নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
আশান মিয়া যাচ্ছে হাটে
কোরবানীর গরু কিনতে
রাস্তায় অনেক বিপদ-আপদ
তাইতে বড় চিন্তে।
“কোথায় যাচ্ছ?” মৌলবী সাব
জিজ্ঞেস করল ডেকে,
“গরু কিনতে যাচ্ছি হাটে”
বলল আশান হেঁকে।
বলল হুজুর, “যাচ্ছ হাটে
‘ইনশআল্লাহ’ বলো,
আল্লাহ তা’লার নামটি নিয়ে
হাটের দিকে চলো”।
“অনেক কাজে ‘ইনশআল্লাহ’
বলতে হয়রে ভাই
নইলে দেখবে রাস্তাঘাটে
অনেক কিছুই নাই”।
“এই কথাটি না বললে পর
কি আর হবে ক্ষতি?
আজকেই সেটা করব প্রমাণ”,
বলল হুজুরের প্রতি।
“ইনশআল্লাহ ছাড়াই মোরা
কিনব গরু হাটে”
দম্ভ ভরে বলল আশান
উজান পুরের মাঠে।
সন্ধাকালে ফিরছে আশান
গরু নাই তার হাতে
ভাগ্যক্রমে আবার দেখা
ওই হুজুরের সাথে।
বলল হুজুর, “আশান মিয়া
কেমন গরু কিনলে?”
বলল আশান চমকে উঠে,
“কেমনে আমায় চিনলে”!
“ইনশআল্লাহ হাটে গিয়েছি
গরু দেখেছি মেলা
অনেক গরুর দাম করেছি,
ভাগ্যের একি খেলা”!
‘দাম ঠিকঠাক ‘ইনশআল্লাহ’
ছিল অনেক টাকা,
‘ইনশআল্লাহ’ হাত দিয়েছি
পকেট পুরোই ফাঁকা’।
“পকেট মারে টাকা নিয়েছে
গরু হয়নি কেনা,
‘ইনশআল্লার’ কেমন মরতবা
এবার হলো চেনা”।
মৌলবী কয়, “ইনশআল্লাহ
বললে অনেক শত,
যাবার সময় এই কথাটি
একবার বললেই হতো”।
(ছবি ইন্টারনেট -- রিপোষ্ট)
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
হাতুড়ে লেখক বলেছেন: ও দাদু চুরি করার সময়ও কি ইনশাল্লাহ কইতে অইবো?
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৬
প্রামানিক বলেছেন: শুনছি চোরেরা নাকি চুরি করার সময় আল্লাহর নাম বেশি বেশি ডাকে। নিশ্বাসে নিঃশ্বাসে বলে আল্লাহ আমি যেন ধরা না পড়ি।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১
ধ্রুবক আলো বলেছেন: মৌলবী কয়, “ইনশআল্লাহ
বললে অনেক শত,
যাবার সময় এই কথাটি
একবার বললেই হতো”।
ইনশাআল্লাহ্ বলার অনেক ফজিলত, এরকম সুন্দর লেখার জন্য অনেক ধন্যবাদ
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো। বেচারা।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৮
প্রামানিক বলেছেন: হুম-- বেচারা ভালো হওয়ারই কথা।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১১
জনৈক অচম ভুত বলেছেন: কেয়া বাত! কেয়া বাত!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৯
প্রামানিক বলেছেন: সব ইনশাল্লার কেরামতি।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
বিলিয়ার রহমান বলেছেন: মৌলবী কয়, “ইনশআল্লাহ
বললে অনেক শত,
যাবার সময় এই কথাটি
একবার বললেই হতো”।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
প্রথমকথা বলেছেন: ভাল লেগেছে দাদা, তবে গরু কেনা আর হলোনা!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১০
প্রামানিক বলেছেন: অহঙ্কার ছিল সেই জন্য এই অবস্থা।
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২
তাজবীর আহােমদ খান বলেছেন: হুম ভাইজান,এইতো সিরিয়াল ওয়াইজ একটা একটা করে আসছে।
১ নং-চোর
২ নং- পকেটমার
সিরিয়াল হিসাবে নেক্সট তাহলে কি আমরা ছিনতাইকারী পাচ্ছি?? হা হা
এবার লেখা প্রসংগে,কি আর বাড়তি বলি?সবসময় এরি মতো চমৎকার লেখনী
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, চেষ্টা করবো। ধন্যবাদ
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৮
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শুভেচ্ছা রইল।
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৭
মাকার মাহিতা বলেছেন: .
.
.
.
.
.
.প্রশ্নঃ সামহয়্যারইন ব্লগ-এ ছন্দের জাদুকর কে?
উত্তরঃ শহীদুল ইসলাম প্রামানিক।
অনেক দীর্ঘজীবি হোন ব্রাদার।
অসম্ভব ভাল লেগেছে কবিতা টি। ছন্দের কি অপূর্ব মিলন।
চালিয়ে যান...!!!
