নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

চোরের কোরবানী

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৮


শহীদুল ইসলাম প্রামানিক

কেউ নেয় না কোরবানীতে
পকেট মারের ভাগ
সেই জন্য তো গফুর চোরের
উঠল ভীষণ রাগ।

গঞ্জে গিয়ে চুরির টাকায়
আনল কিনে খাসি
গাঁয়ের লোকে এই না দেখে
করছে হাসাহাসি।

ব্যঙ্গ বিদ্রুপ হাসি দেখে
গফুর চোরে কয়,
চুরি করলেও আমার দিলে
নাই কি খোদার ভয়?

ভাগ নিলে না ভাগ দিলে না
তাতেও কিছু কইনি
মানুষ ঘরে জন্ম আমার
মাটি ফেটে তো হইনি?

কোরবানী মোর নাইবা হলো
বউ বাচ্চা তো খাবে,
আমি তাদের না খাওয়ালে
কোথায় তারা পাবে?

তোমরা যখন পরোপারে
সাঁতরে যাবে নদী
আমি তখন খোদার কাছে
জবাব দেব কি?

তাই তো আমি চুরির টাকায়
করতেছি কোরবান
আমার টাকা হারাম হলেও
হালাল খাসির জান।

মন্তব্য ৫০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৫

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: চুর নিয়ে কবিতা অনেক ভাল লাগল ভাই।
এবার চুর কে পরামর্শ দিতে পারেন যাতে করে চুরি বন্ধ করে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫

প্রামানিক বলেছেন: ছোট চুরেরে না হয় পরামর্শ দিলাম কিন্তু বড় চুরেরে পরামর্শ দিব কেডা?

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৯

সুমন কর বলেছেন: অর্থপূর্ণ। ভালো হয়েছে। শুভ সকাল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৩

গেম চেঞ্জার বলেছেন: চোর নিয়া আপনার ভাল আগ্রহ দেখছি ইদানিং!! ;)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭

প্রামানিক বলেছেন: হে হে হে চোরও তো মানুষ।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৩

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ । !:#P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মামুন ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪

হাতুড়ে লেখক বলেছেন: দাদু চোরের পিছু লাগছেন ক্যান? চোর কাব্য লিইখ্যা কি ফয়েজ ভাইয়ের হাত থিকা নুপেল পাইতে চান? :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮

প্রামানিক বলেছেন: ফয়েজ ভাই আমারে তিনবার নুপেল দিছে আর চাইনা।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: চোরের সার্টিফিকেট!দারুণ!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০০

প্রামানিক বলেছেন: চোররা কিন্তু টেলেন্ট। চোরের বুদ্ধিতে অনেক সময় গেরস্থ ফেঁসে যায়।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৬

তাজবীর আহােমদ খান বলেছেন: ভাও,দু-চার দিনের মধ্যে কোন চোর সম্প্রদায় এর ভদ্দরলোকের সাথে মোলাকাত হয়েছে নাকি??বিশেষ কিছু কি খোয়া গেলো নাকি?মন জানিতে ব্যাকুল।হটাৎ করে চোর নিয়ে একেবারে আদাজল খেয়ে পরলেন যে?? হা হা
তবে ভাই,সবসময় এর মতোই,চমৎকার লেখনী

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৯

প্রামানিক বলেছেন: চোরের হাতে মাঝে মাঝেই পড়তে হয়। এই ঢাকা শহরেই ৯বার ছিনতাইকারীর হাতে পড়েছিলাম। সে সব কাহিনী তো লিখিই নাই। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য করার জন্য।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অর্থপূর্ণ ছড়া ভাল্লাগছে!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯

বিলিয়ার রহমান বলেছেন: তাই তো আমি চুরির টাকায়
করতেছি কোরবান
আমার টাকা হারাম হলেও
হালাল খাসির জান। :P :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

তাজবীর আহােমদ খান বলেছেন: লেখক বলেছেন: চোরের হাতে মাঝে মাঝেই পড়তে হয়। এই ঢাকা শহরেই ৯বার ছিনতাইকারীর হাতে পড়েছিলাম। সে সব কাহিনী তো লিখিই নাই। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য করার জন্য।

ভাই,তাহলে আশায় থাকি,কি বলেন?চোর পর্ব শেষ হলে পরে ছিনতাইকারী পর্ব শুরু হোক

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার আগ্রহ দেখে উৎসাহিত হলাম। শুভ্চেছা রইল।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪

রক্তিম দিগন্ত বলেছেন: চোর নিয়া লাগলেন ক্যারে ভাই??? চুরের সাথে ঝাম্লা হইছে নাকি???

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

প্রামানিক বলেছেন: আরে ভাই দেশটায় এখন চোর চোট্টায় ভইরা গেছে, সেই তুলনায় নিউজ হয় না, ওদের একটু হাইলাইট করা দরকার।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪

আহা রুবন বলেছেন: বাড়ি ফিরতে সাবধানে থাইকেন। চোর কিন্তুক বেজায় চেইত্তা আছে আপনার উপর। ঈমানদার চোরের ছড়া দারুণ লাগল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৮

প্রামানিক বলেছেন: ঠিকই কইছেন ভাই, চোরে পিছু নিলে বিপদ আছে। ধন্যবাদ

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২২

জনৈক অচম ভুত বলেছেন: চোররাও মানুষ। আমাদের উচিত তাদের মাঝে-মধ্যে বাসায় নিমন্ত্রণ করা। :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

প্রামানিক বলেছেন: আপনার এই উচিৎ কাথাডাই তো অনেকে বুঝবার চায় না, বুঝলে চোরে কি আর চুরি করে? দাওয়াত খাওনের কথা মনে হইতেই চুরি ছাইড়া দিব।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৭

জে.এস. সাব্বির বলেছেন: ফজিলতে হইহই
আহা! গভু চোরে শুনে
করছে চুরি দুপিচ
গরু ।রেখা গুনে গুনে

মোল্লা সাব বলে- গভু
কান্ড করছিস একি!
কুরবানীতে চুরি করে
পশু জবাই নাকি!

