নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

স্বাদ বেশি ভাই হালের গরু

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

গরু কোরবানী দিবেন যারা
তাদের বলে যাই
বর্তমানে গরুর মাঝেও
ভেজাল দেখতে পাই।

মোটা তাজা হলেই কিন্তু
কিনবেন না ভাই গরু
গায় গতরে শক্ত দেখবেন
হোক না শুকনা সরু।

ইনজেকশনের মোটা তাজা
হার্ট এ্যাটাকে মরে
এসব গরু কিনলে কিন্তু
কাঁদবেন বসে ঘরে।

গেরস্থ ঘরের হালের গরু
হোক না গায়ে কাবু
তারপরেতেও বেজায় স্বাদের
বলল গঞ্জের বাবু।

অধিক মোটা গরু কিনবেন
পাইনসা লাগবে ভাই
ক্যামিকেলে ঠাসা হওয়ায়
স্বাদবাদ কিছু নাই।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫১

নাইম রাজ বলেছেন: ভালো লেগেছে আপনার লেখাটি ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৫

হাতুড়ে লেখক বলেছেন: দাদু চোর বাটপার বাদ দিয়া গরুর ওকালতি শুরু করলেন কবে? :P
চা দেন। আপ্নের কবিতা পইরা সকাল শুরু। দেহা যাক কপালে কি আছে আইজকা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

প্রামানিক বলেছেন: আরে নাতি আইসা পড়েন চা ঠান্ডা হইয়া গেল, কপালে অন্য কিছু নাই। ধন্যবাদ

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৫

এ কে এম রেজাউল করিম বলেছেন:
ক্যামিকেলে ঠাসা হওয়ায়
স্বাদবাদ কিছু নাই।


গরুর দেহে যে 'স্টে-র-ইয়েট' দেয়া হয় তা মাংস পাক করার পরেও থেকে যায় যা মানব শরীরের জন্য ক্ষতিকর।
ছড়া ভালো লেগেছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

প্রামানিক বলেছেন: দারুণ একটি তথ্য মন্তব্যে তুলে ধরার জন্য শুভেচ্ছা রইল।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০১

ধ্রুবক আলো বলেছেন: লেখা অসধারন হইছে বরাবরের মত,
এবং কথাগুলো খুবই গুরুত্বপূর্ন, শিক্ষনীয়।। ধন্যবাদ

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য পড়ে উৎসাহিত হলাম।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১০

পথহারা মানব বলেছেন: দাদু আপনার হালের গরু থাকলে বলেন???? আজকেই কিনে নিয়ে আসব! এত ভয় দেখান ক্যান হ্যা X((

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

প্রামানিক বলেছেন: হে হে হে যখন আমার হালের গরু আছিল তহন কেমিক্যাল চোখেও দেখি নাই। এখন হাল নাই কাজেই কেমিক্যাল এখন আমি নিজেও কিন্না খাই। কাজেই হালের গরু দিতে না পারলেও কেমিক্যাল দিতে পারুম।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
:) :) ভালো ভালো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ছড়া।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

প্রামানিক বলেছেন: শুভেচ্ছা রইল।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬

মো:সাব্বির হোসাইন বলেছেন: ইনজেকশনের মোটা তাজা
হার্ট এ্যাটাকে মরে
এসব গরু কিনলে কিন্তু
কাঁদবেন বসে ঘরে।

ঠিক বলেছেন প্রামানিক ভাই।
চমৎকার +++++++++++

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮

মো:সাব্বির হোসাইন বলেছেন: ইনজেকশনের মোটা তাজা
হার্ট এ্যাটাকে মরে
এসব গরু কিনলে কিন্তু
কাঁদবেন বসে ঘরে।

ঠিক বলেছেন প্রামানিক ভাই।
চমৎকার +++++++++++

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

জনৈক অচম ভুত বলেছেন: অতি সত্য কথা। :D

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭

রক্তিম দিগন্ত বলেছেন: আসলেই। কথা ঠিক।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪

শামছুল ইসলাম বলেছেন: অতীব সত্য কথাঃ

//গেরস্থ ঘরের হালের গরু
হোক না গায়ে কাবু
তারপরেতেও বেজায় স্বাদের
বলল গঞ্জের বাবু।//


ভাল থাকুন । সবসময় ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার ছড়া।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ক্যামিকেল একটা কিন্না ফালাইছি, এখন ঈদ পর্যন্ত বাইচা থাকলেই হয় :D

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

প্রামানিক বলেছেন: আল্লাহ আল্লাহ করেন। অসুবিধা হইবো না, কারণ আপনি হাজি মানুষ।

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:



দেশের বিশৃংখলার সুযোগ নিয়ে পশুর জীবনটাকে বিষিয়ে তুলছে ক্রিমিনালরা

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৪

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন চাঁদগাজী ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.