.
.
.
শুভকামনা। নিরন্তর।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাকার মাহিতা। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম।
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৯
খায়রুল আহসান বলেছেন: ছড়ায় ছড়ায় সুন্দর করে একটা সুন্নত পালনের কথা বলে গেলেন। "ইন শা আল্লাহ" না বলার কারণে একবার নবীজীর কাছে অহী আসা বন্ধ হয়ে গিয়েছিল।
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
প্রামানিক বলেছেন: হযরত সোলায়মান (আঃ) তিনিও নাকি ইন শা আল্লাহ না বলার কারণে কিছুদিন বাদশাহী থেকে দূরে ছিলেন।
১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৯
খায়রুল আহসান বলেছেন: ছড়ায় ছড়ায় সুন্দর করে একটা সুন্নত পালনের কথা বলে গেলেন। "ইন শা আল্লাহ" না বলার কারণে একবার নবীজীর কাছে অহী আসা বন্ধ হয়ে গিয়েছিল।
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ খাইরুল আহসান ভাই।
১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৬
মেহেদী রবিন বলেছেন: ইনশাআল্লাহ আপনার সামনের ছড়াগুলোও পড়বো
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
প্রামানিক বলেছেন: ইন শা আল্লা্হ চেষ্টা করবো।
১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩০
রায়হানুল এফ রাজ বলেছেন: বহত খুব! বহত খুব!!
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
প্রামানিক বলেছেন: আন্তরিক শুভেচ্ছা রইল।
১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০০
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ইনশাল্লাহ; মজা পাইলাম অনেক ! আবার লিখবেন ইনশাল্লাহ ! ইনশাল্লাহ অপেক্ষায় রইলুম !
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
প্রামানিক বলেছেন: ইনশাআল্লাহ চেষ্টা করবো। শুভেচ্ছা করবো।
১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩৭
হাসান ইমরান বলেছেন: হা হা হা....মজা পেলাম।
আপনার লেখা এমনিতেই ভালো লাগে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, উৎসাহিত হলাম।
১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫৪
ফরিদ আহমাদ বলেছেন: হাসতে হাসতে মরি
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।
১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮
আহলান বলেছেন: ভাই কই পান এইসব ...! অসম ...+++++++++++++++++++
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১
প্রামানিক বলেছেন: বাংলাদেশেরই গ্রামগঞ্জের মোল্লাদের কাহিনী ভাই। শুভ্চেছা রইল।
১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। কবিতার প্রধান রসদ বিষয়, তাল, লয়,ছন্দ সবই রয়েছে আপনার অন্যান্য কবিতার মতো এটাতেও। আপনার কবিতার জন্য ১০০% ভালো লাগা।
আসছে পবিত্র ঈদে-উল-আজহার অগ্রীম ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক।
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাকেও ঈদের অগ্রীম শুভ্চেছা রইল।
২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬
পথহারা মানব বলেছেন: ভালো লেগেছে..!!!ঈদের শুভেচ্ছা
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২
প্রামানিক বলেছেন: আপনাকেও ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল।
২১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭
মো:সাব্বির হোসাইন বলেছেন:
“পকেট মারে টাকা নিয়েছে
গরু হয়নি কেনা,
‘ইনশআল্লার’ কেমন মরতবা
এবার হলো চেনা”।
মৌলবী কয়, “ইনশআল্লাহ
বললে অনেক শত,
যাবার সময় এই কথাটি
একবার বললেই হতো”
চমৎকার!! ভালো লেগেছে++++++++++
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ইনশাআল্লাহ,আপনার পকেট মেরেই ছাড়বো।
কবিতা ভালো লেগেছে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
প্রামানিক বলেছেন: পকেট মারেন তবে নুপেল পুরুষ্কার দিয়েন না। ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল।
২৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৪
ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত!!!! দুর্দান্ত!!! দুর্দান্ত!!! দুর্দান্ত!!! দুর্দান্ত!!!!
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা রইল।
২৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, নিজে ইনশাআল্লাহ বলেন তো?
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩১
প্রামানিক বলেছেন: ইনশা আল্লাহর জোরেই তো কিছু কিছু লেখালেখি করি।
২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৬
আরিয়ান রাইটিং বলেছেন: হা হা হা সুন্দর, বরই সুন্দর।
ভাল লেগেছে,
পড়ে আনন্দ পেয়েছি।
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৭
সাদা মনের মানুষ বলেছেন: ইনশাআল্লাহ এক কাপ
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২
প্রামানিক বলেছেন: ইনশাআল্লাহ খুশি হইলাম।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
রূপক বিধৌত সাধু বলেছেন: ঈমানদারি ছড়া ভাল্লাগছে!