গভু কহে- "সমস্যা কি
খুতবা দিলেন যাহা
চুরির যত পাপ আছে
সওয়াবে মুছে যাবে তাহা!

মধ্যিখানে গরুর মাংস
পুরোটাই লাব ।"
ধমকে গরজে ওঠে
মোল্লা ওমর সাব!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০১

প্রামানিক বলেছেন: গভু চোরের চমৎকার ছড়া। খুব ভালো লাগল। ধন্যবাদ

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫

মেহেদী রবিন বলেছেন: চোরের খনির দেশে চোর নিয়ে ছড়া পড়তেই ভালো লাগে। ছড়ার মাঝে ফিলোসফিও পেলাম। অনেক ভালো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মেহেদী রবিন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২

খোলা মনের কথা বলেছেন: ঈমানদার চোর। পড়ে খুব মজা পেলাম।

আচ্ছা ভাই কোন কুরবানী ঈদে কি চোরের খপ্পরে পড়েছিলেন নাকি?? :P এতো খেপলেন কেন চোরের উপর :( :( :(

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

প্রামানিক বলেছেন: গরুর হাটে চোরের হাতে এখনও পড়ি নাই, তবে দালালের হাতে অনেক পড়েছি।

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৭

দিনাজপুরিয়া বলেছেন: বাহ্ চমৎকার । চোরেরা নিশ্চয়ই আপনার কবিতা পড়ে ক্ষেপে যেতে পারেন। :(

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১১

প্রামানিক বলেছেন: ক্ষেপতেও পারে আবার খুশিও হতে পারে। নিশ্চিত কিছু বলা যাবে না।

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতাটি অসাধারণ হয়েছে,
গফুর চোরের থেকেও অনেক
বড় বড় চোর রয়েছে ।
যাদের দামী কোরবানীর গরুর
পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারলেও
অনেকে নীজেকে ধন্য মনে করে ।
আর গফুর চোর তো সুন্দর কথা বলেছে
কোরবানী মোর নাইবা হলো
বউ বাচ্চা তো খাবে,
আমি তাদের না খাওয়ালে
কোথায় তারা পাবে?

কিন্ত বড় বড় চোরদেরতো সে চিন্তাটাও নাই
তারা তাদের চুরির সম্পদ বিদেশে পাচার করে
দেশে খরচ করলেওতো দেশের মানুষ কিছুটা
ভাগ পেতো । এ কবিতাটি এ সমস্ত চোরের
মর্মমূলে আঘাত করুক এ কামনা করি ।

কেও চুরী না করুক এটাই কাম্য ।

ধন্যবাদ সে সাথে শুভেচ্ছা রইল

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

প্রামানিক বলেছেন: চুরি করা বা সমর্থন করা কেউ পছন্দ করে না তারপরেও এই কাজটি অনেকেই করে থাকে। কোটিপতি চোরদের চোর বলা হয় না কিন্তু ছ্যাচড়া চোরদে যত বদনাম। ছ্যাচড়া চোরদের মত বড় চোরদেরও প্রতিহত করা দরকার।

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: চোরে শুনে না ধর্মের কাহনী

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

প্রামানিক বলেছেন: চোরে ধর্মের কাহিনী শোনে ঠিকই পালন করে না। ধন্যবাদ

২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২১

ফরিদ আহমাদ বলেছেন: বাহ..!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

প্রামানিক বলেছেন: শুভেচ্ছা রইল।

২১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৩

সাদা মনের মানুষ বলেছেন: তাই তো আমি চুরির টাকায়
করতেছি কোরবান
আমার টাকা হারাম হলেও
হালাল খাসির জান।


..........বালিশ কি মাথার উপরে না নিচে?

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

প্রামানিক বলেছেন: বালিশের নিচে মাথা রাখছি।

২২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৫

অ্যালেক্স আমিন বলেছেন: কবিতা টি সব বড় চোরদের প্রতি উৎসর্গ করা হউক।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

প্রামানিক বলেছেন: মূল্যবান কথাই বলেছেন। ধন্যবাদ

২৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪

ধ্রুবক আলো বলেছেন: খুবই অর্থপূর্ন একটা কটিতা, লেখা। অনেক ধন্যবাদ এরকম একটা লেখার জন্য।
আসললেই আমাদের সমাজ ও বিচার ব্যবস্থা এমনই, সেতো ছোট চোর তাই তাকে কতই না মাথা ব্যথা সে সমাজের কলঙ্ক, ক্ষমতা নাই যে তাই।। বড় দুর্নীতিবাজ চোর হলে একটা কথাও বলতোনা উল্টো খুব খুব খাতির করতো!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১

প্রামানিক বলেছেন: বাস্তব সত্য কথা বলেছেন ভাই, শুভেচ্ছা রইল।

২৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: একটা নিত্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে রচিত ছড়াটি ভাল লাগলো। শেষের স্তবকের হিউমারটুকু বেশ আনন্দ দিয়ে গেল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, শুভেচ্ছা রইল।

২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৮

জেন রসি বলেছেন: ভালো লেগেছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জেন রসি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.