাটের পরিস্থিতি ভালো করতে বিআইডাব্লিউটিএ-কে তারা অনেক আগেই সতর্ক করেছিলো। কিন্তু তারা সে সময় গা করেনি। এখন শেষ বেলায় এসে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। দোষ পড়ছে প্রবল স্রোত হাবি জাবি ...নিজেদের গাফিলতি এখন নদী বা পানির উপরে চাপিয়ে দেয়ার চেষ্টা আরকি! তাই তো বলেছিলাম সেনা বাহিনী দিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করে ব্যবস্থা নিতে। যাত্রীগন অনেক উপকৃত হতো। গরীবের কথা তো কেউ আমলে নেয় না ....
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৬
প্রামানিক বলেছেন: সমস্যার বিষয়টি তুলে ধরায় মুল উপদল এবং আহলান দুইজনকেই শুভ্চেছা।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২২
এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে ভাই
শুভ কামনা।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫
শামচুল হক বলেছেন: ছড়ায় ঈদে বাড়ি ফেরার বাস্তব চিত্র।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০১
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর ছড়া।
ঈদ ভাল কাটুক, আপনার জন্য শুভকামনা নিরন্তর।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪
শামছুল ইসলাম বলেছেন: সুন্দর !!!!
//এমন হাসি দেখার পরে
ক্লান্তি হয়রে দূর
কষ্টানন্দেই ঈদ আনন্দ
হয় তখন মধুর।//
ভাল থাকুন। সবসময়। ঈদমোবারক !!!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৪
সিগনেচার নসিব বলেছেন: সুন্দর ছড়া !
শুভেচ্ছা রইল দাদা
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৪
রক্তিম দিগন্ত বলেছেন: আপনে ছড়ায় ছড়ায় যেভাবে বাস্তবতা ফুটায়া আনেন, সেইটার জন্যই আপনার ছড়া পড়লে মন ভাল হয়া যায়।
ম্যালাদিন পরে আসলাম - চা দ্যান!!!
আর আছেন কেমন এখন?
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫২
প্রামানিক বলেছেন: আপনি ম্যালা দিন পর আইলেন এইডা তো আমিও জিগাইতে চাইতেছি। ক্ই আছিলেন? চা ঈদের পরে খাইবেন না আগে খাইবেন?
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৩
রক্তিম দিগন্ত বলেছেন: ব্যস্ততারে ভাই। লেখালেখি করাই হয় না।
লেখা নাই দেইখাই আসি নাই।
ঈদের পরে তো খাওয়াবেনই। এখনও খাওয়াইন।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
প্রামানিক বলেছেন: মাঝে মাঝে ব্লগে হাজিরা দিয়া ঢু মারতে তো পারতেন?
১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৮
কামরুন নাহার বীথি বলেছেন: আমাদের যোগাযোগ মন্ত্রী সাহেব ঈদের আগে কত কত ভাষণ দেন, আশ্বাস দেন, কাজের কাজ কিচ্ছু হয় না।
ভোগান্তি যা আমাদের।
পাবনা থেকে আমার এক আত্মীয় এসেছিল, ১২ ঘণ্টা বাসে বসা, আবার গেছেও ১২ ঘন্টা ধরে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
প্রামানিক বলেছেন: যানজটের দুখেই কয়েক বছর হলো ঈদে বাড়ি যাই না। ঢাকায় বসে বসে ঈদের ছুটি কাটাই।
১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
বিদ্যুৎ বলেছেন: খুব ভাল। ভাল লাগে আপনার সব ছড়া ও কবিতা পড়ে। ধন্যবাদ
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৫
সাদা মনের মানুষ বলেছেন: একেবারে সত্য কথা, শেকড়ের টানে কোন বিপদকেই তোয়াক্কা না করে মানুষজন ছুটে চলছে অবিরত.......শুভেচ্ছা জানবেন ভাই
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৩
প্রামানিক বলেছেন: বাবা মা বেঁচে থাকতে আমিও সারা রাত ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হলেও গ্রামের বাড়ি চলে যেতাম। বাড়িতে যাওয়ার পরে রাস্তায় এত কষ্ট হওয়ার পরও খুব আনন্দ পেতাম।
১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: এখন তো নিজেই বাবা মা, এখনকার অনুভুতি কি?
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৪
প্রামানিক বলেছেন: এখন বাচ্চাদের খুশিতে নিজে খুশি থাকতে হয়।
১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২০
ডঃ এম এ আলী বলেছেন: ঈদে গ্রমের বাড়ীতে
যাওয়ার আনন্দটাই আলাদা
কেউবা আবার ঝুলছে গেটে
দরজার রডটি ধরে
একটুখানি ঝাঁকি খেলেই
যাবে রে ভাই পরে!
কি আর বলব ভাই
ছাদে উঠে তো গিয়েছিই
ডান্ডায় ধরে ঝুলেও গিয়াছি
কম করে হলেও পাচ মাইল ।
ধন্যবাদ সুন্দর কবিতার জন্য ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৬
প্রামানিক বলেছেন: ভাই আপনি তো পাঁচ মাইল রড ধরে গিয়েছেন আর আমি ছাত্র জীবনে কত মাইল যে রড ধরে ঝুলে গিয়েছি! মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ আমাকে।
১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩০
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: ছন্দবদ্ধ কবিতা।
খুব ভালো লাগল।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভ্চেছা রইল।
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯
আহলান বলেছেন: ঈদ মোবারক ভাই ....
এতো কষ্ট .... আমাদের নিয়তি ..... কারণ শুধু দূর্ণীতি ....