নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

চোরের বউ খুশি

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩


শহীদুল ইসলাম প্রামানিক

ভোলা মিয়া ঈদ মার্কেটে
কিনছে বউয়ের শাড়ি
খুশির চোটে ট্রেন গাড়িতে
যাচ্ছে নিজের বাড়ি।

ব্যাগের ভিতর শাড়ি রেখেছে
আরো অনেক কিছু
গফর গাঁও যাওয়ার পরে
চোর নিয়েছে পিছু।

বাফারেতে ব্যাগটা রেখে
সিটে আছে বসে
বউকে এবার করবে খুশি
ভাবছে মনের জোশে।

স্টেশনটা পার হওয়ার পর
তাকিয়ে দেখে যেই
বাফারেতে সবই আছে
ব্যাগটা শুধু নেই।

তিড়িং করে লাফিয়ে উঠে
বাফার দেখছে ঘেটে
চোরটা তখন অনেক দূরে
যাচ্ছে পায়ে হেঁটে।

এই চোর তো একটু আগে
ছিল পাশে বসা
ব্যাগটা নিয়ে হাসছে চোরে--
ভোলার করুণ দশা।

শাড়ি হারিয়ে মেজাজ গরম
উঠছে রুষি রুষি
ভোলার বউ বেজার হলেও
চোরের বউ খুশি।

(ছবি ইন্টারনেট--রিপোষ্ট)

মন্তব্য ৬২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

খোলা মনের কথা বলেছেন: প্রথম হয়েছি মনে হয়। আগে চাঁ দিবেন পরে কথা!!!! :( :( :(

শাড়ি হারিয়ে মেজাজ গরম
উঠছে রুষি রুষি
ভোলার বউ বেজার হলেও
চোরের বউ খুশি।


ভাল লাগলো প্রামানিক ভাই

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

প্রামানিক বলেছেন: হা হা চা রেডি আছে চলে আসেন। ধন্যবাদ

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। চোরের বউ খুশি।

ধন্যবাদ প্রামানিক ভাই।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

বিদ্যুৎ বলেছেন: খুব সুন্দর এবং অনবদ্য লিখা। পড়ে খুব ভাল লাগলো। ধন্যবাদ ভাই। ভাল থাকবেন সবসময় আর সাথে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানই।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

মাকার মাহিতা বলেছেন: দেওয়ানগঞ্জে বাড়ী আমার
তিস্তা ট্রেনে যাই
গফরগাঁয়ের বদনাম আছে
যার তুলনা নাই।

চুর ছেচ্চর বাটপারে ভরা
গফরগাঁয়ের পরে
আনমনে হও যদি ভাই
যাবে তোমায় ধরে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

প্রামানিক বলেছেন: দেওয়ানগঞ্জের কোথায় বাড়ি
বলেন তাড়াতাড়ি
মাঝে মাঝে ওই রাস্তাতে
আমিও যেতে পারি।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, চোরদের নিয়া কাজ কারবার আর ছাড়তে পারলেন্না :-B

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২১

প্রামানিক বলেছেন: দেশটায় চুর ছেচ্চুরে ভরা, চুরির সুযোগ পাইলেই ওরা আমার ব্যাগ বাসা ছাফা কইরা ফালায় কাজেই হেদের ছাড়ি কেমনে।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ৫ম হইছি চা দেন :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২২

প্রামানিক বলেছেন: আইসা পড়েন চা দোকানে রেডি আছে।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

ধ্রুবক আলো বলেছেন: ভোলার বউ বেজার হলেও
চোরের বউ খুশি।
চোরের বউ এর ইদ টা ভালই কাটবে হা হা হা.।
ধন্যবাদ প্রামানিক ভাই লেখা ভাল লাগলো

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৩

মুহাম্মাদ শাথিল বলেছেন: কারও পৌষমাস, কারও সর্বনাশ!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৬

প্রামানিক বলেছেন: হা হা হা ঠিক বলেছেন।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৭

জনৈক অচম ভুত বলেছেন: চোরের বউদেরই তো খুশি হওয়ার মওকা বেশি। :#)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৭

প্রামানিক বলেছেন: চোরের বউদেরই তো খুশি হওয়ার মওকা বেশি।
সেইটাই তো হইছে।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৫

রক্তিম দিগন্ত বলেছেন: পরথম পিলাস।


আগেও পড়ছিলাম মনে হইতেছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, দুই বছর আগে পড়েছিলেন।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: চা দোকান ছাইড়া আপ্নে পালালেন কুন্ডাই B:-)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন: আমি তো দোকানের সামনেই বেঞ্চিতে বইসা আছি।

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৩

হাতুড়ে লেখক বলেছেন: দাদু ভাবতেসি চোরের বউ বিয়া করুম। আমার আবার হাসিখুশি বউ পছন্দ। যাইহোক দেরিতে আইলেও নাতি হিসেবে চা কিন্তু আমিই আগে পাওয়ার দাবি রাখি। :#)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৫

প্রামানিক বলেছেন: আরে নাতিয়ে চা খাইবো এইডা আবার কইতে হয়, নাতির চা সবসময় রেডি।

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: খারান, আপ্নারে আমি দেক্তাছিনা, আশরাফুল ভাইও খুঁজতাছে

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: আছি আছি, এই তো উকি দিলাম।

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০২

ভ্রমরের ডানা বলেছেন: ছড়ায় ঠুকে প্লাস বসালাম। এবার চা দেন!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৭

প্রামানিক বলেছেন: চায়ের দোকান এখনও খোলা আছে তাড়াতাড়ি চইলা আসেন।

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৬

সুমন কর বলেছেন: আগেই মনে হয়, পড়েছিলাম।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৮

প্রামানিক বলেছেন: স্মরণ শক্তির প্রশংসা করতে হয়। দুই বছর আগে।

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৫

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর ছড়া।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩২

আহলান বলেছেন: হা হা হা .... আজকাল এদেশের সাধারণ জনগন ভোলায় পরিণত হয়েছে, চোরের বউরাই খুশীতে আছে ... মজার কবিতা হলেও এটাই বাস্তব প্রামাণিক ভাই +++++++++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো মানুষের বউরা আসলেই কষ্টে আছে।

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১০

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর ছড়া।

অনেক ভালো লাগা রেখে গেলাম ।


০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৮

মেহেদী রবিন বলেছেন: হা: হা: , বউয়ের জন্যে চোরের ভালোবাসা গভীর।:)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। চোরের ভালোবাসাও কম নয়।

২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

আহা রুবন বলেছেন: সেতু হবার পরে থেকে
যাই না গফরগাঁও
চোর-বাবাজি কেমন মজা
বেগুনপোড়া খাও

খুব আনন্দ পেলাম।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩০

প্রামানিক বলেছেন: দারুণ ছন্দ। ধন্যবাদ

২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০২

ইফতি সৌরভ বলেছেন: নতুন শাড়িতে চোরের বউ এর জন্য রইল ঈদের শুভেচ্ছা

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩১

প্রামানিক বলেছেন: চোরের বউও বউ তো? শুভেচ্ছা দিতেই হয়।

২২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১২

গেম চেঞ্জার বলেছেন: চোরডারে আপনে পিডানি দিতারলেন না? ;)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩২

প্রামানিক বলেছেন: কেমনে পিডান দিমু-- ধরতারলে তো---

২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১২

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন !!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ। :) :) :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৪

অরুনি মায়া অনু বলেছেন: যাক ভোলার বউ বেজার হলেও চোরের বউ তো খুশি হয়েছে। ইশ বউদের খুশি করা যে কত্ত কঠিন কাজ। যাক চোর বেটা সার্থক :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৬

প্রামানিক বলেছেন: চোরের বউ হলেও বউ তো। তারও তো মন মানসিকতা আছে। কাজেই চোরের বউ খুশি হলেও আমরা খুশি।

২৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৪

শেয়াল বলেছেন: দারুণ #:-S

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২২

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর ছড়া
ভাল লাগল ।
শুভেচ্ছা নিবেন ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৫

nilkabba বলেছেন: খুব ভালো লাগলো।
বউকে নিরাশ করবেন নারে ভাই,,,আরেকটা কিনে ফেলুন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১২

প্রামানিক বলেছেন: আরে ভাই বউ বেজার তো দুনিয়া আন্ধার।

২৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৮

তাজবীর আহােমদ খান বলেছেন: আরে দাদা কারো না কারো বউ তো খুশি হোল,এইটাই হোল আসল ব্যাপার হা হাহা।ব্যাপোক আকারে বিনোদিত করার জন্য ধন্যবাদ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৪

প্রামানিক বলেছেন: জী ভাই, যে কোন বউ খুশি হলেই ঈদের খুশি।

৩০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২৩

চাঁদগাজী বলেছেন:



আপনি তো ছড়ার যাদুকর, চোরটাকে হারায়ে দেন; ঈদে কারো বউয়ের শাড়ী চুরি হোক, সেটা আমরা চাই না; ১৮০ ডিগ্রি ঘুরায়ে দেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৫

প্রামানিক বলেছেন: চাঁদগাজী ভাই, সবার বউ খুশি থাকবো আর চোরের বউ বেজার থাকবো এইডাও তো মানবাধিকার লঙ্ঘন।

৩১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪

নীলপরি বলেছেন: ভালো লাগলো । :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.